কাজী নজরুল ইসলাম বিষয়ক প্রশ্ন এবং উত্তর
নিম্নে কাজী নজরুল ইসলাম বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো:
Q1. "সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন?
Ans: কাজী নজরুল ইসলাম
Q2. কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?
Ans: অগ্নিবীণা
Q3. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন?
Ans: ১৯৭৬
Q4. "বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী" - এই কবিতাংশটুকুর কবি কে?
Ans: কাজী নজরুল ইসলাম
Q5. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Ans: বসন্ত
Q6. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
Ans: মুক্তি
Q7. কোন সাহিত্যিক 'ব্যাঙাচি' ছদ্মনামে লিখতেন?
Ans: কাজী নজরুল ইসলাম
Q8. কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
Q9. কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?
Ans: জীবনানন্দ দাশ
Q10. 'পদ্ম-গোখরো' গল্পটির রচয়িতা কে?
Ans: কাজী নজরুল ইসলাম
Q11. ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?
Ans: কাজী নজরুল ইসলাম
Q12. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Ans: মৃত্যুক্ষুধা
Q13. লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে?
Ans: কাজী নজরুল ইসলাম
Q14. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
Ans: ব্যথার দান
Q15. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
Ans: রাঙাজবা
Q16. নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ -
Ans: ছায়ানট
Q17. ‘বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।’ - এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
Ans: কাজী নজরুল ইসলাম
Q18. ‘ঝিঙেফুল’ কবিতার কবি হচ্ছেন-
Ans: কাজী নজরুল ইসলাম
Q19. কাজী নজরুল ইসলামের বিদ্রোহভাবমূলক কাব্য কোনটি?
Ans: বিষের বাঁশী
Q20. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Ans: কুহেলিকা, মৃত্যুক্ষুধা
Q21. নিচের কোনটি কাজী নজরুলের গানের বই?
Ans: চন্দ্রবিন্দু
Q22. কাজী নজরুল ইসলামের শিল্পীজীবন কত বছর?
Ans: ২৩ বছর
Q23. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
Ans: বাউণ্ডেলের আত্মকাহিনী
Q24. ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?
Ans: কাজী নজরুল ইসলাম
Q25. কোনটি কাজী নজরুলের কাব্যানুবাদ?
Ans: রুবাইয়াৎ-ই-হাফিজ
Q26. নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
Ans: যুগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা ও চন্দ্রবিন্দু।
Q27. কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?
Ans: ১৯৭২ সালে
Q28. নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
Ans: বাঁধনহারা
Q29. কাজী নজরুল ইসলামের প্রেমানুভূতিমূলক কাব্য কোনটি?
Ans: দোলন চাঁপা
Q30. কবি নজরুল ইসলামের কোন কবিতাটি বৃটিশ সরকার বাজেয়াপ্ত করেন?
Ans: আনন্দময়ীর আগমনে
Q31. কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Ans: সর্বহারা
Q32. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি?
Ans: বুলবুল
Q33. নজরুলের ‘ব্যথার দান’ কবে প্রকাশিত হয়?
Ans: ফেব্রুয়ারি, ১৯২২ খ্রিষ্টাব্দে
Q34. কবি নজরুল অসুস্থ হন কত খ্রিস্টাব্দে?
Ans: ১৯৪২
Q35. ‘দুর্দিনের যাত্রী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
Ans: কাজী নজরুল ইসলাম
Q36. কাজী নজরুল ইসলামের ‘মহররম’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Ans: অগ্নিবীণা
Q37. ‘তুর্কি মহিলার ঘোমটা খোলা’-কার রচনা?
Ans: কাজী নজরুল ইসলাম
Q38. কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
Ans: কানাডা
Q39. কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
Ans: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
Q40. কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কত খ্রিস্টাব্দে?
Ans: ১৯৭৬
Q41. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভূক্ত?
