বাংলা ব্যাকরণের সমাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

নিচে বাংলা ব্যাকরণের সমাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হলো যেগুলো যেকোন চাকুরির পরীক্ষায় আসতে পারে। 


Q1. সমাস ভাষাকে ——

Answer: সংক্ষেপ করে

Q2. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?

Answer: মধ্যপদলোপী কর্মধারয়

Q3. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় —-

Answer: নিত্য সমাস

Q4. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?

Answer: মায়ে ঝিয়ে

Q5. ‘অনুচিত’ শব্দটি কোন সমাস?

Answer: তৎপুরুষ সমাস

Q6. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

Answer: ভাই-বোন

Q7. ‘আশীবিষ’ কোন সমাস?

Answer: বহুব্রীহি

Q8. ‘পুষ্প’-এর সমার্থক শব্দ -

Answer: প্রসুন

Q9. ‘বিয়েপাগলা’ শব্দটি কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q10. ‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?

Answer: দ্বিগু সমাস

Q11. মধ্যপদলোপী কর্মধারয় - এর দৃষ্টান্ত -

Answer: হাসিমাখা মুখ —– হাসিমুখ

Q12. ‘লাঠালাঠি’ —– এটি কোন সমাস?

Answer: ব্যতিহার বহুব্রীহি সমাস

Q13. ‘গলায় গামছা যার ‘ -এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য?

Answer: অলুক বহুব্রীহি

Q14. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?

Answer: দ্বিগু সমাস

Q15. কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?

Answer: ঘরে-বাইরে

Q16. ‘তেলেভাজা’ কোন্ সমাস?

Answer: তৎপুরুষ

Q17. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

Answer: ভাই-বোন

Q18. ‘কদাচার’ শব্দটি কোন সমাস?

Answer: কর্মধারয়

Q19. ‘শ্বেতবস্ত্র’ শব্দটি কোন সমাস?

Answer: কর্মধারয় সমাস

Q20. ‘মীনের মত অক্ষি যার’— কোন সমাস?

Answer: মধ্যপদলোপী বহুব্রীহি

Q21. ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস?

Answer: নঞ

Q22. ‘সংখ্যাবাচক’ শব্দের সাথে বিশেষ্যপদের যে সমাস হয়, তাকে কী সমাস বলে?

Answer: দ্বিগু

Q23. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?

Answer: গ্রামান্তর

Q24. ‘জলে-স্থলে’ কী সমাস?

Answer: অলুক দ্বন্দ্ব

Q25. সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?

Answer: হাইফেন

Q26. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?

Answer: মধ্যপদলোপী কর্মধারয়

Q27. ‘মৌমাছি’ – কোন সমাস?

Answer: কর্মধারয় সমাস

Q28. ‘সিংহপুরুষ’ কোন সমাস?

Answer: উপমিত কর্মধারয়

Q29. ‘অপয়া’ শব্দটি কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q30. খেচর কোন সমাস?

Answer: উপপদ তৎপুরুষ

Q31. ‘চাঁদের ন্যায় মুখ = চাঁদমুখ’ কোন প্রকার কর্মধারয় সমাস?

Answer: উপমিত

Q32. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?

Answer: মুখোমুখি

Q33. নীল যে আকাশ - নীলাকাশ কোন সমাস?

Answer: কর্মধারয়

Q34. অহিনকুল কোন সমাস?

Answer: দ্বন্দ্ব

Q35. ‘সংখ্যালঘু ‘ শব্দটি কোন সমাস?

Answer: কর্মধারয়

Q36. ‘মহর্ষি’ কোন সমাস?

Answer: সাধারণ কর্মধারয়

Q37. ‘কানাকানি’ কোন সমাস?

Answer: বহুব্রীহি

Q38. ‘নদীমাতৃক’ শব্দের ব্যাসবাক্য হলো –

Answer: নদী মাতা যার

Q39. যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে?

Answer: সমস্যমান পদ

Q40. অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?

Answer: উপকূল

Q41. ‘সবান্ধব’ কোন সমাস?

Answer: বহুব্রীহি

Q42. সংবাদপত্র কোন সমাস?

Answer: মধ্যপদলোপী কর্মধারয়

Q43. পূর্বপদ প্রধান সমাস কোনটি?

Answer: অব্যয়ীভাব

Q44. সমাস নিষ্পন্ন পদকে কি বলে?

Answer: সমস্ত পদ

Q45. কোনটি ‘বহুব্রীহি’ সমাসের উদাহরণ?

