Weekly and Model Exam 0.8
Weekly & Model Exam (WnM Exam - 0.8)
Q1. নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ?
A. প্রতিরোধ
B. পরিমাপ
C. সুবিচার
D. উনপাজুরে
Right Answer : D
Q2. "অপরিণামদর্শী" শব্দে কয়টি উপসর্গ রয়েছে?
A. ২টি
B. ৩টি
C. ১টি
D. ৪টি
Right Answer : A
Q3. 'বেহিসাবি' শব্দে 'বে' কোন উপসর্গ?
A. উর্দু
B. আরবি
C. ইংরেজি
D. ফারসি
Right Answer : D
Q4. 'অঘারাম বাস করে অজপাড়া গায়ে' বাক্যটিতে কয়টি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
A. ২টি
B. ৩টি
C. ৪টি
D. ১টি
Right Answer : A
Q5. 'আজ অবধি কেউ তাঁর সাথে উচ্চস্বরে কথা বলে নাই।' বাক্যে অনুসর্গ কোনটি?
A. নেই
B. আজ
C. অবধি
D. কেউ
Right Answer : C
Q6. 'করণীয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
A. √কর+অনীয়
B. কর+অনীয়
C. √কৃ+√অনীয়
D. √কৃ+অনীয়
Right Answer : D
Q7. কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়?
A. গলাবাজি
B. চতুরালি
C. পাগলামি
D. মেঘলা
Right Answer : A
Q8. 'ছেলেরা হেসে ফেলল।' - এখানে 'ফেল্' ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে?
A. সম্পূর্ণতা অর্থে
B. আকস্মিকতা অর্থে
C. অভ্যস্ততা অর্থে
D. অবিরাম অর্থে
Right Answer : B
Q9. 'To get rid of one who has served the purpose' এর সঠিক বঙ্গানুবাদ -
A. গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।
B. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
C. কারণ বিনা কার্য হয় না।
D. কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি।
Right Answer : D
Q10. 'We mean business' বাক্যটির যথার্থ অনুবাদ -
A. আমারা ব্যবসা বুঝিয়ে থাকি
B. আমরা আসলেই কাজ করি
C. আমরা কাজ নিয়ে থাকি
D. আমরা ব্যবসা বুঝি
Right Answer : C
Q11. The correct translation of "১১টা বাজতে ৭মিনিট বাকি" -
A. It is 11 to 7 minutes
B. It is 7 to 11 minutes
C. It is 7 minutes to 11
D. It is 7 minutes in 11
Right Answer : C
Q12. Choose the most relevant translation of this proverb: 'নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।'
A. Blue are the hills that are far from us.
B. Best are the hills that are far from us.
C. The farthest the hills the best it is.
D. The farer the hills the better it is.
Right Answer : A
Q13. Translate into English `লক্ষ্য করো! ওখানে পানির গভীরতা অনেক’
A. Look! The water is deep here
B. Notice! The water is deep here
C. The water is deep here
D. Remember! The water is deep here
Right Answer : B
Q14. Choose the correct translation of `যাইব কি না, সেই-ই হইল কথা।’
A. Would I go or not is the matter.
B. Whether I shall go or not is the question.
C. Would I go or not is the question.
D. Whether I should go or not is the question.
Right Answer : C
Q15. 'সাহসীগণ সুন্দরের যোগ্য' Translate into English.
A. The brave deserve the beauty.
B. The brave deserve the fair.
C. A brave deserves fair.
D. All brave deserve beauty.
Right Answer : B
Q16. 'গতস্য শোচনা নাস্তি' -এর ইংরেজি অনুবাদ কোনটি?
A. If never rains but it pours
B. From the frying pan to the fire
C. Let bygones be bygones
D. Faith will move mountains
Right Answer : C
Q17. Which of the following is a complex sentence?
A. I went to the market and bought some fruits.
B. Although it was raining, we went for a walk.
C. She likes coffee and tea.
D. He is tall and handsome.
Right Answer : B
Q18. Identify the imperative sentence.
A. I shall go to college
B. Turn off the lights before you leave.
C. May Bangladesh live long.
D. What do you prefer, tea or coffee?
Right Answer : B
Q19. “The boy who is industrious will shine in life.” This is an example of -
A. Complex sentence
B. Optative sentence
C. Imperative sentence
D. Simple sentence
Right Answer : A
Q20. Which of the following is an assertive sentence?
A. Everyone should read this attentively.
B. Read attentively.
C. Do the work.
D. Shouldn't you read attentively?
Right Answer : A
Q21. সর্বোচ্চ কোন ত্রিকোণমিতিক ফাংশনের মান 1?
A. tan
B. sin
C. cos
D. cot
Right Answer : B
Q22. যদি A + B = 90º হয় এবং tanA = 1/√3 হয়, তবে B এর মান কত?
A. 60º
B. 30º
C. 45º
D. 75º
Right Answer : A
Q23. sinθ + cosθ = √2 হলে, θ এর মান নির্ণয় করুন, যেখানে 0 < θ < π/2.
A. π/2
B. π/3
C. π/4
D. π/6
Right Answer : C
Q24. (sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7 হলে, tanθ এর মান কত?
A. 3/4
B. 4/5
C. 5/4
D. 4/3
Right Answer : D
Q25. ত্রিকোণমিতির অনুপাত কয়টি?
A. ৬টি
B. ৪টি
C. ৫টি
D. ২টি
Right Answer : A
Q26. একটি মই 20 মিটার দীর্ঘ একটি দেয়ালে 45° কোণে স্পর্শ করে আছে। মইয়ের দৈর্ঘ্য কত?
