Weekly And Model Exam 62
Weekly And Model Exam:
Q1. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি?
A. ৩২
B. ৩৫
C. ৩৭
D. ৩৯
Right Answer : C
Q2. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলো কয়টি ভাগে বিভক্ত?
A. ২
B. ৩
C. ৪
D. ৫
Right Answer : A
Q3. গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত। যথা-
A. প্রত্যয় ও বিভক্তি
B. ধ্বনি ও বর্ণ
C. মৌলিক ও সাধিত
D. তৎসম ও তদ্ভব
Right Answer : C
Q4. কোনটি পদের নাম নয়?
A. আবেগ
B. অনুসর্গ
C. যোজক
D. পদাণু
Right Answer : D
Q5. সংস্কৃত শব্দ কোনগুলো?
A. পত্র, কেষ্ট, ডাব, সমুদ্র
B. টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
C. আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক
D. সূর্য, চন্দ্র, সাপ, গিন্নী
Right Answer : C
Q6. নিচের কোনটি তদ্ভব শব্দ?
A. হাত
B. পাদুকা
C. রূপালি
D. জেলে
Right Answer : A
Q7. 'চন্দ্র' শব্দের তদ্ভব রূপ-
A. চাঁদ
B. চান্দ্র
C. চান্দ্রিমা
D. বিহগ
Right Answer : A
Q8. নিচের কোনটি নেতিবাচক বাক্য?
A. হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল
B. হৈম তাহার অর্থ বুঝিল না
C. হৈম কি তাহার অর্থ বুঝিল না?
D. হৈম তাহার অর্থ বুঝিল!
Right Answer : B
Q9. 'তবু না বলা কথাটি সবাই মেনে নেয়'- বাক্যটির নেতিবাচক রূপ-
A. তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না
B. তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না
C. তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না
D. তবু না বলা কথাটি সবার মানতে হয়
Right Answer : B
Q10. পূরণবাচক শব্দ কোনটি?
A. একক
B. এক
C. প্রথম
D. পহেলা
Right Answer : C
Q11. He found parking is difficult . Here parking used as-
A. Past Continuous
B. Progressive Tense
C. Participle
D. Gerund
Right Answer : D
Q12. Walking in the morning is good for health. This is -
A. Gerund
B. infinitive
C. participle
D. verbal noun
Right Answer : A
Q13. Gerund is similar to -
A. Noun
B. Adjective
C. Verb
D. Adverb
Right Answer : A
Q14. Which is the correct use of gerund?
A. I saw the girl dancing.
B. I am dancing on the floor.
C. Dancing is a good exercise.
D. The girl came here dancing.
Right Answer : C
Q15. A rolling stone gathers no moss. Here `rolling' is-
A. Gerund
B. Adjective
C. Participle
D. Noun
Right Answer : C
Q16. What is the past participle form of the verb "understand" ?
A. understand
B. understood
C. understanded
D. understode
Right Answer : B
Q17. The speaker failed to - the crowd.
A. collaborate
B. stimulate
C. speculate
D. articulate
Right Answer : B
Q18. The load is light enough -
A. to carry
B. to measure
C. to handle
D. to feel
Right Answer : A
Q19. I like ............. the kitchen as often as possible.
A. Cleaning
B. Clean
C. To clean
D. That I clear
Right Answer : C
Q20. The police did not want to --- the investigation.
A. prejudice
B. preclude
C. predilect
D. prepone
Right Answer : A
Q21. Which of the following integers has the most divisors?
A. 88
B. 91
C. 95
D. 99
Right Answer : A
Q22. দুটি সংখ্যার গ.সা.গু বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
A. ১০৮, ১৪৪
B. ১১২, ১৪৮
C. ১৪৪, ২০৮
D. ১৪৪, ২০৪
Right Answer : D
Q23. কতকগুলো ঘণ্টা একসাথে বাজার ১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
A. ১ মি. ২০ সে.
B. ১ মি. ৩০ সে.
C. ৩ মিনিট
D. ৫ মিনিট
Right Answer : D
Q24. দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
A. ২৪
B. ৬৪
C. ৩২
D. ১৬
Right Answer : C
Q25. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১২ মি. এবং অপর বাহুদ্বয়ের প্রতিটি ১০মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
A. ১৬ ব.মি.
B. ৭২ ব. মি.
C. ৪৮ ব.মি.
D. ৬০ ব. মি.
Right Answer : C
Q26. একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে জমিতে বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
A. ১৮০°
B. ৯০°
C. ৬০°
D. কোনটিই নয়
Right Answer : B
Q27. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 cm বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্ণ cm হলে, এর উচ্চতা কত?
