১২তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন এবং উত্তর

12th BCS: বিসিএস এর প্রশ্ন সকল চাকুরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ব্যাখ্যাসহ বারংবার পড়তে থাকুন। কোন ভুল চোখে পড়লে অবশ্যই আমাদের জানানোর অনুরোধ করা হলো।


Q1. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়?

A. বিভক্তি

B. ধাতু

C. প্রত্যয়

D. কৃৎ

ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়: ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি। ধাতু তিন প্রকারের: মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা প্রাতিপদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অন্যভাবে বলা যায়, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় ধাতু এবং ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়া ‍বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।


Q2. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?

A. ঈশ্বরচন্দ্র গুপ্ত

B. মধুসূদন দত্ত

C. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

D. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর সর্বাধিক জনপ্রিয় কাব্য ‘পদ্মিনী উপাখ্যান’ থেকে চরণটি সংগৃহীত। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্হ হলো- কর্মদেবী, শূরসুন্দরী, নীতি কুসুমাঞ্জলি ও কাঞ্চী কাবেরী।


Q3. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-

A. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন

B. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন

C. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন

D. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন

বিদ্যান, দারিদ্র, দারিদ্রতা শব্দগুলোর শুদ্ধরূপ হলো: বিদ্বান, দারিদ্র্য, দরিদ্রতা।


Q4. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

A. নিখুঁত

B. আনমনা

C. অবহেলা

D. নিমরাজী

নিম ফারসি উপসর্গ। বাংলা ভাষায় মোট ১০ টি ফারসি উপসর্গ ব্যবহৃত হয়- কার, দর, না,নিম, ফি, বদ, বে, বর, ব, কম। অন্যান্য বিদেশি উপসর্গের মধ্যে ইংরেজি- হাফ, ফুল, হেড ও সাব; আরবি- আম, খাস, লা, গর; হিন্দি/ উর্দু-হর বিশেষভাবে উল্লেখযোগ্য।


Q5. কোন বানানটি শুদ্ধ?

A.পাষাণ

B. পাষান

C. পাসান

D. পাশান

ণ-ত্ব বিধানের নিয়মানুযায়ী ঋ,র,ষ এর পরে ণ হয়। যেমন-তৃণ, ঋণ, রেণু, বিশেষণ, পাষাণ, দূষণ, ভীষণ প্রভৃতি।


Q6. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি -

A. শাহ মুহম্মদ সগীর

B. সাবিরিদ খান

C. শেখ ফয়জুল্লাহ

D. মুহাম্মদ কবীর

শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী। কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণা সৃষ্টির প্রতিই কবির অধিক আগ্রহ লক্ষ করা যায়। সে যুগে দেশি ভাষার রসাশ্রয়ী ধর্মকাহিনী রচনা করার মধ্যে কবির সৎসাহসের পরিচয় মেলে। বাইবেল - কুরআন কিংবা ফিরদৌসী - জামীর অনুসরণে কাহিনী - কাব্যটি কল্পিত হলেও তাতে বাঙলাদেশ ও বাঙালি - জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দশকে রচনা করা হয়েছিল বলে অনুমান করা হয়। তার কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। তিনি কাব্যচর্চায় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তার কাব্যে ধর্মীয় পটভুমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। তার কাব্যে শিল্পমূল্য অতুলনীয়।


Q7. ‘মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ রচিয়তা -

A. রামনিধি গুপ্ত

B. রবীন্দ্রনাথ ঠাকুর

C. অতুল প্রসাদ সেন

D. সত্যেন্দ্রনাথ দত্ত

বাংলা সাহিত্যের পঞ্চকবিদের অন্যতম অতুলপ্রসাদ সেন প্রায় ২০০টি গান রচনা করেন। বাংলা গানে তিনি সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন। তার গানের সংকলনের নাম ‘কয়েকটি গান ও গীতিকুঞ্জ’।


