পল্লী কবি জসিম উদ্দীন বিষয়ক কিছু প্রশ্নের উত্তর
নিম্নে পল্লী কবি জসিম উদ্দীন বিষয়ক কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো:
Q1. "নক্সী কাঁথার মাঠ" এর রচয়িতা কে?
Ans: জসীমউদ্দীন
Q2. কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?
Ans: ১৯০৩-১৯৭৬
Q3. "কবর" কবিতার কবি কে?
Ans: জসীমউদ্দীন
Q4. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Ans: রাখালী
Q5. বাংলা সাহিত্যে 'পল্লীকবি' বলা হয় -
Ans: জসীমউদ্দীনকে
Q6. কোনটি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী?
Ans: যে দেশে মানুষ বড়
Q7. জসীমউদ্দিনের কাব্য গ্রন্থ কোনটি?
Ans: মা যে জননী কান্দে
Q8. জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?
Ans: নকশী কাঁথার মাঠ
Q9. পল্লীকবি জসীম উদ্দীন রচিত গ্রন্থ কোনটি?
Ans: সোজন বাদিয়ার ঘাট
Q10. ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?
Ans: মাত্রাবৃত্ত
Q11. জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশকাল কত?
Ans: ১৯২৭
Q12. পল্লীকবি জসীম উদ্দীনের পল্লীগানসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে?
Ans: রাখালী
Q13. কোনটি জসিম উদ্দীন এর লেখা?
Ans: বোবা কাহিনী
Q14. জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন?
Ans: তরমুজ
Q15. ‘রঙ্গিলা নায়ের মাঝি’ এর লেখক হলেন -
Ans: জসীমউদ্দীন
Q16. জসিম উদ্দীন এর কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
Ans: নকশীকাঁথার মাঠ
Q17. পল্লীকবি জসিম উদ্দীন জন্মগ্রহণ করেন —
Ans: ফরিদপুরে
Q18. কবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো -
Ans: প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ
Q19. জসীম উদ্দীন মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের কোন তারিখে?
Ans: ১৩ মার্চ
Q20. ‘বেদের মেয়ে’ গীতিনাট্য কে লিখেছেন?
Ans: জসীমউদ্দীন
Q21. ‘পদ্মাপার’ নাটকটির রচয়িতা কে?
Ans: জসীমউদ্দীন
Q22. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীনকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন কত সালে?
Ans: ১৯৬৯
Q23. ‘কবর’ কবিতায় কতটি পংক্তি রয়েছে?
Ans: ১১৮টি
Q24. The filed of embroidered quilt” - কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ?
Ans: নকশীকাঁথার মাঠ
Q25. জসীম উদ্দীনের রচনা কোনটি?
Ans: যাদের দেখেছি
Q26. “বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ।” পংক্তিটির রচয়িতা কে?
Ans: জসীমউদ্দীন
Q27. ‘বোবা কাহিনী’ জসীমউদ্দীনের কোন ধরনের রচনা?
Ans: উপন্যাস
Q28. ‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও’- পংক্তিটি কোন কবির লেখা?
Ans: জসীমউদ্দীন
Q29. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Ans: কল্লোল
Q30. জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগ দেন কত সালে?
Ans: ১৯৩৮
Q31. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
Ans: কাব্য
Q32. জসিম উদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?
Ans: ফরিদপুর
Q33. জসিম উদ্দীন রচিত গাথাকাব্য কোনটি?
Ans: সোজন বাদিয়ার ঘাট
Q34. পল্লীকবি মৃত্যুবরণ করেন কোথায়?
Ans: ঢাকায়
Q35. জসীমউদ্দীনের রচনা -
Ans: ঠাকুরবাড়ির আঙিনা
Q36. জসীমউদ্দীন ‘কবর’ কবিতা রচনার সময়ে -
Ans: কলেজে পড়েন
Q37. জসীম উদ্দীনের শ্রেষ্ঠ কাহিনীকাব্য কোনটি?
Ans: নক্সী কাঁথার মাঠ
Q38. জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন?
Ans: কাজল গাঁয়ে
Q39. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলে কোন কবি?
Ans: জসীমউদ্দীন
Q40. কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একট ছাত্রাবাসের নামকরণ হয়েছে?
Ans: জসীম উদ্দীন
Q41. কবি জসীম উদ্দীন এর শিশুতোষ গ্রন্থ কানটি?
Ans: এক পয়সার বাঁশি