A. 15√2
B. 20√2
C. √2
D. 25√2
Right Answer : B
Q27. একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উচুঁতে ভেঙ্গেছিল?
A. ১২ মিটার
B. ১৬ মিটার
C. ১৮ মিটার
D. ২৪ মিটার
Right Answer : B
Q28. একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 32 সেমি। রম্বসের ক্ষেত্রফল (বর্গ সেমি) নির্ণয় করুন।
A. 384
B. 560
C. 484
D. 424
Right Answer : A
Q29. একটি বর্গাকার মাঠের চারপাশে রাস্তার প্রস্থ 4.5 মিটার এবং এর ক্ষেত্রফল 105.75 বর্গ মিটার হয়। এখন 100 টাকা প্রতি মিটার হারে ক্ষেতের বেড়া দেওয়ার জন্য খরচ নির্ণয় করুন।
A. 275 টাকা
B. 550 টাকা
C. 600 টাকা
D. 400 টাকা
Right Answer : B
Q30. একটি তার-কে বাঁকিয়ে 22 সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। যদি তারটিকে একটি বৃত্ত গঠনের জন্য পুনরায় বাঁকানো হয়, তাহলে এটির ব্যাসার্ধ কত হবে?
A. 22 সেমি
B. 14 সেমি
C. 11 সেমি
D. 7 সেমি
Right Answer : B
Q31. কত সালে ব্রিটিশরা অটোম্যান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইনকে দখল করে নেয়?
A. ১৯১৪
B. ১৯১৭
C. ১৯২১
D. ১৯২৫
Right Answer : B
Q32. নেপোলিয়ন কত বছর বয়সে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করেছিলেন?
A. ২২ বছর
B. ২৫ বছর
C. ২৮ বছর
D. ৩০ বছর
Right Answer : D
Q33. United States Bill of Rights এর জনক কে?
A. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
B. জেমস মেডিসন
C. জর্জ ওয়াশিংটন
D. আব্রাহাম লিংকন
Right Answer : B
Q34. বিশ্ব সভ্যতায় ইউরোপের নেতৃত্ব প্রতিষ্ঠায় কোনটির ভুমিকা বেশি?
A. প্রথম বিশ্বযুদ্ধ
B. বিল অব রাইটস
C. রেনেসাঁ
D. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
Right Answer : C
Q35. আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নায়ক কে?
A. আব্রাহাম লিংকন
B. থমাস জেফারসন
C. জন এফ কেনেডি
D. জর্জ ওয়াশিংটন
Right Answer : D
Q36. 'শিল্প বিপ্লব' শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
A. লুই অগাস্তে রাংকি
B. উইলিয়াম অফ অরেঞ্জ
C. আর্নল্ড টয়েনবি
D. জেমস II
Right Answer : A
Q37. লালবাগ মসজিদটি পুরোনো ঢাকার কোন রোডে অবস্থিত?
A. হরনাথ ঘোষ রোড
B. হেয়ার স্ট্রিট
C. নাজিমউদ্দীন রোড
D. আলাউদ্দীন রোড
Right Answer : A
Q38. ইমামবাড়া, হোসেনি দালান কোন সম্প্রদায়ের স্থান?
A. সুন্নি
B. শিয়া
C. কাদিরী
D. ওয়াহাবী
Right Answer : B
Q39. আন্তর্জাতিক ব্যবস্থা বিকাশের ইতিহাসে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক সংস্থার নাম কী?
A. CCNR
B. UPU
C. GATI
D. GPU
Right Answer : A
Q40. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
A. কুরিল দ্বীপপুঞ্জ
B. মার্শাল দ্বীপপুঞ্জ
C. দিয়াগো গার্সিয়া
D. গ্রেট বেরিয়ার রীফ
Right Answer : A
Q41. ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?
A. প্যারীচাঁদ মিত্র
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. দামোদর বন্দ্যোপাধ্যায়
D. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Right Answer : A
Q42. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন –
A. মুন্সী মেহেরুল্লাহ
B. সঞ্জয় ভট্টাচার্য
C. কামিনী রায়
D. মোজাম্মেল হক
Right Answer : B
Q43. Time after twilight and before night –
A. Evening
B. Dawn
C. Dusk
D. Eclipse
Right Answer : C
Q44. The reason is the highest faculty ______ on human by their creator.
A. entrusted
B. endowed
C. bestowed
D. conferred
Right Answer : C
Q45. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
A. ১৯৯৮
B. ১৯৯৯
C. ২০০০
D. ২০০১
Right Answer : C
Q46. হাজার হ্রদের দেশ কোনটি?
A. নরওয়ে
B. ফিনল্যান্ড
C. ইন্দোনেশিয়া
D. জাপান
Right Answer : B
Q47. He died _______ an accident.
A. of
B. by
C. for
D. from
Right Answer : B
Q48. |2x − 5| < 7 অসমতাটির সমাধান কত?
A. - 3
B. - 2
C. 1 < x < 5
D. -1 < x < 6
Right Answer : D
Q49. Which one is in plural number?
A. Mouse
B. Criterion
C. Agenda
D. Ox
Right Answer : C
Q50. গণতন্ত্র কী ধরনের শাসনব্যবস্থা?
A. প্রাচীন
B. স্বৈরাচারী
C. প্রহসনমূলক
D. প্রতিনিধিত্বমূলক
Right Answer : D