Q8. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ -

A. মহাকাব্য

B. পত্রকাব্য

C.গীতিকাব্য

D. আখ্যানকাব্য

বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য " বীরঙ্গনা"। বীরাঙ্গনা কাব্যের আঙ্গিক ও নামকরণের দিক থেকে মধুসূদন পাশ্চাত্য কবিদের কাছে ঋণী। ইতালীর কবি ওভিদের হিরোয়দস কাব্যের পত্ররীতি অবলম্বন করে বীরঙ্গনা কাব্য রচিত। বিভিন্ন কারণে পরিত্যক্ত নারীর মনোবেদনা পত্রগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে। মধুসূদনের নায়িকারা দৈহিক বীরত্ব ও মৌখিক আস্ফালনের জন্য বীরঙ্গনা আখ্যা পাননি, তাদের বীরত্ব চিরাচরিত সামাজিক রীতিনীতির শৃঙ্খল ও জড়তার আচরণ ঘুরিয়ে দিয়ে হৃদয়ের সত্য প্রকাশে। বনবাসিনী শকুনতলার পক্ষে হৃদয়ের অনুভূতি কথা প্রকাশ্যে দুষ্মন্তকে বলা অথবা তার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা এ চিরাচরিত ভারতীয় নীতিবিরুদ্ধ। এরা পতির কাজের সমালোচনা শোনা পর্যন্ত পাপ মনে করে। সে সময়ে বাংলার সমাজ ব্যবস্থায় মেয়েদের এমন অবস্থা ছিল যে তারা পতিনিন্দা করা তো দূরে থাক কেউ যদি পতির নিন্দা করতো তাহলে তারা সে স্থান ত্যাগ করতো। এদের আদর্শ ছিল সতী, যিনি পতির নিন্দা শুনে প্রজ্বলিত যজ্ঞকুণ্ডে আত্ম বিসর্জন দিয়েছেন। মধুসূদনের বীরাঙ্গনা সে যুগের আদর্শ থেকে চ্যুত হয়ে স্বীয় পতির দোষগুণের সমালোচনাই শুধু করেনি, পতীর প্রতি দুর্ব্যবহারের অভিযোগ করেছে। প্রবল অহমিকায় বিশ্বাসী এবং নিজ নিজ স্বাতন্ত্র্য রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ রমণী মূর্তিকে মধুসূদন তাঁর কাব্যে অংকন করেছেন। বীরাঙ্গনা কাব্যে বিভিন্ন ধরনের পত্র সন্নিবেশিত হয়েছে। এগুলোর মধ্যে প্রেমবিষয়ক পত্র, প্রেম প্রত্যাখ্যানজনিত পত্র এবং স্বামীর অত্যাচারে কিংবা দুর্ব্যবহারে অতিষ্ঠ রমণী হৃদয়ের ক্ষোভের পত্র। প্রচলিত ছিল যে, ভারতীয় নারী স্বামীর নিকট বিক্রীত। নারী তার দেহে, মনে স্বামীর কাছে আত্মনিবেদিত। তার নিজের কোন বৈশিষ্ট্য নেই। সংসারের নিয়ম - নীতিতে সে অষ্টেপৃষ্ঠে বাঁধা। কিন্তু মধুসূদনের কাব্য রচনা যেহেতু নবজাগরণের পরে সেহেতু তাতে ইউরোপীয় ব্যক্তি মানসের ছায়া পড়েছে। যেমন ‘দশরথের প্রতি কেকয়ী’ এই পত্রে দশরথের অন্যায় কার্যে স্ত্রী কেকয়ী তাকে নানান ভাষায় নানানভাবে শ্লেষপূর্ণ বাক্যে রাজাকে অবজ্ঞা করছে। সে এ কথাও বলে বেড়াচ্ছে যে - সে এ পুরী ছেড়ে চলে যাবে এবং দেশে দেশে বলে বেড়াবে ‘পরম অধর্মচারী রঘুকুল পতি!’ পুত্রের সিংহাসন আরোহণ করানোর জন্য স্বামীর অন্যায়কে সে সহ্য করেনি কারণ দশরথ অঙ্গীকার করেছে কেকয়ী পুত্র ভরতকে সিংহাসনে বসাবে। অঙ্গীকার ভেঙে রামকে কেন সিংহাসনে বসাচ্ছে। কেকয়ীর কাছে এটি অঙ্গীকার ভঙ্গের অপরাধ। অন্যান্য পত্রের মত এ পত্রখানিও ভাষার তীব্রতায় শ্রেষ্ঠ। ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্রে ও স্বামীর মীমাংসাকে মেনে নিতে পারেনি জনা। অশ্ব মেধ যঙ্গের অশ্ব ধরেছিল জনার পুত্র প্রবীর। পার্থের সঙ্গে যুদ্ধে সে নিহত হয়। কিন্তু পিতা নীলধ্বজ শত্রুর সঙ্গে মিত্রতা করেন এটা জনা সহ্য করতে পারেনি। স্বামীকে পুত্র হন্তার সঙ্গে মিত্রতা করার জন্য যে অবজ্ঞাপূর্ণ ভাষায় লিখেছেন তারই নিদর্শন এ পত্র। এভাবে স্বামীর অন্যায় আচরণে ক্ষুব্ধ স্ত্রীর হৃদয়াবেগ প্রকাশ পেয়েছে বিভিন্ন পত্রে। ব্রজাঙ্গনার মতো বীরাঙ্গনাও লিরিক কাব্য। ভাষার লালিত্যে এ ছন্দের পারিপাট্টে বীরাঙ্গনা মধুসূদনের শ্রেষ্ঠ রচনা। ‘তিলোত্তমা’ ও ‘মেঘনাদ বধ’ কাব্যে তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন তা ‘বীরঙ্গনা কাব্যে পূর্ণতা পেয়েছে। ‘বীরঙ্গনা’ কাব্যের ছন্দ - স্বাচ্ছন্দ্য পাঠককে মুগ্ধ করে। এর সর্বত্রই একটা সংগীত ধ্বনি ঝংকৃত হয়ে কাব্যখানিকে পরম উপাদেয় করে তুলেছে। কবিত্ব শক্তির দিক দিয়ে বিচার করলে মেঘনাদ বধ উৎকৃষ্ট কিন্তু ভাষার লালিত্যে ও ছন্দের পারিপাট্টে বীরঙ্গনা সর্বশ্রেষ্ঠ রচনা। কারণ মেঘনাদ বধ বাক্যে দুরূহ শব্দ সুপাঠের জন্য বিঘ্ন সৃষ্টি করে। কিন্তু বীরাঙ্গনায় তা নেই। এখানে সুচিত শব্দের সুবিন্যাস ঘটেছে। তা ছাড়া ‘বীরাঙ্গনা’ কাব্যে করুণ রস সৃষ্টিতে অসাধারণ শিল্প কুশলতার পরিচয় দিয়েছেন মধুসূদন। এ কথা বলা অযৌক্তিক হবে না যে সমাজে কোন না কোন কারণে নিন্দিতা নারীর হৃদয় উদ্ঘাটন করে মাইকেল নারী ও নারীত্বকে বীরঙ্গনা কাব্যে ইউরোপীয় আদলে মহিমান্বিত করেছেন।


Q9. রোহিনী কোন উপন্যাসের নায়িকা?

A. কৃষ্ণকান্তের উইল

B. চোখের বালি

C. গৃহদাহ

D. পথের পাঁচালী

কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। সামাজিক উপন্যাস। ১৮৮২ ও ১৮৮৪ সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়।


Q10. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

A. ঘোড়াকে চাবুক মার

B. ডাক্তার ডাক

C. গাড়ি স্টেশন ছেড়েছে

D.মুষলধারে বৃষ্টি পড়ছে

ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কিসের দ্বারা’ ‘কি উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তা-ই করণ কারক। যেমন: ঘোড়াকে চাবুক মার (করণে শূন্য)। জগতে কীর্তিমান হয় সাধনায় (উপায়-সাধনা), ফুলে ফুলে ঘর ভরেছে (উপকরণ → ফুল) ডাক্তার ডাক (কর্মে শূন্য)। গাড়ি স্টেশন ছেড়েছে (অপাদানে শূন্য)।


Q11. রূপসী বাংলার কবি -

A. জসীমউদ্দীন

B. জীবনানন্দ দাশ

C. কালিদাস রায়

D. সত্যেন্দ্রনাথ দত্ত

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। এছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিত। জসীউদ্দীনকে পল্লী কবি বলা হয়। শামসুর রাহমানকে বলা হয় নাগরিক কবি।


Q12. বটতলার পুঁথি বলতে বুঝায় -

A. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি

B. বটতলা নামক স্থানে রচিত কাব্য

C. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য

D. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

মধ্যযুগে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে মুসলমান সাহিত্যিকদের রচিত ‘দোভাষী পুঁথি’ ছিল আরবি, ফারসি, হিন্দি, বাংলা ও ইংরেজি শব্দের মিশ্রণে রচিত এক ধরনের পুঁথি। এ সাহিত্য কলকাতার সস্তা ছাপাখানা থেকে ছাপা হয়ে দেশময় প্রচারিত হয়েছিল বলে একে ‘বটতলার পুঁথি’ নামেও চিহ্নিত করার প্রচেষ্টা চলেছে।


Q13. এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’-

A. অউক্ত

B.অব্যক্ত

C. অনুক্ত

D. অব্যাক্ত

যা বলার যোগ্য নয় - অকথ্য, যা বলা হয় নি - অনুক্ত, যা প্রকাশ করা হয়নি - অব্যক্ত।


Q14. কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত -

A. রাম বসু এবং ভোলা ময়রা

B. এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়

C. সাবিরিদ খান এবং দশরথী রায়

D. আলাওল এবং ভারতচন্দ্র

কবিগানের প্রথম কবি - গোঁজলা গুই, কবি গান রচয়িতা এবং গায়ক হিসাবে পরিচিত - এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়, কবিওয়ালা ও শায়ের - এর উদ্ভব ঘটে -- আঠারো শতকের শেষার্ধে ও উশি শতকের প্রথমার্ধে, কবিওয়ালা বলতে বোঝায় - কবিতাকে জীবিকা নির্বাহের উপায় হিসাবে গ্রহণকারীকে, শায়েররা যে সাহিত্য রচনা করেন - দোভাষী সাহিত্য।


Q15. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যেয় যুক্ত হয়েছে?