Answer: বিমনা

Q46. কোনটি রূপক সমাস?

Answer: জ্ঞানবৃক্ষ

Q47. সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে?

Answer: সংস্কৃত

Q48. ‘শতাব্দী’ কোন সমাস?

Answer: দ্বিগু সমাস

Q49. ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ?

Answer: বহুব্রীহি

Q50. সমাস সাধিত পদ কোনটি?

Answer: দম্পতি

Q51. ‘আশীবিষ’ কোন সমাসের উদাহরণ?

Answer: বহুব্রীহি সমাস

Q52. "জায়া ও পতি" সমাস করলে কি হয়?

Answer: দম্পতি, দ্বন্দ্ব সমাস

Q53. সমাস ও কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

Answer: রূপতত্ত্বে

Q54. 'উপকথা' কোন সমাস?

Answer: অব্যয়ীভাব

Q55. 'বইপড়া' কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q56. ‘ফুলকুমারী’ কোন সমাস?

Answer: উপমিত কর্মধারয়

Q57. 'বিষবৃক্ষ' কোন সমাস?

Answer: কর্মধারয়

Q58. নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস?

Answer: মহাকাব্য

Q59. 'মধ্যাহ্ন' কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q60. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

Answer: তুষারশুভ্র

61. ‘অনমনীয়’ কোন সমাসবদ্ধ পদ?

Answer: নঞ্ বহুব্রীহি সমাসবদ্ধ পদ

Q62. 'সুবর্ণ' কোন সমাস?

Answer: কর্মধারয়

Q63. 'উপকথা' কোন সমাস?

Answer: অব্যয়ীভাব

Q64. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ?

Answer: উপপদ তৎপুরুষ

Q65. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

Answer: পরপদ

Q66. নিচের কোনটি কর্মধারায় সমাস?

Answer: খাসমহল

Q67. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?

Answer: কানাকানি

Q68. পথে ও প্রান্তরে = পথে প্রান্তরে – এটি কোন সমাস?

Answer: দ্বন্দ

Q69. ক্ষুধিত পাষাণ কোন সমাস?

Answer: কর্মধারয়

Q70. 'কলুর বলদ' কোন সমাস?

Answer: অলুক তৎপুরুষ সমাস

Q71. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়?

Answer: দ্বিগু সমাস

Q72. ‘বীণাপাণি’ কোন সমাস?

Answer: বহুব্রীহি সমাস

Q73. “যৌবন সূর্য” কোন সমাস ?

Answer: রূপক কর্মধারয় সমাস

Q74. সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?

Answer: অব্যয়ীভাব

Q75. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না?

Answer: উপমিত কর্মধারয়

Q76. কোনটি তৎপুরুষ সমাস?

Answer: মধুমাখা

Q77. নরাধম শব্দটি কোন সমাস?

Answer: কর্মধারয়

Q78. ‘গোবর গণেশ’ কোন সমাস?

Answer: মধ্যপদলোপী কর্মধারয়

Q79. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?

Answer: তৎপুরুষ

Q80. 'পঞ্চনদ' কোন সমাস?

Answer: দ্বিগু

Q81. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q82. নিচের কোনটি দ্বিগু সমাস?

Answer: সেতার

Q83. কোনটি রূপক সমাসের উদাহরণ?

Answer: ভবনদী

Q84. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

Answer: সুগন্ধি

Q85. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

Answer: ঋষিকবি

Q86. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?

Answer: চালকুমড়া

Q87. প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?

Answer: কর্মধারয়

Q88. ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ?

Answer: ৪র্থী তৎপুরুষ

Q89. বেমানান (মানানোর অভাব) কোন সমাস?

Answer: অব্যয়ীভাব

Q90. কোন পদটি রূপক কর্মধারয় সমাস?

Answer: জীবনপ্রদীপ

Q91. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে —

Answer: অলুক সমাস

Q92. 'যে চালাক সেই চতুর=চালাকচতুর' — কোন সমাসের উদাহরণ?

Answer: কর্মধারয়

Q93. সমাস নির্ণয় করুন: “দশ আনন যাহার – দশানন” -

Answer: বহুব্রীহি

Q94. নীল যে অম্বর = নীলাম্বর – কোন সমাস?

Answer: কর্মধারয়

Q95. যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা- কোন সমাস?

Answer: কর্মধারয় সমাস

Q96. কোন সমাসের ব্যাস বাক্য হয়না?

Answer: নিত্য সমাস

Q97. ‘শশব্যস্ত’ কোন সমাস (শশকের ন্যায় ব্যস্ত)?

