বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর

 নিচে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো:


1. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?

উত্তর: সাত

2. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি/কাজ করতেন?

উত্তর: নৌ-বাহিনী

3. সর্বমোট কতজনকে মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আবদানের জন্য “বীরশ্রেষ্ঠ” খেতাব দেয়া হয়?

উত্তর: ৭ জন

4. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?

উত্তর: সিলেট

5. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?

উঃ ভারত

6. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?

উঃ যশোর ও সিলেট

7. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় —–

উঃ ১৪ ডিসেম্বর

8. আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

উঃ ইরাক

9. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

উঃ সিপাহী

10. একাত্তরের চিঠি কী?

উঃ মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

11. কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন ?

উঃ ডব্লিউ এ এস ওডারল্যান্ড

12. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

উঃ ভূটান

13. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উঃ ১১ টি

14. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির পিতার নাম কী?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

15. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিলো?

উঃ দুই নম্বর সেক্টর

16. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?

উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)

17. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিলো?

উত্তরঃ প্রায় দশ লক্ষ

18. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?

উত্তরঃ এম. মনসুর আলি

19. সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কী ছিলো?

উত্তরঃ এমএফ (মুক্তিফৌজ)

20. রাজাকার বাহিনীর গঠন করেন কে?

উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ

21. ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?

উত্তরঃ ৩রা নভেম্বর

22. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

উত্তরঃ সেগুনবাগিচা

23. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?

উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট

24. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

25. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?

উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই

26. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?

উত্তর: প্রায় ৩০ লাখ

27. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?

উত্তর: চারটি

28. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?

উত্তর: ‘জয় বাংলা’।

29. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?

উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর

30. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভু‌র্ক্ত ছিল?

উত্তরঃ ১০নং সেক্টরে

31. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?

উত্তরঃ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ

32. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?

উ: ২৩ মার্চ ১৯৬৬

33. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম

34. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?

উত্তরঃ মেজর খালেদ মোশারফ

35. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?

উত্তরঃ মুক্তিফৌজ

36. কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?

উ: ৩ মার্চ ১৯৭১

35. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?

উত্তরঃ ৬৭৬ জন

36. মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে?

উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি

37. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩

38. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল

উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১

39. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী

40. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ তাজউদ্দিন আহমেদ

41. মুজিবনগর সরকার কোন কোন শহরে বা দেশে মিশন স্থাপন করেছিলো?

উত্তরঃ কলকাতা, নয়াদিল্লী, হংকং, ফিলিপাইন, নিউইয়র্ক, ওয়াশিংটন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইরাক, জাপান এবং নেপালে।

42. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?

উত্তরঃ অপারেশন সার্চ লাইট

43. কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উত্তরঃ ১৪ই ডিসেম্বর

44. সাইমন ড্রিং কে ছিলেন?

উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক

45. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?

উত্তরঃ ডাচ

46. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?

উত্তরঃ ৩ টি

47. আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?

উত্তরঃ ঢাকা সেনানিবাসে।

48. "বাংলার মুক্তি সনদ" হিসেবে কি পরিচিত?

উত্তরঃ ৭ই মার্চের ভাষণ

49. কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?

উত্তরঃ আইভরি কোস্ট

50. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?

উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব

51. ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?

উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো

52. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?

উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী

53. মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?

উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস

54. এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?

উত্তরঃ ৩রা মার্চ

55. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?

উত্তরঃ ৬০ টি

56. কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?

উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।

57. মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?

উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।

58. মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?

উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

59. জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?

উত্তর: ১৮ এপ্রিল, ১৯৭১।

60. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?

উত্তর: ক্যাপ্টেন এ কে খন্দকার।

61. প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?

উত্তর: এম হোসেন আলী।

62. সাইমন ড্রিং কে ছিলেন?

উত্তর: ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।

63. মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?

উত্তর: ১৮ এপ্রিল কলকতায়।

64. কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?

উত্তর: ১০ নং সেক্টর।

65. কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?

উত্তর: বীর শ্রেষ্ঠ রুহুল আমীন

66. শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?

২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।

67. জেনারেল এ কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?

উত্তর: জেনারেল জগজিৎ সিং অরোরার।

68. আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?

উত্তর: বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।

69. জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?

উত্তর: ৯৩ হাজার।

70. কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?

উত্তর: বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।

71. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?

উত্তর: পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।

72. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?

উত্তর: ভারতের আমবাসা এলাকায়।

73. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?

উত্তর: মাদার মারিও ভেরেনজি।

74. বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?

উত্তর: আ স ম আব্দুর রব।

75. কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?

উত্তর: ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

76. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?

উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

77. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?

উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।

78. শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন?

উত্তর: ১০ জানুয়ারী ১৯৭২।

79. 'এ দেশের মাটি চাই, মানুষ নয়'- এ উক্তি কার?

উত্তর: জেনারেল ইয়াহিয়া খান।

80. বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?

উত্তর: ৬ জন।

81. আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন?

উত্তর: পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।

82. আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়?

উত্তর: জুন, ১৯৬৮।

83. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল?

উত্তর: ৩৫ জন।

84. 'আগরতলা ষড়যন্ত্র' মামলার প্রধান আসামী ছিলেন?

উত্তর: শেখ মুজিবর রহমান।

85. আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?

উত্তর: ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।

86. কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে?

১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।

87. আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়?

উত্তর: ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য।

88. পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন?

উত্তর: ২০ জানুয়ারী, ১৯৬৯।

89. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল?

উত্তর: ১৬৭ টি আসন।

90. পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: ৭ ডিসেম্বর, ১৯৭০ সাল।

91. আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?

উত্তর: ২৫ মার্চ, ১৯৭১ রাতে।

92. শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন?

উত্তর: ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।

93. কত মাস যুদ্ধের পরে বাঙালীর স্বাধীনতা অর্জিত হয়?

উত্তর: দীর্ঘ ৯ মাস।

94. ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?

উত্তর: ছয় দফা : আমাদের বাঁচার দাবি।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url