ফাউন্ড্রি অ্যান্ড প্যাটার্ন মেকিং এর কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন এবং উত্তর
ফাউন্ড্রী অ্যান্ড প্যাটার্ন মেকিং: নিচে কিছু গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো:
Q1. ____________ pattern could fit entirely in the cope or in the drag.
A. Single piece
B. Match plate
C. Two piece
D. Gated Pattern
Q2. কোন ধাতুর জন্য রাইজারের আকার বড় রাখতে হয়?
A. Aluminum
B. Cast iron
C. Steel
D. Copper
Q3. অলংকার তৈরী কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
A. Pressed casting
B. Gravity casting
C. A & B
D. None of these
Q4. ছোট এবং মাঝারি আকারে কাস্টিং এ ব্যবহার হয় -
A. গ্রীন স্যান্ড
B. ড্রাই স্যান্ড
C. অয়েল স্যান্ড
D. লোম স্যান্ড
Q5. প্যাটার্নের যে অংশ মেশিনিং করা হয়নি, সেই অংশকে — রং দিয়ে চিহ্নিত করা থাকে।
A. সাদা
B. হলুদ
C. কালো
D. নীল
Q6. স্যান্ড মোল্ডিং-এ ব্যবহৃত মোল্ডের নিচের অংশ কোনটি?
A. Cope
B. Cheek
C. Drag
D. কোনটিই নয়
Q7. True centrifugal casting এ ব্যবহ্নত হয় –
A. খেলনা
B. সিলিন্ডার
C. স্টিল ও কাষ্ট আয়রন পাইপ
D. অলংকার
Q8. প্যাটার্ন তৈরিতে নিচের কোন ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়?
A. Aluminum
B. Wax
C. Lead
D. All of these
Q9. কোর তৈরি করার জন্য কোন বালি ব্যবহার করা হয়?
A. Green sand
B. Dry Sand
C. Loam Sand
D. Oil sand
Q10. অলংকার তৈরির জন্য নিম্নবর্ণিত কোন casting পদ্ধতি ব্যবহার করা হয়?
A. die casting
B. slush casting
C. centrifugal casting
D. permanent mold casting
Q11. মাস্টার প্যাটার্ন কি দিয়ে তৈরি করা হয়?
A. চামড়া
B. ফোম
C. রাবার
D. কাঠ
Q12. কাঠের প্যাটার্ন থেকে ধাতব প্যাটার্নের কী পরিমান ড্রাফট অ্যানাউন্স রাখা হয়?
A. কম
B. বেশি
C. সামান্য পরিমানে
D. থাকে না
Q13. নীচের কোনটি কুশন অ্যাডিটিভস?
A. কয়লার গুড়া
B. আলকাতরা
C. কর্ণ-ফ্লাওয়ার
D. গ্রাফাইট
Q14. স্যান্ড মোল্ডের উপরের অংশ কে কি বলে?
A. Check
B. Drag
C. Check ও Drag
D. Cope
Q15. লৌহের কোন অপদ্রব্যটি ব্লো-হোল জাতীয় ত্রুটি সৃষ্টিতে বাধাদান করে?
A. সালফার
B. ফসফরাস
C. ম্যাঙ্গানিজ
D. সিলিকন
Q16. কুশন অ্যাডিটিভস -
A. আয়রন অক্সাইড
B. আলকাতরা
C. কোক
D. গ্রাফাইট
Q17. কোরকে সাপোর্ট দেওয়ার জন্য -
A. Chills
B. Chaplets
C. Padding
D. কোনটি নয়
Q18. Blow Molding পদ্ধতিতে কত ধরনের প্ল্যাস্টিক ব্যবহার করা হয়?
A. 8
B. 2
C. 1
D. 3
Q19. Structurally weak castings are made using _____________
A. Loose piece pattern
B. Sweep Pattern
C. Skeleton Pattern
D. Follow board pattern
Q20. নন ডেস্ট্রাক্টিভ টেস্ট কোনটি ?
A. টেনশাইল টেস্ট
B. কম্প্রেশন টেস্ট
C. গামা -রে টেস্ট
D. ব্রিনেল টেস্ট
Q21. ফিলেটের আকৃতি কি রকম হয়?
A. Convex
B. Concave
C. Plane
D. Convex & Concave
Q22. Dowel pins, Jigs and fixtures are all used to join which of the following patterns -
A. Single piece
B. Match plate
C. Two piece
D. Gated Pattern
Q23. Investing casting পদ্ধতিতে সাধারণত টলারেন্স রাখা হয় -
A. +0.5mm
B. ± 0.05mm
C. ± 0.06mm
D. 0.2cm
Q24. নিচের কোনটি কাস্টিং পদ্ধতি নয়?
