MechaExam MCQ 1.0

MechaExam MCQ - 1.0

Q1. পিতল কোন প্রকার চুল্লির সাহায্যে তৈরি করা হয়?

A. বেসিমার

B. ইলেকট্রিক ফার্নেস

C. অয়েল ফার্নেস

D. কিউপোলা

Right Answer : C



Q2. মারুত চুল্লির যে পথগুলোর মাধ্যমে গরম বাতাস চুল্লির ভিতরে সঞ্চালিত হয়, এর নাম-

A. হপার

B. হপার ও বেল

C. টুইয়ার্স

D. ব্লাস্ট পাইপ

Right Answer : C



Q3. স্টেইনলেস স্টিলের প্রধানতম উপাদান কী কী?

A. ক্রোমিয়াম ও ভ্যানাডিয়াম

B. নিকেল ও মলিবডেনাম

C. নিকেল ও ফসফরাস

D. ক্রোমিয়াম ও নিকেল

Right Answer : D



Q4. ব্রিনেল নাম্বার দ্বারা কোনটি পরিমাপ করা হয়?

A. পদার্থের উপর কী পরিমাণ ইলেকট্রোপ্লেটিং করা আছে

B. পদার্থ কী পরিমাণ শক্ত বা নরম

C. কোন পদার্থের উপর কী পরিমাণ গ্যালভানাইজড করা আছে

D. কোন পদার্থে কী পরিমাণ পরমাণু রয়েছে

Right Answer : B



Q5. স্লিপ গেজ সাধারণত কী দ্বারা তৈরি করা হয়?

A. অ্যালয় স্টিল

B. কাস্ট আয়রন

C. পিতল

D. কোনোটিই নয়

Right Answer : A



Q6. তাপীয় উপাদানসমূহ কী দ্বারা তৈরি করা হয়?

A. গান মেটাল

B. কার্বন

C. জার্মান সিলভার

D. নাইক্রোম

Right Answer : D



Q7. লৌহের কোন অপদ্রব্যটি ব্লো-হোলজাতীয় ত্রুটি সৃষ্টিতে বাধাদান করে?

A. সালফার

B. ম্যাঙ্গানিজ

C. ফসফরাস

D. সিলিকন

Right Answer : D



Q8. নিচের কোন পদার্থ সবচেয়ে বেশি ইলাস্টিক?

A. রাবার

B. লৌহ

C. পিতল

D. স্বর্ণ

Right Answer : B



Q9. নিচের কোনটি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক?

A. পাইরাইট

B. বক্সাইট

C. ক্যালামাইন

D. গ্যালেনা

Right Answer : B



Q10. স্প্রিং-এর উপকরণ হিসাবে ম্যাটেরিয়ালের যে বৈশিষ্ট্য দরকার?

A. কঠিনতা (Stiffness)

B. নমনীয়তা (Ductility)

C. সহনশীলতা (Resilience)

D. প্লাস্টিসিটি (Plasticity)

Right Answer : C



Q11. গোল্ড কী ধরনের ম্যাটেরিয়াল?

A. ফেরোইলেকট্রিক

B. ফেরোম্যাগনেটিক

C. ডায়াম্যাগনেটিক

D. প্যারাম্যাগনেটিক

Right Answer : C



Q12. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে সর্বাপেক্ষা ভঙ্গুর (Brittle) কোনটি?

A. কপার (Copper)

B. ব্রাশ (Brass)

C. ব্রোঞ্জ (Bronze)

D. কাস্ট আয়রন (Cast Iron)

Right Answer : D



Q13. FIFO-এর অর্থ কী?

A. First In, Final Out

B. First In, First Out

C. Fast In, Fast Out

D. Final In, Final Out

Right Answer : C



Q14. ব্রেক ইভেন পয়েন্ট কী?

A. যে পয়েন্টে সর্বোচ্চ লাভ পাওয়া যায়

B. সে পয়েন্টে সর্বোচ্চ লোকসানের হিসাব করা যায়

C. সে পয়েন্টে না লাভ না ক্ষতি থাকে

D. কোনোটিই নয়

Right Answer : C



Q15. শিয়ারিং অপারেশন কোনটি?

