MechaExam MCQ 0.5

MechaExam MCQ - 0.5:

Q1. তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা কত?

A. অনেক বেশি

B. শূন্য

C. ১-১০ কেজি/মি.

D. ৫০-১০০ কেজি/মি

Right Answer : B



Q2. চাপ কমালে-

A. স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়

B. স্ফুটনাঙ্ক হ্রাস পায়

C. স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে

D. স্ফুটনাঙ্ক বৃদ্ধি বা হ্রাস পেতে পারে

Right Answer : B



Q3. FPS পদ্ধতিতে চাপের একক কোনটি?

A. PSI

B. N/mm²

C. kg/m²

D. সব কয়টি

Right Answer : A



Q4. গ্যাসের ভিসকোসিটি—

A. তাপমাত্রা কমালে বেড়ে যায়

B. তাপমাত্রা বাড়লে বাড়ে

C. তাপমাত্রা কমা/বাড়ার সাথে পরিবর্তিত হয় না

D. তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ে, তবে এক পর্যায়ে পৌঁছানোর পর স্থির হয়ে যায়

Right Answer : B



Q5. ডিসকোসিটি বিহীন তরল হলো-

A. আইডিয়াল ফ্লুয়িড

B. নন-নিউটনিয়ান ফ্লুয়িড

C. রিয়াল তরল

D. নিউটনিয়ান ফ্লুয়িড

Right Answer : A



Q6. একটি ফ্লুইডকে আইডিয়াল বলা হবে যদি তা-

A. incompressible

B. Viscous and incompressible

C. Inviscous and compresuble

D. Inviscous and incompressible

Right Answer : D



Q7. হাইড্রোলিক র‍্যাম কী কাজে ব্যবহৃত হয়?

A. পানির হেড বৃদ্ধি করতে

B. হাইড্রোলিক অয়েলের চাপ বৃদ্ধি করতে

C. তরল পদার্থের প্রবাহের গতি কমাতে

D. তরল পদার্থের প্রবাহের গতি বৃদ্ধি করতে

Right Answer : A



Q8. The atmospheric pressure at sea level is-

A. 1000 kN/m²

B. 103 kg/cm²

C. 103 kPa

D. 981 cm/s

Right Answer : C



Q9. কত তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি?

A. 4°C

B. 50°C

C. 10°C

D. 100°C

Right Answer : A



Q10. রেনোল্ড'স নাম্বার হলো ইনার্শিয়া ফোর্স ও নিম্নের কোনটির অনুপাত?

A. সারফেস টেনশন ফোর্স

B. ভিসকাস ফোর্স

C. গ্র্যাভিটি ফোর্স

D. ইলাসটিক ফোর্স

Right Answer : B



Q11. প্রতি একক দৈর্ঘ্যের বলকে কী বলা হয়?

A. সারফেস টেনশন

B. কৈশিকতা

C. সংকোচনশীলতা

D. প্রবাহশীলতা

Right Answer : A



Q12. হাইড্রোলিক মেশিন পরিচালিত হয়-

A. ওজনে

B. ধাক্কায়

C. চাপে

D. কম্প্রেসার

Right Answer : C



Q13. স্থির তরলের ক্ষেত্রে শিয়ার পীড়ন হলো-

A. সর্বোচ্চ

B. অপ্রত্যাশিত

C. শূন্য

D. কোনোটিই নয়

Right Answer : C



Q14. যদি প্রবাহের কোনো একটি বিন্দুতে এটির চাপ, বেগ ও ঘনত্ব সময়ের পরিবর্তনের সঙ্গে অপরিবর্তিত থাকে, তবে সে প্রবাহকে বলা হয়-

A. সুষম প্রবাহ (Uniform flow)

B. অসম প্রবাহ (Non-uniform flow)

C. অসম প্রবাহ (Incompressible flow)

D. অবিচল প্রবাহ (Steady flow)

Right Answer : A



Q15. তরলের টানাপীড়ন (Tensile stress) প্রতিরোধ করার ধর্মকে কী বলে?

A. পৃষ্ঠটান

B. কৈশিকতা

C. সংকোচনশীলতা

D. কোনোটিই নয়

Right Answer : A



Q16. সেন্টার অব প্রেসার ক্রিয়া করে ডুবানো তলের সেন্টার অব গ্র্যাভিটির—

A. মধ্য দিয়ে

B. উপর দিয়ে

C. নিচ দিয়ে

D. সবকটি দিয়ে

Right Answer : C



Q17. Hydraulics co-efficient কয়টি?

A. ২টি

B. ৩টি

C. ৪টি

D. ৫টি

Right Answer : C



Q18. তরলের চাপের পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনকে কী বলে?

A. পৃষ্ঠটান

B. কৈশিকতা

C. সংকোচনশীলতা

D. প্রবাহশীলতা

Right Answer : C



Q19. হাত টিউবওয়েলের পাম্পকে কী পাম্প বলা হয়?

A. রোটাডাইনামিক পাম্প

B. সেন্ট্রিফিউগ্যাল পাম্প

C. রেসিপ্রোকেটিং পাম্প

D. প্রপেলার পাম্প

Right Answer : C



Q20. তরলে প্রতি একক ভরের আয়তনকে কী বলে?

