MechaExam Written 0.4

 MechaExam Written 0.4

Date: 23 Dec, 2024

Given Time: 30 Minutes

Full Marks: 40

বিষয়: পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং

( প্রতিটি প্রশ্নের মান ০৮ করে এবং সকল প্রশ্নের ধারাবাহিকভাবে উত্তর করতে হবে।)

১। হিট এক্সচেঞ্জার কাকে বলে? ৬টি হিট এক্সচেঞ্জারের নাম লিখ।

উত্তর
হিট এক্সচেঞ্জার: যে ডিভাইস দুটি প্রবাহীর মধ্যে কোন প্রকার মিশ্রণ ব্যতি রেখে তাপের আদান প্রদান করে তাকে হিট এক্সচেঞ্জার বলে।

নিম্নে ৬টি হিট এক্সচেঞ্জারের নাম উল্লেখ করা হলো:
ক) কনডেন্সার,
খ) ইভাপোরেটর,
গ) রেডিয়েটর,
ঘ) ইকোনমাইজার,
ঙ) সুপার হিটার এবং
চ) এয়ার প্রি হিটার।

২। 50 kg শুষ্ক বাষ্পে 1.5 kg পানি বিদ্যমান রয়েছে। উক্ত বাষ্পের শুষ্কতার ফ্রাকশন নির্ণয় কর।

Solution:
আমরা জানি, 
শুষ্কতার ফ্রাকশন,
`X=\frac{S_d}{S_d+S_w}`
`=\frac{50}{50+1.5}`
`=0.971 (Ans)

৩। রিহিটিং, রিজেনারেটিভ এবং ইন্টারকুলিং গ্যাস টারবাইনের Schematic Diagram অংকন কর। 

Solution:

৪। একটি প্ল্যান্টের Average Demand 55 MW। অপারেটিং সময়সূচী অনুসারে প্ল্যান্টটি পুরো লোডে চললে Maximum Energy বের কর। Plant use factor  60%।

Solution:
দেওয়া আছে,
Average demand = 55 MW
Plant use factor = 60% = 0.6

Actual Energy Produced (1 day) 
= 55MW × 24hours = 1320MWh

Maximum Energy (1 day) 
`=\frac{1320}{0.6}` `=2200` MWh (Ans)



৫। Front Sectional View, Left Side View এবং Plan View অংকন কর।
Solution:


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url