Weekly and Model Exam 0.9
Weekly & Model Exam (WnM Exam 0.9)
Q1. 'ক্ষুদ্র নদী' কে এক কথায় কী বলে?
A. সারণি
B. ভাঁড়
C. নালি
D. নুড়ি
Right Answer : A
Q2. ‘হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ’ এক কথায় কী বলে?
A. অঙ্গুষ্ঠ
B. প্রকোষ্ঠ
C. মণিবন্ধ
D. করতল
Right Answer : B
Q3. 'অনশনে মৃত্যু' এর বাক্য সংকোচন-
A. প্রমা
B. বক্রোষ্ঠিকা
C. বরাভয়
D. প্রায়
Right Answer : D
Q4. 'অষ্টাবক্র' বাগধারার অর্থ কী?
A. বিশৃঙ্খলা করা
B. কুৎসিত
C. ধনহীন
D. অতি ব্যস্ত
Right Answer : B
Q5. ‘নগদ নারায়ণ’ বাগধারার অর্থ কী?
A. ধনসম্পদ
B. কাঁচা টাকা
C. সঞ্চয়
D. ঋণ
Right Answer : B
Q6. ‘যারে সইতে নারি তাঁর চলন বাঁকা’ বাক্যটিতে ‘নারি’ কোন অর্থ প্রকাশ করেছে?
A. স্ত্রীলোক
B. স্ত্রীজাতি
C. সক্ষম
D. না পারি
Right Answer : D
Q7. ‘যেমন কর্ম তেমন ফল’ প্রবাদটির সমার্থক বাক্য কোনটি?
A. কত ধানে কত চাল
B. অহংকার পতনের মূল
C. অতি চালাকের গলায় দড়ি
D. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
Right Answer : D
Q8. Descendant এর বাংলা পরিভাষা কী?
A. মহীয়ান
B. শিক্ষক
C. বংশধর
D. কোষাধ্যক্ষ
Right Answer : C
Q9. 'Edition' শব্দের বাংলা পরিভাষা-
A. নথি
B. সম্পাদক
C. সংস্করণ
D. অনুসন্ধান
Right Answer : C
Q10. 'Oligarchy' এর বাংলা পরিশব্দ কোনটি?
A. আমলাতন্ত্র
B. গোষ্ঠীতন্ত্র
C. সৈরতন্ত্র
D. অভিজাততন্ত্র
Right Answer : B
Q11. 'Blot from the blue' means-
A. a foolish man
B. unexpected things
C. living things
D. an easy target
Right Answer : B
Q12. The Idiom 'make ends meet' means-
A. come to a close
B. have a happy ending
C. live within one's income
D. stretch to limit
Right Answer : C
Q13. The idiom "To burn the midnight oil" means:
A. To work late into the night
B. To waste oil
C. To light a lamp
D. To sleep early
Right Answer : A
Q14. "To kick the bucket" means to-
A. quarrel
B. die
C. neglect
D. begin
Right Answer : B
Q15. Which phrase does mean `Conclusion'?
A. The bottom line
B. Red letter day
C. Long in the tooth
D. Feather in your cap
Right Answer : A
Q16. The phrase 'Man of means' means-
A. wealthy
B. honest
C. hardworking
D. cunning
Right Answer : A
Q17. The phrase `lend a hand' means:
A. to help
B. to stay
C. to shake hands
D. to extend one's hand
Right Answer : A
Q18. 'Go all out' means-
A. Everybody unsuccessful
B. Try hard
C. To harm
D. Expose everything
Right Answer : B
Q19. In "My problem is that I am tired", "that I am tired" is a:
A. Principal Clause
B. Noun Clause
C. Adjective Clause
D. Adverb Clause
Right Answer : B
Q20. He acted as if he were mad. Here 'as if he were mad' is a/an -
A. Adverb clause of condition
B. Adverb clause of purpose
C. Adverb clause of manner
D. Adverb clause of reason
Right Answer : C
Q21. ১-১০০ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার আসে?
A. ১১ বার
B. ১৪ বার
C. ১৫ বার
D. ২০ বার
Right Answer : D
Q22. নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
A. ৪৩
B. ২৩
C. ১৯
D. ১৬
Right Answer : D
Q23. একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
A. ১
B. ২
C. ৩
D. ৪
Right Answer : B
Q24. P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয় । তাদের সম্পর্ক কোন ধরণের?
A. পিতা-মাতা
B. ভাই-বোন
C. মেয়ে-পিতা
D. ছেলে-মেয়ে
Right Answer : C
Q25. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্প্রতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে-
A. বৃহস্প্রতিবার
B. শুক্রবার
C. রবিবার
D. শনিবার
Right Answer : B
Q26. একজন পরীক্ষার্থীকে ১২টি প্রশ্ন হতে ৬টির উত্তর করতে হবে। যেখানে ক বিভাগ হতে ৫টির মধ্যে ৪টি অবশ্যই উত্তর করতে হবে। কত প্রকারে ৬টি প্রশ্নের উত্তর করা যাবে?
A. ১০০
B. ১০৫
C. ১২০
D. ২৪০
Right Answer : B
Q27. একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?
