Weekly and Model Exam - 58
WnM Exam: প্রশ্ন বা উত্তরে কোথাও কোন ভুল পরিলক্ষিত হলে জানানোর জন্য অনুরোধ করা হলো। সময় বা প্রেক্ষপট পরিবর্তন হওয়ার ফলে যদি কোন উত্তরের পরিবর্তন করার দরকার লাগে সেটাও করা হবে।
Q1. যে কোনো প্রসঙ্গ অবতারণার পূর্বে কোন চিহ্ন বসে?
A. কোলন
B. সেমিকোলন
C. হাইফেন
D. বন্ধনী
Right Answer : A
Q2. বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদি বিরাম চিহ্ন কে প্রথম ব্যবহার করেন?
A. মাইকেল মধুসূদন দত্ত
B. প্যারীচাঁদ মিত্র
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Right Answer : D
Q3. নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
A. হাতঘড়ি
B. চোখে-মুখে
C. সেতার
D. তেলেভাজা
Right Answer : A
Q4. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?
A. চৌরাস্তা
B. ঘিভাত
C. চালাকচতুর
D. টাকমাথা
Right Answer : B
Q5. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
A. গ্রামছাড়া
B. গাছপাকা
C. ধানক্ষেত
D. গরুরগাড়ি
Right Answer : D
Q6. “আরক্তিম” কোন সমাসের উদাহরণ?
A. সংখ্যাবাচক বহুরীহি
B. ব্যতিহার বহুব্রীহি
C. অব্যয়ীভাব
D. দ্বিগু
Right Answer : C
Q7. 'দেখে দেখে যে কাজ' ব্যাসবাক্যটি কোন সমাসের?
A. প্রাপিদ সমাস
B. বহুপদী দ্বন্দ্ব
C. ব্যতিহার বহুব্রীহি
D. উপপদ তৎপুরুষ
Right Answer : C
Q8. 'চর্যাপদে' কার পদ সবচেয়ে বেশি?
A. লুইপা
B. কুক্করীপা
C. সরহপা
D. কাহ্নপা
Right Answer : D
Q9. চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
A. ২৭ জন
B. ২৬ জন
C. ২৪ জন
D. ২৫ জন
Right Answer : C
Q10. চর্যাপদের রচয়িতা কারা?
A. বৌদ্ধ সিদ্ধাচার্যগণ
B. পাল রাজারা
C. সেন রাজারা
D. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
Right Answer : A
Q11. What is the verb of the word "argument" -
A. Arguable
B. Arguably
C. Argumentative
D. Argue
Right Answer : D
Q12. The word "worry " is a-
A. Noun
B. Verb
C. Adverb
D. Adjective
Right Answer : B
Q13. Noun of the word 'sell' is -
A. sold
B. sale
C. sell
D. none of them
Right Answer : B
Q14. Find out the noun from the following-
A. beautiful
B. beauty
C. beautify
D. artistic
Right Answer : B
Q15. Which one is the reflexive pronoun?
A. who
B. himself
C. one
D. they
Right Answer : B
Q16. One should be careful about ___ duty.
A. one's
B. her
C. his
D. their
Right Answer : A
Q17. He divided the money --- the two brothers.
A. between
B. among
C. in between
D. over
Right Answer : A
Q18. Which of the following demonstrative pronoun?
A. he
B. yourself
C. those
D. who
Right Answer : C
Q19. Which one is the adjective of the word 'Befool'?
A. Fool
B. Foolish
C. Befoolen
D. Fooler
Right Answer : B
Q20. The word "adjective" is a/an-
A. Pronoun
B. Noun
C. Adjective
D. Verb
Right Answer : B
Q21. একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
A. ৭০
B. ৮৫
C. ৭৫
D. ১০০
Right Answer : C
Q22. মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
A. 13টি
B. 14টি
C. 15টি
D. 16টি
Right Answer : C
Q23. If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes?
A. 3
B. 6
C. 9
D. 18
Right Answer : B
Q24. একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো?
A. ৪ জন
B. ৩ জন
C. ২ জন
D. ৫ জন
Right Answer : B
Q25. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
A. সন্নিহিত কোণ
B. সরলকোণ
C. পূরককোণ
D. সম্পূরক কোণ
Right Answer : D
Q26. A ও B পরস্পর সম্পূরক কোণ। কোণ A= ১২০ ডিগ্রি হলে কোণ B= কত?
A. ৫০ ডিগ্রী
B. ৬০ ডিগ্রী
C. ৭০ ডিগ্রী
D. ৮০ ডিগ্রী
Right Answer : B
Q27. ঘড়িতে যখন ৭টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
A. ৯০ ডিগ্রী
B. ১২০ ডিগ্রী
C. ১৫০ ডিগ্রী
D. ১৮০ ডিগ্রী
Right Answer : C
Q28. 260 ডিগ্রী পরিমাপের কোণকে কি কোণ বলে?
