প্রশ্ন এবং উত্তর Weekly & Model Exam - 44 (Full Marks 50)
মেসেঞ্জার গ্রুপের প্রশ্ন, উত্তর এবং ফলাফলঃ
এই প্রশ্নগুলো আমাদের এক্সাম গ্রুপের যে এক্সাম নেওয়া হয় সেটার প্রশ্ন। আপনি প্রয়োজন অনুযায়ী যেকোন সময়ে এখান থেকে পড়ে নিতে পারবেন।
ফলাফলঃ
Q1. ব্যঞ্জবর্ণের বিকল্প রূপের নাম -
1. কারবর্ণ
2. অনুবর্ণ
3. ফলা
4. রেফ
Right Answer : 2
Q2. বাংলা কারবর্ণের সংখ্যা -
1. ৯
2. ১০
3. ১১
4. ১২
Right Answer : 2
Q3. ভাষার মূল উপাদান কী?
1. অক্ষর
2. ধ্বনি
3. বর্ণ
4. শব্দ
Right Answer : 2
Q4. কোনটি মৌলিক স্বরধ্বনি?
1. ঔ
2. ই
3. ঐ
4. সবকয়টি
Right Answer: 2
Q5. "আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে -
1. পর্তুগিজ ভাষা থেকে
2. আরবি ভাষা থেকে
3. দেশী ভাষা থেকে
4. ওলন্দাজ ভাষা থেকে
Right Answer : 1
Q6. কোনটি বিশেষণ বাচক শব্দ?
1. জীবন
2. জীবনী
3. জীবিকা
4. জীবাণু
Right Answer : 2
Q7. 'সন্দেশ' কোন শ্রেনীর শব্দ?
1. রূঢ়ি
2. যোগরূঢ়
3. যৌগিক
4. তৎসম
Right Answer : 1
Q8. "তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি"- এটি কোন শ্রেণীর বাক্য?
1. সরল বাক্য
2. জটিল বাক্য
3. যৌগিক বাক্য
4. ব্যাসবাক্য
Right Answer : 1
Q9. 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন -
1. ইচ্ছাময়
2. ঐচ্ছিক
3. ইচ্ছুক
4. অনিচ্ছা
Right Answer : 2
Q10. 'এবং' কোন পদ?
1. সর্বনাম
2. বিশেষণ
3. বিশেষ্য
4. অব্যয়
Right Answer : 4
Q11. 'চাতুর্য ' শব্দের বিশেষণ কোনটি?
1. চতুরতা
2. চতুরালি
3. চতুর
4. চৈতন্য
Right Answer : 3
Q12. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
1. উৎকর্ষতা
2. উৎকর্ষ
3. উৎকৃষ্ট
4. উৎকৃষ্টতা
Right Answer : 3
Q13. ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
1. মনু+ষ্ণ
2. মনু+অব
3. মা+নব
4. মান+অব
Right Answer : 1
Q14. ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
1. মহি + মা
2. মহৎ + ইমন
3. মহা + ইমা
4. মহিম + আ
Right Answer : 2
Q15. কাঁদ + অন- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত?
1. কৃৎ প্রত্যয়
2. তদ্ধিত প্রত্যয়
3. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
4. বাংলা তদ্ধিত প্রত্যয়
Right Answer : 1
Q16. Which one is the adjective of the word 'Befool?
1. Fool
2. Foolish
3. Befoolen
4. Fooler
Right Answer : 2
Q17. What is adjective form of 'Clarity'?
1. Clarification
2. Clarifiable
3. Clarification
4. Clear
Right Answer : 4
Q18. Which one is the adjective of the word "tax"?
1. taxable
2. taxation
3. taxability
4. taxi
Right Answer : 1
Q19. What is the adjective of 'obey'?
1. Obediently
2. Obedience
3. Obedient
4. Obselete
Right Answer : 3
Q20. Oval is an adjective of -
1. Over
2. eye
3. egg
4. lip
Right Answer : 3
Q21. Which of the following word is an adverb?
1. economically
2. economize
3. economic
4. economical
Right Answer : 1
Q22. We watch football matches -
1. on TV
2. in TV
3. in the TV
4. at TV
Right Answer : 1
Q23. Milk is preferable --- tea.
1. than
2. to
3. from
4. against
Right Answer : 2
Q24. He has recently parted ____ his wife.
