MechaExam MCQ 0.7

MechaExam MCQ - 0.7

Q1. তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে হিট ট্রান্সফার সংঘটিত হয় যে উপায়ে, তাকে কী বলে?

A. কনডাকশন

B. কনভেকশন

C. রেডিয়েশন

D. কোনোটিই নয়

Right Answer : B



Q2. মধ্যবর্তী মাধ্যমের বিচ্যুতি গরম বস্তু হতে ঠান্ডা বস্তুতে সরল রেখার হিট ট্রান্সফার প্রক্রিয়াকে কী বলে?

A. কনডাকশন

B. রেডিয়েশন

C. কনভেকশন

D. একটিও না

Right Answer : B



Q3. Absorption system normally uses the following refrigerant-

A. Freon-11

B. ammonia

C. Freon-22

D. CO

Right Answer : B



Q4. During a refrigeration cycle heat is rejected by the refrigerant in a-

A. compressor

B. condenser

C. evaporator

D. expansion valve

Right Answer : B



Q5. Which of the following refrigerant has the lowest freezing point?

A. R-11

B. R-22

C. R-12

D. Ammonia

Right Answer : B



Q6. The absolute zero temperature is taken as-

A. -273°C

B. 237°C

C. 273°C

D. -273k

Right Answer : A



Q7. হিট ট্রান্সফার সংঘটিত হয় কী অনুযায়ী?

A. জিরণ সূত্রানুযায়ী

B. থার্মোডাইনামিক্স-এর ১ম সূত্রানুযায়ী

C. থার্মোডাইনামিক্স-এর ২য় সূত্রানুযায়ী

D. কিরচফস সূত্রানুযায়ী

Right Answer : C



Q8. কোনো তরলের তাপ বর্জনের হার তরলে তার পারিপার্শ্বিক তাপমাত্রা পার্থক্যের-

A. সমানুপাতিক

B. বর্ণের সমানুপাতিক

C. ব্যস্তানুপাতিক

D. কোনো সম্পর্ক নেই

Right Answer : C



Q9. তাপ সঞ্চালনের মাধ্যম কয়টি?

A. ৩টি

B. ৪টি

C. ৬টি

D. ৭টি

Right Answer : A



Q10. কোনো গ্যাসকে ভরলে পরিণত করতে হলে এর তাপমাত্রায় কী পরিবর্তন আনতে হবে?

A. সংকট (Critical) তাপমাত্রার বেশি হতে হবে

B. সংকট তাপমাত্রার কম হতে হবে

C. সংকট তাপমাত্রার সমান হতে হবে

D. উপরের কোনোটিই সঠিক নয়

Right Answer : C



Q11. প্রতি কেজি ড্রাই আইসের তাপ অপসারণ ক্ষমতা কত?

A. 100kJ

B. 700KJ

C. 605kJ

D. 900kJ

Right Answer : C



Q12. পি-এইচ ভায়াগ্রামের সাহায্যে কোনো তাপীয় সাইকেলের কী জানা যায়?

A. এনথালপি ও চাপ

B. তাপ

C. এনট্রপি

D. চাপ

Right Answer : A



Q13. নির্দিষ্ট আয়তনের ওয়াটার ভেপারের ভর এবং একই তাপমাত্রায় ও আয়তনের স্যাচুরেটেড ওয়াটার ভেপারের ভরের অনুপাতকে কী বলে?

A. রিলেটিভ হিউমিডিটি

B. ডিউ পয়েন্ট

C. রেফ্রিজারেশন

D. রেফ্রিজারেন্ট

Right Answer : A



Q14. একক পরিমাণ তিজা সম্পৃক্ত বাষ্পে যে পরিমাণ শুদ্ধ বাষ্প থাকে, তাকে কী বলে?

A. ড্রাইনেস ফ্র্যাকশন

B. সম্পৃক্ত স্টিম

C. অতিপূক্ত সিস্টম

D. কোনোটিই নয়

Right Answer : A



Q15. পাইরোমিটার (Pyrometer) ব্যবহৃত হয় কেন?

A. চাপ পরিমাণে

B. তাপ পরিমাপে

C. তাপমাত্রা পরিমাপে

D. বিকিরণ ক্ষমতা (Emissivity) পরিমাণে

Right Answer : C



Q16. সাইক্রোমেট্রিক্স চার্টে বক্ররেখা (Curved line) কী নির্দেশ করে?

A. ড্রাই বাল্ব তাপমাত্রা

B. ওয়েট বাথ তাপমাত্রা

C. আপেক্ষিক আর্দ্রতা

D. পরম আর্দ্রতা

Right Answer : C



Q17. গরমকালে এয়ারকন্ডিশনিং-এর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান কমপক্ষে কত হওয়া উচিত?

A. 40%

B. 75%

C. 60%

D. 90%

Right Answer : C



Q18. সিস্টেমে হিমায়কের সাথে হিমায়ন তেল সংযোজনের পদ্ধতিকে কী বলে?

A. পার্জিং

B. অয়েল এডিং

C. চার্জিং

D. কোনোটিই নয়

Right Answer : B



Q19. EATC-এর পূর্ণরূপ কোনটি?

A. Electronic Automatic Temperature Controller

B. Electrical Automobile Temperature Control

C. Electrogenograph Temperature Control

D. কোনোটিই নয়

Right Answer : A



Q20. রিলেটিভ কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স সমান-

A. তাত্ত্বিক COP/প্রকৃত COP

B. প্রকৃত COP/তাত্ত্বিক COP

C. প্রকৃত COP × তাত্ত্বিক COP

D. কোনোটিই নয়

Right Answer : B



Q21. এক টন অব রেফ্রিজারেন্ট বলতে কত হিট রিসিভিং সামর্থ্য বুঝায়?