A. 30 cm
B. 27 cm
C. 33 cm
D. 36 cm
Right Answer : B
Q28. একটি সমাদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি 6 একক হলে, ক্ষেত্রফল কত?
A. 6
B. 8
C. 10
D. 12
Right Answer : D
Q29. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
A. ১৬ বর্গমিটার
B. ১৫ বর্গমিটার
C. ১৭ বর্গমিটার
D. ১৪ বর্গমিটার
Right Answer : B
Q30. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
A. ২৪
B. ৩৬
C. ৪৮
D. ৫০
Right Answer : C
Q31. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান (নভেম্বর ২০২৪)সভাপতি কে?
A. সাব্বির আহমেদ
B. ইমরুল হাসান
C. কাজী সালাহউদ্দীন
D. তাবিথ আউয়াল
Right Answer : D
Q32. ২০২৪ সালে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
A. নেপাল
B. ভারত
C. বাংলাদেশ
D. শ্রীলংকা
Right Answer : C
Q33. ২০২৪ সালের ব্যালন ডি'অর জয়ী কে?
A. রদ্রি
B. লিওনেল মেসি
C. নেইমার
D. কিলিয়ান এমবাপে
Right Answer : A
Q34. কোন উপন্যাসের জন্য ২০২৪ সালের বুকার পুরস্কার প্রদান করা হয়?
A. Orbital
B. The Western Wind
C. Dear Thief
D. The Wilderness
Right Answer : A
Q35. ২০২৪ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
A. মার্গারেট অটউড (কানাডা)
B. সামান্থা হার্ভে (যুক্তরাজ্য)
C. পল লিঞ্চ (আয়ারল্যান্ড)
D. শিহান করুণাতিলকা (শ্রীলংকা)
Right Answer : B
Q36. ২০২৬ সালে ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
A. কানাডা
B. অ্যান্টিগুয়া এন্ড বারবুডা
C. অস্ট্রেলিয়া
D. যুক্তরাজ্য
Right Answer : B
Q37. ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
A. বালি, ইন্দোনেশিয়া
B. কায়রো, মিসর
C. তেহরান, ইরান
D. আবুজা, নাইজেরিয়া
Right Answer : B
Q38. ACU'র সর্বশেষ সদস্য দেশ কোনটি?
A. বেলারুশ
B. চীন
C. ইরাক
D. মরিশাস
Right Answer : D
Q39. এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (ACU) বর্তমান (নভেম্বর ২০২৪) সদস্য দেশ কতটি?
A. ৯টি
B. ১০টি
C. ১১টি
D. ১২টি
Right Answer : C
Q40. বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
A. যুক্তরাষ্ট্র
B. চীন
C. ভারত
D. জাপান
Right Answer : B
Q41. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
A. রাজবন্দীর জবানবন্দী
B. ব্যথার দান
C. অগ্নিবীণা
D. নবযুগ
Right Answer : B
Q42. কোনটি শামসুর রাহমানের রচনা?
A. নিরন্তন ঘণ্টা ধ্বনি
B. নির্জন স্বাক্ষর
C. নিরালোকে দিব্যরথ
D. নির্বাণ
Right Answer : C
Q43. An intensive search was conducted by the detective to locate those criminals, who ––
A. have had escaped
B. had escaped
C. are escaping
D. have been escaping
Right Answer : B
Q44. The intellectual can no longer be said to live ––– the margin of society.
A. against
B. beyond
C. inside
D. before
Right Answer : B
Q45. পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
A. নভেম্বর ১২, ১৯৯৭
B. ডিসেম্বর ২, ১৯৯৭
C. ডিসেম্বর ১৬, ১৯৯৭
D. ডিসেম্বর ২৫, ১৯৯৭
Right Answer : B
Q46. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
A. এফ.এম. মার্কস
B. ম্যাক্সওয়েবার
C. রবার্ট প্রেসথাস
D. কার্ল মার্কস
Right Answer : B
Q47. What would be the right synonym for "initiative"?
A. apathe
B. indolence
C. enterprise
D. activity
Right Answer : C
Q48. ১ + ৫ + ৯ + ১৩ + ... ধারাটির ১৫ তম পদ কত হবে?
A. ৬১
B. ৫৩
C. ৫৭
D. ৬৫
Right Answer : C
Q49. জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন শুরু হয় কবে?
A. 1972 সালে
B. 1971 সালে
C. 1973 সালে
D. 1974 সালে
Right Answer : D
Q50. কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
A. ৪৮
B. ৫০
C. ৫১
D. ৬১
Right Answer : C