Weekly and Model Exam 46th Answers
Weekly And Model Exam Result And Question Solutions:
এটা আমাদের নিয়মিত সোমবার গ্রুপে যে পরীক্ষা হয় সেটার সমাধান। কোথাও কোন ভুল চোখে পড়লে জানানোর অনুরোধ থাকলো।
Q1. "চর্যাপদ" এর উচ্চারণ কি হবে?
1. চোর্জাপদ্
2. চর্যাপদ
3. চরযাপদ
4. চরজাপদ
Right Answer : 1
Q2. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
1. শুন্যপুরান
2. ডাকার্নব
3. শ্রীকৃষ্ণকীর্তন
4. গীতগোবিন্দ
Right Answer : 3
Q3. কখনও উপন্যাস লেখেননি -
1. কাজী নজরুল ইসলাম
2. জীবনানন্দ দাশ
3. সুধীন্দ্রনাথ দত্ত
4. বুদ্ধদেব বসু
Right Answer : 3
Q4. বাংলা সাহিত্যে কথ্যভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
1. কল্লোল
2. সবুজপত্র
3. বঙ্গদর্শন
4. কালিকলম
Right Answer : 2
Q5. বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?
1. আল মাহমুদ
2. সৈয়দ শামসুল হক
3. আলাউদ্দিন আল আজাদ
4. হুমায়ূন আহমেদ
Right Answer : 2
Q6. নিচের কোনটি সঠিক?
1. বিদ্রোহী-কাব্য গ্রন্থ
2. শেষের কবিতা-নাট্য গ্রন্থ
3. বিষবৃক্ষ-উপন্যাস
4. নৌকা ডুবি-গল্প গ্রন্থ
Right Answer : 3
Q7. "অচলা" বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা?
1. দত্তা
2. ঘরে বাইরে
3. চোখের বালি
4. গৃহদাহ
Right Answer : 4
Q8. প্রবোধকুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম?
1. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
2. মানিক বন্দোপাধ্যায়
3. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
4. বুদ্ধদেব বসু
Right Answer : 2
Q9. কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্রোপধ্যায় কর্তৃক রচিত নয়?
1. সোজন বাদিয়ার ঘাট
2. বড়দিদি
3. দত্তা
4. শ্রীকান্ত
Right Answer : 1
Q10. 'মান্ধাতার আমল' -এখানে 'মান্ধাতা' হলো -
1. প্রাচীনকাল
2. বহু পুরোনো কিছু
3. অন্ধকারময়
4. এক রাজার নাম
Right Answer : 4
Q11. 'ছবি' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত?
1. সোনার তরী
2. পূরবী
3. বলাকা
4. পুনশ্চ
Right Answer : 3
Q12. কে রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদ করেন?
1. রবীন্দ্রনাথ ঠাকুর
2. ডব্লিউ বি ইয়েটস
3. চার্লস ডিকেন্স
4. জন কিটস
Right Answer : 1
Q13. "সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন?
1. রবীন্দ্রনাথ ঠাকুর
2. মধুসূদন দত্ত
3. কাজী নজরুল ইসলাম
4. সত্যেন্দ্রনাথ দত্ত
Right Answer : 3
Q14. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
1. বিদ্রোহী
2. মুক্তি
3. রণসংগীত
4. লিচু চোর
Right Answer : 2
Q15. "দত্তকুলোদ্ভাব" কবি কে?
1. সত্যেন্দ্রনাথ দত্ত
2. সুধীন্দ্রনাথ দত্ত
3. মাইকেল মধুসূদন দত্ত
4. অজিত দত্ত
Right Answer : 3
Q16. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের জন্ম সন কোনটি?
1. ১৮৩৮ খ্রি.
2. ১৮৩৬ খ্রি.
3. ১৮৩৭ খ্রি.
4. ১৮৩৯ খ্রি.
Right Answer : 1
Q17. 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?
