MechaExam Written 0.2
MechaExam Written 0.2
Date: 09 Dec, 2024
Given Time: 30 Minutes
Full Marks: 40
বিষয়: স্ট্রেন্থ অব ম্যাটেরিয়ালস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং
( প্রতিটি প্রশ্নের মান ০৮ করে এবং সকল প্রশ্নের ধারাবাহিকভাবে উত্তর করতে হবে।)
১। সেফটি ফ্যাক্টর কী কী বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: সেফটি ফ্যাক্টর যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো -
ক) প্রযুক্ত বলের প্রকৃতি ও মানের পরিমাণ।
খ) ব্যবহৃত পদার্থের গুণগত মান ও যান্ত্রিক গুণাবলী।
গ) পদার্থের প্রাথমিক পীড়ন।
ঘ) পদার্থের সর্বোচ্চ সামর্থ্য।
ঙ) কাজের পরিবেশ।
চ) বল প্রয়োগে তারতম্যতা।
২। Mild Steel এর True এবং Engineering পীড়ন-বিকৃতি ডায়াগ্রাম অংকন করো।
৩। একটি 10 mm পুরুত্বের শিট মেটাল হতে (20 mm × 30 mm) আকৃতির অংশ কেটে নেওয়ার জন্য কত বলের প্রয়োজন? শিট মেটালের উপাদানের সর্বোচ্চ শিয়ার ট্রেস 3000 kg/cm2।
Solution:
আমরা পাই, শিয়ার পীড়ন, `S_s=\frac FA`
বা, `S_s=\frac F{2\left(a+b\right)\times t}`
বা, `3000=\frac F{2\left(2+3\right)\times 1}`
∴ `F=30000` kg (Ans:)
৪। B বিন্দুর মোমেন্ট বের কর।
Solution:
৫। Top View, Front Sectional View এবং Right Side View আঁক।
Solution: