উদ্দেশ্য ও বিধেয় বিষয়ক কিছু প্রশ্নের উত্তর
উদ্দেশ্য ও বিধেয়: বাক্যকে উদ্দেশ্য ও বিধেয়- এই দুই অংশে ভাগ করা যায় । বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে। যেমন – ‘সুমন বল খেলে ।’ এই বাক্যে সুমনকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। অতএব ‘সুমন” বাক্যটির উদ্দেশ্য । বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, তাকে বিধেয় বলে । বিধেয় অংশে সাধারণত ক্রিয়া থাকে । এখানে ‘বল খেলে’ অংশটি বাক্যের বিধেয়। বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের শব্দ ও বর্গ যুক্ত হতে পারে। উদ্দেশ্য ও বিধেয়কে এইসব শব্দ ও বর্গ প্রসারিত করে বলে এগুলোর নাম প্রসারক। এছাড়া বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক।
Q1. বাক্যের দুই অংশ —
Ans: উদ্দেশ্য ও বিধেয়
Q2. বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কী বলে?
Ans: বিধেয়
Q3. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
Ans: উদ্দেশ্য
Q4. উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বৰ্গ নিয়ে, তাকে বলে-
Ans: প্রসারক
Q5. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে?
Ans: পূরক
Q6. বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে?
Ans: বাক্যের শুরুতে
Q7. ‘এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা’- এখানে ‘এইসব মিলিয়ে’ বর্গ হলো—
Ans: বিধেয়ের প্রসারক
Q8. বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে—
Ans: উদ্দেশ্যের পূর্বে
Q9. মোঘল সম্রাট শাজাহান তাঁর ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন— এখানে মোঘল সম্রাট কী?
Ans: উদ্দেশ্যের প্রসারক
Q10. ‘যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের ঋণ আমরা শোধ করতে পারব না’- এখানে ঋণ কী?
Ans: বিধেয়ের পূরক
Q11. বাক্যের বিধেয় অংশে সাধারণত কী থাকে?
Ans: ক্রিয়া
Q12. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?
Ans: পূরক
Q13. বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের কী যুক্ত হতে পারে?
Ans: শব্দ ও বর্গ
Q14. ‘চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয়।’ এখানে ‘এইসব মিলিয়ে’ অংশটুকু কী?
Ans: বিধেয়ের প্রসারক
Q15. ১৯৫২ সালে সালাম-বরকত-রফিক-জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। – এখানে বিধেয়ের পূরক কোনটি?
Ans: জীবন
Q16. কখনও কখনও বাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের কী বদলে যেতে পারে?
Ans: অবস্থান
Q17. বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
Ans: দুই প্রকার
Q18. সরল উদ্দেশ্য কাকে বলে?
Ans: একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে
Q19. ‘ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে’- বাক্যটিতে কী যোগে বিধেয়ের সম্প্রসারণ হয়েছে?
Ans: কারকাদি
Q20. ‘অমিতের ভাই এসেছে’- বাক্যে কীভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
Ans: সম্বন্ধ পদ সহযোগে
Q21. ‘কুখ্যাত ডাকাত দল ধরা পড়েছে’- এ বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে কীভাবে?
Ans: বিশেষণ যোগে
Q22. ‘যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে’ – বাক্যে উদ্দেশ্যর সম্প্রসারণ কীভাবে ঘটেছে?
Ans: সমার্থক বাক্যাংশ যোগে