1. কাজী নজরুল ইসলাম
2. মোহাম্মদ বরকতুল্লাহ
3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
4. মোহাম্মদ লুৎফর রহমান
Right Answer : 3
Q18. কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়?
1. পদ্মাবতী
2. পদ্মরাগ
3. সুলতানার স্বপ্ন
4. মতিচূর
Right Answer : 1
Q19. বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করা?
1. মতিচুর
2. সুলতানার স্বপ্ন
3. পদ্মরাগ
4. অবরোধবাসিনী
Right Answer : 2
Q20. সৈয়দ মুজতবা আলীর রচনা নয় -
1. পঞ্চতন্ত্র
2. পালামৌ
3. দেশে বিদেশে
4. চাচাকাহিনী
Right Answer : 2
Q21. নিচের কোনটি কবি জসিমউদদীনের রচনা নয়?
1. পদ্মার পলিদ্বীপ
2. রাখালী
3. ধানখেত
4. নক্সী কাঁথার মাঠ
Right Answer : 1
Q22. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
1. বেগম সুফিয়া কামাল
2. শেখ ফজলুল করিম
3. ফররুখ আহমদ
4. হাসান হাফিজুর রহমান
Right Answer : 3
Q23. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
1. নাগরী লিপি
2. শ্যামী লিপি
3. সিংহলী লিপি
4. ব্রাহ্মী লিপি
Right Answer : 4
Q24. মৈমনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনূদিত হয়?
1. ২১টি
2. ২২টি
3. ২৩টি
4. ২৪টি
Right Answer : 3
Q25. দেওয়ানা মদিনার রচয়িতা কে?
1. মনসুর বয়াতি
2. মনসুরউদ্দিন
3. জসীমউদ্দীন
4. সুকুমার সেন
Right Answer : 1
Q26. ব্রজবুলি কোন স্থানের ভাষা?
1. আসাম
2. গৌড়
3. মিথিলা
4. পশ্চিমবঙ্গ
Right Answer : 3
Q27. বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?
1. গোবিন্দ দাস
2. বিদ্যাপতি
3. মানিক দত্ত
4. গোজলা গুই
Right Answer : 2
Q28. হিন্দী 'পদুমাবৎ ' - এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -
1. দৌলত উজীর বাহরাম খান
2. সৈয়দ সুলতান
3. আব্দুল করিম সাহিত্যে বিশারদ
4. আলাওল
Right Answer : 4
Q29. ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
1. ১৭৯৫
2. ১৭৯৯
3. ১৮০০
4. ১৮০১
Right Answer : 3
Q30. 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' - এর সম্পাদক কে?
1. মুহম্মদ আব্দুল হাই
2. মুহম্মদ শহীদুল্লাহ
3. মুহম্মদ এনামুল হক
4. আহমদ শরীফ
Right Answer : 4
Q31. The antonym of ‘facilitate’ is ——.
1. hallow
2. hide
3. hamper
4. hold
Right Answer : 3
Q32. The antonym of 'terminate'-
1. depart
2. begin
3. prevent
4. change
Right Answer : 2
Q33. Choose the word that means the opposite of 'publish'-
1. Announce
2. Designate
3. Suppress
4. None of them
Right Answer : 3
Q34. The synonym of "Franchise" -
1. Privilege
2. Utility
3. French
4. Frankness
Right Answer : 1
Q35. The synonym of 'serene' is?
1. severe
2. dark
3. calm
4. serious
Right Answer : 3
Q36. What is the plural of the word 'knife'?
1. knifis
2. knives
3. knifeess
4. kniveses
Right Answer : 2
Q37. What is the noun of the word 'Waste'?
1. Waste
2. Wasting
3. Wastage
4. Wasteful
Right Answer : 3
Q38. What is the masculine gender of "mare"?
1. Mermaid
2. Bear
3. Stallion
4. Dog
Right Answer : 3
Q39. Which one is the reflexive pronoun?
