Weekly & Model Exam 51 Answers
Weekly & Model Exam 51 Answers: উত্তরের মধ্যে কোন ভুল চোখে পড়লে জানানোর অনুরোধ করা হলো।
Q1. ‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?
1. দ্বিগু সমাস
2. বহুব্রীহি সমাস
3. তৎপুরুষ সমাস
4. দ্বন্দ্ব সমাস
Right Answer : 1
Q2. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
1. সেতার
2. প্রত্যহ
3. গ্রামান্তর
4. সহোদর
Right Answer : 3
Q3. ‘সিংহপুরুষ’ কোন সমাস?
1. উপমান কর্মধারয়
2. উপপদ তৎপুরুষ
3. উপমিত কর্মধারয়
4. অব্যয়ীভাব
Right Answer : 3
Q4. ‘সবান্ধব’ কোন সমাস?
1. দ্বন্দ্ব
2. তৎপুরুষ
3. বহুব্রীহি
4. অব্যয়ীভাব
Right Answer : 3
Q5. কোনটি রুপক কর্মধারয় সমাস?
1. করকমল
2. কালস্রোত
3. করপল্লব
4. কচুকাটা
Right Answer : 2
Q6. বাবা বাড়ি নাই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
1. কর্মে শূন্য
2. কর্তৃকারকে শূন্য
3. অধিকরণে শূন্য
4. অপাদানে শূন্য
Right Answer : 3
Q7. ‘শিক্ষককে জানাও’ — এই বাক্যে ‘শিক্ষককে’ কোন কারক?
1. কর্তা
2. কর্ম
3. করণ
4. অপাদান
Right Answer : 2
Q8. ‘ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়’— এই বাক্যে ‘ভেড়া দিয়ে’ কোন কারক?
1. কর্তা
2. কর্ম
3. করণ
4. অপাদান
Right Answer : 3
Q9. কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়?
1. কে
2. রে
3. রা
4. এ
Right Answer : 2
Q10. ‘পদ্মাপার’ নাটকটির রচয়িতা কে?
1. জসীমউদ্দীন
2. জীবনানন্দ দাশ
3. বিজন ভট্টাচার্য
4. তুলসী লাহিড়ী
Right Answer : 1
Q11. "আপনা মাংসে হরিণা বৈরি" প্রবাদটি চর্যাপদের কত নং পদ?
1. ৬
2. ৮
3. ৩৩
4. ২৪
Right Answer : 1
Q12. “কাআ তরুবর পাঞ্চ বি ডাল। চঞ্চল চীএ পৈঠা কাল” - পদটির রচয়িতা কে?
1. লুইপা
2. কাহ্নপা
3. শবরপা
4. কুক্করীপা
Right Answer : 1
Q13. ‘চন্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি। এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান’- মন্তব্যটি কার?
1. ড. মুহম্মদ শহীদুল্লাহ
2. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
3. বুদ্ধদেব বসু
4. রবি ঠাকুর
Right Answer : 4
Q14. সহযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন কে?
1. ড. সুকুমার সেন
2. ড. মুহম্মদ শহীদুল্লাহ
3. ড. শশিভূষণ দাশগুপ্ত
4. বিজয়চন্দ্র মজুমদার
Right Answer : 3
Q15. কোন সাহিত্যিক 'ব্যাঙাচি' ছদ্মনামে লিখতেন?
1. কাজী নজরুল ইসলাম
2. রবীন্দ্রনাথ ঠাকুর
3. বুদ্ধদেব বসু
4. অচিন্তকুমার সেনগুপ্ত
Right Answer : 1
Q16. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন?
1. কালের যাত্রা
2. শেষ প্রশ্ন
3. শ্যামা
4. সঞ্চিতা
Right Answer : 1
Q17. "হাত হদাই" নাটকের নাট্যকার কে?
1. সৈয়দ শামসুল হক
2. সেলিম আল দীন
3. মমতাজ উদ্দিন আহমদ
4. আবদুল্লাহ আল মামুন
Right Answer : 2
Q18. 'কবর' নাটকটি কোন পটভুমিতে লেখা?
1. মুক্তিযুদ্ধ
2. ভাষা আন্দোলন
3. ঊনসত্তর-এর গণভ্যূথ্যান
4. স্বৈরচার বিরোধী আন্দোলন
Right Answer : 2
Q19. "পুতুল নাচের ইতিকথা" কার রচনা?
1. রবীন্দ্রনাথ ঠাকুর
2. মানিক বন্দ্যোপাধ্যায়
3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
4. সুনীল গঙ্গোপাধ্যায়
Right Answer : 2
Q20. বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?
