Military Engineer Services এর উপসহকারী প্রকৌশলী পদের প্রস্তুতির লক্ষ্যে প্রস্তুতিমুলক পরীক্ষার আয়োজন

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর উপসহকারী প্রকৌশলী(ই/এম) এর প্রস্তুতিমূলক পরীক্ষা জন্য কিছু নিয়ম: 

১। শুধু ডিপার্টমেন্ট অংশের ৫০টি এমসিকিউ প্রশ্নে সাপ্তাহিক এক্সাম হবে।

২। যারা Military Engineer Services এর উপসহকারী প্রকৌশলী(ই/এম) পদে এপ্লাই করেছেন তারা এক্সাম দিতে পারবেন।

৩। প্রশ্ন করা হবে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল মিলিয়ে এবং ইংরেজি মাধ্যমে এক্সাম হবে।

৪। টপিক ভিত্তিক প্রতি সপ্তাহে একটি এক্সাম হবে এবং প্রতি এক্সাম ফি ৫/- টাকা নির্ধারণ করা হয়েছে।

৫। প্রতি দশটি এক্সামের জন্য একসাথে ফি প্রদান করলে আপনি নিয়মিত এক্সাম দিতে পারবেন।

৬। MES SAE(E/M) এর পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে পরীক্ষা নেওয়া হবে।

৭। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতি পরীক্ষার পরদিন ফলাফল এবং প্রশ্নের সমধান প্রকাশ করা হবে।

৮। পরীক্ষা হবে প্রতি মঙ্গলবার। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আগের পরীক্ষা প্রশ্ন দিয়ে রিক্যাপ এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিকে আরো এগিয়ে নিতে পারবেন।

৯। প্রতি চারটি পরীক্ষার পর পর পরীক্ষার ফি ১০ × ৫ = ৫০/- টাকা প্রদান করতে হবে।

১০। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।


Exam Day: Every Tuesday (Up to 12:00 AM)
(In case of any problem while participating in the examination, please contact the examiner.)
পরীক্ষা দিতে উপরের "Take Exam" Button -এ Click করুন।

নিচে MES SAE(E/M) Exam এর বিষয় ও সময়সূচী দেওয়া হলো:


Exam No Topics Marks & Time
Exam - 0.1
১। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স
২। ওয়েল্ডিং
৩। বেসিক ইলেকট্রিসিটি
৪। বেসিক ইলেকট্রনিক্স
Full Marks - 50
Given Time - 30 Minutes
Exam - 0.2
১। স্ট্রেন্থ অব ম্যাটেরিয়ালস
২। ফাউন্ড্রি এন্ড প্যাটার্ন মেকিং
৩। ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স
৪। ইলেকট্রিক্যাল এস্টিমেটিং
Full Marks - 50
Given Time - 30 Minutes
Exam - 0.3
১। ইঞ্জি. থার্মোডাইনামিক্স
২। প্রোডাকশন প্রসেস
৩। ইলেকট্রিক্যাল পাওয়ার
৪। সুইচ গিয়ার
Full Marks - 50
Given Time - 30 Minutes
Exam - 0.4
১। পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং
২। মেট্রোলজি
৩। ডিসি সার্কিট
৪। এসি সার্কিট
Full Marks - 50
Given Time - 30 Minutes
Exam - 0.5
১। আইসি ইঞ্জিন
২। মেটাল কাটিং প্রসেস
৩। এসি মেশিন
৪। ডিসি মেশিন
Full Marks - 50
Given Time - 30 Minutes
Exam - 0.6
১। হাইড্রোলিক্স
২। অটোমোবাইল
৩। ইলেকট্রিক্যাল মেজারমেন্ট
৪। পিএলসি
Full Marks - 50
Given Time - 30 Minutes
Exam - 0.7
১। মেটালার্জি
২। রেফ্রিজারেশন এন্ড এসি
৩। ইলেকট্রিক্যাল এনার্জি
৪। আইসিটি
Full Marks - 50
Given Time - 30 Minutes
Exam - 0.8
১। কাজ, ক্ষমতা ও শক্তি
২। ম্যানুফ্যাকচারিং প্রসেস
৩। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
৪। ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর
Full Marks - 50
Given Time - 30 Minutes
Exam - 0.9
মডেল এক্সাম - ০১ Full Marks - 50
Given Time - 30 Minutes
Exam - 1.0
মডেল এক্সাম - ০২ Full Marks - 50
Given Time - 30 Minutes
Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous November 27, 2024 at 7:33 PM

    নিয়োগ পরীক্ষায় কম্বাইন্ড প্রশ্ন হতে পারে নাকি ডিপার্টমেন্ট ভিত্তিক আলাদা আলাদা প্রশ্ন হবে?

    • Anonymous
      Anonymous November 28, 2024 at 11:34 AM

      কম্বাইন

Add Comment
comment url