A. ঠগী

B. পানাস

C. পাঠক

D. সেলামী

ঠগী = ঠক + ঈ, সেলামী = সেলাম + ঈ, পাঠক = পঠ্ + অক।


Q16. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

A. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম

B. বক ধার্মিক; বিড়াল তপস্বী

C. রুই-কাতলা; কেউ কেটা

D. বক ধার্মিক; ভিজে বেড়াল

অমাবস্যার চাঁদ (অদৃশ্য বস্তু), আকাশ কুসুম (অসম্ভব কল্পনা)। বক ধার্মিক (ভণ্ড), বিড়াল তপস্বী (ভণ্ড)। রুই-কাতলা (নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ), কেউ কেটা (সামান্য), ভিজে বেড়াল (কপটচারী)। অর্থাৎ বক ধার্মিক ও বিড়াল তপস্বী শব্দযুগল সর্বাধিক সমার্থবাচক।


Q17. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা -

A. নাটক

B. ছোট গল্প

C. প্রবন্ধ

D. গীতি কবিতা

বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ‘চর্যাপদ’ যা মূলত গানের সংকলন। ড. সুনীতিকুমার প্রথম এটিকে বাংলা ভাষায় রচিত প্রাচীন কাব্য বলে প্রমাণ করেন। এরপরে অন্ধকার যুগে রচিত শূন্যপুরাণ, সেক শুভোদয়া প্রভৃতি ধর্মপূজা, প্রেমা - সঙ্গীত ইত্যাদি নিয়ে রচিত কাব্য। এছাড়া মধ্যযুগে রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যসহ অনুবাদ সাহিত্য, জীবনী সাহিত্য, নাথ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান সবই গীতিকাব্য, কোষ রচিত হয়েছিল। মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে আর কেউ বাংলা গদ্যে কিছু রচনা করেনি। তখন গদ্য কেবল মাত্র দলিল - দস্তাবেজেই সীমাবদ্ধ ছিল। তাই এখন পর্যন্ত গীতি কবিতাই বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা।


Q18. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য -

A. ইউসুফ জুলেখা

B. রসুল বিজয়

C. নূরনামা

D. শবে মেরাজ

বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রাচীনতম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। তিনি আনুমানিক পঞ্চদশ শতাব্দীর কবি। ‘ইউসুফ-জুলেখা’ তার বিখ্যাত রোমান্টিক প্রণয়োপাখ্যান। তিনি পারস্য কবি আবদুর রহমান জামি রচিত ‘ইউসুফ ওয়া জুলায়েখা’ থেকে কাহিনি গ্রহণ করেছেন।


Q19. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

A. চাকু, চাকর

B. খদ্দর, হরতাল

C. চা, চিনি

D. রিকশা, রেস্তোঁরা

চীনা শব্দ মনে রাখার কৌশলঃ চা, চিনি, লিচু ও লুচি চীনাদের প্রিয় খাবার। ব্যাখ্যা: চা, চিনি, লিচু ও লুচি চীনা শব্দ।


Q20. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-

A. ভাষাতত্ত্ববিদ

B. সাহিত্যের ইতিহাস রচয়িতা

C. ইসলাম প্রচারক

D. সমাজ সংস্কারক

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। তিনি ছিলেন অধ্যাপক, গবেষক, বহুভাষাবিদ, লেখক ও সম্পাদক। তিনি ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’, ‘বাঙ্গালা সাহিত্যের কথা’, ‘বাঙ্গালা ব্যাকরণ’ রচনা করেন। এছাড়া ইসলামী ভাবধারায় তার বেশ কিছু প্রবন্ধ রয়েছে।


Q21. What is the verb of the word ‘Shortly’?

A. Short

B. Shorter

C. Shorten

D. Shortness

Shortly-সংক্ষেপে, অল্প কথায়। choice, (A) short- ছোট, খাটো, (adjective)। (B) Shorter- অপেক্ষাকৃত ছোট (Adjective)। (C) Shorten- ছোট করা, সীমিত করা, সংক্ষিপ্ত করা (এটি Verb)। (D) Shortness- ছোটত্ব, খাটত্ব (Noun)। সুতরাং সঠিক উত্তর (C)।


Q22. Choose the correct sentence-

A. Let he and you be witnesses

B. Let you and him be witnesses

C. Let you and he be witnesses

D. Let you and he be witness

Let শব্দটির পর pronoun-এর objective form বসে। এখানে, he-এর objective form ‘him’ তাই সঠিক উত্তর (B)। সাধারণত Pronoun সর্বদা প্রথমে 2nd, এর পর 3rd, সবশেষে 1st person অনুযায়ী বসে।


Q23. Choose the correct sentence -

A. The matter was informed to the police.

B. The matter has been informed of the police.

C. The police was informed of the matter.

D. The police were informed of the matter.

Inform এর পরে of + বস্তু/ঘটনা বসে থাকে। তাছাড়া, police শব্দটি collective noun (সমষ্টিবাচক নামপদ) বলে singular verb (was) গ্রহণ করে।


Q24. Who, Which, What are –

A. Demonstrative pronoun

B. Relative pronoun

C. Reflexive Pronoun

D. Indefinite pronoun

এখানে (A) Demonstrative Pronoun (নির্দেশক সর্বনাম): নির্দেশ করে। যেমন this, that, these, those প্রভৃতি। (B) Relative Pronoun (সাপেক্ষ সর্বনাম): পূর্বপদের সাথে সম্পর্ক সৃষ্টি করে। যেমন who, which, what, whom, whose প্রভৃতি। (C) Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম) : কর্তাকে নির্দেশ করে। যেমন: myself, himself, herself ইত্যাদি। (D) Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম) : One, someone, everyone, somebody, nobody ইত্যাদি।


Q25. Choose the correct one –

A. Mispel

B. Misspell

C. Mispell

D. Misspel

Misspell শব্দের অর্থ ‘ভুল বানান’। Spell অর্থ ‘বানান’ এবং এর পূর্ব Miss বসে মূল শব্দ গঠিত হয়েছে।


Q26. Fill in the blank ‘What is the time ____ your watch’?

A. by

B. in

C. at

D. with

ঘড়িতে সময় কত প্রশ্ন নির্দেশ করতে watch - এর পূর্বে by ব্যবহৃত হয়।


Q27. Fill in the blanks ‘Give my ____ to him’.

