Weekly and Model Exam 0.4
Weekly and Model Exam (WnM Exam - 0.4)
Q1. কোন বানানটি খাঁটি ষ-ত্ব বিধানের উদাহরণ?
A. ষোড়শ
B. ভূষণ
C. স্পষ্ট
D. বিশেষণ
Right Answer : A
Q2. 'মাণিক্য' শব্দে 'ণ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে?
A. ম বর্গের পরে ণ হয়
B. ক বর্ণ এবং ম বর্ণের মাঝে ণ হয়
C. ক বর্ণের পূর্বেণ হয়
D. স্বভাবতই ণ হয়
Right Answer : D
Q3. বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক উৎসের শব্দ কোনগুলো?
A. তৎসম ও তদ্ভব
B. তৎসম ও দেশি তৎসম
C. তদ্ভব ও বিদেশি
D. দেশি ও বিদেশি
Right Answer : D
Q4. বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় কয়টি ভাগে ভাগ করা যায়?
A. ৩
B. ৪
C. ৫
D. ৬
Right Answer : A
Q5. তৎসম শব্দ কোনগুলো?
A. পত্র, কেষ্ট, ডাব, সমুদ্র
B. টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
C. আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক
D. সূর্য, চন্দ্র, সাপ, গিন্নী
Right Answer : C
Q6. দেশি শব্দের উদাহরণ কোনটি?
A. গিন্নি
B. চাঁদ
C. বৃক্ষ
D. ডিঙা
Right Answer : D
Q7. বিদেশি শব্দ নয় কোনটি?
A. সাদা
B. পানি
C. রুমাল
D. গঞ্জ
Right Answer : D
Q8. 'তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন - বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটি?
A. ভাত
B. খেয়ে
C. চেয়ারে
D. বসলেন
Right Answer : D
Q9. 'যখন আমার পড়াশোনা শেষ হবে, তখন আমি খেলতে যাব।'- গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী এটি কোন ধরনের বাক্য?
A. সরল
B. যৌগিক
C. জটিল
D. হ্যাঁ-বোধক বাক্য
Right Answer : C
Q10. 'দুর্জন লোক পরিত্যাজ্য'- বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে হবে—
A. যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
B. যে দুর্জন সেই পরিত্যাজ্য।
C. দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য।
D. দুর্জন লোককে সকলে পরিত্যাগ করে।
Right Answer : A
Q11. Select the appropriate preposition: 'Are you doing anything special _____the weekend?'
A. at
B. with
C. on
D. for
Right Answer : A
Q12. Fill in the blank with appropriate preposition: Come -- the park with me.
A. to
B. in
C. into
D. at
Right Answer : A
Q13. Fill in the blank with appropriate preposition : Hamlet pretended- -madness.
A. with
B. at
C. against
D. of
Right Answer : D
Q14. What is passive form of the sentence “We teach him a good lesson”?
A. He is teaching a good lesson by us
B. He is being taught a good lesson by us
C. He has been taught a good lesson by us
D. He is taught a good lesson by us
Right Answer : D
Q15. The passive voice of “Who has broken the glass?”
A. Who was broken the glass.
B. By whom was the glass brokes.
C. By whom has the glass broken.
D. By whom has the glass been broken.
Right Answer : D
Q16. Never tell a lie (Change the voice).
A. Let not a lie ever be told
B. Let not a liy ever be told
C. Let never lie told
D. Let not ever be told
Right Answer : A
Q17. The correct active form of "I was deceived by the stranger " is-
A. The stranger deceives me
B. The stranger has deceived me
C. The stranger deceived me
D. The stranger had deceived me
Right Answer : C
Q18. Find out the correct indirect narration of He said to me, “will you come with me”?
A. He asked me if I will go with him
B. He wanted to know if I will go with him
C. He asked me if I can go with him
D. He asked me if I would go with him
Right Answer : D
Q19. Change the speech: I said, "Do it."
A. I said that it should be done.
B. I said that let it be done.
C. I said to do it.
D. I ordered to do it.
Right Answer : D
Q20. He said to his friend. 'Good bye'. Change the narration.
A. He bade to his friend good bye.
B. He bade to friend good bye.
C. He bade his friend good bye.
D. None of those
Right Answer : C
Q21. দুটি নলদ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
A. ৬ ঘণ্টায়
B. ৩ ঘণ্টায়
C. ৪ ঘণ্টায়
D. ৫ ঘণ্টায়
Right Answer : A
Q22. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার । এতে কত লিটার পানি ধরবে?
A. ২৪০০০ লিটার
B. ২৪০০ লিটার
C. ২৪০ লিটার
D. ২৪ লিটার
Right Answer : A
Q23. 1800 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিকে গতিশীল এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ ব্যক্তির গতিবেগের 8 গুণ হয়, তবে ট্রেনের গতিবেগ কত ছিল?
A. 576 কিমি/ঘন্টা
B. 640 কিমি/ঘন্টা
C. 596 কিমি/ঘন্টা
D. 570 কিমি/ঘন্টা
Right Answer : A
Q24. একটি ট্রেন 60 কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দুই মিনিটে 1.5 কিমি দীর্ঘ টানেল পার হলে, ট্রেনটির দৈর্ঘ্য কত?
A. 250 মিটার
B. 500 মিটার
C. 1000 মিটার
D. 1500 মিটার
Right Answer : B
Q25. একটি চোর একটি অপরাধ করেছে এবং 12 মি/ঘন্টা গতিবেগে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চোর ছুটতে শুরু করার 20 মিনিট পর একজন নিরাপত্তারক্ষী তাকে তাড়া করতে শুরু করে এবং পরবর্তী 20 মিনিটের মধ্যে তাকে ধরে ফেলে। নিরাপত্তারক্ষীর গতিবেগ (মিটার/ঘন্টা) কত?
