Weekly and Model Exam 56

Weekly and Model Exam or WnM: কোন প্রশ্ন বা উত্তরে ভুল পরিলক্ষিত হলে আমাদের জানানোর অনুরোধ করা হলো। 

Q1. "উদ্বাস্তু" কোন সমাসের উদাহরণ?

A. অলুক তৎপুরুষ

B. বহুব্রীহি

C. অব্যয়ীভাব

D. প্রাদি

Right Answer : B



Q2. ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়?

A. অর্থতত্ত্বে

B. বাক্যতত্ত্বে

C. শব্দতত্ত্বে

D. ধ্বনিতত্ত্বে

Right Answer : C



Q3. বাবা বাড়ি নাই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?

A. কর্মে শূন্য

B. কর্তৃকারকে শূন্য

C. অধিকরণে শূন্য

D. অপাদানে শূন্য

Right Answer : C



Q4. "যে সকল অত্যাচারই সহে যায়" এক কথায় কি হবে?

A. সর্বংসহা

B. সর্বসহ্যকারী

C. সহ্যকারী

D. অত্যাচারী

Right Answer : A



Q5. কোনটি বাগধারার পরিবর্তনসঙ্গত ভূলের উদাহরণ?

A. ঘােড়ার ডিম

B. গৌরাসেনের টাকা

C. গােড়ায় গলদ

D. ঘােটকের ডিম্ব

Right Answer : D



Q6. "তুর্কি নাচন" বাগধারটির অর্থ কী?

A. অরাজক দেশ

B. সামনের দিকে

C. নাজেহাল অবস্থা

D. দুঃসময়

Right Answer : C



Q7. 'নিশীথ রাতে বাজছে বাঁশি' এখানে নিশীথ কোন পদ?

A. ক্রিয়া বিশেষণ

B. বিশেষণ

C. বিশেষ্যর বিশেষণ

D. ক্রিয়া

Right Answer : C



Q8. কোনটি অনুসর্গ নয়?

A. অপেক্ষা

B. অন্য

C. চেয়ে

D. জন্য

Right Answer : B



Q9. প্রত্যক্ষ উক্তির পূর্বে কোন যতি চিহ্নের ব্যবহার হয়ে থাকে?

A. কমা

B. কোলন

C. সেমিকোলন

D. হাইফেন

Right Answer : A



Q10. বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদি বিরাম চিহ্ন কে প্রথম ব্যবহার করেন?

A. মাইকেল মধুসূদন দত্ত

B. প্যারীচাঁদ মিত্র

C. রবীন্দ্রনাথ ঠাকুর

D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Right Answer : D



Q11. "তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি"- এটি কোন শ্রেণীর বাক্য?

A. সরল বাক্য

B. জটিল বাক্য

C. যৌগিক বাক্য

D. ব্যাসবাক্য

Right Answer : A



Q12. "টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ" -এ বাক্যে "মুখ" কি অর্থে ব্যবহৃত হয়েছে?

A. আধিপত্য

B. সুনাম

C. মূল্য

D. সম্মান

Right Answer : D



Q13. বাংলা মৌলিক স্বরধনির সংখ্যা-

A. ছয়

B. সাত

C. আট

D. নয়

Right Answer : B



Q14. কোন দুটি অঘোষ ধ্বনি?

A. চ ছ

B. ড ঢ

C. ব ভ

D. দ ধ

Right Answer : A



Q15. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?

A. ৭ টি

B. ৮ টি

C. ৯ টি

D. ১০ টি

Right Answer : B



Q16. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ -

A. ষড় + ঋতু

B. ষড়ু + ঋতু

C. ষট + ঋতু

D. ষট্‌ + ঋতু

Right Answer : D



Q17. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি?

A. নীরদ

B. উদধি

C. মার্তন্ড

D. অবনী

Right Answer : B



Q18. জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?

A. অরণ্য

B. পর্বত

C. স্থাবর

D. সমুদ্র

Right Answer : C



Q19. নিচের কোন শব্দটি নিত্য স্ত্রীলিঙ্গ?

A. দাত্য

B. সতীন

C. প্রিয়া

D. ছাত্রী

Right Answer : B



Q20. 'বৃক্ষ' শব্দের সঠিক বহুবচন কি?

A. বৃক্ষকুল

B. বৃক্ষমালা

C. বৃক্ষরাজি

D. বৃক্ষাবলী

Right Answer : C



Q21. Who is the author of 'A Farewell to Arms'?

A. H. G. Wells

B. George Orwel

C. Thomas Hardy

D. Ernest Hemingway

Right Answer : D



Q22. Who is the author of 'Animal Farm'?