A. কাল্পিং

B. পাঞ্চিং

C. সাইজিং

D. সিমিং

Right Answer : B



Q16. BUE-এর অর্থ কী?

A. Blind-Up Edge

B. Built-Up Edge

C. Break-Up Edge

D. None of these

Right Answer : B



Q17. মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কপিসের সাপেক্ষে চিপের বেগকে বলে-

A. শিয়ার বেগ

B. কাটিং বেগ

C. টুল বেগ

D. কাটিং স্পিড

Right Answer : A



Q18. Bin card is used in-

A. admimatrative wing

B. workshop

C. foundry shop

D. stores

Right Answer : D



Q19. ইনটেক ও এগজস্ট ভালভ একই সময়ে খোলা থাকাকে কী বলা হয়?

A. ভালভ ওভারল্যাপিং

B. পাওয়ার ওভারল্যাপিং

C. কম্প্রেশন ওভারল্যাপিং

D. ইনটেক ও ইগজস্ট স্ট্রোক ওভারল্যাপিং

Right Answer : A



Q20. পিস্টন ও সিলিন্ডার ওয়াল-এর মধ্যবর্তী ফাঁককে কী বলে?

A. পিস্টন ক্লিয়ারেন্স

B. সিলিন্ডার ক্লিয়ারেন্স

C. রিং ক্লিয়ারেন্স

D. রিং গ্যাপ

Right Answer : A



Q21. ইঞ্জিন সিলিন্ডারের ব্যাসকে কী বলে?

A. ব্যাসার্ধ

B. স্ট্রোক

C. বোর

D. ডেড সেন্টার

Right Answer : C



Q22. গ্যাস টারবাইন টেকনোলোজির ভিত্তি হলো-

A. Rankine cycle

B. Otto cycle

C. Power cycle

D. Brayton cycle

Right Answer : D



Q23. অটো সাইকেলের তুলনায় ডিজেল সাইকেলের দক্ষতা কী হয়?

A. সমান

B. বেশি

C. কম

D. কোনোটিই নয়

Right Answer : B



Q24. অটো সাইকেল কীসের উপর নির্ভর করে কাজ করে?

A. আয়তনের

B. চাপের

C. তাপমাত্রার

D. তাপের

Right Answer : A



Q25. ডিজেল ইঞ্জিনে Suction stroke-এ প্রবেশ করে-

A. Air & Fuel

B. Only air

C. Only fuel

D. None of these

Right Answer : B



Q26. কৃতকাজ (W) শূন্য হয় কোন প্রক্রিয়ায়?

A. আয়তন স্থির

B. চাপ স্থির

C. তাপমাত্রা স্থির

D. কোনোটিই নয়

Right Answer : A



Q27. রেফ্রিজারেশন সিস্টেমে Oil separator install করা হয় কোথায়?

A. কম্প্রেসর-এর পূর্বে

B. কম্প্রেসর ও কন্ডেন্সারের মাঝামাঝি

C. কন্ডেন্সার ও ইভাপোরেটরের মাঝামাঝি

D. কন্ডেন্সার ও এক্সপানশন ভালভের মাঝামাঝি

Right Answer : B



Q28. রেফ্রিজারেশন সাইকেলে কম্প্রেসরকে কী বলা হয়?

A. হিট পাম্প

B. সেন্ট্রিফিউগাল পাম্প

C. রেসিপ্রাকেটিং পাম্প

D. কোনোটিই নয়

Right Answer : C



Q29. ড্রাই আইস কত তাপমাত্রায় হিমায়িত হয়?

A. -50°C

B. -55°C

C. -79°C

D. -60°C

Right Answer : C



Q30. সুপ্ততাপ সবচেয়ে বেশি নিম্নের কোনটির?

A. ফ্রেয়ন-১২

B. অ্যামোনিয়া

C. পানি

D. কোনোটিই নয়

Right Answer : C



Q31. একটি নাকল জোড়ার কোন অংশে দুটি 'আই' থাকে?

A. ফর্ক

B. ইয়োক

C. কলাম

D. নাকল পিন

Right Answer : B



Q32. পিচ ব্যাসের সাথে গিয়ারের দাঁতের সংখ্যার অনুপাতকে কী বলে?

