Weekly and Model Exam 0.3
Weekly & Model Exam (WnM Exam - 0.3):
Q1. রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোনটি?
A. ছায়ানট
B. কালান্তর
C. গৃহদাহ
D. পল্লীসমাজ
Right Answer : B
Q2. "যৌবনের গান" রচনাটি কাজী নজরুল ইসলামের মূলত একটি-
A. গান
B. অভিভাষণ
C. পদ্য
D. প্রবন্ধ
Right Answer : B
Q3. নিচের কোন দু'জন শরৎচন্দ্র-সৃষ্ট নারী চরিত্র?
A. আয়েষা, শ্রী
B. দামিনী, কুমুদিনী
C. অভয়া, অন্নদা
D. সর্বজয়া, দুর্গা
Right Answer : C
Q4. "রজনী" উপন্যাসটি কার লেখা?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. স্বর্ণকুমারী দেবী
C. কালীপ্রসন্ন সিংহ
D. ঈশ্বরচন্দ্র গুপ্ত
Right Answer : A
Q5. 'রূপাই’ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র?
A. সোজন বাদিয়ার ঘাট
B. নক্সী কাঁথার মাঠ
C. রাখালী
D. বালুচর
Right Answer : B
Q6. কোনটি শামসুর রাহমানের কাব্য?
A. বিমুখ প্রান্তর
B. কালের কলস
C. রৌদ্র করোটিতে
D. পূর্বাভাস
Right Answer : C
Q7. ‘চঞ্চল’ এর স্ত্রী লিঙ্গ কী?
A. চঞ্চলা
B. চঞ্চলময়ী
C. চঞ্চলবতী
D. চঞ্চলমতি
Right Answer : A
Q8. নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে?
A. মৌমাছি মৌচাক বানায়।
B. ছাত্ররা এসে জড়ো হয়েছে।
C. এ নিয়ে আমাদের বলার কিছু নেই।
D. হাজার হাজার কৃষক ফুলের চাষ করেন।
Right Answer : A
Q9. কোনটি পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায়?
A. ভেড়া
B. বাঘ
C. মোরগ
D. পাখি
Right Answer : D
Q10. "উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা কে?
A. শওকত ওসমান
B. জহির রায়হান
C. শহীদুল্লাহ কায়সার
D. রশীদ করিম
Right Answer : D
Q11. Seldom ___ understand her fault while talking to others.
A. she could
B. could she
C. had she
D. she had
Right Answer : B
Q12. Honey tastes sweet . What is expressed by the verb 'taste'?
A. state of emotion
B. state of being
C. event
D. state of perceiving
Right Answer : D
Q13. Salina...... slender had mastered the art.
A. was
B. being
C. be
D. is
Right Answer : B
Q14. The mother, along with her daughter, ______ tennis on Sundays.
A. has played
B. have playing
C. play
D. plays
Right Answer : D
Q15. Two-thirds of the mangoes ... rotten.
A. was
B. were
C. has been
D. none of the above
Right Answer : B
Q16. ______ of the two girls will get to perform.
A. No
B. All
C. Each
D. Every
Right Answer : C
Q17. Only ________ one-bedroom flat is available for rent in this area.
A. An
B. The
C. No Article
D. A
Right Answer : D
Q18. _______ good education is important.
A. An
B. The
C. A
D. None of the above
Right Answer : C
Q19. Do you know the name of _______ artist who painted this portrait?
A. the
B. a
C. an
D. None of the above
Right Answer : A
Q20. ______ English uses many words of Latin origin.
A. A
B. The
C. An
D. No article required
Right Answer : D
Q21. যদি 36 এবং 18-এর তৃতীয় সমানুপাতী x হয়, তাহলে x-এর মান কত?
A. 11
B. 7
C. 10
D. 9
Right Answer : D
Q22. যদি A : B = 7 : 8 এবং B : C = 7 : 9 হয়, তাহলে A : B : C এর অনুপাত হবে?
A. 56 : 49 : 72
B. 49 : 56 : 72
C. 56 : 72 : 49
D. 72 : 56 : 49
Right Answer : B
Q23. একজনের কাছে 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার মুদ্রা রয়েছে। সব মিলিয়ে 220 টি মুদ্রা রয়েছে যার মোট মূল্য় 160 টাকা। যদি 25 পয়সার মুদ্রার সংখ্যার তিনগুণ সংখ্যক 1 টাকার মুদ্রা থাকে, তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত?
A. 60
B. 120
C. 40
D. 80
Right Answer : A
Q24. 25% লাভে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
A. 1 : 4
B. 4 : 3
C. 5 : 4
D. 4 : 5
Right Answer : D
Q25. ৯টি সংখ্যার যোগফল ৫৩০। প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?
A. ৫০
B. ৫৫
C. ৬০
D. ৬৫
Right Answer : C
Q26. একজন ছাত্র ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পরতো। সে কতগুলো কলম কিনল?