1. with
2. to
3. form
4. at
Right Answer : 3
Q25. We should abstain --- smoking
1. of
2. for
3. about
4. from
Right Answer : 4
Q26. Now it is ten o'clock ____ my watch.
1. from
2. by
3. at
4. of
Right Answer : 2
Q27. My mom working ----- the garden.
1. in
2. on
3. at
4. by
Right Answer : 1
Q28. He failed the test many times ---- he didn't stop trying.
1. So
2. but
3. although
4. as
Right Answer : 2
Q29. Which one of the following is conjunction?
1. very
2. run
3. or
4. often
Right Answer : 3
Q30. Supposing I gave you a Taka, what will you do with it? Here 'Supposing' is used is-
1. Adjective
2. Conjunction
3. Noun
4. Adverb
Right Answer : 2
Q31. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?
1. ৭০
2. ৮০
3. ৯০
4. ৯৮
Right Answer : 2
Q32. 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2: 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে?
1. 40
2. 50
3. 60
4. 70
Right Answer : 3
Q33. ৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
1. ৪
2. ১৪
3. ১৬
4. ১২
Right Answer : 4
Q34. a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c=কত?
1. 4 : 7 : 6
2. 20 : 35 : 24
3. 20 : 35 : 42
4. 24 : 35 : 30
Right Answer : 3
Q35. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে।
1. ৮ গ্রাম
2. ৬ গ্রাম
3. ৩ গ্রাম
4. ৪ গ্রাম
Right Answer : 4
Q36. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
1. ১৪০ টাকা
2. ১২০ টাকা
3. ১৪৪ টাকা
4. ১২৪ টাকা
Right Answer : 3
Q37. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
1. ৫০%
2. ৩৩%
3. ৩০%
4. ৩১%
Right Answer : 1
Q38. 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
1. 16%
2. 20%
3. 25%
4. 28%
Right Answer : 3
Q39. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
1. ৪%
2. ৬%
3. ৫%
4. ৭%
Right Answer : 3
Q40. সরকার দেশের সড়কে ৩৭৫ সিসির মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় কবে?
1. ১০ অক্টোবর, ২০২৩
2. ১১ অক্টোবর, ২০২৩
3. ১২ অক্টোবর, ২০২৩
4. ১৩ অক্টোবর, ২০২৩
Right Answer : 2
Q41. রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় কবে?
1. ১০ সেপ্টেম্বর ২০২৩
2. ১১ সেপ্টেম্বর ২০২৩
3. ১২ সেপ্টেম্বর ২০২৩
4. ১৩ সেপ্টেম্বর ২০২৩
Right Answer : 1
Q42. ২০২৩ বাংলাদেশ কোন দেশের সাথে ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে?
1. ভারত
2. ভুটান
3. চীন
4. নেপাল
Right Answer : 2
Q43. বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
1. সাকিব আল হাসান
2. তামিম ইকবাল
3. লিটন দাস
4. শান্ত
Right Answer : 1
Q44. ২০২৪ সালের বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে?
1. ওয়ায়েল হাল্লাক
2. মোহাম্মাদ সাম্মাক
3. জেরি মেন্ডেল
4. উপরের সবাই
Right Answer : 4
Q45. শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন হয় -
1. ৯ জানুয়ারি ২০২৪
2. ১০ জানুয়ারি ২০২৪
3. ১১ জানুয়ারি ২০২৪
4. ১২ জানুয়ারি ২০২৪
Right Answer : 3
Q46. জাতীয় সংসদের বর্তমান (২০২৪) চিফ হুইপ -
1. নূর-ই-আলম চৌধুরী লিটন
2. সাবের আলী
3. নজরুল ইসলয়াম সায়েম
4. অধ্যাপক সুরুজ জদ্দিন মিয়া
Right Answer : 1
Q47. ২০২৪ শিক্ষায় একুশে পদক লাভ করেন -
1. টিক্কু
2. ভিক্ষু
3. লিটু
4. পটু
Right Answer : 2
Q48. কোন দেশে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করা হয়?
1. ইরান
2. সৌদী আরব
3. রাশিয়া
4. ইন্দোনেশিয়া
Right Answer : 2
Q49. ২০২৪ সালে কাঠের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে -
1. জাপান
2. আমেরিকা যুক্তরাষ্ট্র
3. চীন
4. কানাডা
Right Answer : 1
Q50. ইলন মাস্কের নতুন ইমেল পরিসেবার নাম -
1. y-mail
2. xmail
3. gmail
4. hotmail
Right Answer : 2