A. Warm compliment

B. Compliments

C. Best compliment

D. Heartiest compliment

Compliment- শ্রদ্ধাসূচক কথা, সৌজন্যসূচক কথা। কিন্তু Compliments- শুভেচ্ছা। সুতরাং (B) তে s যুক্ত থাকায় সঠিক উত্তর (B)


Q28. ‘Caesar and Cleopatra’ is -

A. a tragedy by Shakespeare

B. a play By G.B. Shaw

C. a poem by Lord Byron

D. a novel by S.T. Coleridge

Caesar and Cleopatra : George Bernard Shaw এর বিখ্যাত নাটক। Antony and Cleopatra : William Shakespeare এর বিখ্যাত নাটক।


Q29. Who is the greatest modern English dramatist?

A. Verginia Woolf

B. George Bernard Shaw

C. P.B. Shelley

D. S.T. Coleridge

ইংরেজি সাহিত্যাঙ্গনে আধুনিক যুগে যেসব নাট্যকার ছিলেন তাদের মধ্যে George Bernard Shaw ছিলেন সবচেয়ে খ্যাতিমান। তাকে Father of Modern English Drama বলা হয়। ১৯২৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।


Q30. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?

A. James Baker

B. Dr. Kissinger

C. Bertrand Russel

D. Lenin

Bertrand Russel একজন বিখ্যাত Philosopher ছিলেন। তিনি একই সাথে অনেক বই রচনা করেছেন, যা সাহিত্যগুণসম্পন্ন এবং খুবই বস্তুনিষ্ঠ। তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। Marriage and Morals why I am not a christian Road to freedom তাঁর বিখ্যাত বই।


Q31. Who is the author of ‘A Farewell to Arms’?

A. T.S.Eliot

B. John Milton

C. Plato

D. Ernest Hemingway

‘A Farewell to Arms’ Ernest Hemingway- এর একটি বিখ্যাত উপন্যাস। এ লেখায় তিনি তার যুদ্ধ দেখার অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁর অন্যান্য উপন্যাস হচ্ছে- The Sun Also Rises, The Old Man and the Sea, For Whom the Bell Tolls.


Q32. Who is the most famous satirist in English literature?

A. Alexander Pope

B. Jonathan Swift

C. William Wordsworth

D. Bulter

ইংরেজি সাহিত্যে যেসব satirist বা রম্যলেখক আছেন তাদের মধ্যে অন্যতম Jonathan Swift। তিনি তার Gulliver’s Travels- এর মাধ্যমে সেরা satirist- এর খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও A Tale of a Tub The Battle of the Book, A Modest Proposal রচনা করেছেন।


Q33. What is the synonym of- ‘Delude’?

A. Demand

B. Permit

C. Aggravate

D. Deceive

Delude- প্রতারিত করা, বিভ্রান্ত করা। এখানে (A) Demand- দাবি করা। (B) Permit- অনুমোদন করা। (C) Aggravate- হীনতর করা, অবনতি ঘটানো। (D) Deceive- প্রতারণা করা, বিভ্রান্ত করা।


Q34. What is the noun of the word ‘Waste’?

A. Waste

B. Wasting

C. Wastage

D. Wasteful

Waste- অপচয় করা (verb); Wastage-অপচয় (Noun); Wasteful- অপব্যয়ী, অপচয়ী (Adjective); Wasting- অপচয়, অপচয়ী (Gerund/participle).


Q35. What is the antonym of ‘Queer’?

A. Integrated

B. Orderly

C. Abnormal

D. Odd

Queer - অদ্ভুত, অপরিচ্ছন্ন।  Integrated = সমন্বিত।  Orderly = গোছালো।  Abnormal = অস্বাভাবিক।  Odd = অদ্ভুত।  সু্তরাং Queer এর Antonym হচ্ছে Orderly.


Q36. What is the adjective of the word ‘Heart’?

A. Heart

B. Hearten

C. Heartening

D. Heartful

Heart শব্দটি Noun এবং এর verb রূপ হচ্ছে Hearten ও Adjective রূপ হচ্ছে Heartening.


Q37. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম -

A. এগার সিন্দুর এক্সপ্রেস

B. পারাবত এক্সেপ্রেস

C. উপকূল এক্সপ্রেস

D. সৈকত এক্সপ্রেস

এগার সিন্দুর এক্সপ্রেস ঢাকা-কিশোরগঞ্জ, পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট, উপকূল এক্সপ্রেস ঢাকা-নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনের নাম।


Q38. বাংলাদেশের বৃহত্তম হাওর -

A. পাথরচাওলি

B. হাইল

C. চলনবিল

D. হাকালুকি

বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি। সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া প্রভৃতি উপজেলা নিয়ে এ হাওড়ের বিস্তৃতি।


Q39. কিওক্রাডং-এর উচ্চতা প্রায় -

A. ১০১০ মিটার

B. ১৫৩০ মিটার

C. ১২৩২ মিটার

D. ১৩৬৪ মিটার

টেক্সট বুক বোর্ড প্রকাশিত মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য মতে, কিওক্রাডাং - এর উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৫৩.৪৩ ফুট।


Q40. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়-

A. ১৪ কোটি পাউন্ড

B. ১৩ কোটি পাউন্ড

C. ১০.৫ কোটি পাউন্ড

D. ৯.৫ কোটি পাউন্ড

বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে, বার্ষিক চা উৎপাদন ১০.৪২ কোটি কেজি।


Q41. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-

A. ১০০ বর্গমাইল

B. ৯০ বর্গমাইল

C. ১৬০ বর্গমাইল

D. ৮০ বর্গমাইল

২৯ নভেম্বর ২০১১ জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল ২০১১ পাশ হওয়ায় বর্তমানে ঢাকায় সিটি কর্পোরেশন দুটি। একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং অন্যটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন- এর আয়তন যথাক্রমে ৮২.৬৪ বর্গ কি.মি. এবং ৪৭.২১ বর্গ কি.মি.। ঢাকা মেট্রোপলিটন সিটির আয়তন ১৫৩০ বর্গ কি.মি.। ১৮৬৪ সালে পৌরসভার মর্যাদা লাভকারী এ শহরটি ১৯৭৮ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত হয়। অতঃপর ১৯৯০ সালে এর নামকরণ করা হয় ঢাকা সিটি কর্পোরেশন।


Q42. একটি কাঁচা পাটের গাইটের ওজন -

A. ৩.৫ মণ

B. ৫ মণ

C. ৪.৫ মণ

D. ৫ মণ

পাট উৎপাদনের পর থেকে পচনের আগ পর্যন্ত একে কাঁচা পাট নামে অভিহিত করা হয়। বাংলাদেশে উৎপাদিত পাটের ৪০% কাঁচা পাট এবং ৫০% তৈরী পণ্য হিসাবে রফতানী করা হয়। একটি কাঁচা পাটের গাঁইটের ওজন ৪.৫ মণ.


