Weekly and Model Exam 1.0
Weekly & Model Exam (WnM Exam 1.0)
Q1. শামসুর রাহমানের রচিত উপন্যাস -
A. জ্যোতিপ্রকাশ দত্ত
B. রিজিয়া রহমান
C. শহীদুল জহির
D. দিলারা হাশেম
Right Answer : C
Q2. কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'জগত্তারিণী স্বর্ণপদক' লাভ করে কে?
A. রাজা রামমোহন রায়
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. স্বর্ণকুমারী দেবী
D. রশীদ করীম
Right Answer : C
Q3. 'History of Sufism in Bengal' নিয়ে গবেষণা করেন কে?
A. মুহম্মদ আবদুল হাই
B. মোহাম্মদ মোজাম্মেল হক
C. মোহাম্মদ নজিবর রহমান
D. মুহম্মদ এনামুল হক
Right Answer : D
Q4. 'পদাবলি' নামে কবিদের সংগঠন প্রতিষ্ঠা করেন কে?
A. আবুল মনসুর আহমদ
B. আবুল ফজল
C. আলাউদ্দিন আল আজাদ
D. আবু জাফর ওবায়দুল্লাহ
Right Answer : D
Q5. কোন কবি ছাত্রাবস্থায় 'বর্ষ-আবাহন' কবিতা রচনা করেন?
A. জীবনানন্দ দাশ
B. সৈয়দ ওয়ালীউল্লাহ
C. প্যারীচাঁদ মিত্র
D. নুরুল মোমেন
Right Answer : A
Q6. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা লিপির উৎপত্তি কবে?
A. সপ্তম শতাব্দী
B. নবম শতাব্দী
C. একাদশ শতাব্দী
D. দ্বাদশ শতাব্দী
Right Answer : A
Q7. রবীন্দ্র বিরোধিতা কোন যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল?
A. মধ্যযুগ
B. কল্লোল যুগ
C. অন্ধকার যুগ
D. আধুনিক যুগ
Right Answer : B
Q8. 'অবক্ষয় যুগ' বা 'যুগসন্ধিক্ষণ' কোন দুই যুগের মধ্যবর্তী সময়কে নির্দেশ করে?
A. প্রাচীন ও মধ্যযুগ
B. মধ্যযুগ ও আধুনিক যুগ
C. আধুনিক ও সমকালীন যুগ
D. প্রাক-ঔপনিবেশিক ও ঔপনিবেশিক যুগ
Right Answer : B
Q9. কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস?
A. আরণ্যক
B. খেলাঘর
C. জীবন প্রভাত
D. আরোগ্য নিকেতন
Right Answer : D
Q10. কোনটির মাধ্যমে কৃত্তিবাস ওঝা মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সূচনা করেন?
A. শিবায়ণ কাব্য
B. চন্দ্রাবতী
C. শ্রী শ্রী চণ্ডীমঙ্গল
D. শ্রীরাম পাঞ্চালী
Right Answer : D
Q11. জান্নাত ও বেহেশত শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?
A. আরবি ও পর্তুগীজ
B. আরবি ও ফারসি
C. ফারসি ও ফারসি
D. তুর্কি ও ফারসি
Right Answer : B
Q12. বাংলা ভাষার উপভাষাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
A. ৩
B. ৪
C. ৫
D. ৬
Right Answer : C
Q13. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
A. ভাষাতত্ত্বে
B. ধ্বনিতত্ত্বে
C. অর্থতত্ত্বে
D. রুপতত্ত্বে
Right Answer : C
Q14. 'যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরুপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ' এই সংজ্ঞাটি কার?
A. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B. ড. মুহম্মদ শহীদুল্লাহ
C. ড. এনামুল হক
D. ড. সুকুমার সেন
Right Answer : B
Q15. নিচের কোনটি ব্যাকরণের পাণিনি ধারা?
A. শকতায়নী
B. কালাপিক
C. গুরু কৌমুদী
D. লঘু কৌমুদী
Right Answer : A
Q16. 'চকিত হইয়া' শব্দটি চলিত রূপ?