Answer: কর্মধারয়

Q98. ‘অবোধ’ কোন সমাস (নাই বোধ যায়)?

Answer: বহুব্রীহি

Q99. অনুতাপ (তাপের পশ্চাৎ) কোন সমাস?

Answer: অব্যয়ীভাব

Q100. 'ইত্যাদি' কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q101. ‘হরবোলা’ কোন সমাস?

Answer: উপপদ তৎপুরুষ

Q102. ‘হারামণি’ কোন সমাস (হারিয়েছে যে মণি)?

Answer: কর্মধারয়

Q103. ‘ছায়াশীতল’ কোন সমাস (ছায়াতে শীতল)?

Answer: তৎপুরুষ

Q104. 'কোলাকুলি' কোন সমাস?

Answer: ব্যতিহার বহুব্রীহি

Q105. ‘অসুখ’ কোন সমাস ( নাই সুখ যার)?

Answer: বহুব্রীহি

Q106. ‘আম-কুড়ানো’ কোন সমাস?

Answer: ২য়া তৎপুরুষ

Q107. নীলাম্বর কোন সমাস?

Answer: কর্মধারয়

Q108. ‘পৌরসভা’ কোন তৎপুরুষ সমাস?

Answer: ষষ্ঠী

Q109. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

Answer: পর পদ

Q110. ‘মহানবী’ কোন সমাস?

Answer: কর্মধারয়

Q111. অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?

Answer: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

Q112. 'কুশীলব' শব্দটি কোন সমাসের অন্তর্গত?

Answer: দ্বন্দ্ব

Q113. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

Answer: উপপদ তৎপুরুষ

Q114. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে —

Answer: তৎপুরুষ সমাস

Q115. কোনটি নিত্য সমাসের উদাহরণ?

Answer: অন্যগ্রহ

Q116. ‘আমরণ’ কোন সমাস (মরণ পর্যন্ত)?

Answer: অব্যয়ীভাব

Q117. 'অর্ধচন্দ্র' কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q118. “ক্ষুধিত পাষাণ” কোন সমাস?

Answer: কর্মধারয়

Q119. 'প্রিয়ংবদা' শব্দটি কোন সমাস?

Answer: উপপদ তৎপুরুষ

Q120. ‘রক্তাশোক’ যে সমাসের উদাহরণ -

Answer: কর্মধারয়

Q121. কোনটি উপপদ তৎপুরুষ সমাস?

Answer: খেচর

Q122. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?

Answer: কলে ছাটা

Q123. নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ?

Answer: সাতসমুদ্র

Q124. ‘ছায়াশীতল’ কোন সমাসের (ছায়াতে শীতল) -

Answer: তৎপুরুষ

Q125. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ তেপান্তর

Answer: তে (তিন) প্রান্তরের সমাহার — দ্বিগু সমাস

Q126. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ ভবনদী

Answer: ভব রূপ নদী — রূপক কর্মধারয় সমাস

Q127. ত্রিভুজ কোন সমাস?

Answer: দ্বিগু

Q128. ‘কাঁচকলা’ কোন সমাসভুক্ত?

Answer: কর্মধার

Q129. ‘রথদেখা’ কোন সমাস ?

Answer: তৎপুরুষ

Q130. ‘সতীর্থ‘ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য –

Answer: সমান তীর্থ যার

Q131. কদর্থ কোন সমাস?

Answer: কর্মধারয়

Q132. ‘চুলে-কাঁটা’ যৌগিক পদটি কোন সমাসে নিষ্পন্ন?

Answer: অলুক তৎপুরুষ

Q133. ‘গায়ে-হলুদ’ কোন সমাস?

Answer: বহুব্রীহি

Q134. খোশমেজাজ যে ধরনের সমাসের উদাহরণ –

Answer: সমানাধিকরণ বহুব্রীহি

Q135. 'চায়ের বাগান' কোন সমাস?

Answer: ষষ্ঠী তৎপুরুষ সমাস

Q136. ‘পিতামাতা’ শব্দটি কোন সমাস?

Answer: দ্বন্দ্ব

Q137. জজ সাহেব – শব্দটি কোন সমাস?

Answer: কর্মধারয়

Q138. ‘পঙ্কজ’ সমাসবদ্ধ পদটি কোন সমাস?

Answer: উপপদ তৎপুরুষ

Q139. গোফ খেজুরে - কোন সমাস?

Answer: মধ্যপদলোপী বহুব্রীহি

Q140. অধর পল্লব – কোন সমাসের উদাহরণ?