1. who
2. himself
3. one
4. they
Right Answer : 2
Q40. My, our, her are _____
1. nominative case
2. dative case
3. objective case
4. possessive case
Right Answer : 4
Q41. The present form of the verb 'Besought' is-
1. Besight
2. Beseight
3. Beseech
4. Beseecht
Right Answer : 3
Q42. Which one of the following is conjunction?
1. very
2. run
3. or
4. often
Right Answer : 3
Q43. Alas! I am undone. here 'Alas 'is _________
1. noun
2. adverb
3. interjection
4. preposition
Right Answer : 3
Q44. Which parts of speech expresses a mild or sudden burst of emotions?
1. Conjunction
2. Adjective
3. Interjection
4. Preposition
Right Answer : 3
Q45. Now it is ten o'clock ____ my watch.
1. from
2. by
3. at
4. of
Right Answer : 2
Q46. He was absorbed --- deep thought.
1. with
2. on
3. in
4. by
Right Answer : 3
Q47. He died _______ an accident.
1. Of
2. By
3. For
4. From
Right Answer : 2
Q48. Everybody likes as flower, _____?
1. does he
2. doesn't he
3. can he
4. don't they
Right Answer : 4
Q49. What is passive form of the sentence “We teach him a good lesson”?
1. He is teaching a good lesson by us
2. He is being taught a good lesson by us
3. He has been taught a good lesson by us
4. He is taught a good lesson by us
Right Answer : 4
Q50. The best passive form of the sentence: 'We don't like idle people'-
1. We are not liked by idle people.
2. Idle people are not like us.
3. Idle people are not liked by us.
4. Idle people are not of our liking.
Right Answer : 3
Q51. Complete the following sentence. If I had known you were coming ----
1. I would go to the station
2. I had gone to the station
3. I would have gone to the station
4. I would be going to the station
Right Answer : 3
Q52. Who is the author of 'Animal Farm'?
1. Thomas More
2. George Orwel
3. Boris Pasternak
4. Charles Dickens
Right Answer : 2
Q53. Who is the poet of the 'Victorian Age'?
1. Helen Keller
2. Mathew Arnold
3. Shakespare
4. Robert Browning
Right Answer : 4
Q54. 'Justice delayed is justice denied' was stated by-
1. Disraeli
2. Emerson
3. Gladstone
4. Shakespeare
Right Answer : 3
Q55. Who is the greatest modern English dramatist?
1. Verginia Woolf
2. George Bernard Shaw
3. P. B. Shelley
4. S. T. Coleridge
Right Answer : 2
Q56. 'The rainbow' is-
1. a poem by Wordsworth
2. a short story by Somerst Maugham
3. a novel by D. H. Lawrence
4. a verse by Coleridge
Right Answer : 3
Q57. What was the real name of the great American short writer, 'O Henry'?
1. Samuel L. Clemen
2. William Sydney Porter
3. Fitz-James O'Brien
4. William Huntington Wright
Right Answer : 2
Q58. He is ______ MBBS. ( Choose the article)
1. a
2. an
3. the
4. no article
Right Answer : 2
Q59. He is _____ European.
1. a
2. an
3. none of them
4. the
Right Answer : 1
Q60. দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে?
1. দুইটি বাহু ও এককোণ
2. তিনটি বাহু
3. এক বাহু ও দুইটি কোণ
4. তিনটি কোণ
Right Answer : 4
Q61. 17 সে.মি., 15 সে.মি., 8 সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে -
1. সমবাহু
2. সমদ্বিবাহু
3. সমকোণী
4. স্থুলকোণী
Right Answer : 3
Q62. একটি পঞ্চভুজের সমষ্টি -
1. ৪ সমকোণ
2. ৬ সমকোণ
3. ৮ সমকোণ
4. ১০ সমকোণ
Right Answer : 2
Q63. একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫ডিগ্রি ও ৫৫ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের?
1. সমকোণী
2. সমবাহু
3. সমদ্বিবাহু
4. স্থুলকোণী
Right Answer : 1
Q64. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
1. ২৪ সে. মি.
