রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
নিচে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:
Q1. বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক -
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q2. 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত -
Ans: উপন্যাসের নাম
Q3. "রক্তকরবী" কি?
Ans: রবীন্দ্রনাথের নাটক
Q4. রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান -
Ans: ১৯১৩ সালে
Q5. 'ছবি' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত?
Ans: বলাকা
Q6. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Ans: ১৯৬১
Q7. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Ans: বসন্ত
Q8. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
Ans: গীতাঞ্জলি
Q9. ‘শর্মিলী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
Ans: দুইবোন
Q11. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কোনটি?
Ans: ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
Q12. রবীন্দ্রনাথ রচিত ছােট গল্প কোনটি?
Ans: মহামায়া
Q13. রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন?
Ans: ১৮৬১
Q14. "পুনশ্চ" রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?
Ans: কাব্য
Q15. "সঞ্চয়িতা" রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ?
Ans: কাব্য
Q16. কে রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদ করেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q17. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Ans: বনফুল
Q18. ‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর’- কোন কবিতার চরণ?
Ans: নির্ঝরের স্বপ্নভঙ্গ
Q19. রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন -
Ans: ১৯১৯
Q20. ‘পদাবলী’ লিখেছেন -
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q21. ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
Ans: উপন্যাস
Q22. কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q23. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Ans: চিত্রা
Q24. ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?
Ans: বলাকা
Q25. ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ -এটি রচনার প্রেক্ষাপট কি?
Ans: বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন
Q26. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
Ans: বাংলার প্রকৃতির কথা
Q27. ‘ক্ষণিকা’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
Ans: কাব্য
Q28. রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি?
Ans: বাল্মীকি প্রতিভা
Q29. ‘আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।’ -রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ans: পূজা অর্থে
Q30. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম -
Ans: মহেন্দ্র ও বিনোদিনী
Q31. কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ?
Ans: সভ্যতার সংকট
Q32. ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q33. রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি?
Ans: বিসর্জন
Q34. ‘শেষের কবিতা’ উপন্যাসের চরিত্র হচ্ছে -
Ans: অমিত, লাবণ্য
Q35. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ -
Ans: য়ুরোপ প্রবাসী পত্র
Q36. ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q37. রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল -
Ans: ডাকঘর
Q38. রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির দ্বন্দ্ব?
Ans: যোগাযোগ
Q39. ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q40. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল?
Ans: ৭
Q41. বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা “১৪০০ সাল’ এর রচয়িতা কে?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q42. ‘ঠাকুর’ পরিবারের আসল পদবী ছিল?
Ans: কুশারী
Q43. ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q44. ‘ছিন্নপত্র’ এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
Ans: ইন্দিরা দেবী
Q45. রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগ্রন্থ কোনটি?
Ans: বিশ্বপরিচয়
Q46. ‘নন্দিনী, কিশোর’ রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র?
Ans: রক্তকরবী
Q47. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
Ans: ক্ষুধিত পাষাণ
Q48. রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
Ans: নদী
Q49. ‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি -
Ans: উপন্যাস
Q50. ‘চোখের বালি’ উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
Ans: দ্বন্দ্বমূলক
Q51. 'খেয়া' রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
Ans: কাব্য
Q52. বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সংগীত হিসাবে নির্বাচন করেছে?
Ans: ভারত
Q53. রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন?
Ans: ১৯০১ সালে
Q54. কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
Ans: ৭ আগস্ট, ১৯৪১
Q55. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়?
Ans: ১৭ বছর বয়সে
Q56. রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস কোনটি?
Ans: বউ ঠাকুরানীর হাট
Q57. বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন -
Ans: আইনস্টাইন
Q58. রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কোনটি?
Ans: ভিখারিনী
Q59. রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
Ans: পনেরো বছর
Q60. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
Ans: শেষলেখা
Q61. কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য?
Ans: চিত্রাঙ্গদা
Q62. রবীন্দ্রনাথের প্রথম রচিত কাব্য -
Ans: সন্ধ্যা সঙ্গীত
Q63. মৃত্যুর পরে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটি?
Ans: শেষ লেখা
Q64. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
Ans: চতুরঙ্গ
Q65. উপন্যাস রচনার প্রথমদিকে রবীন্দ্রনাথ কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Q66. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ প্রকাশিত হয় কত সনে?
Ans: ১৯১০
Q67. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
Ans: খুলনার পিঠাভোগ গ্রাম
Q68. ‘অমল’ চরিত্রটি কোন নাটকের?
Ans: ডাকঘর
Q69. যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে?
Ans: হৈমন্তী
Q70. রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন?
Ans: জাপান
Q71. ‘কালান্তর’ শীর্ষক প্রবন্ধের রচয়িতা কে?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q72. ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা -
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q73. নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত রঙ্গনাট্য?
Ans: চিরকুমার সভা
Q74. ‘পঞ্চভূত’ কার লেখা -
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q75. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি?
Ans: করুণা
Q76. ‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা?
Ans: ভ্রমণকাহিনী
Q77. রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?
Ans: বলাকা
Q78. ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি -
Ans: উপন্যাস
Q79. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন -
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q80. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
Ans: ২২ শে শ্রাবণ
Q81. ‘সেজুঁতি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q82. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন?
Ans: কালের যাত্রা
Q83. রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিপ্রসূত উপন্যাস কোনটি?
Ans: গোরা/চার অধ্যায়
Q84. ‘ঘরে-বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো -
Ans: ব্রিটিশ ভারতে রাজনীতি
Q85. বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে -
Ans: রবীন্দ্রনাথের হাতে
Q86. পারিবারিকভাবে ঐতিহ্যসূত্রে রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিলেন?
Ans: ব্রাহ্ম ধর্ম
Q87. ‘মৃণালিনী’ কার রচনা?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q88. ‘গীতাঞ্জলি’ কাব্যের ভূমিকা ইংরেজিতে লিখেন কোন কবি?
Ans: ডব্লিও বি ইয়েটস্
Q89. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?
Ans: বাজে কথা
Q90. রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোটগল্প কোনটি?
Ans: ল্যাবরেটরী
Q91. রবীন্দ্রনাথের ‘সোনারতরী’ কবিতা কোন ছন্দে রচিত?
Ans: মাত্রাবৃত্ত
Q92. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
Ans: হরপ্রসাদ শাস্ত্রী
Q93. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
Ans: ভিক্টোরিয়া ওকামপো
Q94. রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন কত সালে?
Ans: ১৯১৮ সালে
Q95. “নবদম্পতির প্রেমালাপ” রচনাটি কার ?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q96. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
Ans: ৫২
Q97. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ?
Ans: শিক্ষার হেরফের
Q98. কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
Ans: ছবি
Q99. “যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”- এই চরণ দুইটি কোন কবির রচনা?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q100. রবীন্দ্রনাথ ঠাকুর ‘সোনার তরী’ কোথায় রচনা করেন?
Ans: শিলাইদহের কুঠিবাড়িতে