বাগর্থ সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর

বাগর্থ: মনের ভাব প্রকাশ করতে মানুষ শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে। এগুলোর অর্থই মূলত বক্তা ও শ্রোতার মধ্যে সংযোগ ঘটায়। শব্দ ও শব্দগুচ্ছের অর্থকে বাগর্থ বলে। শব্দের অর্থ অন্তত দুই রকমের । কোথাও শব্দের গাঠনিক উপাদানগুলোর অর্থ প্রাধান্য পায়, আবার কোথাও গাঠনিক অর্থ ছাপিয়ে শব্দের ভিন্ন অর্থ তৈরি হয় । এই দুই ধরনের অর্থের নাম- বাচ্যার্থ ও লক্ষ্যার্থ।


Q1. একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কী বলে?

Ans: বাচ্যার্থ

Q2. ‘বাচ্যার্থ’ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?

Ans: মুখ্য

Q3. বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে, তা হয়-

Ans: লক্ষ্যার্থ

Q4. অঞ্চল শব্দটি শাড়ির পাড় না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

Ans: অর্থপ্রসার

Q5. মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

Ans: অর্থসংকোচ

Q6. শব্দের বৈচিত্র্যময় অর্থকে কী বলে?

Ans: বাগর্থ

Q7. শব্দের অর্থ অন্ত্যত কয় রকমের?

Ans: দুই

Q8. কোথায় অর্থ গ্রহণের বেলায় বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়?

Ans: অভিধানে

Q9. শব্দের বাচ্যার্থকে আরও কী বলা হয়ে থাকে?

Ans: আক্ষরিক অর্থ

Q10. কোনটিকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে?

Ans: লক্ষ্যার্থ

Q11. পাঠ্যবইয়ের অর্থের পরিবর্তনের করাটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে?

Ans: পাঁচ

Q12. একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে কোন প্রক্রিয়ায়?

Ans: অর্থসংকোচ

Q13. ‘গবাক্ষ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

Ans: গরুর চোখ

Q14. ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কী বলে?

Ans: অর্থের অবনতি

Q15. শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করলে তাকে কী বলে?

Ans: অর্থের উন্নতি

Q16. শব্দের অর্থগত পরিবর্তন কেবল কিসের অর্থের মধ্যে সীমিত থাকে না?

Ans: রূপমূলের

Q17. ‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ কী ছিলো?

Ans: মিলন

Q18. ‘অহিংসা পরম ধর্ম’।— এখানে ‘ধর্ম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

Ans: সৎকাজ

Q19. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?

Ans: লক্ষ্যার্থ

Q20. শব্দের ব্যবহার দু’রকম কী কী?

Ans: বাচ্যার্থ ও লক্ষ্যার্থ

Q21. শব্দের আভিধানিক অর্থই -

Ans: বাচ্যার্থ

Q22. শ্রীরামকৃষ্ণ পরমহংস এখানে ‘পরমহংস’ কীভাবে ব্যবহৃত হয়েছে?

Ans: উৎকর্ষ প্রাপ্তিতে

Q23. নিচের কোন বাক্যে পুণ্যকাজ অর্থে ‘ধর্মের’ ব্যবহার হয়েছে?

Ans: অহিংসা পরম ধর্ম

Q24. শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে বক্তা ও শ্রোতার মধ্যে কী ঘটানো হয়?

Ans: সংযোগ

Q25. অভিধানের অর্থ গ্রহণের বেলা শব্দের কী প্রাধান্য পায়?

Ans: বাচ্যার্থ

Q26. বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে সেটির নাম হয়-

Ans: লক্ষ্যার্থ

Q27. লক্ষ্যার্থকে আর কী বলা যায়?

Ans: গৌণার্থ

Q28. ‘অঞ্চল’ শব্দটির মূল অর্থ কী?

Ans: শাড়ির পাড়

Q29. ‘আঁচল’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?

Ans: অঞ্চল

Q30. ‘বর্ষ’ শব্দের প্রসারিত অর্থ কোনটি?

Ans: বছর

Q31. ‘মৃগয়া’ শব্দের অর্থ কোনটি?

Ans: পশু শিকার

Q32. ‘মৃগরাজ’ শব্দের অর্থ হচ্ছে —

Ans: পশুদের রাজা

Q33. এক সময়ে ‘অন্ন’ বলতে কী বোঝানো হতো?

Ans: যেকোনো খাদ্য

Q34. ‘অপরূপ’ শব্দটি পূর্বে কী অর্থ নির্দেশ করত?

Ans: শ্রীহীনতা

Q35. ঝুঁকিপূর্ণ কাজে উদ্যম কে কী বলে?

Ans: সাহস

Q36. বাংলাদেশে ‘রাজাকার’ শব্দটি কী অর্থ লাভ করেছে?

Ans: নেতিবাচক

Q37. ‘পাষণ্ড’ শব্দের অর্থ আগে কী ছিল?

Ans: ধর্মসম্প্রদায়

Q38. বাকভঙ্গির কারণে অর্থের কী পাওয়া যায়?

Ans: ভিন্নতা

Q39. সে মাথায় আঘাত পেয়েছে। এ বাক্যে ‘মাথা’ শব্দের অর্থ হচ্ছে—

Ans: অঙ্গবিশেষ

Q40. তিনি আমাদের গ্রামের মাথা। এ বাক্যে ‘মাথা’ শব্দের অর্থ কী?

Ans: মোড়ল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url