Beginners Exam
Job Study For Beginners Online Exam (Without Mathematics):
এখানে গাণিতিক যুক্তি বিষয়ে কোন প্রশ্ন থাকবে না। পরীক্ষা চলাকালীন যেকোন সময় যুক্ত হতে পারবেন। দশটি পরীক্ষার ফি ২৯/- টাকা। তবে যখনই যুক্ত হন না কেন এক সার্কেলের জন্য ২৯/- টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রথম থেকে দশম পরীক্ষার যেকোন পর্যায়ে যুক্ত হতে ২৯/- টাকা ফি প্রযোজ্য হবে।
পরীক্ষার দিনঃ প্রতি মঙ্গলবার
পরীক্ষার উত্তরপত্র সাবমিট করার শেষ সময়ঃ রাত ১২ টা ০০ মিনিট
(Exam দেওয়ার সময় নিজের ID No, PIN এবং জেলার নাম ইংরেজিতে লিখবেন। পরীক্ষায় ID No & PIN সঠিক ভাবে না লিখলে তিনি পরীক্ষা দিতে পারবেন না। জেলার নাম লেখার সময় dhaka ✖️ বা DHAKA ✖️ এভাবে নয়, Dhaka ✔️ এভাবে লিখবেন।)
এক্সাম দিতে নিচের বাটনে ক্লিক করুনঃ
বি. দ্র. এক্সাম দিতে কোন সমস্যার সম্মুখীন হলে এক্সামিনারে সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
নিচের লেখাগুলো অবশ্যই মাথায় রাখবেনঃ
১। আপনি পরীক্ষার দিন সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত যেকোন সময় এক্সাম দিতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি যখন এক্সাম দেওয়া শুরু করবেন তখন থেকেই আপনার সময় শুরু হবে।
২। গ্রুপে কোন ধরনের স্টিকার দেওয়া যাবেনা, তবে প্রয়োজনীয় মেসেজ দেওয়া যাবে। কিন্তু এক্সাম চলাকালীন সময়ে (মঙ্গলবার) গ্রুপে কোন প্রকার মেসেজ দিবেন না।
৩। ভুল করে কোন স্টিকার দিয়ে ফেললে সাথে সাথে ডিলিট করতে হবে।
৪। গ্রুপের কোন Female সদস্যের ইনবক্সে গিয়ে বিরক্ত করা যাবেনা।
৫। কোন কারণে এক্সাম না দিতে পারলে সেটা এক্সামিনারকে অবহিত করবেন। অন্যথায় আপনাকে গ্রুপ থেকে ফিল্টার আউট বা ফাইন করা হতে পারে।
৬। মোট ২৫টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় কোন নেগেটিভ নম্বর থাকবে না। প্রতি প্রশ্নের মান ২ করে ২৫ টি প্রশ্নের জন্য ৫০ নম্বর থাকবে।
গ্রুপের নিয়মের উপর যথাযথ সম্মান প্রর্দশন না করতে পারলে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে নিরুৎসাহিত করা হলো।
নিম্নে পরীক্ষার সময়সূচী এবং টপিক লিস্ট দেওয়া হলো:
Beginners MCQ Model Exam Schedule:
Exam No & Date | Topics | Marks & Time |
---|---|---|
Exam - 0.1 (21 Jan, 2025) |
বাংলা সাহিত্যের প্রচীন ও মধ্যযুগ, বাংলা ভাষা ও ভাষারীতি। English Literature, The Noun. বাংলাদেশের ইতিহাস ও জাতীয় বিষয়াবলি। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |
Exam - 0.2 (28 Jan, 2025) |
বাংলা সাহিত্যের আধুনিক যুগ, ধ্বনি ও বর্ণ। The Pronoun, The Adjective, Number, Gender. বাঙ্গালদেশের কৃষিজ সম্পদ ও অর্থনীতি। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |
Exam - 0.3 (04 Feb, 2025) |
বিখ্যাত কবি ও সাহিত্যিক, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান। The Verb, Adverb, Determiner. বাংলাদেশের জনসংখ্যা, জাতি ও উপজাতি। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |
Exam - 0.4 (11 Feb, 2025) |
সন্ধি, বানান, বাক্য, শব্দ, লিঙ্গ, পুরুষ, বচন। Preposition, Conjunction, Correction. বাঙ্গালদেশের শিল্প ও বানিজ্য। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |
Exam - 0.5 (18 Feb, 2025) |
সমাস, উপসর্গ, ধাতু প্রকৃতি, প্রত্যয়। Synonyms, Antonyms, Phrases, Idiom. খেলাধুলা, বিজ্ঞান ও কম্পিউটার। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |
Exam - 0.6 (25 Feb, 2025) |
সমার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রবাদ, বাগধারা। Spelling, Analogy. সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |
Exam - 0.7 (04 Mar, 2025) |
বাক্য সংকোচন, পারিভাষিক শব্দ, অনুবাদ। Voice, Narration, Tag Question. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |
Exam - 0.8 (11 Mar, 2025) |
কারক ও বিভক্তি, বিরাম চিহ্ন, পদ। Clauses, Sentence. ভুগোল ও পরিবেশ, মহাদেশ, মহাসাগর। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |
Exam - 0.9 (18 Mar, 2025) |
ক্রিয়ার কাল, বাচ্য, ছন্দ। Tense, Subject Verb Agreements. আন্তর্জাতিক নিরাপত্তা, ক্ষমতা, অর্থনীতি ও কুটনীতি। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |
Exam - 1.0 (25 Mar, 2025) |
বাংলা (সম্পূর্ণ)। English(All). সাধারণ জ্ঞান (সম্পূর্ণ)। |
Full Marks - 50 Given Time - 15 Minutes |