Weekly and Model Exam 0.2

Weekly and Model Exam (WnM 0.2):

Q1. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?

A. নবম শতকে

B. ত্রয়োদশ শতকে

C. ষোড়শ শতকে

D. উনিশ শতকে

Right Answer : D



Q2. বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি?

A. চর্যাপদ

B. কোচবিহার রাজ্যের লেখা চিঠি

C. শেখ শুভোদয়া

D. নরোত্তম দাসের দেহকড়চা

Right Answer : B



Q3. কোন দু'জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?

A. উইলিয়াম কেরি ও ঈশ্বরচন্দ্রগুপ্ত

B. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু

C. ভোলা ময়রা ও রামরাম বসু

D. রামরাম বসু ও গঙ্গাকিশোর ভট্টাচার্য

Right Answer : B



Q4. 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন-

A. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

B. মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ

C. মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ

D. কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

Right Answer : A



Q5. ‘বাংলাপিডিয়া’র প্রধান সম্পাদক কে?

A. আবদুল মমিন চৌধুরী

B. ওয়াকিল আহমদ

C. আবদুল মান্নান

D. অধ্যাপক ড. সিরাজুল ইসলাম

Right Answer : D



Q6. 'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়?

A. কথা নিয়ে সাহিত্য

B. সাহিত্যের কথা

C. নাটক ও আবৃত্তি

D. ছোটগল্প ও উপন্যাস

Right Answer : D



Q7. বাংলা ভাষার প্রথম বিয়োগান্তক নাটক কোনটি?

A. কৃষ্ণকুমারী

B. পদ্মাবতী

C. ভদ্রার্জুন

D. কীর্তিবিলাস

Right Answer : D



Q8. ব্যঞ্জবর্ণের বিকল্প রূপের নাম-

A. কারবর্ণ

B. অনুবর্ণ

C. ফলা

D. রেফ

Right Answer : B



Q9. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি?

A. ৩২

B. ৩৫

C. ৩৭

D. ৩৯

Right Answer : C



Q10. ধ্বনির প্রতীককে বলা হয়—

A. শব্দ

B. বাক্য

C. বর্ণ

D. ভাষা

Right Answer : C



Q11. Which one is abstract noun?

A. Friend

B. Fleet

C. Manhood

D. Nation

Right Answer : C



Q12. Which of following has an emphatic use of the reflexive pronoun?

A. She saw herself in the mirroe

B. He did the work himself

C. I myself did the job

D. She cooked the meal herself

Right Answer : C



Q13. Which of the following demonstrative pronoun?

A. he

B. yourself

C. those

D. who

Right Answer : C



Q14. Which one is not an adjective?

A. cute

B. acute

C. lute

D. mute

Right Answer : C



Q15. Oval is the adjective of-

A. over

B. eue

C. egg

D. lip

Right Answer : C



Q16. He stood first. Here 'first' is-

A. adverb of time

B. adverb of place

C. adverb of cause

D. adverb of order

Right Answer : D



Q17. Which one of the following is an adverb?

A. Somebody

B. something

C. someone

D. sometime

Right Answer : D



Q18. Unless you work hard, you will not succeed. Here "Unless" is used as-

A. Conjunction

B. Interjection

C. Preposition

D. None

Right Answer : A



Q19. Approval may be expressed by the following interjection:

A. Ha!

B. Hush!

C. Bravo!

D. Hurrah!

Right Answer : C



Q20. Which parts of speech expresses a mild or sudden burst of emotions?

A. Conjunction

B. Adjective

C. Interjection

D. Preposition

Right Answer : C



Q21. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

A. ১৪০ টাকা

B. ১২০ টাকা

C. ১৪৪ টাকা

D. ১২৪ টাকা

Right Answer : C



Q22. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

A. ৫০%

B. ৩৩%

C. ৩০%

D. ৩১%

Right Answer : A



Q23. 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?

A. 16%

B. 20%

C. 25%

D. 28%

Right Answer : C



Q24. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

A. ৪৫%

B. ৪৮.৫০%

C. ৫২.৭৫%

D. ৫৬.২৫%

Right Answer : D



Q25. What is the rate of discount if a car which cost tk. 3,00,000 is sold for tk. 2,79,000?

A. 10%

B. 9%

C. 8%

D. 7%

Right Answer : D



Q26. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

A. ১২.৫০ টাকা

B. ২০ টাকা

C. ২৫ টাকা

D. ১৫ টাকা

Right Answer : C



Q27. দুটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যা কত?

A. ২৪

B. ৪৮

C. ৬০

D. ৭২

Right Answer : D



Q28. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 9, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে?