Q43. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-

A. নেপালে জলাধার নির্মাণ

B. গঙ্গ-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন

C. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ

D. গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি

গঙ্গা ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি অভিন্ন নদী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গিপুর এলাকায় ফারাক্কা বাঁধ চালু করার পর এ নদীর পানি নিয়ে উভয় দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এ সমস্যা নিরসনকল্পে ভারত ও বাংলাদেশের মধ্যে দু’একটি স্বল্পমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপর সমঝোতার অভাবে কয়েক বছর চুক্তিহীনভাবে চলতে থাকে। অবশেষে ১৯৯৬ সালে ১২ ডিসেম্বর নয়াদিল্লির হায়দ্রাবাদ ভবনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন।


Q44. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-

A. দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি

B. দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ

C. বন্যা নিয়ন্ত্রণে দু’দেশের মধ্যে সহযোগিতা

D. দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন

মূলত ভারত ও বাংলাদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ও নদী সংক্রান্ত নানা সমস্যা দূরীকরণের লক্ষ্যে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত। যৌথ নদী কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯৭২ সালের ২৫-২৬ জুন।


Q45. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -

A. ২ মার্চ

B. ২৩ মার্চ

C. ১০ মার্চ

D. ২৫ মার্চ

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। শেখ মুজিবুর রহমান ২৩ মার্চ তার বাসভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একই দিনে দেশব্যাপী জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


Q46. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

A. পার্বত্য চট্টগ্রাম

B. সিলেট

C. রাজশাহী

D. রংপুর

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় গম্ভীরা সংগীতের প্রচলন রয়েছে। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা ও এ সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সংগীতের মধ্যে উপস্থাপনই সারাদেশে গম্ভীরার সুপরিচিতির কারণ।


Q47. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –

A. শায়েস্তা খান

B. নবাব সলিমুল্লাহ

C. মির্জা আহমেদ জান

D. মির্জা গোলাম পীর

পুরানো ঢাকার আরমানিটোলা এলাকায় তারা মসজিদ অবস্থিত। মসজিদটি নির্মাণ করেন মির্জা আহমেদ জান বা মির্জা গোলাম পীর। পরবর্তী ১৯২৬ সালে আলীজান বেপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটির সংস্কার করেন। আলীজান বেপারী বহু অর্থ ব্যয়ে মসজিদটিকে অলঙ্কৃত করেন, বিশেষ করে সমস্ত মসজিদটি তারকাখঁচিত করেন। এ কারণে এর বর্তমান নাম তারা মসজিদ।

Q48. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?

A. ফখরুউদ্দিন মোবারক শাহ

B. শামসুদ্দিন ইলিয়াস শাহ্

C. জালালুদ্দিন মুহাম্মদ আকবর

D. ঈসা খান

মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহ-ই প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁ অঞ্চলকে একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এ সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে।


Q49. বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে -

A. জামালগঞ্জে

B. জকিগঞ্জে

C. বিজয়পুরে

D. রানীগঞ্জে

বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় ১৯৫৯ সালে বগুড়ায় তেল অনুসন্ধানে খনন কাজ চালানোর মাধ্যমে। এই খনন কাজের ফলাফলের ওপর ভিত্তি করে ১৯৬১ সালে জাতিসংঘের সহায়তায় পরিচালিত হয় খনিজসম্পদ জরিপ। আবিষ্কৃত হয় জামালগঞ্জের কয়লা।


Q50. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে -

A. রানীগঞ্জে

B. বিজয়পুরে

C. টেকেরহাটে

D. বাগালীবাজারে

পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বর্তমান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) ১৯৫৭ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভেদিকুরা নামক স্থানে প্রথম চীনামাটির সন্ধান লাভ করে। এ চীনামাটিকে বিজয়পুর চীনামাটি নামকরণ করা হয়।


Q51. “এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি” এর রচয়িতা -

A. জহির রায়হান

B. গাফ্ফার চৌধুরী

C. শামসুর রাহমান

D. মাহবুব আলম চৌধুরী

একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ রচনা করেন মাহবুব-উল-আলম চৌধুরী। এই কবিতারই অংশ উল্লিখিত কবিতাংশটি। কবিতাটি হাসান হাফিজুর রহমান এর একুশের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ তে প্রকাশিত হয়।


Q52. মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল-

A. মহাস্থান

B. কর্ণসুবর্ণ

C. পুণ্ড্রনগর

D. রামাবতী

বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল পুণ্ড্রনগর।


Q53. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

A. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ

B. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ

C. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল

D. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতির সংকেত। লাল বাতি জ্বলতে দেখে গাড়িগুলো থামে। হলুদ বাতি দেখলে অপেক্ষা করে। আল জ্বলন্ত সবুজ বাতি দেখে অবাধে এগিয়ে চলে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই এটা অনেক দূর থেকেও দেখা যায়। সেই বিবেচনায় লাল অন্যান্য রঙের তুলনায় এগিয়ে। হলুদ রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কিছুটা কম, তবে সবুজের মতো এতটা কম নয়, সে কারণেই এটি বেছে নেওয়া হয়েছে।


Q54. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত –

A. মহাস্থানে

B. শাহজাদপুরে

C. নেত্রকোণায়

D. রামপালে

বিখ্যাত ‘শাহ সুলতান বলখী মাহীসাওয়ার’ ক্ষত্রীয় নরপতি পরশুরামকে পরাজিত করে এখানে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন। তার মাজারটি মহাস্থানের দক্ষিণ- পূর্ব কোণে অবস্থিত। মহাস্থানগড়ের প্রধান নিদর্শনগুলো হলো বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, সভাবাটি, শীলা দেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ ইত্যাদি।


Q55. জাপান পার্ল হারবার আক্রমণ করে-

A. ৭ ডিসেম্বর, ১৯৪১

B. ২৩ জুন, ১৪৪২

C. ৩ নভেম্বর, ১৯৪২

D. ২৬ জুলাই, ১৯৪৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অক্ষশক্তির অন্যতম জাপান নিজস্ব প্রভাব বলয় সম্প্রসারণের জন্য মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবারে ৭ ডিসেম্বর, ১৯৪১ বোমা বর্ষণ করে। প্রতিক্রিয়ায় ৮ ডিসেম্বর, ১৯৪১ যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।


Q56. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-

A. ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা

B. ইরাকের কুয়েত দখল অবসান করা

C. স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা

D. উপরের সবকটি

১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কুয়েত দখল করলে সৌদি আরবের নিরাপত্তা- বিধানকল্পে যুক্তরাষ্ট্র সৌদি ভূখণ্ডে সৈন্য মোতায়েন করে এবং পরবর্তীতে কুয়েত মুক্তকরণকে অন্যতম লক্ষ্য নির্ধারণ করে। শিল্পোন্নত দেশগুলোর প্রধান জ্বালানি উপাদান খনিজ তেলের নিরাপদ সরবরাহ নিশ্চিতকরণ এবং তেলের মূল্য যাতে না বাড়ে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ছিল মার্কিন সৈন্য মোতায়েনের প্রচ্ছন্ন উদ্দেশ্য।