A. Thomas More

B. George Orwel

C. Boris Pasternak

D. Charles Dickens

Right Answer : B



Q23. Who is the author of 'India Wins Freedom'?

A. Mahatma Gandhi

B. J. L. Nehru

C. Abul Kalam Azad

D. Moulana Akram Khan

Right Answer : C



Q24. Who is the poet of the 'Victorian Age'?

A. Helen Keller

B. Mathew Arnold

C. Shakespare

D. Robert Browning

Right Answer : D



Q25. Who is the author of 'For Whom the Bell Tolls'?

A. Charles Dickens

B. Homer

C. Lord Tennison

D. Ernest Hemingway

Right Answer : D



Q26. 'Justice delayed is justice denied' was stated by-

A. Disraeli

B. Emerson

C. Gladstone

D. Shakespeare

Right Answer : C



Q27. Who is the greatest modern English dramatist?

A. Verginia Woolf

B. George Bernard Shaw

C. P. B. Shelley

D. S. T. Coleridge

Right Answer : B



Q28. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?

A. James Baker

B. Dr. Kissinger

C. Bertrand Russel

D. Lenin

Right Answer : C



Q29. Who is the most famous satirist in English literature?

A. Alexander Pope

B. Jonathan Swift

C. William Wordsworth

D. Bulter

Right Answer : B



Q30. 'The rainbow' is-

A. a poem by Wordsworth

B. a short story by Somerst Maugham

C. a novel by D. H. Lawrence

D. a verse by Coleridge

Right Answer : C



Q31. 'Tom Jones' by Henry Fielding was first published in-

A. the 1st half of 19th century

B. the 2nd half of 18th century

C. the 1st half of 18th century

D. the 2nd half of 19th century

Right Answer : C



Q32. The literary work 'Kubla Khan' is-

A. a history by Vincent Smith

B. a verse by Coleridge

C. a drama by Oscar Wilde

D. a short story by Somerst Maugham

Right Answer : B



Q33. T. S Eliot was born in-

A. Ireland

B. England

C. Wales

D. USA

Right Answer : D



Q34. What was the real name of the great American short writer, 'O Henry'?

A. Samuel L. Clemen

B. William Sydney Porter

C. Fitz-James O'Brien

D. William Huntington Wright

Right Answer : B



Q35. Who wrote "The Great Gatsby"?

A. F. Scott Fitzgerald

B. Ernest Hemingway

C. John Steinbeck

D. Mark Twain

Right Answer : A



Q36. Which novel explores the racial and social issues in the Southern United States during the 1930s?

A. "To Kill a Mockingbird"

B. "Gone with the Wind"

C. "The Grapes of Wrath"

D. "Invisible Man"

Right Answer : A



Q37. Which American poet wrote "The Road Not Taken"?

A. Walt Whitman

B. Emily Dickinson

C. Robert Frost

D. Langston Hughes

Right Answer : C



Q38. Who is the author of "The Catcher in the Rye"?

A. J.D. Salinger

B. Kurt Vonnegut

C. Sylvia Plath

D. Ray Bradbury

Right Answer : A



Q39. Who is the protagonist in "The Adventures of Huckleberry Finn"?

A. Tom Sawyer

B. Jim

C. Huck Finn

D. Becky Thatcher

Right Answer : C



Q40. Which American poet wrote about the working-class experience in "Howl" and "Kaddish"?

A. Allen Ginsberg

B. Robert Frost

C. T.S. Eliot

D. Langston Hughes

Right Answer : A



Q41. ৫ ও ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?

A. ৬ টি

B. ৯ টি

C. ৭ টি

D. ১৫ টি

Right Answer : A



Q42. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4,5,6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হয়?

A. 33

B. 123

C. 63

D. 234

Right Answer : C



Q43. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

A. ১১টি

B. ৮টি

C. ১০টি

D. ৯টি

Right Answer : C



Q44. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?

A. ৯

B. ১২

C. ১৪

D. ১৫

Right Answer : D



Q45. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?

A. ৩৪০

B. ৩৪১

C. ৩৪২

D. ৩৪৪

Right Answer : B



Q46. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

A. ৫০%

B. ৩৩%

C. ৩০%

D. ৩১%

Right Answer : A



Q47. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

A. ৪%

B. ৬%

C. ৫%

D. ৭%

Right Answer : C



Q48. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?

A. ৩৭৫ জন

B. ৫০০ জন

C. ৬৫০ জন

D. ৭৭৫ জন

Right Answer : B



Q49. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

A. ১০ ঘণ্টা

B. ৫ ঘণ্টা

C. ৬ ঘণ্টা

D. ৮ ঘণ্টা

Right Answer : C



Q50. স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াত যদি ১২ ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে -

A. ৬ ঘন্টা

B. ৮ ঘন্টা

C. ১০ ঘন্টা

D. ৪ ঘন্টা

Right Answer : D



Q51. দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে?