A. ২ জন
B. ৩ জন
C. ৪ জন
D. ৫ জন
Right Answer : B
Q28. সকাল ২.১৫ মিনিটে ঘণ্টার কাঁটার ও মিনিটের কাঁটা মধ্যবর্তী উৎপন্ন কোণের মান কত?
A. ১৫°
B. ২০°
C. ১৮°
D. ২২.৫°
Right Answer : D
Q29. ৫০ মিনিট আগে সময় ছিল ৪:৪৫। এখন ৬টা বাজতে আর কতক্ষণ বাকি?
A. ১৮ মিনিট
B. ২২ মিনিট
C. ২৫ মিনিট
D. ৩২ মিনিট
Right Answer : C
Q30. বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০ টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে ২০ টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা তপুর দ্বিগুণ হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে?
A. ১০০
B. ৯০
C. ১২০
D. ১১০
Right Answer : A
Q31. বেলুচ লিবারেশন আর্মি (BLA) কোন দেশের সশস্ত্র সংগঠন?
A. আফগানিস্তান
B. ভারত
C. পাকিস্তান
D. ইরান
Right Answer : C
Q32. ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে ‘সিকিউর আওয়ার ফিউচার’ শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ?
A. জার্মানি
B. ফ্রান্স
C. ইংল্যান্ড
D. যুক্তরাষ্ট্র
Right Answer : C
Q33. সমুদ্রসীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন কোনটি?
A. ITLOS
B. UNCLOS
C. IMO
D. PCA
Right Answer : B
Q34. রাশিয়া ও জাপানের বিরোধপূর্ণ অঞ্চল কোনটি?
A. শাখালিন দ্বীপপুঞ্জ
B. প্যারাসেল দ্বীপপুঞ্জ
C. জিব্রাল্টার প্রণালী
D. স্প্রাটলি দ্বীপপুঞ্জ
Right Answer : A
Q35. ষষ্ঠ প্রজন্মের 'জে-৩৬' যুদ্ধবিমান কোন দেশের তৈরি?
A. যুক্তরাষ্ট্র
B. চীন
C. রাশিয়া
D. ভারত
Right Answer : B
Q36. প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের স্থায়িত্ব ছিল কতদিন?
A. ১২ মাস
B. ১৮ মাস
C. ২০ মাস
D. ২১ মাস
Right Answer : C
Q37. বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' কোন বিষয়ের সঙ্গে জড়িত?
A. আন্তর্জাতিক অভিবাসন নীতি
B. নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
C. অস্ত্র নিয়ন্ত্রণ
D. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
Right Answer : B
Q38. বিশ্বে প্রথমবারের মতো গবাদিপশুর ওপর কর আরোপ করে কোন দেশ?
A. ডেনমার্ক
B. সুইজারল্যান্ড
C. নিউজিল্যান্ড
D. অস্ট্রেলিয়া
Right Answer : A
Q39. নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা কে?
A. পল স্যামুয়েলসন
B. অধ্যাপক মার্শাল
C. অ্যাডাম স্মিথ
D. থমাস হবস
Right Answer : B
Q40. কোন দেশ Gross National Product (GNP)-এর পরিবর্তে Gross National Happiness (GNH) ব্যবহার করে?
A. জার্মানি
B. ভুটান
C. যুক্তরাষ্ট্র
D. রাশিয়া
Right Answer : B
Q41. ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
A. ইন্দিরা দেবী
B. কাদম্বরী দেবী
C. মৃণালিনী দেবী
D. মৈত্রেয়ী দেবী
Right Answer : A
Q42. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
A. ফার্সি
B. তুর্কি
C. পর্তুগিজ
D. আরবি
Right Answer : B
Q43. সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
A. ৬
B. ২
C. ৪
D. ৫
Right Answer : B
Q44. Choose the word opposite in meaning of the given word:
Repeal-
A. Abolish
B. Enact
C. Annual
D. Nullify
Right Answer : B
Q45. The word ‘Shrug’ indicating doubt or indifference is associated with-
A. shoulders
B. head
C. forehead
D. eyebrows
Right Answer : A
Q46. They suffered much ____ tornado had hit their village.
A. until
B. since
C. as if
D. let alone
Right Answer : B
Q47. বাংলা ব্যাকরণের নিয়মানুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?
A. বিশেষ্য পদ
B. ক্রিয়া পদ
C. বিশেষণ পদ
D. সর্বনাম পদ
Right Answer : B
Q48. "মা ছিলো না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।" - এটি কোন শ্রেনীর বাক্য?
A. সরল বাক্য
B. জটিল বাক্য
C. যৌগিক বাক্য
D. ব্যাস বাক্য
Right Answer : B
Q49. The antonym of ‘facilitate’ is ——.
A. hallow
B. hide
C. hamper
D. hold
Right Answer : C
Q50. ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পমিাণ কত?
A. ৩৭ ডিগ্রি
B. ৫৩ ডিগ্রি
C. ১২৭ ডিগ্রি
D. ১৪৩ ডিগ্রি
Right Answer : A