Special Model Test
প্রথমত, বিশেষ বিশেষ পরীক্ষার (যেমন: BCS, Primary, etc.) আগে সেটার পূর্বপ্রস্তুতির জন্য অথবা উক্ত পরীক্ষা দেওয়ার জন্য আপনি কতটা প্রস্তুত সেটা যাচাইয়ের জন্য উক্ত পরীক্ষার আদলে মডেল টেস্ট দেওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি।
দ্বিতীয়ত, আমাদের রেগুলার এক্সামের আগের প্রশ্নগুলোর মধ্যে প্রতি সপ্তাহে কয়েকটি করে প্রশ্ন পড়া দিয়ে প্রতি মঙ্গলবার লটারির মাধ্যমে একটি করে প্রশ্নের উপর এক্সাম নেওয়া হবে।
পরীক্ষা দেওয়ার জন্য নিচে যান।
পরীক্ষা দেওয়ার কিছু নিয়ম:
- নিজের পূর্ণনাম এবং জেলার নাম ইংরেজিতে লিখে লগ ইন করতে হবে।
- সময় শেষ হওয়ার আগে উত্তরপত্র সাবমিট করতে হবে।
- পরীক্ষায় নাম সঠিক ভাবে না লিখলে তার মেরিট অনুযায়ী রেজাল্ট পাবলিশ করা হবে না। নাম এবং নামের টাইটেল ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। যেমন: anik chowdhury ✖️ বা Anik chowdhury ✖️ বা ANIK CHOWDHURY ✖️ নয়, Anik Chowdhury ✔️ এভাবে লিখবেন।
- পরীক্ষা চলাকালীন সময়ে কোথাও পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা যাবেনা। কিন্তু পরীক্ষা শেষে অবশ্যই প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবেন।
- পরীক্ষার পরের দিন মেধাতালিকাসহ প্রশ্নপত্রের সমাধান দিয়ে দেওয়া হবে।
- পরীক্ষা দিতে কোন সমস্যার সম্মুখীন হলে এক্সামিনারের সাথে যোগাযোগ করবেন।
পরীক্ষার উত্তরপত্র সাবমিট করার শেষ সময়ঃ রাত ১২ টা ০০ মিনিট
(পরীক্ষা দেওয়ার সময় নিজের নাম এবং জেলার নাম ইংরেজিতে লিখবেন।)
পরীক্ষা দিতে নিচের বাটনে ক্লিক করুন: