MechaExam MCQ 0.8

MechaExam MCQ - 0.8

Q1. আমাদের দেশে বিদ্যুতের পিক আওয়ার শুরু হয় কখন?

A. সকাল হতে

B. দুপুর হতে

C. সন্ধ্যা হতে

D. গভীর রাত্রে

Right Answer : C



Q2. An economizer ..... the stream rising capacity of a boiler.

A. increases

B. decreases

C. has no effect

D. none of those

Right Answer : A



Q3. কিলোওয়াট আওয়ারের সাথে কিলোওয়াটকে গ্রাফে প্লট করলে যে কার্ভ হয় তা হচ্ছে-

A. ইন্ট্রিগ্রেটেড লোডকার্ভ

B. আদর্শ লোড কার্ভ

C. বাস্তব লোড কার্ভ

D. ডিউরেশন লোড কার্ভ

Right Answer : A



Q4. The efficiency of a modern boiler using coal and heat recovery equipment is about-

A. 25 to 30%

B. 40 to 50%

C. 65 to 70%

D. 85 to 90%

Right Answer : D



Q5. ডাইভারসিটি ফ্যাক্টরের মান কেমন?

A. একের চেয়ে বেশি

B. একের কম

C. একের সমান বা বেশি

D. উপরের কোনোটিই না

Right Answer : A



Q6. Which of the following components in storm plant needs maximum maintenance attention?

A. steam turbine

B. condenser

C. water treatment plant

D. boiler

Right Answer : D



Q7. কোনো বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল 25 বছর হলে 25 বছর হওয়ার পর সেই অকেজো প্লান্টের যে মূল্য, তাকে কী বলে?

A. সেলভেজ ভ্যালু

B. ডিপ্রেসিয়েশন

C. ব্লক রেট ট্যারিফ

D. সিংকিং ট্যারিফ পদ্ধতি

Right Answer : A



Q8. সর্বোচ্চ চাহিদা কোনটি?

A. সংযুক্ত লোড

B. পিক লোড

C. ক্ষণিকের মোট লাভ

D. বড় লোড

Right Answer : B



Q9. নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের কার্যপ্রণালির মিল রয়েছে-

A. ডিজেল জেনারেটরে

B. টার্বো অল্টারনেটরে

C. গ্যাস জেনারেটরে

D. সোলার জেনারেটরে

Right Answer : B



Q10. বাংলাদেশের জাতীয় গ্রিডের সর্বোচ্চ ভোল্টেজ কত?

A. 132 কেভি

B. 220 কেভি

C. 230 কেডি

D. 400 কেভি

Right Answer : D



Q11. কন্ট্রোল রডগুলোর অবস্থান কোথায়?

A. কন্ডেন্সারে

B. রিয়্যাক্টরে

C. ফিড পাম্পে

D. প্রেসারাইজারে

Right Answer : B



Q12. কয়লা খনির কাছাকাছি স্থাপন করা উচিত কোনটি?

A. তাপবিদ্যুৎ কেন্দ্র

B. ডিজেল বিদ্যুৎ কেন্দ্র

C. গ্যাস টারবাইন কেন্দ্র

D. সোলার বিদ্যুৎ কেন্দ্র

Right Answer : A



Q13. শব্দহীন, গন্ধহীন এবং পরিবেশ দূষণমুক্ত শক্তিকেন্দ্র হলো-

A. বায়ুশক্তি কেন্দ্র

B. সোলার শক্তি কেন্দ্র

C. থার্মোইলেকট্রিক পাওয়ার কেন্দ্র

D. ম্যাগনেটো হাইড্রোডাইনামিক কেন্দ্র

Right Answer : B



Q14. বায়ুশক্তি কেন্দ্রে সর্বোচ্চ দক্ষতা লাভ করা যায় যখন বাতাসের গতি ঘণ্টায়-

A. 2-4 মাইল

B. 3-6 মাইল

C. 6-7 মাইল

D. 1-3 মাইল

Right Answer : C



Q15. বেস লোড প্লান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

A. তাপবিদ্যুৎ কেন্দ্র

B. উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র

C. এম. এইচ. ডি. প্লান্ট

D. জ্বালানি সেল প্লান্ট

Right Answer : A



Q16. আয়ুষ্কাল বিবেচনায় সবচেয়ে দীর্ঘ আয়ুসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

A. স্টিম টারবাইন

B. কম্বাইন্ড সাইকেল

C. পানিবিদ্যুৎ

D. একচক্র কথাশন টারবাইন

Right Answer : C



Q17. মিডিয়াম হেড পানিবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত ব্যবহৃত হয়-

A. কাপলান টারাবইন

B. পেল্টন টারবাইন

C. ইম্পালস্ টারবাইন

D. ফ্রান্সিস টারবাইন

Right Answer : D



Q18. কোন ধরনের পাওয়ার প্লান্টের জন্য খরস্রোতা নদীর প্রয়োজন?

A. স্টিম পাওয়ার প্লান্টের জন্য

B. ডিজেল পাওয়ার প্লান্টের জন্য

C. উইন্ডমিল পাওয়ার প্লান্টের জন্য

D. হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টের জন্য

Right Answer : D



Q19. কাপলান টারবাইন ব্যবহার করা হয়-

A. নিম্নহেড ও নিম্ন ডিসচার্জে

B. নিম্নহেড ও মধ্যম ডিসচার্জে

C. নিম্নহেড ও উচ্চ ডিসচার্জে

D. মধ্যম হেড ও উচ্চ ডিসচার্জে

Right Answer : C



Q20. পাওয়ার প্লান্ট লোড সেন্টারের কাছাকাছি স্থাপন করতে হয় কী জন্যে?