A. চকিত হয়ে
B. চকিত হইয়া
C. চকিতে
D. চমকে
Right Answer : D
Q17. 'তেভাগা' কোন বহুব্রীহি সমাস?
A. অলুক বহুব্রীহি
B. প্রত্যয়ান্ত বহুব্রীহি
C. সংখ্যাবাচক বহুব্রীহি
D. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
Right Answer : B
Q18. "বাড়ির পুকুরের পাড়ে বড় ভাইয়ের কলাবাগান।" বাক্যে "বাড়ির" কোন বিভক্তি?
A. ষষ্ঠী বিভক্তি
B. সপ্তমী বিভক্তি
C. তৃতীয়া বিভক্তি
D. পঞ্চমী বিভক্তি
Right Answer : A
Q19. 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে-
A. মাধুর্য
B. মিঠাই
C. কর্তব্য
D. তেজস্বী
Right Answer : A
Q20. 'গােষ্পদ' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
A. গােঃ + পদ
B. গাে + সপদ
C. গােস + পদ
D. গাে + পদ
Right Answer : D
Q21. Who is the author of 'A Farewell to Arms'?
A. H. G. Wells
B. George Orwel
C. Thomas Hardy
D. Ernest Hemingway
Right Answer : D
Q22. Who is the author of 'Animal Farm'?
A. Thomas More
B. George Orwell
C. Boris Pasternak
D. Charles Dickens
Right Answer : B
Q23. Who is the poet of the Victorian Age?
A. Helen Keller
B. Mathew Arnold
C. Shakespare
D. Robert Browning
Right Answer : D
Q24. Who is the author of 'For Whom the Bell Tolls'?
A. Charles Dickens
B. Homer
C. Lord Tennison
D. Ernest Hemingway
Right Answer : D
Q25. Who is the modern philosopher who was awarded the Nobel Prize for literature?
A. James Baker
B. Dr. Kissinger
C. Bertrand Russel
D. Lenin
Right Answer : C
Q26. What was the real name of the great American short story writer, 'O Henry'?
A. Samuel L. Clemen
B. William Sydney Porter
C. Fitz-James O'Brien
D. William Huntington Wright
Right Answer : B
Q27. Which sentence uses an adverb of manner?
A. She speaks softly.
B. She speaks every day.
C. She speaks outside.
D. She speaks now.
Right Answer : A
Q28. What is the function of the infinitive in the sentence: "He trained hard to win"?
A. Subject
B. Subject
C. Adverb
D. Adjective
Right Answer : C
Q29. The adjective form of 'Hesitate ' is-
A. Hesitation
B. Hesitant
C. Hesitantly
D. Hesitaten
Right Answer : B
Q30. What is the noun form of the word “laugh”?
A. laughing
B. laughable
C. laughter
D. laughingly
Right Answer : C
Q31. Which is not a relative pronoun?
A. Who
B. Which
C. Their
D. That
Right Answer : C
Q32. The car crashed __ the wall.
A. into
B. onto
C. with
D. against
Right Answer : D
Q33. He was waiting ____ the train.
A. in
B. at
C. for
D. with
Right Answer : C
Q34. I can give you no assurance _______help.
A. On
B. about
C. regarding
D. of
Right Answer : D
Q35. The antonym of the word 'Zenith' is-
A. top
B. doubt
C. lowest point
D. final
Right Answer : C
Q36. Find the antonym of the word 'yearn’
A. desire
B. refuse
C. long
D. unite
Right Answer : B
Q37. What is the antonym for the word 'wild'?
A. reckless
B. funny
C. uncivilized
D. tame
Right Answer : D
Q38. Fill in the blank: "I need ___ advice from you."
A. Some
B. Any
C. Much
D. None
Right Answer : A
Q39. In "Every student must bring a notebook," what type of determiner is "every"?
A. Quantifier
B. Article
C. Demonstrative
D. Distributive
Right Answer : D
Q40. I have read ___ Shakespeare.
A. the
B. a
C. an
D. no article
Right Answer : D
Q41. C = {y: y ∈ N এবং 5 ≤ y ≤10) সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি?
