Weekly and Model Exam 48th Questions and Answers

 ৪৮তম পরীক্ষার কোন প্রশ্ন বা উত্তরে কোন প্রকার ভুল মনে হলে সেটা জানানোর অনুরোধ করা হলো।

Q1. বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?

1. প্রত্যয়

2. বাগধারা

3. সমাস

4. কারক

Right Answer : 2


Q2. বাগধারা ব্যবহারের সময়ে ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়?

1. শব্দ

2. প্রয়োগ

3. অর্থ

4. বর্ণ

Right Answer : 3


Q3. বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?

1. সামাজিক-অর্থনৈতিক

2. সামাজিক-মানসিক

3. সামাজিক-রাজনৈতিক

4. সামাজিক-সাংস্কৃতিক

Right Answer : 4


Q4. ‘কচুকাটা করা’ বাগধারাটির অর্থ কী?

1. কচু কেটে ফেলা

2. সফলতা লাভ

3. হত্যা করা

4. ধ্বংস করা

Right Answer : 4


Q5. বাগধারা বাক্যে অধিক কী সৃষ্টি করতে পারে?

1. ব্যঞ্জনা

2. দ্যোতনা

3. দুর্বোধ্যতা

4. সরলতা

Right Answer : 1


Q6. 'শাস্ত্রজ্ঞ তপস্বী' কে এক কথায় কী বলা হয়?

1. গুরু

2. আচার্য

3. ঋষি

4. উপাধ্যায়

Right Answer : 3


Q7. এক কথায় প্রকাশ করুন : 'অনেক অভিজ্ঞতা আছে যার'-

1. দূরদর্শী

2. অভিজ্ঞ

3. বহুদর্শী

4. ত্রিকালজ্ঞ

Right Answer : 3


Q8. 'দুইয়ের মধ্যে একটি' - এর এক কথায় প্রকাশ কি হবে?

1. অন্যতর

2. অন্যতম

3. দোয়াতি

4. দুইবারিক

Right Answer : 1


Q9. 'বৃষ্টির জল' এর এক কথায় প্রকাশ -

1. শ্বাদল

2. বেসাতি

3. উদ্বায়ী

4. শীকর

Right Answer : 4


Q10. আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় কি বলে?

1. অতলস্পর্শী

2. ক্রন্দসী

3. আমাশি

4. রোদসী

Right Answer : 2


Q11. 'সিত' শব্দের ঠিক বিপরীত শব্দ কোনটি?

1. গরম

2. কৃষ্ণ

3. উষ্ণ

4. ধবল

Right Answer: 2


Q12. 'অলীক' এর বিপরীত শব্দ -

1. বাস্তব

2. কল্পনা

3. উন্নতি

4. আয়ত্ত

Right Answer : 1


Q13. 'শর্বরী' এর বিপরীত শব্দ কোনটি?

1. রজনী

2. দীন

3. রাত

4. দিবস

Right Answer : 4


Q14. 'সন্ধি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

1. বিয়োগ

2. বিগ্রহ

3. নিগ্রহ

4. বর্জন

Right Answer : 2


Q15. 'অনন্ত'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

1. অসীম

2. সীমাহীন

3. অকুল

4. সান্ত

Right Answer : 4


Q16. The doctor gave me a prescription ---- my cough.

1. for

2. with

3. at

4. to

Right Answer : 1


Q17. He gave a talk _______ the causes of dengue fever.

1. of

2. on

3. for

4. off

Right Answer : 2


Q18. You can see the doctor _______ 8 am and 12 noon.

1. at

2. in

3. between

4. on

Right Answer : 3


Q19. Nowadays Rekha studies ________ the whole day.

1. with

2. from

3. throughout

4. under

Right Answer : 3


Q20. This story has been taken _______ the Arabian Nights.

1. from

2. of

3. by

4. with

Right Answer : 1


Q21. He is indebted _______ his friend ________ a large sum.

1. to, for

2. for, to

3. by, for

4. to, to

Right Answer : 1


Q22. My watch is ______ the table.

1. in

2. at

3. on

4. of

Right Answer : 3


Q23. Throw this pen _________ the dustbin.

1. into

2. in

3. on

4. none

Right Answer : 1


Q24. What is the verb of 'Error'?

1. Errand

2. Errant

3. Err

4. Erratie

Right Answer : 3


Q25. The present form of the verb 'Besought' is -

1. Besight

2. Beseight

3. Beseech

4. Beseecht

Right Answer : 3


Q26. We never thought our journey _____ so long.