Q57. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম–

A. পিকিং স্পোর্টস স্টেডিয়াম

B. বেইজিং স্পোর্টস স্টেডিয়াম

C. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং

D. চায়না স্পোর্টস স্টেডিয়াম

উল্লেখ্য, ১৮ তম এশিয়ান গেমস ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়। ১৯তম এশিয়ান গেমস ২০২২ সালে চীনের হাংসু তে অনুষ্ঠিত হয়। ২০তম এশিয়ান গেমস ২০২৬ সালে জাপানে অনুষ্ঠিত হবে।


Q58. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে –

A. ১৩৭

B. ১২১

C. ১১৭

D. ১১০

অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে বর্তমানে বাংলাদেশে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ২১ জন।


Q59. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম–

A. দামেস্ক চুক্তি

B. আলজিয়ার্স চুক্তি

C. কায়রো চুক্তি

D. বৈরুত চুক্তি

ইরাক-ইরান উপসাগরীয় যুদ্ধ শুরু হয় ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর। শাত-ইল-আরব জলপথের অধিকার নিয়ে এই দুটি উপসাগরীয় দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত। জাতিসংঘের আহ্বানে ২৯ আগস্ট ১৯৮৮ ইরাক-ইরান যুদ্ধবিরতি মেনে নেয়।


Q60. ‘৫০০ দিনের প্ল্যান’ বলতে বোঝায় যে এ সময়ে মধ্যে-

A. ‘ওয়ারশ’ জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা

B. রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা

C. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা

D. পূর্ব জার্মানি হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা

কমিউনিস্ট অর্থনীতিকে বাজার অর্থনীতিতে রূপান্তরের জন্য সোভিয়েত ইউনিয়নে যে প্রকল্প হাতে নেয়া হয় তা হলো ৫০০ দিনের প্লান।


Q61. জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-

A. ৪,০০,০০০

B. ৪০,০০০

C. ৪৪,০০০

D. ৫৪,০০০

বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ পাঁচটি। এরমধ্যে নিউমোনিয়ায় মারা যায় ১৮ শতাংশ, অপরিণত - শিশুজন্ম জনিত জটিলতায় মারা যায় ১৪ শতাংশ, ডায়রিয়ায় ১১ শতাংশ, প্রসব জটিলতায় ৯ শতাংশ ও ম্যালেরিয়ায় ৭ শতাংশ শিশু মারা যায়।


Q62. হাজার হ্রদের দেশ কোনটি?

A. নরওয়ে

B. ফিনল্যান্ড

C. ইন্দোনেশিয়া

D. জাপান

হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম। নরওয়ের ভৌগোলিক উপনাম নিশীথ সূর্যের দেশ। জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন বা সূর্যোদয়ের দেশ।


Q63. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম -

A. ওএইউ

B. আরব লীগ

C. জিসিসি

D. ওএএস

ওএইউ-এর পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিয়ন। জিসিসি হলো গালফ কো অপারেশন কাউন্সিল। জিসিসি কে পারস্য উপসাগরে আঞ্চলিক জোট বলা হয়। ওএএস হলো অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস। আরব লীগ আরব দেশগুলোর একটি সংগঠন।


Q64. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল –

A. ১৪ জুলাই, ১৭৮৯

B. ৭ জুন, ১৭৮৮

C. ৫ অক্টোবর, ১৭৮৮

D. ২৬ আগস্ট, ১৭৮৮

ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের শাসনামলের অসাম্য ও অনাচারপূর্ণ সমাজব্যবস্থা এবং রানি অ্যান্টোনয়েটের অপরিণামদর্শী বিলাসিতা ও অর্থব্যয়ের কারণে শ্রমজীবী মানুষের মধ্যে ক্ষুধা, অনাহার ও দারিদ্র্য বৃদ্ধি পায়। এ অবস্থার প্রেক্ষিতে দার্শনিক রুশো, ভলতেয়ার ও মন্টেস্কুর হৃদয়স্পর্শী আহ্বানে জনগণ ১৪ জুলাই, ১৭৮৯ সালে ক্ষমতার কেন্দ্রবিন্দু বাস্তিল দুর্গ ধ্বংস করে।


Q65. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম –

A. লিওপোন্ডভিল

B. জিম্বাবুয়ে

C. জিবুতি

D. জায়ারে

স্বাধীনতাকালীন অর্থাৎ ১৯৬০-১৯৬৪ সাল পর্যন্ত দেশটির নাম ছিল রিপাবলিক অব দ্যা কঙ্গো। পরবর্তীতে ১৯৬৪ সালে নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্যা কঙ্গো। আবার ১৯৭১ সালে নামকরণ করা হয় জায়ার। পুনরায় ১৯৯৭ সালের ১৭ মে নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্যা কঙ্গো বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।


Q66. ‘ট্রাফালগার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত?

A. ওয়াশিংটন

B. প্যারিস

C. মস্কো

D. লন্ডন

ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল এবং পর্যটক আকর্ষণ সৃষ্টিকারী স্থানবিশেষ। এ স্থানটির পূর্ব নাম ছিল চেরিং ক্রস।  এর কেন্দ্রস্থলে নেলসন'স কলাম রয়েছে যার চতুর্পার্শ্বে চারটি সিংহ ভাস্কর্য বিদ্যমান।


Q67. মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল -

A. ১৯৫৬ সালে

B. ১৯৫৫ সালে

C. ১৯৫৪ সালে

D. ১৯৫৩ সালে

সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম খাল। এটি লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। ১৮৫৯ সালে খননকাজ শুরু হয়ে ১৮৬৯ সালে শেষ হয়। ২৬ জুলাই ১৯৫৬ মিসরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের জাতীয়করণ করলে ইসরাইল মিশর আক্রমণ করে এবং দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।


Q68. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ-

A. সরকারি নির্দেশ

B. দূর থেকে চোখে পড়বে বলে

C. তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

D. দেখতে সুন্দর লাগে

সাদা রঙ অন্যান্য রঙের চেয়ে তাপের বিকিরণ বেশি করে তাই সাদা ছাতাও সাদা জামা ব্যবহৃত হয়। দূর থেকে চোখে পড়ার জন্য হলুদ বা লাল রঙ ব্যবহৃত হয়।


Q69. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

A. PC = PD

B. PA = PB

C. PB = PA

D. PB =PD

PB = PD  কারণ, সমান সমান জ্যাদ্বয় পরস্পর ছেদ করলে ১ টির খণ্ডিত অংশ অপরটির সমান হয়।


Q70. P -এর মান কত হলে 4x^2 - Px + 9 একটি পূর্ণ বর্গ হবে?

A. 10

B. 9

C. 16

D. 12

পূর্ণবর্গ হবে যখন, নির্ণায়ক

(-p)^2 - 4.4.9 =0

বা, P^2 = √144

বা, P = 12


Q71. নিচের কোন সংখ্যাটি `\sqrt2` এবং `\sqrt3` এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?

