যতিচিহ্ন বিষয়ে প্রশ্ন এবং উত্তর

 যতিচিহ্ন: মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে যতিচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ বা বিরতিচিহ্নও বলা হয়।


Q1. যতিচিহ্নের অপর নাম কী?
Ans: বিরামচিহ্ন

Q2. লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়?
Ans: ত্রিবিন্দু

Q3. সামান্য বিরতি নির্দেশ করে কোন যতিচিহ্নটি?
Ans: কমা

Q4. সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোন যতিচিহ্নটি বসে?
Ans: প্রশ্নচিহ্ন

Q5. বাক্যের শেষে যে যতিচিহ্ন বসে —
Ans: প্রশ্নচিহ্ন, বিস্ময়চিহ্ন, দাঁড়ি

Q6. 'উদ্ধতি চিহ্ন' কত প্রকার?
Ans: দুই

Q7. অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কালনির্দেশের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ans: বন্ধনী

Q8. একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ans: বিকল্পচিহ্ন

Q9. ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে কোন যতিচিহ্ন বসে?
Ans: ড্যাশ

Q10. বন্ধনী কত প্রকার?
Ans: তিন

Q11. কোনো কিছু উদ্ধৃত করার কাজে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Ans: উদ্ধারচিহ্ন

Q12. ‘কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা।’ এ বাক্যের মাঝে কোন যতিচিহ্ন বসবে?
Ans: কমা

Q13. যতিচিহ্নের অন্য নাম হচ্ছে -
Ans: বিরতিচিহ্ন

Q14. ‘গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত- বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ’ — এ বাক্যের শব্দগুলোর পরে এবং শেষে কোন যতিচিহ্ন বসবে?
Ans: কমা, দাঁড়ি

Q15. ‘রনি, দেখ তো কে এসেছে’ – এ বাক্যের শেষে কোন যতিচিহ্ন বসবে?
Ans: দাঁড়ি

Q16. রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ- এ বাক্যে কী কী যতিচিহ্ন বসবে?
Ans: কমা, উদ্ধারচিহ্ন, দাঁড়ি

Q17. সোহাগ ক্রিকেট পছন্দ করে আমি ফুটবল পছন্দ করি। এ বাক্যের মাঝখানে কোন যতিচিহ্ন বসবে?
Ans: সেমিকোলন

Q18. প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যে কোন ধরনের উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়?
Ans: দ্বৈত

Q19. ভাষায় ব্যবহৃত গাণিতিক চিহ্ন কোনটি?
Ans: বন্ধনী ()

Q20. তিনি রেগে গিয়ে বললেন, ‘তার মানে তুমি একটা ___।’ এ বাক্যে শূন্যস্থানে যে যতিচিহ্নের ব্যবহার হবে তার নাম –
Ans: ত্রিবিন্দু

Q21. কমার আরেক নাম কী?
Ans: পাদচ্ছেদ

Q22. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
Ans: কমা

Q23. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী? অথবা, বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
Ans: কমা

Q24. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্যে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ans: হাইফেন

Q25. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ans: ড্যাস

Q26. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
Ans: বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যে

Q27. কোন যতি চিহ্নের জন্যে সবচেয়ে বেশি সময় থামতে হয়?
Ans: দাঁড়ি

Q28. কোন যতি চিহ্ন ব্যবহারে ১ বলার দ্বিগুণ সময় লাগে?
Ans: সেমিকোলন (;)

Q29. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
Ans: হাইফেন/ইলেক

Q30. কোনটিতে এক সেকেন্ড থামতে হয়?
Ans: দাঁড়ি, কোলন, কোলন ড্যাস

Q31. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?
Ans: কোলন

Q32. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ans: !

Q33. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
Ans: কোলন ড্যাস

Q34. মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কী বলে?
Ans: যতিচিহ্ন, বিরতিচিহ্ন, বিরামচিহ্ন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url