A. দুইটি বাহু ও এককোণ

B. তিনটি বাহু

C. এক বাহু ও দুইটি কোণ

D. তিনটি কোণ

Right Answer : D



Q52. ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-

A. সমকোণী

B. স্থুলকোণী

C. সমবাহু

D. সূক্ষ্মকোণী

Right Answer : A



Q53. 13 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে. মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব কত সে. মি.?

A. 3

B. 4

C. 5

D. 6

Right Answer : C



Q54. কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে -

A. ১০%

B. ২০%

C. ৩৬%

D. ৪০%

Right Answer : C



Q55. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?

A. ৬৬ সেন্টিমিটার

B. ৪২ সেন্টিমিটার

C. ২১ সেন্টিমিটার

D. ২২ সেন্টিমিটার

Right Answer : B



Q56. একটি পঞ্চভুজের সমষ্টি -

A. ৪ সমকোণ

B. ৬ সমকোণ

C. ৮ সমকোণ

D. ১০ সমকোণ

Right Answer : B



Q57. একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপক্ষে ২সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?

A. ১০ সে. মি.

B. ৮ সে. মি.

C. ৪ সে. মি.

D. ৬ সে. মি.

Right Answer : A



Q58. একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫ডিগ্রি ও ৫৫ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের?

A. সমকোণী

B. সমবাহু

C. সমদ্বিবাহু

D. স্থুলকোণী

Right Answer : A



Q59. ৩ সে. মি., ৪ সে. মি., ৫ সে. মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?

A. ৭.৫ সে. মি.

B. ৬.৫ সে. মি.

C. ৬ সে. মি.

D. ৭ সে. মি.

Right Answer : C



Q60. ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

A. ৯৮ ব. সে. মি.

B. ৪৯ ব. সে. মি.

C. ১৯৬ ব. সে. মি.

D. ১৪৬ ব. সে. মি.

Right Answer : A



Q61. Dengue fever is spread by-

A. Aedes aegypti mosquito

B. Common House flies

C. Anophilies mosquito

D. Rats and squirrels

Right Answer : A



Q62. Photosynthesis takes place in -

A. Roots of the plants

B. Stems of the plants

C. Green parts of the plants

D. All parts of the plants

Right Answer : C



Q63. 'অগ্নিশ্বর', 'কানাইবাঁসি', 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম?

A. পেয়ারা

B. কলা

C. পেঁপে

D. জামরুল

Right Answer : B



Q64. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে -

A. সেন্টিগ্রেড

B. কেলভিন

C. সেলসিয়াস

D. ফারেনহাইট

Right Answer : B



Q65. ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?

A. নিম্ন শ্রেণীর

B. অ্যালবুমিন

C. কেসিয়িন

D. বায়োটিন

Right Answer : B



Q66. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ-

A. রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে

B. বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়

C. উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

D. সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক

Right Answer : C



Q67. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-

A. ভিটামিন 'এ'

B. ভিটামিন 'সি'

C. লৌহ

D. ক্যালসিয়াম

Right Answer : C



Q68. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে-

A. তামার দন্ড ও দস্তার দন্ড

B. তামার পাত ও দস্তার পাত

C. কার্বন দন্ড ও দস্তার কৌটা

D. তামার দন্ড ও দস্তার কৌটা

Right Answer : C



Q69. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ-

A. এতে বিদ্যুতের অপচয় কম হয়

B. এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে

C. অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়

D. প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

Right Answer : A



Q70. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?

A. ১৮৩৩

B. ১৮৪২

C. ১৯৫৩

D. ১৯৯১

Right Answer : D



Q71. কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন?

A. চার্লস ব্যাবেজ

B. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

C. অ্যাডা লাভলেস

D. বিল গেটস

Right Answer : C



Q72. কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করেছে?

A. Arpanet

B. Omninet

C. Ithernet

D. Intranet

Right Answer : A



Q73. DOS অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?

A. অ্যাপল

B. এইচপি

C. মাইক্রোসফট

D. ডেল

Right Answer : C



Q74. মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?

A. ১৯৬৫ সালে

B. ১৯৭১ সালে

C. ১৯৭৬ সালে

D. ১৯৮৯ সালে

Right Answer : B



Q75. ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কী?

