Weekly And Model Exam 59
WnM Exam: কারোর চোখে যদি কোন প্রশ্নে কোন ধরণের ভুল পরিলক্ষিত হয় তাহলে আমাদেরকে জানানোর অনুরোধ করা হলো। তাছাড়া যেকোন চাকুরি পরীক্ষার জন্য আমাদের মডেল টেস্ট এর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বার বার পড়তে থাকুন।
Q1. 'রুখের তেস্তুলি কুমীরে খাই' এর অর্থ কী?
A. তেজি কুমিরকে রুখে দিই
B. বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
C. গাছের তেঁতুল কুমিরে খায়
D. ভুল থেকে শিক্ষা নিতে হয়
Right Answer : C
Q2. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা-
A. ব্রজবুলি
B. জগাখিচুড়ি
C. সন্ধ্যাভাষা
D. বঙ্গ-কামরূপী
Right Answer : D
Q3. 'চঞ্চল চীএ পইঠা কাল' কোন কবির চর্যাংশ?
A. লুইপা
B. শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর
C. কুকুরীপা
D. বিরূপা
Right Answer : A
Q4. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
A. নিরঞ্জনের রুম্মা
B. দোহাকোষ
C. গোপীচন্দ্রের সন্ন্যাস
D. ময়নামতীর গান
Right Answer : B
Q5. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কবে?
A. ৯৫০ খ্রিষ্টাব্দ
B. ৭৫০ খ্রিষ্টাব্দ
C. ৬৫০ খ্রিষ্টাব্দ
D. ৮৫০ খ্রিষ্টাব্দ
Right Answer : C
Q6. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
A. কবিগান
B. নাথ সাহিত্য
C. পুঁথি সাহিত্য
D. বৈষ্ণব পদ সাহিত্য
Right Answer : A
Q7. অন্ধকার যুগের সাহিক্যিক নিদর্শন-
A. শেখ শুভোদয়া
B. বৈষ্ণব পদাবলী
C. শ্রীকৃষ্ণ কীর্তন
D. কালকেতু উপাখ্যান
Right Answer : A
Q8. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম?
A. শ্রীচৈতন্যদেব
B. শ্রীকৃষ্ণ
C. আদিনাথ
D. মনোহর দাশ
Right Answer : A
Q9. 'সতীময়না ও লোরচন্দ্রাণী' কাব্যটির রচয়িতা-
A. আলাওল
B. মাগন ঠাকুর
C. দৌলত কাজী
D. মরদন
Right Answer : C
Q10. 'পদ্মাবতী' কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
A. আরবি
B. উর্দু
C. ফারসি
D. হিন্দি
Right Answer : D
Q11. Choose the pair of words that best matches the relationship between - PAIN: SEDATIVE
A. Comfort: Stimulant
B. Trance: Narcotic
C. Grief: Consolation
D. Ache: Extraction
Right Answer : C
Q12. Water: Flood::
A. Wind: Sleet
B. Rain: River
C. Ice: Floe
D. Snow: Blizzard
Right Answer : D
Q13. Convict: Imprisonment::
A. Prisoner: Court
B. Exile: Banishment
C. Delinquent: Orphanage
D. Student: School
Right Answer : B
Q14. Choose analogous pair: Oxygen: Respiration
A. Sunlight: Photosynthesis
B. Photography: Camera
C. Hydrogen: Digestion
D. Drama: Acting
Right Answer : A
Q15. TALON: EAGLE:
A. fang: snake
B. hoop: horse
C. tusk: elephant
D. claw: panther
Right Answer : D
Q16. Curdle: Milk::
A. clot: blood
B. brew: coffee
C. change: oil
D. flow: water
Right Answer : A
Q17. Elevated: Exalted::
A. Dirty: Filthy
B. Raise: Commensurate
C. Disorderly: Unfaithfully
D. Promoted: Mediocrity
Right Answer : A
Q18. Choose the analogous pair of Musician: orchestra
A. Mechanic: car
B. Songwriter: lyrics
C. Desk: office
D. Player: team
Right Answer : D
Q19. If feel: touch, then-
A. see: look
B. tickle: hurt
C. giggle: laugh
D. silk: expensive
Right Answer : A
Q20. If water is to oxygen then salt is to-
A. iron
B. calcium
C. sodium
D. protein
Right Answer : C
Q21. আয়নায়, বাস্তবে ও পানিতে একই রকম দেখায় কোনগুলো?
A. H, I, O, X, 8
B. V, H, D, W, 2
C. I, V, M, L, 8
D. O, L, Z, C, 8
Right Answer : A
Q22. RELATION এর আয়নার প্রতিবিম্ব কোনটি হবে?
A. ИOITA⅃ƎЯ
B. ᴚE⅃ⱯꓕIOИ
C. ИOIꓕⱯLƎᴚ
D. NOITALƎЯ
Right Answer : A
Q23. নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 15/A, G/21, 28/N, ?/?
A. 54/N
B. L/52
C. T/18
D. V/36
Right Answer : D
Q24. N এবং R এর মাঝখানে মধ্যবর্তী অক্ষরটির ডান দিকের পঞ্চম অক্ষরের পরের অক্ষরটি কী?