A. {5, 6,7, 8, 9, 10}
B. {6,7,8,9}
C. {5,6,7,8,9}
D. {6, 7, 8, 9, 10}
Right Answer : A
Q42. P = {x: x ধনাত্মক পূর্ণসংখ্যা এবং 5x ≤ 16} হলে, P এর মান কোনটি?
A. {0, 1, 2, 3}
B. {1,2,3}
C. {0,2,3}
D. {0,1,2}
Right Answer : B
Q43. ১/(|x - ১|) < ২ অসমতার সমাধান কত?
A. (-∞, ১/২) U (৩/২, ∞)
B. ১/২, ৩/২
C. (-∞, ১) U (৩, ৮)
D. (-∞, ২) U (৫/২, ∞)
Right Answer : A
Q44. |3x - 2| < 11 হলে -
A. - 3 < x < 11/3
B. - 3 < x < 13/3
C. - 3 < x < - 11/3
D. 3 < x < 11/3
Right Answer : B
Q45. 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যেকোনো একটিকে ইচ্ছামত নিলে সেই সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
A. 6/20
B. 5/20
C. 6/21
D. 5/21
Right Answer : C
Q46. একটি বাক্সে ৮টি লাল, ৯টি কালো এবং ৭টি সাদা বল আছে। এলোমেলো ভাবে ১টি বল তুলে নেওয়া হলে বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত?
A. ৭/২৪
B. ১৭/২৪
C. ১/৮
D. ৩/৮
Right Answer : B
Q47. x + y = 2, xy = 1 হলে, (x - y)এর মান কত?
A. 0
B. 2
C. 6
D. 8
Right Answer : A
Q48. ১ + ৫ + ৯ + ১৩ + ... ধারাটির ১৫ তম পদ কত হবে?
A. ৬১
B. ৫৩
C. ৫৭
D. ৬৫
Right Answer : C
Q49. ১, ৩, ৬, ১০, ১৫, ২১ -------ধারাটির দশম পদ কত?
A. ৪৫
B. ৫৫
C. ৬২
D. ৬৫
Right Answer : B
Q50. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
A. 4
B. 5
C. 6
D. 8
Right Answer : B
Q51. MISSISSIPPI শব্দটির অক্ষরগুলো মোট কত প্রকারে সাজালে দুটি P একসাথে থাকবে?
A. ৫১০০
B. ৫৯৫০
C. ৬৩০০
D. ৬৩৭০
Right Answer : C
Q52. একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
A. ৩৫
B. ৪৪
C. ৪৫
D. ৫০
Right Answer : B
Q53. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
A. ১৪০ টাকা
B. ১২০ টাকা
C. ১৪৪ টাকা
D. ১২৪ টাকা
Right Answer : C
Q54. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
A. ৫%
B. ৬%
C. ১০%
D. ১২%
Right Answer : C
Q55. সূর্যের উন্নতি কোণ ৬০° হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্যটি ১০ মিটার হয়। গাছটির উচ্চতা কত?
A. ১৭.৩২ মিটার
B. ১৬.৭২ মিটার
C. ১৭.৫২ মিটার
D. ১৭.৭৫ মিটার
Right Answer : A
Q56. কোনো কিছু (ধরা যা, জনসংখ্যা) বৃদ্ধির ধারা যদি ২, ৪, ৮, ১৬, ৩২ ইত্যাদি-এই হারে বৃদ্ধি হতে থাকে তাহলে ঐ বৃদ্ধির হারকে কি বলা হয়?
