Beginners Exam
Job Study For Beginners Online Exam:
কোন দিন কোন এক্সাম হবে সেটা গ্রুপে নিয়মিত জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার দিনঃ প্রতি মঙ্গলবার
পরীক্ষার উত্তরপত্র সাবমিট করার শেষ সময়ঃ রাত ১২ টা ০০ মিনিট
(Exam দেওয়ার সময় নিজের নাম এবং জেলার নাম ইংরেজিতে লিখবেন। পরীক্ষায় নাম সঠিক ভাবে না লিখলে তার মেরিট অনুযায়ী রেজাল্ট পাবলিশ করা হবে না। নাম এবং নামের টাইটেল ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। যেমন: anik chowdhury ✖️ বা Anik chowdhury ✖️ বা ANIK CHOWDHURY ✖️ নয়, Anik Chowdhury ✔️ এভাবে লিখবেন। আর জেলার নাম লেখার সময় dhaka ✖️ বা DHAKA ✖️ এভাবে নয়, Dhaka ✔️ এভাবে লিখবেন।)
এক্সাম দিতে নিচের বাটনে ক্লিক করুনঃ
বি. দ্র. এক্সাম দিতে কোন সমস্যার সম্মুখীন হলে এক্সামিনারে সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
নিচের লেখাগুলো অবশ্যই মাথায় রাখবেনঃ
১। ৫০ টি প্রশ্নের জন্য ১৫ মিনিট এবং ১০০ টি প্রশ্নের জন্য ৩০ মিনিট সময় দেওয়া হবে। তবে আপনি এক্সামের দিন সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত যেকোন সময় এক্সাম দিতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি যখন এক্সাম দেওয়া শুরু করবেন তখন থেকেই আপনার সময় শুরু হবে।
২। গ্রুপে কোন ধরনের স্টিকার দেওয়া যাবেনা, তবে প্রয়োজনীয় মেসেজ দেওয়া যাবে। কিন্তু এক্সাম চলাকালীন সময়ে (মঙ্গলবার) গ্রুপে কোন প্রকার মেসেজ দিবেন না।
৩। ভুল করে কোন স্টিকার দিয়ে ফেললে সাথে সাথে ডিলিট করতে হবে।
৪। গ্রুপের কোন Female সদস্যের ইনবক্সে গিয়ে বিরক্ত করা যাবেনা।
৫। কোন কারণে এক্সাম না দিতে পারলে সেটা এক্সামিনারকে অবহিত করবেন।
গ্রুপের নিয়মের উপর যথাযথ সম্মান প্রর্দশন না করতে পারলে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে নিরুৎসাহিত করা হলো।