A. উৎপাদন খরচ কমানোর জন্য

B. পরিবহন লস কমানোর জন্য

C. পরিদর্শনের সুবিধার জন্য

D. বেশি পাওয়ার উৎপাদনের জন্য

Right Answer : B



Q21. যে টারবাইনকে পাম্প হিসেবে ব্যবহার করা যায়, তার নাম কী?

A. কাপলান টারবাইন

B. পেল্টন টারবাইন

C. ফ্রান্সিস টারবাইন

D. ইম্পালস টারবাইন

Right Answer : A



Q22. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে কোথায়?

A. রূপসা নদীতে

B. শংখ নদীতে

C. মহুরী নদীতে

D. কর্ণফুলি নদীতে

Right Answer : D



Q23. কোনটির স্থান নির্বাচনে বৃষ্টি-বাদলের অবস্থা জানার জন্য জরিপের প্রয়োজন?

A. স্টিম পাওয়ার প্লান্ট

B. উইন্ডমিল পাওয়ার প্লান্ট

C. হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট

D. পারমাণবিক পাওয়ার প্লান্ট

Right Answer : C



Q24. সার্জ ট্যাংক টারবাইনের কাছে যার সঙ্গে লাগানো, তার নাম কী?

A. ড্রাফট টিউব

B. রানার

C. পেনস্টোক

D. হেড রেস

Right Answer : C



Q25. রক-ফিল বাঁধ হলো একপ্রকার-

A. গ্রাভিটি বাঁধ

B. আর্চ বাঁধ

C. বাট্রেস বাঁধ

D. মাটির বাঁধ

Right Answer : D



Q26. নিচের কোন ইঞ্জিনটি পাওয়ার প্লান্টে ব্যবহৃত হয় না?

A. ডিজেল ইঞ্জিন

B. পেট্রোল ইঞ্জিন

C. গ্যাস ইঞ্জিন

D. স্টিম ইঞ্জিন

Right Answer : B



Q27. ডিজেল পাওয়ার প্লান্টে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় কী হিসেবে?

A. প্রাইম মুভার হিসেবে

B. ইঞ্জিন হিসেবে

C. তাপীয় ইঞ্জিন হিসেবে

D. ভেহিকল হিসেবে

Right Answer : A



Q28. প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম কোথায়?

A. গ্যাস পাওয়ার প্লান্টে

B. নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে

C. হাইড্রো-পাওয়ার প্লান্টে

D. বায়ুশক্তি পাওয়ার প্লান্টে

Right Answer : D



Q29. প্রকৃত শক্তি (True power) এবং আপাতশক্তির (Apparent power) অনুপাতকে কী বলা হয়?

A. ফর্ম ফ্যাক্টর

B. লোড ফ্যাক্টর

C. ডিমান্ড ফ্যাক্টর

D. পাওয়ার ফ্যাক্টর

Right Answer : D



Q30. নিচের কোনটি প্রাইম মুভারের প্রধান অংশ নয়?

A. রোটর

B. বিয়ারিং

C. জেনারেটর

D. নজল

Right Answer : C



Q31. গ্যাস টারবাইনের ব্লেড কী দিয়ে তৈরি?

A. কাস্ট আয়রনের

B. ইস্পাতের

C. হাই-স্পিড স্টিল

D. স্টিল অ্যালয়

Right Answer : D



Q32. কোনটিকে প্যাকেজ প্লান্ট বলা হয়?

A. গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র

B. আণবিক বিদ্যুৎ কেন্দ্র

C. সিম প্লান্ট

D. ডিজেল প্লান্ট

Right Answer : A



Q33. স্টিম টারবাইনে স্টিমের চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় কোনটি?

A. গভর্নর চাকা

B. চাকা

C. নজল

D. ভালভ

Right Answer : C



Q34. In an isometric projection, what is the angle between the axes?

A. 120 degrees

B. 45 degrees

C. 60 degrees

D. 90 degrees

Right Answer : A



Q35. What is the purpose of a title block in an engineering drawing?

A. To provide the title in decorative font

B. To mention author's name

C. To specify scale and provide essential information

D. To create a border for aesthetics

Right Answer : C



Q36. In which of the following views, the picture plane is the same as the plane of projection?

A. Oblique view

B. Orthographic view

C. Perspective view

D. Pictorial view

Right Answer : B



Q37. Calculate the sum of the interior angles of a hexagon?

A. 720°

B. 180°

C. 320°

D. 640°

Right Answer : A



Q38. In Engineers scales, designation M5 indicates the scales ____________

A. 1 : 200

B. 1 : 10

C. 1 : 50

D. 1 : 400

Right Answer : A



Q39. A/An ________ view is an orthographic view that is projected onto any plane other than the frontal, horizontal, or profile plane.

A. auxiliary

B. bevel

C. isometric

D. parametric

Right Answer : A



Q40. What is the maximum number of auxiliary views of any given object?

A. 6

B. 1

C. 3

D. Infinite

Right Answer : D

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url