বাগধারা এর উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর

বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগধারা বলে। বাগ্ধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঙ্জনা সৃষ্টি করতে পারে। বাগধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারণ করে না, সেহেতু বাগ্ধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা-ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়। বাগ্ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক। নিচে বাগধারা এর উপর কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো:

বাগধারা

Q1. বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?

Ans: বাগধারা

Q2. কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?

Ans: বাগধারা

Q3. বাগধারা ব্যবহারের সময়ে ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়?

Ans: অর্থ

Q4. বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?

Ans: সামাজিক-সাংস্কৃতিক

Q5. কোনটি ‘অন্ধের যষ্টি’ অর্থ প্রকাশ করছে?

Ans: একমাত্র অবলম্বন

Q6. ‘দৃঢ় সংকল্প’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

Ans: এক কথার মানুষ

Q7. কোন অর্থটি ‘কৈ মাছের প্রাণ’ বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে?

Ans: যা সহজে মরে না

Q8. ‘পটল তোলা’ –এর সমার্থক বাগধারা কোনটি?

Ans: অক্কা পাওয়া

Q9. ঘাড় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

Ans: অর্ধচন্দ্র

Q10. ‘ছাতটান’ বাগধারাটির অর্থ কী?

Ans: চুরির অভ্যাস

Q11. ‘কচুকাটা করা’ বাগধারাটির অর্থ কী?

Ans: ধ্বংস করা

Q12. পলায়ন করা অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

Ans: গা ঢাকা দেওয়া

Q13. নিচের কোনটি ‘চশমখোর’ বাগধারাটির অর্থ প্রকাশ করছে?

Ans: নির্লজ্জ, বেহায়া

Q14. ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ কী?

Ans: বাইরে পরিপাটি

Q15. বাগধারা প্রয়োগে ভাষা কী হয়?

Ans: প্রাণবন্ত

Q16. বাগধারা বাক্যে অধিক কী সৃষ্টি করতে পারে?

Ans: ব্যঞ্জনা

Q17. ‘অক্ষরে অক্ষরে’- এ বাগধারা কী?

Ans: যথাযথ

Q18. ‘বিধির বিড়ম্বনা’-এর বাগধারা কী?

Ans: অদৃষ্টের পরিহাস

Q19. ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ হলো —

Ans: দিশেহারা হয়ে পড়া

Q20. ‘গোল্লায় যাওয়া’- বাগধারাটির অর্থ কী?

Ans: নষ্ট হওয়া

Q21. ‘অরণ্যে রোদন’- এর সঠিক অর্থ হচ্ছে -

Ans: নিষ্ফল আবেদন

Q22. ‘আগুন নিয়ে খেলা’ শব্দটির অর্থ কোনটি?

Ans: বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা

Q23. ‘হঠাৎ বড়লোক হওয়া’- এর বাগ্‌ধারা নিচের কোনটি হবে?

Ans: আঙুল ফুলে কলাগাছ

Q24. ‘আমড়া কাঠের ঢেঁকি’- এর অর্থ নিচের কোনটি?

Ans: অপদার্থ

Q25. ‘ইঁচড়ে পাকা’ শব্দের অর্থ হচ্ছে —

Ans: অকাল পক্ক

Q26. ‘ঠোঁট কাটা’ বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি?

Ans: স্পষ্টভাষী

Q27. ‘ননীর পুতুল’ বাগধারাটির অর্থ কী?

Ans: শ্রমবিমুখ

Q28. ‘গা ঢাকা দেওয়া’ বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি?

Ans: ডুব মারা

Q29. ‘খেজুরে আলাপ’ বাগধারাটির অর্থ কী?

Ans: অকাজের কথা

Q30. ‘দা-কুমড়া সম্পর্ক’ বাগধারাটির অর্থ কী?

Ans: শত্রুতা

Q31. ‘গোড়ায় গলদ’ বাগধারাটির অর্থ কী?

Ans: শুরুতে ভুল

Q32. ‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ কী?

Ans: ভণ্ড সাধু

Q33. ‘পালের গোদা’ বাগধারাটির অর্থ কী?

Ans: দলপতি

Q34. ‘অগ্নিপরীক্ষা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

Ans: কঠিন পরীক্ষা

Q35. ‘এসপার ওসপার’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?

Ans: মীমাংসা

Q36. ‘গোঁফ খেজুরে’— কোন অর্থে প্রয়োগ করা হয়?

Ans: নিতান্ত অলস

Q37. ‘যার অনেক বুদ্ধি আছে’- তাকে বাগ্‌ধারা দিয়ে প্রকাশ করলে কী দাঁড়ায়?

Ans: গভীর জলের মাছ

Q38. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?

Ans: পার্থক্য

Q39. ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?

Ans: একাদশে বৃহস্পতি

Q40. ‘চোখের পর্দা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

Ans: লজ্জা

Q41. ‘সৌভাগ্যের বিষয়’ – কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?

Ans: একাদশে বৃহস্পতি

Q42. ‘কুল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কী?

Ans: তীব্র জ্বালা

Q43. ‘তাসের ঘর’— অর্থ কী?

Ans: ক্ষণস্থায়ী বস্তু

Q44. ‘তামার বিষ’— বাগধারার অর্থ কী?

Ans: অর্থের কু প্রভাব

Q45. ‘রাবণের চিতা’— বাগধারার অর্থ কী?

Ans: চির অশান্তি

Q46. ‘পায়াভারী’- বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়ে থাকে?

Ans: অহংকারী

Q47. ‘ঢেকি অবতার’ - বাগধারাটির অর্থ কোনটি?

Ans: নিষ্কর্মা ও নির্বোধ লোক

Q48. 'শাখের করাত' বাগধারাটির অর্থ কী?

Ans: দুদিকেই বিপদ

Q49. ’হাত-ভারি’ বাগধারার অর্থ -

Ans: কৃপণ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url