A. আপেক্ষিক আয়তন

B. আপেক্ষিক ওজন

C. আপেক্ষিক ভর

D. কোনোটিই নয়

Right Answer : A



Q21. একটি সেন্ট্রিফিউগ্যাল পাম্প চালু করার সময় তার ডেলিভারি ভালভ কী অবস্থায় থাকে?

A. সম্পূর্ণভাবে বন্ধ থাকে

B. সম্পূর্ণভাবে খোলা থাকে

C. ৫০% খোলা থাকে

D. কোনোটিই নয়

Right Answer : A



Q22. কোনটি হাইড্রোলিক মেশিন?

A. ইঞ্জিন

B. মোটর

C. পাম্প

D. কম্প্রেসর

Right Answer : C



Q23. কোনো Rotodynamic pump-এর RPM দ্বিগুণ হলে এটির discharge ক্ষমতা কত গুণ বাড়বে?

A. দ্বিগুণ

B. চারগুণ

C. তিনগুণ

D. ছয়গুণ

Right Answer : A



Q24. ডেটাম হেডের অপর নাম কী?

A. প্রেসার হেড

B. মোট হেড

C. ভেলোসিটি হেড

D. পটেনশিয়াল হেড

Right Answer : D



Q25. ভেনচুরি মিটার কী নির্ণয় করে?

A. বেগ

B. নির্গমন

C. হেড

D. কোনোটিই নয়

Right Answer : B



Q26. সেন্ট্রিফিউগ্যাল পাম্পে ক্যান্ডিটেশন প্রতিরোধে কী থাকা উচিত?

A. উচ্চ সাকশন প্রেসার থাকা উচিত

B. উচ্চ ডেলিভারি প্রেসার থাকা উচিত

C. সাকশন প্রেসার কম থাকা উচিত

D. ডেলিভারি প্রেসার কম থাকা উচিত

Right Answer : A



Q27. অরিফিসের ব্যাসের দ্বিগুণ অপেক্ষা বেশি যে পাইপ অরিফিসের সঙ্গে ভিতরে বা বাইরের দিকে সংযোগ করা থাকে, তাকে কী বলে?

A. নচ (Notch)

B. ওয়্যার (Weir)

C. মাউথপিচ (Mouthpiece)

D. নজল (Nozzle)

Right Answer : C



Q28. পাখি পুকুর থেকে পানি খেতে পারে কোন কারণে?

A. পৃষ্ঠটান

B. কোহেশন

C. সংকোচনশীলতা

D. সান্দ্রতা

Right Answer : A



Q29. পিটট টিউবের মাথার অংশকে কী বলে?

A. স্ট্যাগনেশন পয়েন্ট

B. ভেলোসিটি পয়েন্ট

C. বড় পয়েন্ট

D. ছোট পয়েন্ট

Right Answer : A



Q30. একই পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পারিক আকর্ষণ বলকে কী বলে?

A. সংকোচনশীলতা

B. পৃষ্ঠটান

C. কোহেশন

D. অ্যাডহেশন

Right Answer : C



Q31. পিটট টিউবের মাথার অংশের বেগ কত থাকে?

A. এক

B. তিন

C. দুই

D. শূন্য

Right Answer : D



Q32. In an internal mouth piece, if the jet after contraction does not touch the sides of the mouth piece, then the mouth piece is said to be-

A. running full

B. running free

C. partially running full

D. partially running free

Right Answer : C



Q33. পড়ন্ত পানির ফোঁটা বর্তুলাকার ধারণ করে যে গুণের কারণে-

A. পৃষ্ঠটান

B. কৈশিকস্তা

C. সংকোচনশীলতা

D. ভিসকোসিটি

Right Answer : A



Q34. প্লাবতার সূত্র আবিষ্কার করেন কে?

A. আর্কিমিডিস

B. গ্যালিলিও

C. নিউটিন

D. মার্কোনি

Right Answer : A



Q35. The pressure at any given point of a non-moving fluid is called the-

A. gauge pressure

B. atmospheric pressure

C. differential pressure

D. hydrostatic pressure

Right Answer : D



Q36. The pressure of a liquid measured with the help of piezometer tube-

A. vacuum pressure

B. gauge pressure

C. absolute pressure

D. atmospheric pressure

Right Answer : B



Q37. স্বাভাবিক তাপমাত্রায় পারদের পৃষ্ঠটান পানির তুলনায়-

A. সমান

B. উচ্চতর

C. নিম্নতর

D. কোনোটিই নয়

Right Answer : B



Q38. Barometer is used to measure—

A. velocity of liquid

B. atmospheric pressure

C. pressure in pipes and channels

D. difference of pressure between two points in a pipe

Right Answer : B



Q39. The kinematic viscosity is the-

A. ratio of absolute viscosity to the density of the liquid

B. ratio of density of the liquid to the absolute viscosity

C. product of absolute viscosity and density of

D. product of absolute viscosity and mass of the the liquid

Right Answer : A



Q40. Law of intensity of pressure-

A. P=WH

B. P=mH

C. P=ωH

D. P=TH

Right Answer : C

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url