A. 181

B. 359

C. 179

D. 361

Right Answer : D



Q29. দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে 114 এবং 19 এবং যদি একটি সংখ্যা 57 হয়, তাহলে অন্য সংখ্যাটি নির্ণয় করুন।

A. 40

B. 38

C. 36

D. 35

Right Answer : B



Q30. চারটি ঘণ্টা একই সাথে বাজতে শুরু করে এবং যথাক্রমে 6 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড এবং 20 সেকেন্ডের ব্যবধানে বেজে ওঠে। তারা 2 ঘন্টার মধ্যে কতবার একসাথে বেজে যায়?

A. 120

B. 60

C. 121

D. 112

Right Answer : C



Q31. কোনটি রবি মৌসুমের ফসল?

A. চিনাবাদাম

B. ভুট্টা

C. পাট

D. রোপা আমন

Right Answer : A



Q32. বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি প্রসার লাভ করেছে?

A. পূর্বাঞ্চলের

B. পশ্চিমাঞ্চলের

C. দক্ষিণাঞ্চলের

D. উত্তরাঞ্চলের

Right Answer : D



Q33. নীলগিরি পর্যটন স্পট টি কোন জেলায়?

A. রাঙামাটি

B. খাগড়াছড়ি

C. বান্দরবান

D. কক্সবাজার

Right Answer : C



Q34. GDP এর পূর্ণরূপ কী?

A. Gross Domestic Product

B. Gross Domestic Production

C. Gross Domestic Project

D. Great Domestic Product

Right Answer : A



Q35. কোনটি মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত নয়?

A. পরিবহন খাত

B. শিল্প খাত

C. রেমিটেন্স খাত

D. সেবা খাত

Right Answer : C



Q36. BIDA এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কী ছিল?

A. বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

B. বেসরকারি বিনিয়োগ বোর্ড

C. বিনিয়োগ বোর্ড

D. বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ

Right Answer : C



Q37. বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত?

A. ধামরাই

B. সাভার

C. আশুলিয়া

D. কামরাঙ্গীর চর

Right Answer : B



Q38. বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক-

A. মুন্সীগঞ্জের গজারিয়ায়

B. গাজীপুরের কালিয়াকৈরে

C. সাভারের কোনাবাড়ীতে

D. ময়মনসিংহের ভালুকায়

Right Answer : A



Q39. মেঘনার শাখানদী কোনটি?

A. তিতাস

B. আত্রাই

C. ধরলা

D. কাসালং

Right Answer : A



Q40. যমুনা নদী সৃষ্টির কারণ—

A. ভূমিকম্প

B. বন্যা

C. নদী ভাঙন

D. বৃষ্টি

Right Answer : A



Q41. ‘লাজ’ কোন ধরনের শব্দ?

A. বিশেষ্য

B. বিশেষণ

C. ক্রিয়া-বিশেষণ

D. বিশেষ্যের বিশেষণ

Right Answer : A



Q42. ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে?

A. আবুল কালাম শামসুদ্দীন

B. শামসুদ্দীন আবুল কালাম

C. আবুল ফজল

D. জসীমউদ্দীন

Right Answer : B



Q43. My wife reminded me ------.

A. of my appointment

B. to go my appointment

C. to my appointment

D. my appointment

Right Answer : A



Q44. Please ___ the necessity of arriving early.

A. emphasize about

B. emphasize too

C. emphasize on

D. Emphasize

Right Answer : D



Q45. ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

A. ১১টি

B. ৯টি

C. ৮টি

D. ১০টি

Right Answer : D



Q46. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

A. ১৬ই ডিসেম্বর

B. ২৬শে মার্চ

C. ২১শে ফেব্রুয়ারি

D. ৭ই মার্চ

Right Answer : B



Q47. “আরক্তিম” কোন সমাসের উদাহরণ?

A. অব্যয়ীভাব

B. দ্বিগু

C. বহুব্রীহি

D. কর্মধারয়

Right Answer : A



Q48. "Pull your socks up" means -

A. To get ready

B. To improve

C. To start

D. To finish

Right Answer : B



Q49. "দত্তকুলোদ্ভাব" কবি কে?

A. সত্যেন্দ্রনাথ দত্ত

B. সুধীন্দ্রনাথ দত্ত

C. মাইকেল মধুসূদন দত্ত

D. অজিত দত্ত

Right Answer : C



Q50. 'ক্রজিরো' কোন দেশের সাবেক মুদ্রার নাম?

A. লুক্সেমবার্গ

B. ব্রাজিল

C. কম্বোডিয়া

D. মঙ্গোলিয়া

Right Answer : B

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url