জীবনানন্দ দাশ বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর

 নিম্নে জীবনানন্দ দাশ বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো:


Q1. জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম -

Ans: বনলতা সেন

Q2. রূপসী বাংলার কবি -

Ans: জীবনানন্দ দাশ

Q3. দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ -

Ans: বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি

Q4. জীবনানন্দ দাশের জন্ম স্থান -

Ans: বরিশাল

Q5. কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?

Ans: জীবনানন্দ দাশ

Q6. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?

Ans:কবিতার কথা

Q7. জীবনানন্দ দাশ প্রধানত -

Ans: প্রকৃতির কবি

Q8. কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষেক গবেষণা করেন তাঁর নাম -

Ans: ক্লিনটন বি. সিলি

Q9. "বাংলার মুখ" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

Ans: রূপসী বাংলা

Q10. জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?

Ans: ১৮৯৯

Q11. তিরিশ দশকের সবচেয়ে ‘তথাকথিত’ কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?

Ans: জীবনানন্দ দাশ

Q12. ‘পাখীর নীড়ের মত চোখ’ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?

Ans: জীবনানন্দ দাশ

Q13. কার কবিতাকে ‘চিত্ররূপময়’ বলা হয়েছে?

Ans: জীবনানন্দ দাশ

Q14. জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কিসের পরিচায়ক?

Ans: স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা

Q15. ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা?

Ans: জীবনানন্দ দাশ

Q16. ‘আবার আসিব ফিরে এই ধানসিড়িটির তীরে এই বাংলায়’- এই লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যায় -

Ans: জীবনানন্দ দাশ

Q17. ‘কবিতার কথা’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে?

Ans: জীবনানন্দ দাশ

Q18. ‘সাতটি তারার তিমির’ কাব্যটি কার লেখা?

Ans: জীবনানন্দ দাশ

Q19. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

Ans: ঝরা পালক

Q20. বাংলা সাহিত্যের কোন কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় প্রাণ হারান?

Ans: জীবনানন্দ দাশ

Q21. ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে’- কার লেখা?

Ans: জীবনানন্দ দাশ

Q22. Who is the poet of ‘Ruposhi Bangla’ Poem?

Ans: Jibanananda Das

Q23. বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সংক্রান্ত প্রথম পত্রিকা কোনটি?

Ans: কবিতা

Q24. বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিস্টাব্দে এডগার পো রচিত ‘টু হেলেন’ কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন?

Ans: বনলতা সেন

Q25. কোনটি প্রবন্ধ গ্রন্থ?

Ans: কবিতার কথা

Q26. জীবনানন্দ দাশ - এর ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত?

Ans: বরিশাল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url