2. ১৮ সে. মি.
3. ৩৬ সে. মি.
4. ১২ সে. মি.
Right Answer : 1
Q65. ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
1. ৯৮ ব. সে. মি.
2. ৪৯ ব. সে. মি.
3. ১৯৬ ব. সে. মি.
4. ১৪৬ ব. সে. মি.
Right Answer : 1
Q66. একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি -
1. ৫৯০ ডিগ্রি
2. ৩৬০ ডিগ্রি
3. ৯০০ ডিগ্রি
4. ৭২০ ডিগ্রি
Right Answer : 4
Q67. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–
1. ০ ডিগ্রী
2. ৩০ ডিগ্রী
3. ৪৫ ডিগ্রী
4. ৯০ ডিগ্রী
Right Answer : 4
Q68. তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের বলে -
1. সদৃশ ত্রিভুজ
2. সমদ্বিবাহু ত্রিভুজ
3. সমবাহু ত্রিভুজ
4. সমকোণী ত্রিভুজ
Right Answer : 1
Q69. সম্পূরক কোণের মান কত?
1. ৯০°
2. ২৭০°
3. ১৮০°
4. ৩৬০°
Right Answer : 3
Q70. একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে , বর্গক্ষেত্র দু.টির কর্ণের অনুপাত কত?
1. ৪:১
2. ৪:৩
3. ৬:১
4. ২:১
Right Answer : 1
Q71. একটি বৃত্ত মূলবিন্দু O দিয়ে যায় এবং x ও y অক্ষ দুটির ধনাত্মক দিক হতে যথাক্রমে A ও B বিন্দুতে 5 ও 3 অংশ ছেদ করে;OAB ত্রিভুজের ক্ষেত্রফল -
1. 5.5
2. 7.5
3. 3.5
4. 7.0
Right Answer : 2
Q72. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
1. ইয়েন
2. পেসো
3. ইউয়ান
4. উয়ন
Right Answer : 4
Q73. 'ক্রজিরো' কোন দেশের সাবেক মুদ্রার নাম?
1. লুক্সেমবার্গ
2. ব্রাজিল
3. কম্বোডিয়া
4. মঙ্গোলিয়া
Right Answer : 2
Q74. ইউরো মুদ্রা কখন চালু হয়?
1. ১৯৯৯ সালের ১ জানুয়ারি
2. ২০০০ সালের ১মার্চ
3. ২০০১ সালের ১ জানুয়ারি
4. ১৯৯৮ সালের ১ নভেম্বর
Right Answer : 1
Q75. হেলসিংকি কোন দেশের রাজধানী?
1. সুইডেন
2. নরওয়ে
3. ফিনল্যান্ড
4. পোল্যান্ড
Right Answer : 3
Q76. কোনটি সার্কভূক্ত দেশের রাজধানী নয়?
1. ঢাকা
2. কাঠমুন্ড
3. ব্যাংকক
4. থিম্পু
Right Answer : 3
Q77. আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa -তে কোন দেশটি অবস্থিত?
1. ইথিওপিয়া
2. নাইজেরিয়া
3. কেনিয়া
4. সুদান
Right Answer : 1
Q78. ভেনিজুয়েলা কোন মহাদেশে -
1. আফ্রিকা
2. ইউরোপ
3. দক্ষিণ আমেরিকা
4. এশিয়া
Right Answer : 3
Q79. দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?
1. ইস্তাম্বুল
2. কায়রো
3. ট্রয়নগরী
4. হ্যামরফাস্ট
Right Answer : 1
Q80. লোহিত সাগর ও সুয়েজখাল এশিয়াকে বিচ্চিন্ন করেছে কোন মহাদেশ থেকে?