A. সম্পূরক কোণ
B. প্রবৃদ্ধ কোণ
C. পূরক কোণ
D. স্থুলকোণ
Right Answer : B
Q29. বেলা ২.৩০ ঘটিকার সময় ঘড়িতে ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?
A. ৯০ ডিগ্রী
B. ১০৫ ডিগ্রী
C. ৬০ ডিগ্রী
D. ১২০ ডিগ্রী
Right Answer : B
Q30. ৫০ ডিগ্রী এর পূরক কোণ কত ডিগ্রী?
A. ৩০ ডিগ্রী
B. ৪০ ডিগ্রী
C. ৫০ ডিগ্রী
D. ৬০ ডিগ্রী
Right Answer : B
Q31. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
A. নুরুল আমিন
B. লিয়াকত আলী খান
C. মোহাম্মদ আলী
D. খাজা নাজিমুদ্দীন
Right Answer : D
Q32. ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
A. এক রাজনৈতিক মতবাদের
B. এক সাংস্কৃতিক আন্দোলন
C. এক নতুন জাতীয় চেতনার
D. এক নতুন সমাজ ব্যবস্থার
Right Answer : C
Q33. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
A. ৩১ জানুয়ারি ১৯৫২
B. ২ফেব্রুয়ারি ১৯৫২
C. ১৮ফেব্রুয়ারি ১৯৫২
D. ২০ জানুয়ারি ১৯৫২
Right Answer : A
Q34. আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
A. ইরাক
B. আলজেরিয়া
C. সৌদি আরব
D. জর্ডান
Right Answer : A
Q35. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি/কাজ করতেন?
A. বিমানবাহিনী
B. নৌ-বাহিনী
C. সেনাবাহিনী
D. কোন বাহিনীতে নয়
Right Answer : B
Q36. ১৯৭০ সালের নির্বাচনের আইনগত কাঠামো আদেশের ২০নং ধারায় কয়টি মূলনীতি ছিল?
A. ৩
B. ৪
C. ৫
D. ৬
Right Answer : D
Q37. পাকিস্তানি সেনাবাহিনীর পোড়ামাটি নীতির লক্ষ কী ছিল?
A. ভূখণ্ডে মানুষদের হত্যা করে জমি দখল নেওয়া
B. বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি করা
C. মুক্তিযুদ্ধ পরিচালনা করা
D. সরকারের পক্ষে প্রচারণা করা
Right Answer : A
Q38. ১৯৭১ সালের কোন রাতকে কালরাত বলে?
A. ২৪শে মার্চ
B. ২৫শে মার্চ
C. ১৪ই ডিসেম্বর
D. ১৬ই ডিসেম্বর
Right Answer : B
Q39. কোন সময় মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
A. ৭ মার্চ ১৯৭১
B. ২৬ মার্চ ১৯৭১
C. ১০ এপ্রিল ১৯৭১
D. ১৭ জুন ১৯৭১
Right Answer : C
Q40. ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে অসামান্য অবদান রাখা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসন ছিলেন -
A. ইসকনের সদস্য
B. আইএসের সদস্য
C. গেরিলা সদস্য
D. মোসাদের সদস্য
Right Answer : A
Q41. বাংলাদেশের পাহাড়শ্রেণি ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
A. প্লাইস্টোসিন যুগের
B. টারশিয়ারী যুগের
C. মায়োসিন যুগের
D. ডেবোনিয়াস যুগের
Right Answer : B
Q42. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
A. তেঁতুলিয়া
B. পঞ্চগড়
C. বাংলাবান্ধা
D. নকশালবাড়ি
Right Answer : C
Q43. একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ । টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?
A. ৩ গুণ
B. ৪ গুণ
C. ৫ গুণ
D. ৮ গুণ
Right Answer : B
Q44. বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
A. ১ মিটার
B. ১০ মিটার
C. ১৫ মিটার
D. ৩০ মিটার
Right Answer : B
Q45. হিন্দি ‘পদুমাবৎ’-এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
A. দৌলত উজীর বাহরাম খান
B. সৈয়দ সুলতান
C. আব্দুল করিম সাহিত্য বিশারদ
D. আলাওল
Right Answer : D
Q46. ‘তও্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-
A. ১৮৪১ সালে
B. ১৮৪২ সালে
C. ১৮৫০ সালে
D. ১৮৪৩ সালে
Right Answer : D
Q47. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
A. স্বরবৃত্ত
B. পয়ার
C. মাত্রাবৃত্ত
D. অক্ষরবৃত্ত
Right Answer : A
Q48. The antonym for ‘inimical’-
A. Hostile
B. Friendly
C. Indifferent
D. Agnry
Right Answer : B
Q49. টুথপেস্টের প্রধান উপাদান-
A. জেলী ও মশলা
B. ভোজ্য তেল ও সোডা
C. সাবান ও পাউডার
D. ফ্লোরাইড ও ক্লোরোফিল
Right Answer : C
Q50. পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়-
A. সান্দ্রতা
B. স্থিতিস্থাপকতা
C. প্লবতা
D. পৃষ্ঠটান
Right Answer : D