A. `\frac{\sqrt2+\sqrt3}2`

B. `\frac{\sqrt2\times\sqrt3}2`

C. 1.5

D. 1.8

`\sqrt2` = 1.414... 

`\sqrt3` = 1.732...

`\sqrt2` ও `\sqrt3` এর মধ্যবর্তী  মূলদ সংখ্যা 1.5


Q72. `x^2-8x-8y+16+y^2` এর সঙ্গে কত যোগ করলে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?

A. -2xy

B. 8xy

C. 6xy

D. 2xy

`x^2-8x-8y+16+y^2`

 `=x^2+y^2+16-8x-8y` 

`=(x)^2+(y)^2+(4)^2-` `2.x.y+2.y.(-4)+2.(-4).x-2xy`

`=(x+y-4)^2-2xy`  

সুতরাং রাশিটির সাথে 2xy যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।


Q73. `2x^2-x-15` এর উৎপাদক হবে -

A. (x+6)(x-5)

B. (x+3)(2x-5)

C. (2x+5)(x-3)

D. (x-6)(x-5)

`2x^2 - x - 15`

`= 2x^2 - 6x + 5x - 15`

`= 2x(x - 3) + 5(x - 3)` 

`= (x - 3)(2x + 5)`


Q74. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় -

A. বর্গক্ষেত্র

B. চতুর্ভুজ

C. রম্বস

D. সামান্তরিক

যে চর্তুভূজের চারটি বাহু সমান কিন্ত কোন কোণ সমকোণ নয় তাকে রম্বস বলে।


Q75. `a^4+4` এর উৎপাদক কি কি?

A. `(a^2+2a+2)(a^2-2a-2)`

B. `(a^2+2a+2)(a^2-2a+2)`

C. `(a^2-2a+2)(a^2+2a-2)`

D. `(a^2-2a-2)(a^2-2a+2)`

`a^4+4`

`= (a^2)^2 + 2.a^2×2 + (2)^2 - 4a^2` 

`= (a^2 + 2)^2 - (2a)^2`  

`= (a^2 + 2a + 2)(a^2 - 2a + 2)`


Q76. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

A. ৬৪√৩ বর্গমিটার

B. ১৯২ বর্গমিটার

C. ৬৪ বর্গমিটার

D. ৩২√৩ বর্গমিটার

আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল   `=√3/4a^2`

দেওয়া আছে বাহু = 16 মিটার। 

সুতরাং ক্ষেত্রফল : `√3/4(16)^2`

`= 64√3` বর্গমিটার।

Q77. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালে যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?

A. ২২%

B. ২৫%

C. ২০%

D. ৩০%

২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা  

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা  

বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য (১০০×১০০)/১২৫ = ৮০ টাকা  

ঐ পরিবার চিনি খাওয়া কমালো = ( ১০০ - ৮০)% = ২০%


Q78. বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?

A. ১৫টি

B. ২০টি

C. ২৫টি

D. ১৮টি

ধরি, প্রশ্নের সংখ্যা x  

প্রশ্নমতে, 

১৫ + x - ২০/৩ = x × ০.৭৫  

বা, ৪৫ + x - ২০/৩ = x × ০.৭৫  

বা, ২৫ + x/৩ = x × ০.৭৫  

বা, ২৫ + x = x × ২.২৫  

বা, ২৫ = ২.২৫x - x  

বা, ২৫ = ১.২৫x  

অতএব, x = ২৫/১.২৫ = ২০ (উত্তর)


Q79. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

A. ৯ ঘণ্টা

B. ১২ ঘণ্টা

C. ১০ ঘণ্টা

D. ১৮ ঘণ্টা

স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘণ্টায় ১৫ কিমি  

এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় ৫ কিমি  

∴৪৫ কিমি অতিক্রম করতে সময় লাগে = (৪৫/১৫) ঘণ্টা = ৩ ঘণ্টা  

এবং ৪৫ কিমি ফিরে আসতে সময় লাগে = (৪৫/৫) ঘণ্টা = ৯ ঘণ্টা  

∴মােট সময় লাগে = (৩ + ৯) ঘণ্টা = ১২ ঘণ্টা


Q80. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ –––। পরবর্তী সংখ্যাটি কত?

A. ১০১

B. ১০২

C. ৭৫

D. ৫৯

৮ + ৩ =১১, ১১ + ৬ =১৭, ১৭ + ১২ = ২৯, ২৯ + ২৪ = ৫৩, ৫৩ + ৪৮ = ১০১


Q81. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

A. ২.০৫৭৩৪

B. ০.২০৫৭৩৪

C. ০.০২০৫৭৩৪

D. ২০.৫৭৩৪০

আমরা জানি,  

১০০০০০০ মিলিগ্রাম = ১ কিলোগ্রাম  

সুতরাং ২০৫৭৩.৪ মিলিগ্রাম = (২০৫৭৩.৪ ¸ ১০০০০০০ ) = ০.০২০৫৭৩৪ কিলোগ্রাম


Q82. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

A. ৩৬০০

B. ২৪০০

C. ১২০০

D. ৩০০০

এখানে, ৮, ১০, ১২ এর ল, সা, গু করলে হয় = ২ × ২ × ২ × ৫ × ৩ = ১২০  

১২০ জন ছাত্রকে ৮, ১০, ১২ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না।  

বর্গাকারে সাজানো যাবে = ১২০ × ২ × ৫ × ৩ = ৩৬০০ জন ছাত্রকে।


Q83. ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?

A. ৭২ : ১০৫

B. ৭২ : ৩৫

C. ৩৫ : ৭২

D. ১০৫ : ৭২

অনুপাত তিনটি হল যথাক্রমে = ৫:১৮,৭:২,৩:৬ 

অনুপাত গুলোর প্রথম অংশের লসাগু = ১০৫ 

২য় অংশের ল সা গু = ৭২  

নির্ণেয় মিশ্র অনুপাত = ১০৫ :৭২


Q84. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে এর বাহুর সংখ্যা কত?

A. ৪

B. ৭

C. ৯

D. ৮

n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ, (n - ২) x ১৮০/n  

সুতরাং, (n - ২) x ১৮০ / n = ১৩৫  

বা,        ১৮০n - ৩৬০ = ১৩৫n  

বা,         ১৮০n - ১৩৫n = ৩৬০  

বা,         ৪৫n = ৩৬০   

বা,          n = ৩৬০/৪৫ = ৮ টি


Q85. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে -

A. অফসেট মুদ্রণ পদ্ধতিতে

B. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতি

C. ডিজিট্যাল ইমেজিং পদ্ধতিতে

D. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

‘পোলারয়েড’ বিশেষভাবে তৈরি স্বচ্ছ মাধ্যম। এর মধ্যে দিয়ে সাধারণ আলো পাঠালে সমবর্তিত আলো পাওয়া যায়। এ সূত্র কাজে লাগিয়ে ফটোকপি মেশিন তৈরি করা হয়। রোদ চশমা, ক্যামেরার লেন্সের সামনে লাগানোর ফিল্টার ইত্যাদিতে আলোর ঝলসানোভাব কমানোর জন্য পোলারয়েডের ব্যবহার রয়েছে।