1. will take

2. will be taking

3. would take

4. was taking

Right Answer : 3


Q27. At last the bus came. I _______ for 20 minutes.

1. have waited

2. had been waiting

3. was waiting

4. have been waiting

Right Answer : 2


Q28. He went to the market with a view to _______ a pen.

1. buy

2. buying

3. being bought

4. bought

Right Answer : 2


Q29. Had I a car, I ---- fast.

1. would come

2. come

3. had come

4. have come

Right Answer : 1


Q30. He -------- looking at her, wondering where he had seen.

1. keeps

2. was keeping

3. kept

4. would keep

Right Answer : 3


Q31. নিচের কোন সংখ্যাটি মৌলিক?

1. ৯১

2. ১৪৩

3. ৪৭

4. ৮৭

Right Answer : 3


Q32. ৫ ও ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?

1. ৬ টি

2. ৯ টি

3. ৭ টি

4. ১৫ টি

Right Answer : 1


Q33. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

1. ১১টি

2. ৮টি

3. ১০টি

4. ৯টি

Right Answer : 3


Q34. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?

1. ৯

2. ১২

3. ১৪

4. ১৫

Right Answer : 4


Q35. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?

1. ৩৪০

2. ৩৪১

3. ৩৪২

4. ৩৪৪

Right Answer : 2


Q36. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -

1. ১৮

2. ১২

3. ১৮

4. ১৪০

Right Answer : 3


Q37. একটি সংখ্যার অর্ধেক তার এক-ততীয়াংশের চেয়ে ১৭ বেশি,সংখ্যাটি কত?

1. ৫২

2. ৮৪

3. ১০২

4. ২০৮

Right Answer : 3


Q38. একটি শ্রেণীতে যত জন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হয়। বালকের সংখ্যা কত?

1. ১০

2. ১০০

3. ২৫

4. ৩৫

Right Answer : 1


Q39. 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2: 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে?

1. 40

2. 50

3. 60

4. 70

Right Answer : 3


Q40. ৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

1. ৪

2. ১৪

3. ১৬

4. ১২

Right Answer : 4


Q41. কোন চলচ্চিত্রটি ১৯৪৭ - এর দেশভাগ নিয়ে নির্মিত হয়?

1. আবার তোরা মানুষ 'হ'

2. চিত্রা নদীর পাড়ে

3. মাটির ময়না

4. নদীর নাম মধুমতি

Right Answer : 2


Q42. ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?

1. UNESCO

2. UNICEF

3. UNIFEM

4. ILO

Right Answer : 1


Q43. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় ছয় দফা ঘোষণা করেন?

1. ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে

2. ৬ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে

3. ৭ জুন ১৯৬৬ সালে ঢাকার পল্টন ময়দানে

4. ১৪ আগস্ট ১৯৬৬ সালে করাচীতে

Right Answer : 2


Q44. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল?

1. ১৩৫৮

2. ১৩৫৯

3. ১৩৭০

4. ১৩৭১

Right Answer : 1


Q45. কত সালে পাকিস্তান গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়?

1. ১৯৫২ সালে

2. ১৯৫৩ সালে

3. ১৯৫৪ সালে

4. ১৯৫৫ সালে

Right Answer : 3


Q46. পাকিস্তান Constituent Assembly এর ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবী প্রথম কে তুলেছিলেন?

1. আবুল হাসেম

2. ড. মুহম্মদ শহীদুল্লাহ

3. শেখ মুজিবুর রহমান

4. ধীরেন্দ্রনাথ দত্ত

Right Answer : 4


Q47. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?

1. হামিদুর রহমান

2. মতিউর রহমান

3. শহীদুল ইসলাম লালু

4. নূর মােহাম্মদ শেখ

Right Answer : 3


Q48. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?

1. সৈয়দ নজরুল ইসলাম

2. তাজউদ্দিন আহমদ

3. ক্যাপ্টেন এম মনসুর আলী

4. এ এইচ এম কামরুজ্জামান

Right Answer : 3


Q49. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?

1. ১৯৭১ সালের ২১ নভেম্বর

2. ১৯৭১ সালের ২৩ মার্চ

3. ১৯৭১ সালের ৩ মার্চ

4. ১৯৭১ সালের ১১ জুলাই

Right Answer : 4


Q50. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল?

1. ১৭ এপ্রিল ১৯৭১

2. ২৬ মার্চ ১৯৭১

3. ১১ এপ্রিল ১৯৭১

4. ১০ জানুয়ারি ১৯৭২

Right Answer : 1

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url