1. আল মাহমুদ
2. সৈয়দ শামসুল হক
3. আলাউদ্দিন আল আজাদ
4. হুমায়ূন আহমেদ
Right Answer : 2
Q21. The verb "Survive" can be changed into noun by adding -
1. a suffix
2. al prefix
3. an auxiliary
4. a syllable
Right Answer : 2
Q22. Which of the following words is singular?
1. Buses
2. Boxes
3. Agenda
4. Billiards
Right Answer : 4
Q23. What is the plural form of 'child'?
1. childs
2. childen
3. children
4. child's
Right Answer : 3
Q24. Father put --- some amount of money for the education of his daughter.
1. up
2. aside
3. into
4. on
Right Answer : 2
Q25. He is named _______ his father.
1. To
2. Of
3. With
4. After
Right Answer : 4
Q26. Choose the correct sentence.
1. The man that said that was a fool
2. The man who said that was a fool
3. The man that said that was a fool
4. The man which said that was a fool
Right Answer : 2
Q27. What is the synonym of 'Competent'?
1. Circumspect
2. Discrete
3. Capable
4. Prudent
Right Answer : 3
Q28. What is the verb of the word 'Ability'?
1. Ableness
2. Able
3. Ably
4. Enable
Right Answer : 4
Q29. What is the adjective of the word 'Contempt'?
1. Contemting
2. Contemptation
3. Contemptable
4. Contemptible
Right Answer : 4
Q30. I met Lisa who is a doctor in _____ hospital.
1. a
2. the
3. an
4. no article
Right Answer : 4
Q31. I have ---- few friends here.
1. the
2. a
3. Some
4. little
Right Answer : 2
Q32. 'Approval ' may be expressed by the following interjection -
1. Ha!
2. Hush!
3. Bravo!
4. Hurrah!
Right Answer : 3
Q33. Which parts of speech expresses a mild or sudden burst of emotions?
1. Conjunction
2. Adjective
3. Interjection
4. Preposition
Right Answer : 3
Q34. Choose the correct sentence:-
1. He is angry upon me.
2. He is angry at me.
3. He is angry of me.
4. He is angry with me.
Right Answer : 4
Q35. Choose the appropriate alternative to complete the sentence. 'He had a --- of fever.'
1. strong attack
2. severe attack
3. serious kind
4. bad attack
Right Answer : 2
Q36. Choose the correct answer. How long did you wait?
1. Till lunch time
2. Till he came
3. Until six o'clock
4. Since this morning
Right Answer : 2
Q37. The boy from the village said, "I ---- starve than beg."- Which of the following best completes the above sentence?
1. better
2. rather
3. would rather
4. would better
Right Answer : 3
Q38. Change the voice: ‘Nobody trust a traitor’
1. A traitor is trusted
2. A traitor is not trusted by anybody
3. Everybody hates a traitor
4. A traitor should not be trusted
Right Answer : 2
Q39. Amerigo is ---- human rights.
1. affected by
2. deprived of
3. fond of
4. working for
Right Answer : 2
Q40. There was no panic, ----?
1. is there
2. was there
3. wasn't there
4. was it
Right Answer : 2
Q41. দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে?
1. দুইটি বাহু ও এককোণ
2. তিনটি বাহু
3. এক বাহু ও দুইটি কোণ
4. তিনটি কোণ
Right Answer : 4
Q42. ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি -
1. সমকোণী
2. স্থুলকোণী
3. সমবাহু
4. সূক্ষ্মকোণী
Right Answer : 1
Q43. ত্রিভুজ ABC এর BE=FE=CF। AFC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?
1. ৭২
2. ৬০
3. ৪৮
4. ৬৪
Right Answer : 1
Q44. কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
1. ১০%
2. ২০%
3. ৩৬%
4. ৪০%
Right Answer : 3
Q45. ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
1. ৯৮ ব. সে. মি.
2. ৪৯ ব. সে. মি.
3. ১৯৬ ব. সে. মি.
4. ১৪৬ ব. সে. মি.
Right Answer : 1
Q46. ১৩ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্ব অবস্থিত জ্যা -এর দৈর্ঘ্য কত?
1. ২৪ সেমি
2. ১৮ সেমি
3. ১৬ সেমি
4. ১২ সেমি
Right Answer : 1
Q47. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
1. ৩ গুণ
2. ৯ গুণ
3. ১২ গুণ
4. ১৬ গুণ
Right Answer : 2
Q48. বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?
1. ব্যাসার্ধ
2. ব্যাস
3. বৃত্তচাপ
4. পরিধি
Right Answer : 2
Q49. একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে ?
1. ১
2. ২
3. ৩
4. ৪
Right Answer : 2
Q50. ১-১০০ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার আসে?