A. Shell মোল্ডিং
B. Slush পদ্ধতি
C. Semi-centrifuge পদ্ধতি
D. Extrusion Process
Q25. মেটাল কাস্টিং এর সংকোচন অ্যালাউন্স পরিবর্তিত হয় ---- এর কারণে।
A. metal
B. material
C. pattern
D. mold
Q26. ঢালাইয়ে সাধারণ বৃদ্ধিজনিত কারণে যে ত্রুটি পরিলক্ষিত হয়, তাকে বলে-
A. সোয়েল
B. শিফট
C. স্যান্ড ওয়াশ
D. ব্রো হোল
Q27. ডাই কাস্টিং প্রক্রিয়ায় কোন অ্যানাউন্স থাকে না?
A. মেশিনিং
B. ফিনিশিং
C. ড্রাফট
D. কোনটি নয়
Q28. ইঞ্জিন ব্লক ও সিলিন্ডার হেড তৈরিতে কোন কাষ্টিং ব্যবহ্নত হয়?
A. Die casting
B. Sand casting
C. Pressed casting
D. Slush casting
Q29. প্যাটার্নের যে অংশ মেশিনিং করা হবে, সেই অংশকে ----- রং দিয়ে চিহ্নিত করা থাকে।
A. লাল
B. হলুদ
C. কালো
D. নীল
Q30. স্যান্ড মোল্ডের নিচের অংশ কে কি বলে?
A. Check
B. Drag
C. Check ও Drag
D. Cope
Q31. ধাতব প্যাটার্ন এর মধ্যে — সবচেয়ে উপযোগী ?
A. লোহা
B. অ্যালুমিনিয়াম
C. পিতল
D. স্টিল
Q32. ড্রাফট অ্যালাউন্স সাধারণত –
A. 2-3mm
B. 3-7mm
C. 1-2mm
D. 1-3mm
Q33. Extrusion এর মাধ্যমে তৈরী হয় –
A. পাইপ
B. টিউব
C. সবগুলো
D. কোনটি নয়
Q34. মোল্ডিং বালির পরীক্ষা কোনটি?
A. সামর্থ্য পরীক্ষা
B. কম্প্রেশন পরীক্ষা
C. পারমিয়াবিলিটি পরীক্ষা
D. A & C
Q35. ঢালাইয়ের সমস্ত সেকশন ধাতু দ্বারা পূর্ণ না হওয়াকে ------ বলে।
A. হট টিয়ার্স
B. মিসরান
C. ব্রো হোল
D. সোয়েল
Q36. ফাউন্ড্রি শপের হ্যান্ড টুলস নয় কোনটি?
A. লেদ মেশিন
B. লিফটার গেট কাটার
C. রিডল রিডন
D. শেভেল
Q37. Green Sand এ Clay এবং Sand এর পরিমান -
A. 30%, 40%
B. 30%, 70%
C. 25%, 50%
D. 50%, 50%
Q38. অ্যালুমিনিয়ামের প্যাটার্ন –
A. ওজন হালকা
B. ওজন ভারী
C. উত্তম সারফেস ফিনিশিং
D. A & C
Q39. মোল্ডের সারফেসকে মেরামত ও ফিনিশিং করতে –ব্যবহ্নত হয়?
A. স্লিক
B. লিফটার
C. রিডল
D. শেভেল
Q40. গলিত ধাতুর অপদ্রব্য দ্বারা সৃষ্ট ত্রুটিকে কি বলা হয়?
A. ব্রো হোল
B. কোর ব্রো
C. সংকোচন
D. স্ল্যাগ হোল
Q41. Blow molding can be done in ----- process.
A. 1
B. 2
C. 3
D. 4
Q42. ঢালাইয়ের তলে ফাটলের সৃষ্টি হওয়াকে কী বলে?
A. হট টিয়ার্স
B. গ্যাস হোল
C. সোয়েল
D. মিসরান
Q43. ঢালাইয়ে সাধারণ বৃদ্ধিজনিত কারণে যে ত্রুটি পরিলক্ষিত হয়, তাকে বলে -
A. সোয়েল
B. শিফট
C. স্যান্ড ওয়াশ
D. ব্রো হোল
Q44. মোল্ডিং এর পূর্বে প্যাটার্নের গায়ে — দেওয়া হয়।
A. Dry sand
B. Oil sand
C. Parting sand
D. Green sand