A. এডেন্ডাম

B. ডিডেন্ডাম

C. মডিউল

D. ক্লিয়ারেন্স

Right Answer : C



Q33. বাস্তব কাজে কোনো যন্ত্রাংশ বা কাঠামো নিরাপদে যে পীড়নের অধীনে কাজ করে বা করবে সে পীড়নের মানকে কী বলে?

A. কার্যকরী পীড়ন

B. অনুমোদিত পীড়ন

C. ডিজাইন পীড়ন

D. ফ্যাক্টর অব সেফটি

Right Answer : A



Q34. পারদের আপেক্ষিক গুরুত্ব কত?

A. 13.6

B. 1.2

C. 6.5

D. 0.8

Right Answer : A



Q35. ডিফারেনশিয়াল ম্যানোমিটার পরিমাপের জন্য ব্যবহার করা হয়-

A. প্রবাহের একটি বিন্দুতে বেগ

B. প্রবাহের একটি বিন্দুতে চাপ

C. প্রবাহের দুটি বিন্দুতে চাপের পার্থক্য

D. প্রবাহের দুটি বিন্দুতে বেগের পার্থক্য

Right Answer : C



Q36. বল Y অক্ষের সাথে θ কোণে ক্রিয়া করলে আনুভূমিক বল কোনটি হবে?

A. Ptanθ

B. Pcotθ

C. Psinθ

D. Pcosθ

Right Answer : C



Q37. কোনটি বলের সমীকরণ?

A. ভর x ত্বরণ

B. ভর x সরণ

C. ভর x বেগ

D. কোনোটিই নয়

Right Answer : A



Q38. নিউটনের প্রথম সূত্র গতির কোনটি প্রকাশ করে?

A. ক্ষমতা

B. কাজ

C. ইনার্শিয়া

D. কোনোটিই নয়

Right Answer : C



Q39. ∑V(+ve) ও ∑H(-ve) হলে লব্ধি বল কোন চতুর্ভাগে অবস্থান করবে?

A. ২য়

B. ৩য়

C. ৪ র্থ

D. ১ম

Right Answer : A



Q40. Within elastic limit, shear stress is ................. shear strain.

A. equal to

B. less than

C. directly proportional to

D. inversely proportional to

Right Answer : C



Q41. The energy stored in a body when strained within elastic limit is known as-

A. resilience

B. proof resilience

C. strain energy

D. impact energy

Right Answer : C



Q42. The shear force diagram of a cantilever beam of length I and carrying a uniformly distributed load of w per unit length will be-

A. a right angled triangle

B. an issoscles triangle

C. an equilateral triangle

D. a rectangle

Right Answer : A



Q43. The maximum shear stress is normal stresses. the algebraic difference of maximum and minimum-

A. equal to

B. one-fourth

C. one-half

D. twice

Right Answer : C



Q44. The ratio of change in volume to the original volume is called-

A. linear strain

B. lateral strain

C. volumetric strain

D. Poisson's ratio

Right Answer : C



Q45. ঘর্ষণ শক্তি সর্বদা _________ সেই দিকে কাজ করে যে দিকে বস্তু, বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে।

A. বিপরীত

B. লম্বভাবে

C. আনতভাবে

D. সমানভাবে

Right Answer : A



Q46. লেদ সেন্টার প্রধানত কত প্রকার?

A. ৫

B. ২

C. ৩

D. ৪

Right Answer : B



Q47. মেশিনিং করার সময় কার্যবস্তুকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়?

A. ফিক্সচার

B. জিগ

C. চ্যানেল জিগ

D. রিং জিগ

Right Answer : A



Q48. ডাউন মিলিংকে আরও বলা হয় -

A. conventional milling

B. climb milling

C. end milling

D. face milling

Right Answer : B



Q49. এন্ড কাটিং এজ এঙ্গেল বেশি হলে টুল লাইফ -

A. বৃদ্ধি পায়

B. হ্রাস পায়

C. অপরিবর্তিত থাকবে

D. None

Right Answer : A



Q50. একটি ছিদ্রের মধ্য দিয়ে থ্রেড কাটতে ব্যবহ্নত হয় -

A. Die

B. Threaded insert

C. Tap

D. Lathe machine

Right Answer : C

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url