1. ১১ বার
2. ১৪ বার
3. ১৫ বার
4. ২০ বার
Right Answer : 4
Q51. একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবংপ্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিলেন?
1. ১০
2. ১২
3. ১৪
4. ১৬
Right Answer : 3
Q52. 52 টি তাসের একটি প্যাকেট হতে একটি তাস তোলা হল। তাস টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
1. 1/52
2. 1/26
3. 3/52
4. 1/13
Right Answer : 4
Q53. P is heavier than B. R is lighter than A. P in lighter than R. Who is the heaviest?
1. B
2. P
3. A
4. R
Right Answer : 3
Q54. একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?
1. ২ জন
2. ৩ জন
3. ৪ জন
4. ৫ জন
Right Answer : 2
Q55. এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থানেথেকে তার সরাসরি দূরত্ব কত?
1. ৮ মাইল
2. ১৫ মাইল
3. ১২ মাইল
4. কোনটিই নয়
Right Answer : 4
Q56. ঙ, ঞ, ণ ...... ধারার পরবর্তী অক্ষর কী হবে?
1. ঠ
2. ম
3. ন
4. র
Right Answer : 3
Q57. নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে 15A, G21, 28N, ?
1. 54N
2. T18
3. L52
4. V36
Right Answer : 4
Q58. যদি মাসের ২য় দিন সোমাবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
1. রবিবার
2. সোমবার
3. মঙ্গলবার
4. বুধবার
Right Answer : 4
Q59. ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?
1. ফারেনহাইট
2. তাপমাত্রা
3. চিকিৎসা
4. পারদ
Right Answer : 4
Q60. অবনিকা উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
1. পূর্ব
2. পশ্চিম
3. উত্তর
4. দক্ষিণ
Right Answer : 4
Q61. ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে?
1. বিংশ
2. উনবিংশ
3. অষ্টাদশ
4. সপ্তদশ
Right Answer : 3
Q62. ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে কোন দেশ?
1. জার্মানি
2. পোল্যান্ড
3. হল্যান্ড
4. যুক্তরাজ্য
Right Answer : 4
Q63. নরওয়ে মুদ্রার নাম -
1. ক্রোনা
2. ফ্রাংক
3. গিল্ডা
4. ক্রোনার
Right Answer : 1
Q64. আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে -
1. ডোভার প্রণালি
2. জিব্রাল্টার প্রণালি
3. বেরিং প্রণালি
4. পক প্রণালি
Right Answer : 2
Q65. নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
1. কুর্দি
2. তাতারু
3. রেড ইন্ডিয়ান
4. মাউরি
Right Answer : 4
Q66. তেনজিং ও হিলারি কবে এভারেস্ট -এর চুড়ায় পা রাখেন?
1. ১৯৫৩ সালের ২৯ মে
2. ১৯৭২ সালের ২১ জুন
3. ১৯৭৪ সালের ২২ ডিসেম্বর
4. ১৯৭৪ সালের ২৬ জুলাই
Right Answer : 1
Q67. ত্রিকোণাকার মহাদেশ কোনটি?
1. এশিয়া
2. আমেরিকা
3. ইউরিাপ
4. আফ্রিকা
Right Answer : 2
Q68. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
1. খিওডোর রুজভেল্ট
2. বিল ক্লিনটন
3. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
4. কোনটিই নয়
Right Answer : 3
Q69. 'ওয়াল স্ট্রিট' কোথায় অবস্থিত?
1. নিউইয়র্ক
2. লন্ডন
3. হংকং
4. ডালাস
Right Answer : 1
Q70. ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
1. পাকিস্তান
2. বাংলাদেশ
3. ভারত
4. সৌদি আরব
Right Answer : 1
Q71. আইএমএফ - এর সদর দপ্তর কোথায়?
1. ওয়াশিংটন
2. মস্কো
3. লন্ডন
4. নিউইয়র্ক
Right Answer : 1
Q72. মালদ্বীপের মুদ্রার নাম কি?
1. রুপী
2. ডলার
3. পাউন্ড
4. রুপাইয়া
Right Answer : 4
Q73. Dengue fever is spread by -
1. Aedes aegypti mosquito
2. Common House flies
3. Anophilies mosquito
4. Rats and squirrels
Right Answer : 1
Q74. Photosynthesis takes place in -
1. Roots of the plants
2. Stems of the plants
3. Green parts of the plants
4. All parts of the plants
Right Answer : 3
Q75. 'অগ্নিশ্বর', 'কানাইবাঁসি', 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম?
1. পেয়ারা
2. কলা
3. পেঁপে
4. জামরুল
Right Answer : 2
Q76. ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?
