MechaExam Written 0.1 Solutions

  MechaExam Written 0.1

Date: 02 Dec, 2024

Given Time: 30 Minutes

Full Marks: 40

বিষয়: ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ওয়েল্ডিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং

( প্রতিটি প্রশ্নের মান ০৮ করে এবং সকল প্রশ্নের ধারাবাহিকভাবে উত্তর করতে হবে।)

১। 6-G ও 4-G ওয়েল্ডিং বলতে কী বুঝ?

উত্তর: 
6-G ওয়েল্ডিংপাইপ ওয়েল্ডিং-এর বিশেষ পজিশনকে 6-G পজিশন বলে, যেখানে পাইপকে আনুভুমিকের সাথে ৪৫ ডিগ্রী কোণে স্থিরভাবে রাখা হয়। এ পদ্ধতিতে ওয়েল্ডারকে ঘুরে ঘুরে ওয়েল্ডিং করতে হয়।

4-G ওয়েল্ডিং: ওয়েল্ডিং পদ্ধতিতে ওভারহেড পজিশনকে 4-G পজিশন বলে, যেখানে ওয়েল্ডার কার্যবস্তুর নিচে থেকে উপরের দিকে ওয়েল্ডিং করে। 

২। একটি সাইকেলের প্যাডেলের গিয়ারের দাঁত সংখ্যা 32 । পিছনের গিয়ারের দাঁত সংখ্যা 12, সাইকেলে 30 প্যাডেল দিলে পিছনের চাকা কতবার ঘুরবে? চাকার ব্যাস 250 mm হলে, সাইকেল কত দুরত্ব অতিক্রম করবে?

Solution:
আমরা জানি, 
`\frac{N_1}{N_2}=\frac{T_1}{T_2}`
বা, `\frac{30}{N_2}=\frac{12}{32}`
∴ `N_2=80` বার (Ans)

আবার অতিক্রান্ত দুরত্ব `=\pi DN`
`=\pi\times0.25\times80`
`=62.83` m (Ans)

৩। চিত্রে বর্ণিত বস্তুর আনুভূমিক রেখা বরাবর 5 Sec এ 8 m সরণ হলে কাজের পরিমাণ ও ক্ষমতা নির্ণয় কর। 

Solution:
কৃতকাজ, `W=FS`
`=(500cos60°)\times8`
`=2000` Joule (Ans)
 
ক্ষমতা, `P=\frac Wt`
`=\frac{2000}5`
`=400` Watt (Ans)

৪। মনে কর, একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুতে X – অক্ষ অবস্থান করছে। ত্রিভুজের ভুমি 15 m এবং উচ্চতা 6 m হলে, ভারকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কর।

Solution:
এখানে, 
ভুমি, b = 15 m এবং উচ্চতা, h = 6 m

X - অক্ষ সাপেক্ষে ভারকেন্দ্র বা Center of Gravity,

`\overline{X}=\frac b3`

`=\frac {15}3`

    `=5` m

Y - অক্ষ সাপেক্ষে ভারকেন্দ্র বা Center of Gravity,

`\overline{Y}=-\frac{2h}3`
`=-\frac{2\times6}3`
`=-4` m

∴ ভারকেন্দ্রের স্থানাঙ্ক, (x,y) = (5,-4) (Ans)

৫। চিত্রটির টপ এবং সেকশনাল ভিউ আঁক।

Solution: 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url