বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ বিষয়ক প্রশ্নোত্তর
বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ: এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। যেমন – “সজল ও লতা বই পড়ে ।” – এটি একটি বাক্য । পাচটি শব্দ দিয়ে গঠিত এই বাক্যে তার মনের ভাব পুরোপুরি প্রকাশিত হয়েছে।
বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে। এদিক দিয়ে পদ হলো বাক্যের একক। রূপতত্ত্ব অংশে শব্দশ্রেণি নামে বাক্যের এই পদ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে। উপরের বাক্যের ‘সজল”, ‘লতা’ ও ‘বই’ হলো বিশেষ্য, ‘ও’ হলো যোজক এবং “পড়ে হলো ক্রিয়া। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময়ে পদের মতো কাজ করে। তখন সেই একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলা হয়। উপরের বাক্যে “সজল ও লতা” একটি বর্ণ।
Ans: বাক্য
Q2. বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কী বলা হয়?
Ans: পদ
Q3. বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে?
Ans: বৰ্গ
Q4. বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে-
Ans: কর্তা
Q5. ‘সজল স্কুলে যায়।’ বাক্যের উদ্দেশ্য —
Ans: সজল
Q6. একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে?
Ans: জটিল বাক্য
Q7. এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কী বাক্য বলে?
Ans: যৌগিক বাক্য
Q8. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কতভাগে ভাগ করা যায়?
Ans: দুই
Q9. কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়?
Ans: আবেগবাচক বাক্য
Q10. কী দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়?
Ans: বাক্য
Q11. পদকে বাক্যের কী বলা হয়?
Ans: একক
Q12. একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে, তাকে কী বলে?
Ans: সরল বাক্য
Q13. বাক্যের অংশগুলো হচ্ছে-
Ans: কর্তা, ক্রিয়া, কর্ম
Q14. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না-থাকা বিবেচনায় বাক্য কত প্রকার?
Ans: দুই
Q15. ‘যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।’ – এটি কোন ধরনের বাক্য?
Ans: জটিল বাক্য
Q16. যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, সেগুলোকে কী বাক্য বলে?
Ans: সক্রিয় বাক্য
Q17. যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, সেগুলোকে কী বলে?
Ans: অক্রিয় বাক্য
Q18. সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় কোন ধরনের বাক্যে?
Ans: বিবৃতিবাচক
Q19. বিবৃতিবাচক বাক্য কয় ধরনের হতে পারে?
Ans: দুই
Q20. আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে কোন ধরনের বাক্য হয়?
Ans: অনুজ্ঞাবাচক
Q21. ‘তার মঙ্গল হোক।’- এটি কোন ধরনের বাক্য?
Ans: অনুজ্ঞাবাচক
Q22. ভাষার মূল উপকরণ কী?
Ans: বাক্য
Q23. বাক্যের একক কী? অথবা, বাক্যের ক্ষুদ্রতম একক কী?
Ans: শব্দ
Q24. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
Ans: তিন
Q25. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
Ans: সরল বাক্য
Q26. ‘পরীক্ষায় সফল হও’ এটি কোন ধরনের বাক্য?
Ans: ইচ্ছাসূচক
Q27. ‘দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো’— এটি কী ধরনের বাক্য?
Ans: আদেশবাচক
Q28. ‘তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।’ — এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
Ans: বিড়ম্বনা
Q29. ‘বড্ড শুকিয়ে গেছিস রে’ -এটি কি ধরনের বাক্য?
Ans: আদর বোঝাতে
Q30. ‘ছিঃ, তোমার এই কাজ।’ – বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
Ans: ধিক্কার
Q31. ‘তুমি এত নীচ’— বাক্যটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
Ans: ঘৃণা
Q32. আমি তোমাকে দেখে নেব।’- এ বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
Ans: ক্রোধ