Q86. কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ -

A. বস্তুর ঘনত্ব পানি ঘনত্বের চেয়ে বেশি

B. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

C. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

D. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

কোনো বস্তু দ্বারা অপসারিত পানি যদি ঐ বস্তুর ওজনের চেয়ে বেশি হয় তাহলে সেই বস্তু পানিতে নিমজ্জিত হবে এবং বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে বস্তুটিকে পানিতে যেখানে রাখা যায় সেখানেই থাকবে।


Q 87. আকাশে বিজলী চমকায় -

A. দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে

B. মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

C. মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে

D. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

‘ধনাত্মক’ ও ‘ঋণাত্মক’ চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেকট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।


Q88. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে –

A. ৭৫ ডিবি

B. ৯০ ডিবি

C. ১০৫ ডিবি

D. ১২০ ডিবি

শব্দ উৎসের কম্পন যদি ২০ থেকে ২০,০০০-এর মধ্যে হয় তাহলে মানুষ সেই শব্দ শুনতে পারে। কিন্তু ১০৫ ডিবি সীমার উপর শব্দ মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে মানুষকে বধির করে দিতে পারে।


Q89. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর -

A. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

B. প্রতিসরণ

C. বিচ্ছুরণ

D. পোলারায়ন

মাধ্যম পরিবর্তনে আলোক রশ্মি অভিমুখ বদলায়। এর নাম প্রতিসরণ। প্রতিসরণের ফলে লঘু মাধ্যম (বায়ু) থেকে ঘনতর (পানি) মাধ্যমে গেলে প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের দিকে সরে আসবে। আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হবে। ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গেলে আপতন কোণ প্রতিসরণ কোণ থেকে ছোট হবে। আর প্রতিসরণের জন্যেই বৈঠা বাঁকা দেখায়।


Q90. রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ -

A. এটি হালকা ও দামে সস্তা

B. এটি সব দেশেই পাওয়া যায়

C. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

D. এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

এলুমিনিয়াম একটি তাপ সুপরিবাহী পদার্থ। এলুমিনিয়ামের পাত্রে তাপ প্রয়োগ করলে তা সহজেই সমগ্র পাত্রে ছড়িয়ে যায় এবং দ্রুত খাদ্য বস্তু সিদ্ধ হতে সাহায্য করে। তাছাড়া বাণিজ্যিক দিক দিয়েও এলুমিনিয়াম তুলনামূলকভাবে সস্তা।


Q91. গ্রিন-হাউজ ইফেক্ট বলতে বুঝায় -

A. সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণে ঘাটতি

B. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

C. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা

D. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

গ্রীন হাউস এফেক্ট হল পরিবেশ দূষণ এবং গাছপালা কেটে ফেলার ফলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে ফলে সূর্য থেকে তাপ বিকিরিত হয়ে পৃথিবীতে ঢোকার পর যতটা আবার পৃথিবীর বাইরে বিকিরিত হওয়া উচিত তা হচ্ছে না, ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।


Q92. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -

A. রেডিও ট্রান্সমিটার সহযোগ দূর থেকে তথ্য সংগ্রহ

B. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন

C. কোয়াসার প্রভৃতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন

D. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

উপগ্রহের সাহায্যে অতিশাব্দিক তরঙ্গ বা আল্ট্রা সাউন্ড ওয়েভের মাধ্যমে কোনো বস্তুকে স্ক্যান করে যে সংকেত পাওয়া যায় তা ব্যবহার বস্তুর অবস্থান তথ্য ও অন্যান্য উপাত্ত বস্তুর সংস্পর্শ ছাড়াই সংগ্রহ করার প্রক্রিয়া কে রিমোট সেন্সিং বলে। এই প্রক্রিয়ায় উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডল অবলোকন করা হয়।


Q93. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ-

A. ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়

B. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

C. পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে

D. পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়

পালতোলা নৌকা যথাযথভাবে হাল ঘুরিয়ে অন্যদিকের বাতাসকেও সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে।


Q94. সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো -

A. নাইট্রিক এসিড

B. সালফিউরিক এসিড

C. এমোনিয়াম ক্লোরাইড

D. হাইড্রোক্লোরিক এসিড

স্টোরেজ ব্যাটারিতে অ্যানোড ও ক্যাথোড হিসেবে তামার ও দস্তার পাত সালফিউরিক এসিডে ডুবিয়ে রাখা হয়।


Q95. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?

A. বাষ্পীয় ইঞ্জিন

B. অন্তর্দহন ইঞ্জিন

C. স্টারলিং ইঞ্জিন

D. রকেট ইঞ্জিন

নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই বেলুন ছুড়লে পিছন দিয়ে বাতাস নির্গত হয় এবং বেলুন সামনের দিকে এগোয়। একই সূত্র রকেট তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে।


Q96. ফিউশন প্রক্রিয়ায় -

A. একটি পরমাণু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে

B. একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে

C. ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত

D. একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়

পরমাণু হতে দুটি পদ্ধতিতে শক্তি উৎপন্ন করা হয়। যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি হয় এবং বিপুল শক্তি নির্গত হয়, তাকে ‘ফিশন’ বলে। আর যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং অত্যধিক শক্তি নির্গত হয় তাকে ফিউশন বলে। ‘ফিশন’ কে ফিউশন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া বলা হয়।


Q97. প্রবল জোয়ারের কারণ, এ সময় -

A. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে

B. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে

C. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে

D. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে

পূর্ণিমা ও অমাবস্যায় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরল রেখায় এলে পৃথিবীর উপর প্রবল আকর্ষণ অনুভূত হওয়ার ফলে যে প্রবল জোয়ার হয় তাকে তেজ কটাল বলে। ফলে এ দুই সময়ে জোয়ারের পানি খুব বেশি ফুলে উঠে।


Q98. নিচের কোন উক্তিটি সঠিক?

A. বায়ু একটি যৌগিক পদার্থ

B. বায়ু একটি মৌলিক পদার্থ

C. বায়ু একটি মিশ্র পদার্থ

D. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

বায়ুর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, ধূলিকণা, জলীয়বাষ্প ও নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। এজন্য বায়ুকে মিশ্র পদার্থ বলা হয়।


Q99. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে -

A. মূল মধ্যরেখা

B. কর্কট ক্রান্তি রেখা

C. মকর ক্রান্তি রেখা

D. আন্তর্জাতিক তারিখ রেখা

কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। এটি বাংলাদেশের প্রায় মাঝামাঝি দিয়ে গেছে। একে ট্রপিক অব ক্যান্সার ও বলা হয়ে থাকে।


Q100. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় -

A. অয়ন বায়ু

B. প্রত্যয়ন বায়ু

C. মৌসুমী বায়ু

D. নিয়ত বায়ু

পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় বায়ুর উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়। এভাবে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url