A. V
B. T
C. U
D. W
Right Answer : A
Q25. A- পুত্র B- এর স্ত্রী C, যার বোন D B- এর ভাই E- এর স্ত্রী। তাহলে D এবং A -এর মধ্যকার সম্পর্ক কোনটি?
A. পিতা-কন্যা
B. চাচা-ভাতিজা
C. শ্বশুর - পূত্রবধূ
D. ভাই-বোন
Right Answer : C
Q26. P J- এর চেয়ে বড়; S M এর চেয়ে বড়; R S এর মতো বড় না হলেও J-এর চেয়ে বড়; M J- এর মতো বড় নয়। তাহলে সবচেয়ে ছোট কোনটি?
A. J
B. P
C. R
D. M
Right Answer : D
Q27. ১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় কতবার ‘৯’ অঙ্কটি আসবে?
A. ২১
B. ২০
C. ১১
D. ৯
Right Answer : B
Q28. যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
A. রবিবার
B. মঙ্গলবার
C. সোমবার
D. বুধবার
Right Answer : D
Q29. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
A. ০.৫% বেড়েছে
B. ০.২৫% কমেছে
C. ০.২৫% বেড়েছে
D. ০.৫% কমেছে
Right Answer : B
Q30. ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
A. ১৫ মিনিট
B. ২৫ মিনিট
C. ২০ মিনিট
D. ৩০ মিনিট
Right Answer : B
Q31. বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
A. ১৩৬
B. ১৩৭
C. ১৩৮
D. ১৪০(২)
Right Answer : B
Q32. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী' ----সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
A. ২৭
B. ২৮
C. ৩০
D. ৪৭
Right Answer : A
Q33. সংবিধানের কোন অনুচ্ছেদে ' রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
A. ১০ নং অনুচ্ছেদে
B. ২১ (২) নং অনুচ্ছেদে
C. ২৭ নং অনুচ্ছেদে
D. ২৮ (২) নং অনুচ্ছেদে
Right Answer : D
Q34. বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
A. ১৫১ টি
B. ১৫৩ টি
C. ১৫৬ টি
D. ১৬২ টি
Right Answer : B
Q35. সংবিধানের কোন অনুচ্ছেদে রীট আবেদন করা যায়?
A. ১০১
B. ১০০
C. ১১২
D. ১০২
Right Answer : D
Q36. বিচার বিভাগের কাজ কোনটি?
A. আইন সংশোধন করা
B. রাষ্ট্রপতিকে অভিশংসন করা
C. অধ্যাদেশ জারি করা
D. আইন সংযোজন করা
Right Answer : D
Q37. প্রশাসনিক কাঠামোতে অতিরিক্ত সচিবের ঊর্ধ্বতন কর্মকর্তার পদ কোনটি?
A. সচিব
B. যুগ্ম সচিব
C. উপ-সচিব
D. সহকারী সচিব
Right Answer : A
Q38. বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?
A. রাষ্ট্রপতি
B. স্পিকার
C. ডেপুটি স্পিকার
D. প্রধানমন্ত্রী
Right Answer : D
Q39. সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি কত দিনের মধ্যে সম্মতি দান করবেন?
A. ১০
B. ১২
C. ১৫
D. ১৭
Right Answer : C
Q40. সুপ্রিম কোর্টে আপীল নিষ্পত্তির পরও বকুলের ফাঁসির রায় বহাল রয়েছে। তাকে বাঁচতে চাইলে কার কাছে প্রাণভিক্ষার আবেদন করতে হবে?
A. প্রধানমন্ত্রীর
B. স্পিকারের
C. প্রধান বিচারপতির
D. রাষ্ট্রপতির
Right Answer : D
Q41. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কায়টি?
A. এগারটি
B. নয়টি
C. দশটি
D. আটটি
Right Answer : C
Q42. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
A. আশার কথা
B. সৌভাগ্যের বিষয়
C. মজা পাওয়া
D. আনন্দের বিষয়
Right Answer : B
Q43. ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ-
A. গাছ তুলে মই কাড়া
B. এক ক্ষুরে মাথা মোড়ানো
C. ধরি মাছ না ছুঁই পানি
D. আকাশের চাঁদ হাতে পাওয়া
Right Answer : C
Q44. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
A. শব্দ
B. বর্ণ
C. ধ্বনি
D. চিহ্ন
Right Answer : A
Q45. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?
A. কবির চৌধুরী
B. মুনীর চৌধুরী
C. সৈয়দ শামসুল হক
D. মুনতাসীর মামুন
Right Answer : B
Q46. স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত–
A. দার্শনিক
B. পদার্থবিদ
C. রসায়নবিদ
D. কবি
Right Answer : B
Q47. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
A. রূপতত্ত্ব
B. ধ্বনিতত্ত্ব
C. পদক্রম
D. বাক্য প্রকরণ
Right Answer : B
Q48. ‘ঘোর কলি’ বাগধারাটি দ্বারা কী বুঝায়?
A. ঘুটঘুটে কালো
B. ঘুরপাক খাওয়া
C. অন্ধকার
D. নিদারুণ অধর্মের যুগ
Right Answer : D
Q49. উপকারীর অপকার করেন যিনি-
A. নিমকহারাম
B. বেইমান
C. কৃতঘ্ন
D. অকৃতজ্ঞ
Right Answer : C
Q50. We have never _____ a car.
A. have
B. had
C. will have
D. have been
Right Answer : B