1. আফ্রিকা
2. ইউরোপ
3. অস্ট্রেলিয়া
4. কোনটিই নয়
Right Answer : 1
Q81. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
1. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
2. আটলান্টিক ও ভূমধ্যসাগর
3. ভারত ও প্রশান্ত মহাসাগর
4. প্রশান্ত ও ভূমধ্যসাগর
Right Answer : 1
Q82. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
1. লোহিত সাগর ও ভূমধ্যসাগর
2. ভূমধ্যসাগর ও আরব সাগর
3. লোহিত সাগর ও আরব সাগর
4. ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর
Right Answer : 1
Q83. বিশ্বের কোন দেশে সাগরতলে মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?
1. জাপানে
2. মালদ্বীপে
3. শ্রীলংকায়
4. আইসল্যান্ড
Right Answer : 2
Q84. মালক্কা প্রণালির অবস্থান কোথায়?
1. পশ্চিম এশিয়া
2. দক্ষিণ এশিয়া
3. পূর্ব এশিয়া
4. দক্ষিণ পূর্ব এশিয়া
Right Answer : 4
Q85. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে -
1. ১৯০৪ সালে
2. ১৯১৪ সালে
3. ১৯১৫ সালে
4. ১৯১৬ সালে
Right Answer : 2
Q86. অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে কোন সালে?
1. ১৯২১
2. ১৯২২
3. ১৯২৩
4. ১৯২৪
Right Answer : 2
Q87. The International Court of Justice is located in -
1. New York
2. London
3. Geneva
4. Hague
Right Answer : 4
Q88. খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম -
1. কোর্ট অব ডিসিপ্লিন
2. কোর্ট অব প্লে
3. কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
4. কোর্ট অব আরবিট্রেশন
Right Answer : 4
Q89. ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
1. পাকিস্তান
2. বাংলাদেশ
3. ভারত
4. সৌদি আরব
Right Answer : 1
Q90. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রেসিডেন্ট কে?
1. জর্জ বুশ
2. আবরাহাম লিংকন
3. জর্জ ওয়াশিংটন
4. থিউডর রুজভেল্ট
Right Answer : 3
Q91. The wage fund theory এর প্রবক্তা কে?
1. জে এস মিল
2. ওয়াকার
3. কেইন্স
4. কার্ল মার্কস
Right Answer : 1
Q92. ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন কোন সংস্থার অংগ সংগঠন?
1. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
2. বিশ্ব ব্যাংক
3. ইউনেস্কো
4. ইউ এন ডি পি
Right Answer : 2
Q93. কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
1. নাউরু
2. কেনিয়া
3. কিউবা
4. গায়ানা
Right Answer : 1
Q94. কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
1. আলবার্টা
2. কুইবেক
3. মেনিটোবা
4. নোভাস্কোশিয়া
Right Answer : 2
Q95. যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন -
1. জেমস মনরো
2. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
3. হ্যারি এস ট্রম্যান
4. তথ্যটি সঠিক নয়
Right Answer : 2
Q96. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
1. সনোরা লাইন
2. ম্যাকনামারা লাইন
3. ডুরান্ড লাইন
4. হিন্ডারবার্গ লাইন
Right Answer : 1
Q97. জাপান পার্ল হারবার আক্রমণ করে -
1. ৭ ডিসেম্বর ১৯৪১
2. ২৩ জুন ১৪৪২
3. ৩ নভেম্বর ১৯৪২
4. ২৬ জুলাই ১৯৪৩
Right Answer : 1
Q98. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
1. ৩০০ বছর
2. ৩৩৫ বছর
3. ৩৪২ বছর
4. ৫০০ বছর
Right Answer : 3
Q99. নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
1. ১০টি
2. ১২টি
3. ১১টি
4. ৮টি
Right Answer : 3
Q100. মিশর ও ইসরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তি সম্পাদিত হয়?
1. জেনেভা চুক্তি
2. প্যারিস চুক্তি
3. ক্যাম্প ডেভিড চুক্তি
4. তাসখন্দ চুক্তি
Right Answer : 3