Answer: কর্মধারয়

Q141. উপমান কর্মধারয় সমাস এর উদাহরন কোনটি?

Answer: ঘনশ্যাম

Q142. 'শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল' কোন সমাস?

Answer: অব্যয়ীভাব

Q143. সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ -

Answer: ধুতি-চাদর

Q144. বহুব্রীহি সমাস কয় প্রকার?

Answer: আট প্রকার

Q145. ‘বেতনভোগী’ কোন সমাস?

Answer: উপপদ তৎপুরুষ

Q146. ‘দর্শনমাত্র’ কোন ধরনের সমাসের উদাহরণ?

Answer: নিত্য সমাস

Q147. ‘দলছাড়া’ কোন সমাসের উদাহরণ?

Answer: ৫মী তৎপুরুষ

Q148. ‘সার্থক’ কোন সমাসের উদাহরণ?

Answer: সহার্থক বহুব্রীহি

Q149. উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ -

Answer: সকাল

Q150. ‘মেঘের মত নাদ যার- মেঘনাদ’ কোন সমাস?

Answer: মধ্যপদলোপী বহুব্রীহি

Q151. ‘মনগড়া’ কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q152. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?

Answer: শতাব্দী

Q153. ‘কাজলকালো’ কোন সমাস ?

Answer: উপমান কর্মধারয়

Q154. ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?

Answer: দ্বিগু

Q155. ‘আনন্দাশ্রু’ যে সমাসের উদাহরণ –

Answer: কর্মধারয়

Q156. ‘জীবন বীমা’ কোন সমাস?

Answer: কর্মধারয়

Q157. ‘অনুচিত’ শব্দটি কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q158. রুপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

Answer: মনমাঝি

Q159. ‘এতিমখানা’ কোন সমাস ?

Answer: তৎপুরুষ

Q160. ‘পোকা-মাকড়’ কোন সমাসযোগে গঠিত শব্দ?

Answer: দ্বন্দ্ব

Q161. ‘চায়ের বাগান’ কোন সমাস?

Answer: ষষ্ঠী তৎপুরুষ সমাস

Q162. ‘দুঃখকে প্রাপ্ত’ এটি কোন সমাস?

Answer: তৎপুরুষ

Q163. ‘সাহিত্য বিশারদ’ কোন সমাসের উদাহরণ?

Answer: সপ্তমী তৎপুরুষ

Q164. ‘গোলাপফুল’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কোনটি?

Answer: গোলাপ নামের ফুল

Q165. কোনটি নিত্য সমাস?

Answer: দুই এবং নব্বই’ = বিরানব্বই

Q166. ‘মুক্তিযুদ্ধ’ কোন সমাস?

Answer: চতুর্থী তৎপুরুষ

Q167. ‘স্মৃতিসৌধ’ কোন সমাসের উদাহরণ?

Answer: কর্মধারয়

Q168. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?

Answer: সোনার তরী

Q169. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

Answer: জনশ্রুতি

Q170. ‘পুঁথিগত’ কোন ধরনের সমাসবদ্ধ পদ -

Answer: তৎপুরুষ

Q171. ‘সপ্তাহ’ কোন সমাস?

Answer: দ্বিগু

Q172. বিভক্তি লোপ পায় কোন সমাস?

Answer: তৎপুরুষ সমাসে

Q173. ‘প্রভাত’ কোন সমাস?

Answer: প্রাদি সমাস

Q174. ‘অল্পপ্রাণ’ যে সমাসের উদাহরণ?

Answer: বহুব্রীহি

Q175. নিচের কোনটি নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ?

Answer: আলুনি

Q176. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?

Answer: কর্মধারয়

Q177. ব্যধিকরণ বহুব্রীহি সমাস কোনটি?

Answer: কথাসর্বস্ব

Q178. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ -

Answer: হাতেখড়ি

Q179. ‘মনমাঝি’ কোন সমাসের উদাহরণ?

Answer: রূপক কর্মধারয়

Q180. পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস?

Answer: দ্বিতীয়া তৎপুরুষ

Q181. ‘ত্রিফলা’কোন সমাস?

Answer: দ্বিগু

Q182. ‘তপোবন’ কোন সমাস?

Answer: চতুর্থী তৎপুরুষ সমাস

Q183. প্রাদি সমাসের উদাহরণ -

Answer: প্রগতি

Q184. সাধারণ কর্মধারয় সমাস -

Answer: আলুসিদ্ধ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url