Ans: সিন্ধুহিন্দোল
Q42. কাজী নজরুল ইসলাম রচিত ‘ঝিঙেফুল’ কোন শ্রেণীর কবিতা?
Ans: শিশুতোষ
Q43. ‘রুদ্রমঙ্গল’ কার লেখা?
Ans: কাজী নজরুল ইসলাম
Q44. ‘খেয়া পারের তরণী’ কবিতার কবি কে?
Ans: কাজী নজরুল ইসলাম
Q45. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা ‘মুক্তি’ কত সালে প্রকাশিত হয়?
Ans: ১৯১৮ সালে
Q46. কোনটি নজরুলের রচনা?
Ans: চোখের ছাতক
Q47. কাজী নজরুল ইসলামের জন্মস্থান -
Ans: বর্ধমান
Q48. ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কাজী নজরুল ইসলামের এ কবিতায় গুবাক শব্দের অর্থ -
Ans: সুপারি
Q49. কাজী নজরুল ইসলামের রচনা -
Ans: দোলনচাঁপা
Q50. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য -
Ans: সিন্ধু হিন্দোল
Q51. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়?
Ans: ১৯২২
Q52. কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি?
Ans: ১৮৯৯-১৯৭৬ খ্রিঃ
Q53. ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রী প্রদান করে -
Ans: ১৯৭৪ সালে
Q54. ‘ঝিলিমিলি’ নাটকটি কে লিখেছেন?
Ans: কাজী নজরুল ইসলাম
Q55. কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি -
Ans: প্রবন্ধ
Q56. ‘চক্রবাক’ কার রচনা?
Ans: কাজী নজরুল ইসলাম
Q57. কাজী নজরুল ইসলামের উপন্যাস “মৃত্যুক্ষুধা” কাদের পটভুমিতে রচিত?
Ans: নিগৃহীত মহিলাদের
Q58. ব্যাথার দান কি? কে লেখেন?
Ans: গল্প, নজরুল ইসলাম
Q59. কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন?
Ans: ৪৯ নং বাঙালি পল্টন
Q60. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে?
Ans: ১৯৭৪ সালে
Q61. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Ans: লাঙ্গল
Q62. কবে, কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়?
Ans: ১২ জুন, ২০০৫; ঢাকা
Q63. কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন?
Ans: মাজারের খাদেম
Q64. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি?
Ans: যুগবাণী
Q65. ‘ব্যথার দান’ নজরুলের ইসলামের একটি -
Ans: গদ্যকাব্য
Q66. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
Ans: কাজী নজরুল ইসলাম
Q67. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?
Ans: ৪৩ বছর বয়সে। মতান্তরে, ৪০ বছর
Q68. কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন -
Ans: সঞ্চিতা
Q69. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে?
Ans: ১৩০৬
Q70. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’র কে স্মরণ করেছেন কেন?
Ans: প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
Q71. ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলাম রচিত কোন শ্রেণীর রচনা?
Ans: গল্প
Q72. ‘বহু যুবককে দেখিয়াছি - যাহাদের যৌবনের উর্দির নীচে বার্ধক্যের কঙ্কাল মুর্তি’-এই উক্তিটি কোন লেখকের?
Ans: কাজী নজরুল ইসলাম
Q73. “ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত”- ছড়াটি কার সম্পর্কে?
Ans: কাজী নজরুল ইসলাম
Q74. কাজী নজরুল ইসলাম লিখেছেন -
Ans: মার্চ পাস্ট
Q75. ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
Ans: খেয়াপারের তরণী
Q76. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরলোক গমনের বাংলা সন কোনটি?
Ans: ১৩৮৩ বঙ্গাব্দ
Q77. ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটি রচনা করেছেন -
Ans: কাজী নজরুল ইসলাম
Q78. কাজী নজরুল ইসলামের রচনা -
Ans: চক্রবাক, ছায়ানট, রুদ্রমঙ্গল