A. ই-পুর্জি

B. ই-ক্রেডিট

C. ই-ট্রেড

D. ই-কমার্স

Right Answer : D



Q76. কম্পিউটারে GUI শব্দটির পুর্নরুপ কী?

A. Graphical User Instrument

B. Graphical Unified Interface

C. Graphical User Interface

D. Graphical Unified Instrument

Right Answer : C



Q77. Memory ও ALU- এর মধ্যে সংযোগ স্থাপন করে-

A. কিবোর্ড

B. র‍্যাম

C. কন্ট্রোল ইউনিট

D. মাউস

Right Answer : C



Q78. OMR- এর পূর্নরুপ কোনটি?

A. Optical Messages Reader

B. Optical Mark Render

C. Optical Mark Reader

D. Optical marks Render

Right Answer : C



Q79. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

A. লিনাক্স

B. মজিলা

C. উবুন্টু

D. উইন্ডোজ

Right Answer : B



Q80. কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-

A. স্টার্ট আপ ডিস্ক

B. ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক

C. হাইডেনসিটি ডিস্ক

D. ম্যাগনেটিক ডিস্ক

Right Answer : A



Q81. কোন বানানটি শুদ্ধ?

A. পাষাণ

B. পাষান

C. পাসান

D. পাশান

Right Answer : A



Q82. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যেয় যুক্ত হয়েছে?

A. ঠগী

B. পানাস

C. পাঠক

D. সেলামী

Right Answer : C



Q83. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

A. নাটক

B. ছোট গল্প

C. প্রবন্ধ

D. গীতি কবিতা

Right Answer : D



Q84. What is the verb of the word ‘Shortly’?

A. Short

B. Shorter

C. Shorten

D. Shortness

Right Answer : C



Q85. Choose the correct one–

A. Mispel

B. Misspell

C. Mispell

D. Misspel

Right Answer : B



Q86. Fill in the blanks ‘Give my ____ to him’.

A. Warm compliment

B. Compliments

C. Best compliment

D. Heartiest compliment

Right Answer : B



Q87. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

A. জাপানের নাগাসাকিতে

B. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়

C. রাশিয়ার আশখাবাদে

D. কানাডার ভেঙ্কুবারে

Right Answer : C



Q88. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?

A. ১৯৫১

B. ১৯৬১

C. ১৯৭১

D. ১৯৮১

Right Answer : B



Q89. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

A. জিঞ্জির- কাজী নজরুল ইসলাম

B. সাত সাগরের মাঝি – ফররুখ আহমদ

C. দিলরুবা – আবদুল কাদির

D. নূরনামা – আবদুল হাকিম

Right Answer : B



Q90. ‘অনল প্রবাহ’ রচনা করেন-

A. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

B. মোজাম্মেল হক

C. এয়াকুব আলী চৌধুরী

D. মুনিরুজ্জামান ইসলামাবাদী

Right Answer : A



Q91. কোনটি চৌম্বক পদার্থ?

A. পারদ

B. বিসমাথ

C. অ্যান্টিমনি

D. কোবাল্ট

Right Answer : D



Q92. উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থোকে; কারণ উচ্চ পর্বত চূড়ায়-

A. অক্সিজেন কম

B. ঠাণ্ডা বেশি

C. বায়ুর চাপ বেশি

D. বায়ুর চাপ কম

Right Answer : D



Q93. কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?

A. ৯ গুণ বাড়বে

B. ৯ গুণ কমবে

C. ৩ গুণ বাড়বে

D. ৩ গুণ কমবে

Right Answer : D



Q94. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?

A. অর্ধেক হবে

B. দ্বিগুণ হবে

C. তিগুণ হবে

D. চারগুণ হবে

Right Answer : A



Q95. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?

A. ২৪.৭ কিলোমিটার

B. ২১.০ কিলোমিটার

C. ১৯.৩ কিলোমিটার

D. ১৬.৫ কিলোমিটার

Right Answer : D



Q96. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

A. বালেশ্বর

B. হাড়িয়াভাঙ্গা

C. রূপসা

D. ভৈরব

Right Answer : B



Q97. জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

A. সুইজারল্যান্ড

B. পোল্যান্ড

C. অস্ট্রিয়া

D. ডেনমার্ক

Right Answer : C



Q98. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক–

A. আসলের সমান হবে

B. আসলের চেয়ে বেশি হবে

C. আসলের চেয়ে কম হবে

D. আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

Right Answer : B



Q99. What is the meaning of the word ‘intrepid’?

A. arrogant

B. belligerent

C. questioning

D. fearless

Right Answer : D



Q100. What is the meaning of the expression ‘bottom line’?

A. The final step

B. The end of a road

C. The last line of a book

D. The essential point

Right Answer : D

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url