MechaExam Written 0.3

 MechaExam Written 0.3

Date: 16 Dec, 2024

Given Time: 30 Minutes

Full Marks: 40

বিষয়: ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং

( প্রতিটি প্রশ্নের মান ০৮ করে এবং সকল প্রশ্নের ধারাবাহিকভাবে উত্তর করতে হবে।)

১। PV Diagram এর মাধ্যমে Polytropic Index এর পরিবর্তনের বিভিন্ন থার্মোডাইনামিক্স প্রসেস দেখাও।

Solution:

২। 0.05 m3 আয়তনের আদর্শ গ্যাসকে স্থির তাপমাত্রায় চাপ 6.3 bar থেকে 1.05 bar করা হলো। তাপ সরবরাহ নির্ণয় কর।

Solution:
আমরা জানি,
স্থির তাপমাত্রায় তাপ সরবরাহ, 
`dQ=P_1V_1\ln(\frac{P_1}{P_2})`
`=6.3\times10^2\times0.05\times\ln(\frac{6.3}{1.03})`
`=56.4` kJ (Ans)

৩। Brayton cycle এর Pressure Volume এবং Temperature Entropy Diagram অংকন কর।

Solution:

৪। একটি ছয় সিলিন্ডার বিশিষ্ট ফোর স্ট্রোক ইঞ্জিন সিলিন্ডারের স্ট্রোক ভলিউম 1.75 liters । ইঞ্জিনিটি 504 rpm গতিতে 26.25 kW শক্তি উৎপন্ন করে। যদি গড় কার্যকরী চাপ 6 bar হয়, তাহলে প্রতি মিনিটে মিস ফায়ারের সংখ্যা নির্ণয় কর। 

Solution:
আমরা জানি,
ইন্ডিকেটেড পাওয়ার,
`IP=\frac{P_mLA(\frac N2-x)K}{60}`
`26.25=\frac{6\times10^2\times1.75\times10^{-3}\times(frac{504}2-x)\times6}{60}`
∴ `x=2` টি (Ans)

৫। Isometric View অংকন কর।

Solution:


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url