A. 21 kJ/min

B. 210 kJ/min

C. 420 kJ/min

D. 620 kJ/min

Right Answer : B



Q22. TOR-এর পূর্ণরূপ কোনটি?

A. Torque of Refrigeration

B. Torque of Refrigerator

C. Type of Refrigeration

D. Ton of Refrigeration

Right Answer : D



Q23. অ্যামোনিয়া গ্যাসের স্ফুটনাঙ্ক কত?

A. 28°F

B. 40°F

C. 35°F

D. 25°F

Right Answer : A



Q24. কোনটি তুলনামূলক পুরাতন হিমায়ক?

A. R-600a

B. R-12

C. HCFC-123

D. R-134a

Right Answer : C



Q25. হিমায়ন পদ্ধতিতে তরল হিমায়ক পরিষ্কার ও জলীয় কণাযুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়, তাকে কী বলে?

A. রিসিভার

B. ফিউজিবল স্লাগ

C. ড্রায়ার

D. সাইট গ্লাস

Right Answer : C



Q26. এয়ারকন্ডিশনিং পদ্ধতিতে হিমায়ন ইউনিটের অভ্যন্তরের বায়ু, বাষ্প, ধূলিকণা ও জলীয়কণা ইত্যাদি সিস্টেম থেকে বের করাকে কী বলে?

A. পার্জিং

B. ইভাকুয়েশন

C. চার্জিং

D. কোনোটিই নয়

Right Answer : A



Q27. পৃথিবীর প্রথম হিমায়কের নাম কী?

A. ট্রাইক্লোরো মনোক্লোরো মিথেন

B. ইথার

C. ড্রাইক্লোরো ডাইক্লোরো মিথেন

D. মনোক্লোরো ভাইব্লেগরো মিথেন

Right Answer : B



Q28. এয়ারকন্ডিশনিং-এ টেম্পারেচার ব্লেন্ড ডোর পরিচালনা করতে কোনটি ব্যবহার করা হয়?

A. অ্যাকচুয়েটর

B. সোলার সেন্সর

C. লিমিট কন্ট্রোল

D. কোনোটিই নয়

Right Answer : A



Q29. উচ্চ স্ফুটনাঙ্কের রেফ্রিজারেন্টসমূহ নিম্নলিখিত কোন ধরনের কম্প্রেসরে সাধারণত অধিক ব্যবহৃত হয়ে থাকে?

A. রেসিপ্রোকেটিং

B. সেন্ট্রিফিউগ্যাল

C. স্ক্র টাইপ

D. কোনোটিই নয়

Right Answer : B



Q30. ড্রাই আইস কত তাপমাত্রায় হিমায়িত হয়?

A. -50°C

B. -50°C

C. -79°C

D. -60°C

Right Answer : C



Q31. রেফ্রিজারেশন সিস্টেমের COP সবসময় এক (১) এর চাইতে-

A. সমান

B. বেশি

C. কম

D. কোনোটিই নয়

Right Answer : B



Q32. ইলেকট্রলাক্স (Electrolux) রেফ্রিজারেটরে-

A. অ্যামোনিয়া হাইড্রোজেনে দ্রবীভূত হয়

B. অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়

C. অ্যামোনিয়া হাইড্রোজেনে বাষ্পীভূত হয়

D. হাইড্রোজেন অ্যামোনিয়াতে বাষ্পীভূত হয়

Right Answer : C



Q33. রেফ্রিজারেশন সিস্টেমে Oil separator install করা হয় কোথায়?

A. কম্প্রেসর-এর পূর্বে

B. কম্প্রেসর ও কন্ডেন্সারের মাঝামাঝি

C. কন্ডেন্সার ও ইভাপোরেটরের মাঝামাঝি

D. কন্ডেন্সার ও এক্সপানশন ভালভের মাঝামাঝি

Right Answer : B



Q34. রেফ্রিজারেটরের Cooling coils frost জমা হলে কী ঘটে?

A. Heat transfer বৃদ্ধি পায়

B. COP বৃদ্ধি পায়

C. Power consumption বৃদ্ধি পায়

D. Power consumption কমায়

Right Answer : C



Q35. ভেপার কম্প্রেশন সিস্টেমে কন্ডেন্সার অতিক্রমের পূর্বে রেফ্রিজারেন্ট-এর অবস্থা কী হয়?

A. স্যাচুরেটেড লিকুইড

B. ড্রাই স্যাচুরেটেড ভেপার

C. ওয়েট ভেপার

D. সুপারহিটেড ভেপার

Right Answer : D



Q36. রেফ্রিজারেশন সিস্টেম কত প্রকার?

A. ৩ প্রকার

B. ২ প্রকার

C. ৪ প্রকার

D. ৫ প্রকার

Right Answer : B



Q37. রেফ্রিজারেন্ট R-12 সিলিন্ডারের কালার কোনটি?

A. সাদা

B. সবুজ

C. কালো

D. কমলা

Right Answer : A



Q38. নিম্নের কোন রেফ্রিজারেন্টটি খুবই বিষাক্ত এবং দাহ্য?

A. অ্যামোনিয়া

B. সালফার ডাই-অক্সাইড

C. কার্বন ডাই-অক্সাইড

D. ফ্রেয়ন-১২

Right Answer : A



Q39. চাপ কমলে-

A. স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়

B. স্ফুটনাঙ্ক হ্রাস পায়

C. স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে

D. স্ফুটনাঙ্ক বৃদ্ধি হ্রাস পেতে পারে

Right Answer : B



Q40. CFC মুক্ত রেফ্রিজারেন্ট কোনটি?

A. R-112

B. R-110

C. R-134a

D. R-122

Right Answer : C

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url