A. আনুপাতিক হার
B. গাণিতিক হার
C. জ্যামিতিক হার
D. অস্বাভাবিক হার
Right Answer : C
Q57. একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকের আয়তন বৃদ্ধি পাবে-
A. ২ গুন
B. ৪ গুন
C. ৮ গুন
D. ৬ গুন
Right Answer : C
Q58. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
A. ১০ ঘণ্টা
B. ৫ ঘণ্টা
C. ৬ ঘণ্টা
D. ৮ ঘণ্টা
Right Answer : C
Q59. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি. মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি. মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
A. ১৩ ঘণ্টা
B. ১১ ঘণ্টা
C. ১০ ঘণ্টা
D. ৯ ঘণ্টা
Right Answer : B
Q60. ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফরমকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
A. ৪০ মিটার
B. ৩০ মিটার
C. ২৫ মিটার
D. ২০ মিটার
Right Answer : B
Q61. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল-
A. ১৭ এপ্রিল ১৯৭১
B. ২৬ মার্চ ১৯৭১
C. ১১ এপ্রিল ১৯৭১
D. ১০ জানুয়ারি ১৯৭২
Right Answer : A
Q62. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
A. মহাস্থানগড়ে
B. শাহজাদপুরে
C. নেত্রকোনায়
D. রামপালে
Right Answer : A
Q63. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন-
A. শায়েস্তা খান
B. নওয়াব সলিমুল্লাহ
C. মির্জা আহমেদ খান
D. মির্জা গোলাম পীর
Right Answer : C
Q64. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে?
A. ১৭০০ সালে
B. ১৭৭২ সালে
C. ১৭৬৫ সালে
D. ১৭৯৩ সালে
Right Answer : D
Q65. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
A. বাবর
B. হুমায়ুন
C. আকবর
D. জাহাঙ্গীর
Right Answer : B
Q66. Badminton is the national sport of-
A. Indonesia
B. Scotland
C. China
D. Nepal
Right Answer : A
Q67. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল-
A. ইংরেজরা
B. ওলন্দাজরা
C. ফরাসিরা
D. পর্তুগিজরা
Right Answer : D
Q68. খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম-
A. কোর্ট অব ডিসিপ্লিন
B. কোর্ট অব প্লে
C. কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
D. কোর্ট অব আরবিট্রেশন
Right Answer : D
Q69. “গুয়ানতানামো” বন্দিশালা কোথায় অবস্থিত?
A. কিউবা
B. মালয়েশিয়া
C. যুক্তরাষ্ট্র
D. যুক্তরাজ্য
Right Answer : A
Q70. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রেসিডেন্ট কে?
A. জর্জ বুশ
B. আবরাহাম লিংকন
C. জর্জ ওয়াশিংটন
D. থিউডর রুজভেল্ট
Right Answer : C
Q71. নিউক্লিয়াসের নামকরণ করেন কে?
A. জন এ লারসন
B. রবার্ট ব্রাউন
C. রবার্ট হুক
D. লুই পাস্তুর
Right Answer : B
Q72. উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কী?
A. ক্যালোরিমিটার
B. স্ফিগমোম্যানোমিটার
C. অক্সানোমিটার
D. পোটোমিটার
Right Answer : C
Q73. মানব মস্তিষ্কে স্থাপন করা প্রথম তারবিহীন চিপের নাম কী?
A. নিউরালিঙ্ক
B. টেলিপ্যাথি
C. স্মার্টব্রেইন
D. স্মার্টচিপ
Right Answer : B
Q74. নোট চিনে তাৎক্ষণিক গ্রাহকের একাউন্টে টাকা জমা করতে পারে কোনটি?
A. ATM
B. CDM
C. CRM
D. Money Counting Machine
Right Answer : C
Q75. টিউমার সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়-
A. Peadiatrics
B. Ornithology
C. Osteology
D. Oncology
Right Answer : D
Q76. স্টারলিংক বাংলাদেশে অনুমোদন পায় কবে?
A. ২৫ মার্চ, ২০২৫
B. ২৯ মার্চ, ২০২৫
C. ৯ এপ্রিল, ২০২৫
D. ১২ এপ্রিল, ২০২৫
Right Answer : B
Q77. কোন ধরনের মোবাইলে জিপিআরএস পাওয়া যায়?
A. ২ জি
B. ৩ জি
C. ৪ জি
D. ৫ জি
Right Answer : A
Q78. আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোন দেশের সাথে এমওইউ স্বাক্ষর করেছে?
A. সিঙ্গাপুর
B. চীন
C. ভিয়েতনাম
D. দক্ষিণ কোরিয়া
Right Answer : D
Q79. 5G নেটওয়ার্কের সর্বোচ্চ ডাউনলোড স্পিড কত?
