বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপর কিছু প্রশ্ন এবং তার উত্তর

 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপর কিছু প্রশ্ন এবং তার উত্তর নিম্নে দেওয়া হলো:


Q1. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের জন্ম সন কোনটি?

Ans: ১৮৩৮ খ্রি.

Q2. 'পথিক তুমি কি পথ হারাইয়াছ?' কথাটি কার?

Ans: বষ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?

Ans: দুর্গেশনন্দিনী

Q4. 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q5. 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q6. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?

Ans: কমলাকান্ত

Q7. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাাস কোনটি?

Ans: রজনী

Q8. ‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?

Ans: মৃণালিনী

Q9. "রজনী" উপন্যাসটি কার লেখা?

Ans: বঙ্কিম চট্টোপাধ্যায়

Q10. ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?’ প্রবাদটির রচয়িতা কে?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q11. বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু হল -

Ans: ছিয়াত্তরের মন্বন্তর

Q12. ‘রাজসিংহ’ উপন্যাস কার রচনা?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q13. বঙ্কীমচন্দ্রের কোন উপন্যাসটি দেশাত্মবোধক?

Ans: আনন্দমঠ

Q14. ‘বাবা কার ক্ষেতে ধান খেয়েছি যে, আমাকে এর ভিতর পুরিলে?’ বাক্যটি কার রচনা?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q15. ‘কমলা কান্তের দপ্তর’ কোন শ্রেণীর রচনা?

Ans: প্রবন্ধ

Q16. কৃষ্ণকুমারী কী ধরনের গ্রন্থ?

Ans: নাটক

Q17. কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা?

Ans: বিষবৃক্ষ

Q18. বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র -

Ans: কুন্দনন্দিনী

Q19. জেবুন্নেসা কোন উপন্যাসের নায়িকা?

Ans: রাজসিংহ

Q20. কোনটি সামাজিক উপন্যাস?

Ans: বিষবৃক্ষ

Q21. বঙ্কিমচন্দ্র রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী কত সালে প্রকাশিত হয়?

Ans: ১৮৬৫ সালে

Q22. ‘ইন্দিরা’ গ্রন্থটি কার রচনা?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q23. ঐতিহাসিক উপন্যাস হল -

Ans: রাজসিংহ

Q24. বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস ‘কপালকুণ্ডলা’ এর রচয়িতা কে?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q25. ‘দুর্গেশনন্দিনী’ শব্দের অর্থ কী?

Ans:দুর্গ প্রধানের কন্যা

Q26. ‘ললিতা তথা মানস’ আখ্যান কাব্যটির রচয়িতা কে?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q27. বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?

Ans: কৃষ্ণকুমারী

Q28. বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো?

Ans: আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম

Q29. ‘কাঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q30. ঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম -

Ans: দুর্গেশনন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম

Q31. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট কতটি উপন্যাস লিখেছেন?

Ans: চৌদ্দটি

Q32. ‘বিজ্ঞান রহস্য’ কার রচনা?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q33. বঙ্কিমচন্দ্র রচিত গার্হস্থ্যধর্মী উপন্যাস কোনটি?

Ans: বিষবৃক্ষ

Q34. বাংলা সাহিত্যের কোন ঔপন্যাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q35. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url