A. 24
B. 30
C. 32
D. 36
Right Answer : A
Q26. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
A. ১০ ঘণ্টা
B. ৫ ঘণ্টা
C. ৬ ঘণ্টা
D. ৮ ঘণ্টা
Right Answer : C
Q27. স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াত যদি ১২ ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে-
A. ৬ ঘন্টা
B. ৮ ঘন্টা
C. ১০ ঘন্টা
D. ৪ ঘন্টা
Right Answer : D
Q28. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি. মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি. মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
A. ১৩ ঘণ্টা
B. ১১ ঘণ্টা
C. ১০ ঘণ্টা
D. ৯ ঘণ্টা
Right Answer : B
Q29. একটি নৌকা স্রোতের অনুকুলে ঘন্টায় ৮ কি.মি এবং স্রোতের প্রতিকূলে ৪ কি.মি যায়। নৌকার বেগ কত?
A. ২ কিমি
B. ৩ কিমি
C. ৪ কিমি
D. ৬ কিমি
Right Answer : D
Q30. একটি নৌকা 5 ঘণ্টায় 55 কিমি অনুকূলে যায় এবং একই দূরত্ব প্রতিকূলে যেতে 11 ঘণ্টা সময় নেয়। নৌকার বেগ কত?
A. 8 কিমি/ঘণ্টা
B. 9 কিমি/ঘণ্টা
C. 11 কিমি/ঘণ্টা
D. 7 কিমি/ঘণ্টা
Right Answer : A
Q31. বাংলাদেশে প্রথমবারের মতো 'স্কিন ব্যাংক' চালু হয় কবে?
A. ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
B. ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
C. ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
D. ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Right Answer : B
Q32. 'কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫' পেয়েছেন কে?
A. কবি আল মুজাহিদী
B. কথাশিল্পী বর্ণালী সাহা
C. মেহেদী হাসান খান
D. অধ্যাপক হান্স হার্ডের
Right Answer : A
Q33. কোন দেশটি সম্প্রতি জাতিসংঘ জলবায়ু সম্মেলন 2025-এর আগে তেল উৎপাদনকারী দেশগুলির OPEC+ গোষ্ঠীতে যোগদান করেছে?
A. আর্জেন্টিনা
B. মেক্সিকো
C. কানাডা
D. ব্রাজিল
Right Answer : D
Q34. গ্রিন শিপিং কনক্লেভ 2025 উদ্বোধন করা হয়েছিল কোথায়?
A. নতুন দিল্লি
B. চেন্নাই
C. মুম্বাই
D. কলকাতা
Right Answer : C
Q35. সম্প্রতি বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
A. পূর্ণ
B. সুতনি
C. অভ্র
D. বিজয়
Right Answer : A
Q36. বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে-
A. ইন্দোনেশিয়া
B. ভারত
C. পাকিস্তান
D. মায়ানমার
Right Answer : A
Q37. ১ জানুয়ারি ২০২৬ ডি-৮ –এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
A. দিপো আলম (ইন্দোনেশিয়া)
B. আয়হান কামেল(তুরস্ক)
C. সোহেল মাহমুদ (পাকিস্তান)
D. সৈয়দ আলী মোহাম্মদ মুসাভি (ইরান)
Right Answer : C
Q38. ১ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
A. জয় শাহ
B. শচীন টেন্ডুলকার
C. রবি শাস্ত্রী
D. বীরেন্দ্র শেবাগ
Right Answer : A
Q39. ১ জানুয়ারি ২০২৫ G7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
A. ইমানুয়েল ম্যাক্রো
B. জর্জিয়া মেলোনি
C. জাস্টিন ট্রডো
D. শিগেরু ইশিরা
Right Answer : C
Q40. ২৪ ডিসেম্বর ২০২৪ দেশের ৪৯তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি?
A. বাগেরহাট
B. নড়াইল
C. কক্সবাজার
D. মাগুরা
Right Answer : B
Q41. ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
A. বাংলা + ফরাসি
B. সংস্কৃত + ফারসি
C. ফারসি + আরবি
D. সংস্কৃত + আরবি
Right Answer : C
Q42. ‘রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর’ কার রচনা?
A. চণ্ডিদাস
B. জ্ঞানদাস
C. বিদ্যাপতি
D. লোচনদাস
Right Answer : B
Q43. কোন গ্রন্থটি মহাকাব্য?
A. অবকাশ রঞ্জিনী
B. বৃত্রসংহার
C. বিরহ বিলাপ
D. বীরাঙ্গনা কাব্য
Right Answer : B
Q44. কোন শব্দটি ফারসি?
A. মুসাফির
B. তকদির
C. পেরেশান
D. মজলুম
Right Answer : C
Q45. Choose the correct sentence.
A. Everybody have gone there
B. Everybody are gone there
C. Everybody has gone there
D. Everybody has went there
Right Answer : C
Q46. Choose the correct spelling.
A. ascertain
B. assertain
C. asertain
D. asartain
Right Answer : A
Q47. শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
A. বিয়াম
B. নায়েম
C. টিটিসি
D. ইউজিসি
Right Answer : B
Q48. What would be the right synonym for "initiative"?
A. apathe
B. indolence
C. enterprise
D. activity
Right Answer : C
Q49. A = {a, b, c} সেটের উপসেট কয়টি?
A. ৪টি
B. ৮টি
C. ৬টি
D. ৯টি
Right Answer : B
Q50. জাতিসংঘের ভেটো ক্ষমতাসম্পন্ন কতটি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল?
A. ১টি
B. ২টি
C. ৩টি
D. ৪টি
Right Answer : B