1. নিম্ন শ্রেণীর
2. অ্যালবুমিন
3. কেসিয়িন
4. বায়োটিন
Right Answer : 2
Q77. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো -
1. ভিটামিন 'এ'
2. ভিটামিন 'সি'
3. লৌহ
4. ক্যালসিয়াম
Right Answer : 3
Q78. সার্বজনীন গ্রহীতা রক্তগ্রুপের নাম কি?
1. O
2. B
3. AB
4. A
Right Answer : 3
Q79. মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় -
1. ডিপ্লোটিন ধাপে
2. অ্যানাফেজ ধাপে
3. ডায়াকাইনেসিস ধাপে
4. মেটাফেজ-১ ধাপে
Right Answer : 2
Q80. মানুষের Blood Group আবিষ্কার করেন -
1. কার্ল ল্যান্ডস্টেইনার
2. উলিয়াম হার্ভে
3. আলেকজান্ডার ফ্লেমিং
4. লুই পাস্তুর
Right Answer : 1
Q81. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিলো –
1. ১৭ এপ্রিল, ১৯৭১
2. ২৬ মার্চ, ১৯৭১
3. ১১ এপ্রিল, ১৯৭১
4. ১০ জানুয়ারি, ১৯৭২
Right Answer : 1
Q82. বিখ্যাত সাধক শাহ্ সুলতান বলখীর মাজার কোথায়?
1. মহাস্থানগড়ে
2. শাহজাদপুরে
3. নেত্রকোনায়
4. রামপালে
Right Answer : 1
Q83. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
1. বাবর
2. হুমায়ুন
3. আকবর
4. জাহাঙ্গীর
Right Answer : 2
Q84. সার্ক - এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় –
1. ১৯৮৪ সালে
2. ১৯৮৭ সোলে
3. ১৯৮৫ সালে
4. ১৯৮৬ সালে
Right Answer : 3
Q85. পিএলও-এর সদর দপ্তর –
1. তিউনিস
2. রাবাত
3. বেনগাজি
4. ফিলিস্তিন
Right Answer : 4
Q86. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় –
1. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
2. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
3. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
4. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
Right Answer : 1
Q87. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল –
1. ১৯৪৫ সালেরর আগস্ট মাসে
2. ১৯৪৫ সালের মে মাসে
3. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
4. ১৯৪৪ সালের আগস্ট মাসে
Right Answer : 1
Q88. নিচের কোন সংখ্যাটি মৌলিক?
1. ৯১
2. ১৪৩
3. ৪৭
4. ৮৭
Right Answer : 3
Q89. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
1. ৫০%
2. ৩৩%
3. ৩০%
4. ৩১%
Right Answer : 1
Q90. ‘সূর্য’-এর প্রতিশব্দ-
1. সুধাংশু
2. শশাঙ্ক
3. বিধু
4. আদিত্য
Right Answer : 4
Q91. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা-
1. মুহম্মদ আব্দুল হাই
2. ড. মুহম্মদ শহীদুল্লাহ
3. আবুল মনসুর আহমেদ
4. আতাউর রহমান
Right Answer : 3
Q92. Fill in blank ‘ He has assured me ____ safety’
1. With
2. At
3. For
4. of
Right Answer : 4
Q93. ‘Justice delayed is justice denied’ was stated by -
1. Disraeli
2. Emerson
3. Gladstone
4. Shakespeare
Right Answer : 3
Q94. তামাক উৎপাদনে শীর্ষ জেলা -
1. রাজশাহী
2. কুষ্টিয়া
3. ফরিদপুর
4. রংপুর
Right Answer : 2
Q95. হরিপুরে তেল আবিষ্কৃত হয় –
1. ১৯৪৭ সালে
2. ১৯৮৬ সালে
3. ১৯৮৫ সালে
4. ১৯৮৪ সালে
Right Answer : 2
Q96. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর –
1. ভিয়েনা
2. বন
3. জেনেভা
4. রোত
Right Answer : 1
Q97. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় –
1. ৭ জুলাই
2. ৯ মার্চ
3. ৫ জুন
4. ২১ মে
Right Answer : 3
Q98. নামিবিয়ার রাজধানী –
1. কারাভু
2. উইন্ডহুক
3. প্রিটোরিয়া
4. কোটাভি
Right Answer : 2
Q99. ‘হারারে’ এর পুরাতন নাম –
1. সলসবেরি
2. ফরমোজা
3. পেট্রোগ্রাড
4. রোডেসিয়া
Right Answer : 1
Q100. ১৯, ৩৩, ৫১, ৭৩, –––। পরবর্তী সংখ্যাটি কত?
1. ৮৫
2. ১২১
3. ৯৯
4. ৯৮
Right Answer : 3