A. 1 Gbps
B. 10 Gbps
C. 20 Gbps
D. 100 Gbps
Right Answer : C
Q80. একটি কম্পিউটার নেটওয়ার্কের IP address 125.128.127.133 এর হোস্ট আইডি-
A. 125.128
B. 128.127
C. 255.113
D. 127.133
Right Answer : D
Q81. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
A. ক্যাপাসিটর হিসেবে
B. ট্রান্সফরমার হিসেবে
C. রেজিস্টর হিসেবে
D. রেক্টিফায়ার হিসেবে
Right Answer : D
Q82. রেশমের চাষ –
A. এপিকালচার
B. সেরিকালচার
C. পিসিকালচার
D. হর্টিকালচার
Right Answer : B
Q83. কমলালেবু বা লেবুতে থাকে-
A. সাইট্রিক এসিড
B. ল্যাকটিক এসিড
C. নাইট্রিক এসিড
D. এসিটিক এসিড
Right Answer : A
Q84. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
A. ঊষা
B. গোধূলি
C. গুরুবৃত্ত
D. ছায়াবৃত্ত
Right Answer : D
Q85. x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
A. x+y+1
B. xy
C. xy+2
D. x+y
Right Answer : D
Q86. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
A. ১৮০°
B. ১৫০°
C. ২৭০°
D. ৩৬০°
Right Answer : D
Q87. ABCD চতুর্ভুজে AB||CD, AC=BD এবং ∠A=90°হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
A. সামান্তরিক
B. রম্বস
C. ট্রাপিজিয়াম
D. আয়তক্ষেত্র
Right Answer : D
Q88. Choose the correct antonym for ‘Oblige’-
A. Bind
B. Require
C. Bother
D. Censure
Right Answer : C
Q89. After food has been dried or canned ____ for later consumption.
A. it should be stored
B. That it should be stored
C. should be stored
D. which should be stored
Right Answer : A
Q90. প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
A. ২০০৮
B. ২০১১
C. ২০০৯
D. ২০১০
Right Answer : D
Q91. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -
A. নাইট্রোজেন গ্যাস
B. মিথেন
C. হাইড্রোজেন গ্যাস
D. কার্বন মনোক্সাইড
Right Answer : B
Q92. প্রশাসনিক কাঠামোতে ঊর্ধ্বতন কর্মকর্তার পদ কোনটি?
A. সচিব
B. যুগ্ম সচিব
C. উপ-সচিব
D. সহকারী সচিব
Right Answer : A
Q93. সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান কে?
A. প্রধানমন্ত্রী
B. স্পিকার
C. রাষ্ট্রপতি
D. প্রধান বিচারপতি
Right Answer : C
Q94. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে?
A. পাকা পাকা আম
B. ছি ছি কি করছ
C. নরম নরম হাত
D. উড়ু উড়ু মন
Right Answer : A
Q95. কোন চলচ্চিত্রটি ১৯৪৭ - এর দেশভাগ নিয়ে নির্মিত হয়?
A. আবার তোরা মানুষ 'হ'
B. চিত্রা নদীর পাড়ে
C. মাটির ময়না
D. নদীর নাম মধুমতি
Right Answer : B
Q96. কত সালে পাকিস্তান গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়?
A. ১৯৫২ সালে
B. ১৯৫৩ সালে
C. ১৯৫৪ সালে
D. ১৯৫৫ সালে
Right Answer : C
Q97. 'পাখি সব করে রব রাতি পোহাইল'-পঙক্তিটির রচয়িতা কে?
A. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর
B. বিহারীলাল চক্রবর্তী
C. মদনমোহন তর্কালঙ্কর
D. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Right Answer : C
Q98. ক এর খ এর তুলনায় ২১ টাকা কম আছে। ক এবং খ এর কাছে সব মিলিয়ে ৪৫ টাকা আছে । ক এর কাছে কত টাকা আছে?
A. ৩০
B. ২৫
C. ৩৩
D. ১২
Right Answer : D
Q99. 'Spouse' is a -
A. Masculine gender
B. Feminine gender
C. Common gender
D. Neuter gender
Right Answer : C
Q100. মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে?
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ
Right Answer : C