সরল, জটিল এবং যৌগিক বাক্য এর উপর প্রশ্ন

 গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। নিচে সরল, জটিল এবং যৌগিক বাক্য এর উপর প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:


Q1. যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?

Ans: সরল

Q2. ‘তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন’ – বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটি?

Ans: বসলেন

Q3. একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?

Ans: যোজক

Q4. জটিল বাক্যের উদাহরণ কোনটি?

Ans: যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।

Q5. সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড় ব্যবহার করা হয়?

Ans: যখন-তখন

Q6. কোনটি সরল বাক্য?

Ans: পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।

Q7. ‘দুর্জন লোক পরিত্যাজ্য’- বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে হবে -

Ans: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।

Q8. ‘সে এখানে এসেই বসে পড়ল’- বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি?

Ans: সে এখানে এল, তারপরে বসে পড়ল।

Q9. ‘যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো’- বাক্যটির সরল বাক্যরূপ কোনটি?

Ans: সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো।

Q10. গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

Ans: তিন

Q11. কোন ধরনরে বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে?

Ans: সরল বাক্যে

Q12. সাপেক্ষ যোজক নিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে কী বলে?

Ans: জটিল বাক্যে

Q13. যৌগিক বাক্যের ক্ষেত্রে কোন যতিচিহ্ন যোজকের কাজ করে?

Ans: সেমিকোলন, কমা, ড্যাশ

Q14. কোনটি সাপেক্ষ যোজক?

Ans: যা-তা

Q15. নিচের কোনটি জটিল বাক্য?

Ans: যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।

Q16. রূপান্তর করলেও বাক্যের কী অপরিবর্তিত থাকে?

Ans: অর্থ

Q17. ‘তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।’ -এটির জটিল বাক্য কোনটি?

Ans: যেহেতু তুমি চেষ্টা করোনি, যেহেতু ব্যর্থ হয়েছ।

Q18. জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময় কী কী বাদ দিতে হয়?

Ans: সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক

Q19. কোন ধরনের বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়?

Ans: যৌগিক বাক্যে

Q20. ‘সে এখানে এল এবং সব কথা খুলে বলল।’- এটির সরল বাক্য কী হবে?

Ans: সে এখানে এসে সব কথা খুলে বলল।

Q21. ‘দোষ করেছ; অতএব শাস্তি পাবে।’- এটির জটিল বাক্য কী হবে?

Ans: যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

Q22. ‘তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম।’ এটি কোন বাক্যের উদাহরণ?

Ans: সরল বাক্য

Q23. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’- এটা কোন ধরনের বাক্য?

Ans: সরল বাক্য

Q24. ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য?

Ans: মিশ্র বাক্য

Q25. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ – এটা কী বাক্য?

Ans: যৌগিক বাক্য

Q26. ‘যখন বিপদ আসে, তখন দুঃখও আসে’- বাক্যটি কোন প্রকারের?

Ans: মিশ্র বাক্য

Q27. ‘যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে’ – এটি কোন বাক্য?

Ans: জটিল বাক্য

Q28. ‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’ – উদাহরণটি কোন বাক্যের?

Ans: মিশ্র বাক্যের

Q29. কোনটি যৌগিক বাক্য?

Ans: বিপদ এবং দুঃখ এক সময়ে আসে

Q30. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি- এটি কোন ধরনের বাক্য?

Ans: যৌগিক বাক্য

Q31. কোনটি জটিল বাক্যের উদাহরণ?

Ans: যতই করিবে দান, ততই যাবে বেড়ে

Q32. ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি’- উদাহরণটি কোন বাক্যের?

Ans: যৌগিক বাক্য

Q33. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’ – বাক্যটি কোন বাক্যের উদাহরণ?

Ans: সরল বাক্য

Q34. ‘উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না’- বাক্যটি -

Ans: যৌগিক বাক্য

Q35. ‘সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি’— এটা কী ধরনের বাক্য?

Ans: যৌগিক বাক্য

Q36. ‘যখন আমার বাড়ির কাজ শেষ হবে, তখন আমি খেলতে যাব।’- এই বাক্যে ‘যখন’ ও ‘তখন’কে কী বলে?

Ans: যোজক

Q37. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?

Ans: সরল বাক্য

Q38. ‘পাখিগুলো’ নীল আকাশে উড়ছে।’— গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো -

Ans: সরল বাক্য

Q39. নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?

Ans: তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন

Q40. সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে, এই রকম উদাহরণ নিচের কোনটি?

Ans: আমরা তিন ভাইবোন

Q41. ‘নিশা নিঃশব্দে কক্ষে প্রবেশ করলো’ – বাক্যটি গঠন অনুসারে —

Ans: সরল বাক্য

Q42. ‘সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।’- বাক্যটি হচ্ছে -

Ans: সরল বাক্য

Q43. ‘যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।’- বাক্যটি গঠন, বৈশিষ্ট্য অনুযায়ী —

Ans: জটিল বাক্য

Q44. ‘যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।’ গঠন বৈশিষ্ট্য অনুযায়ী এটি কোন বাক্যের উদাহরণ?

Ans: জটিল বাক্য

Q45. ‘দুর্জন লোক পরিত্যাজ্য।’ বাক্যটি জটিল বাক্যে রূপান্তর করলে হবে -

Ans: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url