A. ৬টি
B. ৭টি
C. ৫টি
D. ১৫টি
Right Answer : D
Q27. ২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
A. ১৫.৫ সে.মি
B. ১৫.৪ সে.মি
C. ১৫.৯৫ সে.মি
D. ১৫.৫৫ সে.মি
Right Answer : C
Q28. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
A. ৫
B. ৮
C. ৬
D. ১০
Right Answer : B
Q29. ১২ জন শ্রমিক ৩ দনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?
A. ৫ দিনে
B. ৪ দিনে
C. ৬ দিনে
D. ৩ দিনে
Right Answer : B
Q30. কাজের দিন ২ টাকা ও অনুপস্থিতির দিন ৫০ পয়সা জরিমানার শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে ৪০ টাকা পেল । ব্যক্তিটি কাজে কতদিন উপস্থিত ছিল?
A. ২০
B. ২২
C. ২৪
D. ১৯
Right Answer : B
Q31. বাংলাদেশের আবহাওয়া হলো-
A. ট্রপিক্যাল
B. ওয়ার্ম হিউমিড
C. শুষ্ক
D. শীতল
Right Answer : A
Q32. বাংলাদেশের বদ্বীপ সমভূমি অঞ্চল-
A. কুষ্টিয়া, খুলনা
B. ঢাকা, কুমিল্লা
C. রংপুর, বরিশাল
D. খুলনা, সিলেট
Right Answer : A
Q33. পটুয়াখালী ভূমিকম্পের কোন বলয়ে রয়েছে?
A. প্রলয়ঙ্করী
B. বিপজ্জনক
C. লঘু
D. নিরাপদ
Right Answer : C
Q34. ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত কোন জেলা?
A. ঢাকা
B. রংপুর
C. চট্টগ্রাম
D. খুলনা
Right Answer : A
Q35. বাংলাদেশের কোন ঋতুতে কালবৈশাখী হয়?
A. বসন্তকাল
B. গ্রীষ্মকাল
C. বর্ষাকাল
D. শরৎকাল
Right Answer : B
Q36. সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা-
A. চুয়াডাঙ্গা
B. সিলেট
C. দিনাজপুর
D. পঞ্চগড়
Right Answer : C
Q37. বাৎসরিক বৃষ্টিপাতের কত শতাংশ বর্ষাকালে হয়ে থাকে?
A. এক-তৃতীয়াংশ
B. চার-পঞ্চমাংশ
C. দুই-তৃতীয়াংশ
D. তিন-পঞ্চমাংশ
Right Answer : B
Q38. বাংলাদেশের যে অঞ্চলের ভূমি উচু -
A. পূর্বাঞ্চল
B. দক্ষিণাঞ্চল
C. উত্তরাঞ্চল
D. পশ্চিমাঞ্চল
Right Answer : C
Q39. সুন্দরবনের লবণাক্ত পানির অরণ্যের প্রধান বৃক্ষ কোনটি?
A. সুন্দরি
B. গেওয়া
C. গরান
D. পশুর
Right Answer : B
Q40. মিয়ানমানের সাথে বাংলাদেশের সীমান্ত দৈঘ্য-
A. ১৮০ কি.মি
B. ২৮০ কি.মি
C. ১৯০ কি.মি
D. ২০০ কি.মি
Right Answer : B
Q41. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
A. তত্ত্ববোধিনী
B. ধূমকেতু
C. কল্লোল
D. কালি ও কলম
Right Answer : C
Q42. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-
A. দ্বন্দ্ব সমাস
B. রূপক সমাস
C. বহুব্রীহি সমাস
D. দ্বিগু সমাস
Right Answer : D
Q43. Climate is a — of the environment.
A. state
B. situation
C. rank
D. size
Right Answer : A
Q44. 1+ 2+ 3+ 4+…….+99 = কত?
A. 4650
B. 4750
C. 8850
D. 4950
Right Answer : D
Q45. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
A. মহানন্দা
B. ভৈরব
C. কুমার
D. বড়াল
Right Answer : A
Q46. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
A. ফা-হিয়েন
B. ইবনে বতুতা
C. মার্কো পোলো
D. হিউয়েন সাং
Right Answer : B
Q47. ‘মন’ শব্দের বিশেষণ-
A. মানস
B. মানসিক
C. মনন
D. মানুষ
Right Answer : B
Q48. She won't dance in the party,_______
A. will she?
B. will not she?
C. would she?
D. wouldn't she?
Right Answer : A
Q49. বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোন গানবোটের Engine Room Artificer নিযুক্ত ছিলেন?
A. পদ্মা
B. পলাশ
C. বাংলার দূত
D. বখতিয়ার
Right Answer : B
Q50. ৬০ মিটারবিশিষ্ট একটি বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
A. ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
B. ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
C. ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
D. ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
Right Answer : C