MechaExam Written 0.5
MechaExam Written 0.5
Date: 30 Dec, 2024
Given Time: 30 Minutes
Full Marks: 40
বিষয়: আইসি ইঞ্জিন, মেটাল কাটিং প্রসেস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং
( প্রতিটি প্রশ্নের মান ০৮ করে এবং সকল প্রশ্নের ধারাবাহিকভাবে উত্তর করতে হবে।)
১। একটি মাইল্ড স্টীল রডের মোট দৈর্ঘ্য 500mm, বৃহত্তম ব্যাস 70mm, ক্ষুদ্রতম ব্যাস 60mm এবং টেপার অংশের দৈর্ঘ্য 300mm হলে, টেইল স্টক অফসেট এর পরিমাপ নির্ণয় কর।
Solution:
আমরা জানি,
টেইলস্টক অফসেট,
`=\frac Ll\times\frac{D-d}2`
`=\frac{500}{300}\times\frac{70-60}2`
`=8.33` mm (Ans)
২। 3.6L-V6 ইঞ্জিনটির সিলিন্ডারের বোর 90 mm হলে, কিউবিক সেন্টিমিটারে ইঞ্জিনটির স্ট্রোক ভলিউম নির্ণয় করো।
Solution:
আমরা জানি,
স্ট্রোক ভলিউম, `V_s=ALK`
বা, `3.6\times10^{-3}=\frac\pi4\times0.09^2\times L\times6`
∴ `L=0.0943` m
`=9.43` CC (Ans)
৩। 4-Stroke পেট্রোল ইঞ্জিনের ভাল্ভ টাইমিং ডায়াগ্রাম অংকন কর।
Solution:
৪। সম্পূর্ণ লোডে একটি ইঞ্জিন 200 KW ব্রেক পাওয়ার সরবরাহ করে। এটিকে একই গতিতে জ্বালানি ছাড়া ঘোরাতে 25 KW প্রয়োজন। অর্ধেক লোডে যান্ত্রিক দক্ষতা কত?
Solution:
Brake power (BP) = 200 kW,
Half load = 100 kW
Friction Power (FP) = 25 kW
অর্ধেক লোডে যান্ত্রিক দক্ষতা,
`\eta=\frac{BP}{BP+FP}`
`=\frac{100}{100+25}`
`=\frac{100}{125}`
`=0.8`
`=80\%` (Ans)
৫। নিচের চিত্রটির টপ এবং সেকশনাল ভিউ অঙ্কন কর।
Solution: