Bangladesh Railway SAE PSC Based Model Test Answers

গত ৩০ জুন, ২০২৪ তারিখে যে রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের জন্য যে প্রস্তুতিমূলক মডেল টেস্ট নেওয়া হয় নিচে তার ফলাফল ও সমাধান দেওয়া হলো:


পূর্ণমান - ২০০। সময় - ১২০ মিনিট। 

প্রতি সঠিক উত্তরের জন্য ০১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

(বাংলা - ৪০, ইংরেজী - ৪০, সাধারণ জ্ঞান - ৪০, টেকনিক্যাল/প্রফেশনাল - ৮০)

Q1. ব্যঞ্জবর্ণের বিকল্প রূপের নাম -

1. কারবর্ণ

2. অনুবর্ণ

3. ফলা

4. রেফ

Right Answer : 2


Q2. কোনো ভাষার বাকপ্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কী পাই?

1. বর্ণ

2. ধ্বনি

3. মৌলিক ধ্বনি

4. মৌলিক বর্ণ

Right Answer : 3


Q3. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?

1. ৭

2. ৮

3. ১০

4. ১১

Right Answer : 3


Q4. কোনটি বিশেষণ বাচক শব্দ?

1. জীবন

2. জীবনী

3. জীবিকা

4. জীবাণু

Right Answer : 2


Q5. 'সন্দেশ' কোন শ্রেনীর শব্দ?

1. রূঢ়ি

2. যোগরূঢ়

3. যৌগিক

4. তৎসম

Right Answer : 1


Q6. পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?

1. চাহিদা

2. আনারস

3. আলমারি

4. গুদাম

Right Answer : 1


Q7. 'ণ-ত্ব' ও 'ষ-ত্ব' বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?

1. দেশি

2. বিদেশি

3. তৎসম

4. খাঁটি বাংলা

Right Answer : 3


Q8. "তাৎক্ষণিক" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

1. তৎ + ক্ষণিক

2. তাৎ + ক্ষণিক

3. ততক্ষণ + ইক

4. তৎক্ষণ + ইক

Right Answer : 4


Q9. 'দুই এবং নব্বই'= বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ?

1. প্রাদি সমাস

2. দ্বিগু সমাস

3. অব্যয়ীভাব সমাস

4. নিত্য সমাস

Right Answer : 4


Q10. "বাবা বাড়ি নাই"- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?

1. কর্মে শূন্য

2. কর্তৃকারকে শূন্য

3. অধিকরণে শূন্য

4. অপাদানে শূন্য

Right Answer : 3


Q11. ‘মরদ’ -এর বিপরীত লিঙ্গ কোনটি?

1. মর্দ

2. জেনানা

3. জেনানী

4. মরদী

Right Answer : 2


Q12. 'বৃক্ষ' শব্দের সঠিক বহুবচন কি?

1. বৃক্ষকুল

2. বৃক্ষমালা

3. বৃক্ষরাজি

4. বৃক্ষাবলী


Right Answer : 3


Q13. 'Chancellor'- এর পরিভাষা কোনটি?

1. আচার্য

2. উপাচার্য

3. অধ্যক্ষ

4. প্রাধ্যক্ষ

Right Answer : 1


Q14. 'সকলের দ্বারা অনুষ্ঠিত'- এক কথায় কোনটি ?

1. সর্বজনীন

2. সার্বজনীন

3. সর্বহিত

4. সর্বমহিতম

Right Answer : 1


Q15. কোনটি বাগধারার পরিবর্তনসঙ্গত ভুলের উদাহরণ?

1. হাত-ভারি

2. গৌরাসেনের টাকা

3. গােড়ায় গলদ

4. ঘােটকের ডিম্ব

Right Answer : 4


Q16. যে কোনো প্রসঙ্গ অবতারণার পূর্বে কোন চিহ্ন বসে?

1. কোলন

2. সেমিকোলন

3. হাইফেন

4. বন্ধনী

Right Answer : 1


Q17. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?

1. পূবালী

2. যুধ্যমান

3. আকাঙ্ক্ষা

4. আশিস

Right Answer : 1


Q18. "তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি"- এটি কোন শ্রেণীর বাক্য?

1. সরল বাক্য

2. জটিল বাক্য

3. যৌগিক বাক্য

4. ব্যাসবাক্য

Right Answer : 1


Q19. কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ?

1. মৃত

2. গরল

3. তিক্ত

4. সরস

Right Answer : 2


Q20. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি?

1. নীরদ

2. উদধি

3. মার্তন্ড

4. অবনী

Right Answer : 2


Q21. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

1. নাগরী লিপি

2. শ্যামী লিপি

3. সিংহলী লিপি

4. ব্রাহ্মী লিপি

Right Answer : 4


Q22. চর্যাপদ কত সালে প্রকাশিত হয় -

1. ১৯০৭

2. ১৯১৬

3. ১৯০৮

4. ১৯৬০

Right Answer : 2


Q23. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কে আবিষ্কার করেন?

1. হরপ্রসাদ শাস্ত্রী

2. বডু চন্ডীদাস

3. বসন্তরঞ্জন রায়

4. সুকুমার সেন

Right Answer : 3


Q24. বাংলা একাডেমির 'আঞ্চলিক আভিধান' সম্পাদনা কে করেন?

1. মুহম্মদ শহীদুল্লাহ

2. মুহম্মদ এনামুল হক

3. মুহম্মদ মনসুর উদ্দিন

4. মুহম্মদ আবদুল হাই

Right Answer : 1


Q25. ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?

1. ১৯২৬

2. ১৯১১

3. ১৮৬৪

4. ১৯০৫

Right Answer : 1


Q26. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ?

1. শিক্ষাতত্ত্ব

2. শিক্ষার বুনিয়াদ

3. শিক্ষার রুপরেখা

4. শিক্ষার হেরফের

Right Answer : 4


Q27. ‘তুমি শুয়ে র’বে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে।’-কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?

1. সাম্যবাদী

2. চোর-ডাকাত

3. মানুষ

4. কুলি-মজুর

Right Answer : 4


Q28. "রজনী" উপন্যাসটি কার লেখা?

1. বঙ্কিম চট্টোপাধ্যায়

2. স্বর্ণকুমারী দেবী

3. কালীপ্রসন্ন সিংহ

4. ঈশ্বরচন্দ্র গুপ্ত

Right Answer : 1


Q29. শ্রীকান্ত উপন্যাসটির কয় খন্ডে রচিত?

1. ২

2. ৩

3. ৪

4. ৫

Right Answer : 3


Q30. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?

1. শ্রীকান্ত

2. গৃহদাহ

3. শেষপ্রশ্ন

4. পল্লী সমাজ

Right Answer : 2


Q31. কোনটি বেগম রোকেয়ার রচনা?

1. পদ্মরাগ

2. নারী

3. মাটির কান্না

4. অমরাবতী

Right Answer : 1


Q32. জসীমউদ্দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভূক্ত?

1. মাটির কান্না

2. ধানখেত

3. বালুচর

4. রাখালী

Right Answer : 2


Q33. কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি?

1. ১৮৫৮ খ্রি.

2. ১৮৫৭ খ্রি.

3. ১৮৬৭ খ্রি.

4. ১৮৭৭ খ্রি.

Right Answer : 2


Q34. 'রানার' কবিতাটির রচয়িতা কে?

1. কাজী

2. যতীন্দ্রমোহন বাগচী

3. সুকান্ত ভট্টাচার্য

4. বন্দে আলী মিয়া

Right Answer : 3


Q35. "পঞ্চতন্ত্র" গ্রন্থটি কার রচনা?

1. সত্যেন সেন

2. আবুল ফজল

3. সৈয়দ মুজতবা আলী

4. সমরেশ বসু

Right Answer : 3


Q36. মুজতবা আলীর 'দেশে বিদেশে' বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?

1. দিল্লী

2. লাহোর

3. কাবুল

4. তেহরান

Right Answer : 3


Q37. মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

1. নদীকে

2. ধর্মকে

3. আত্মাকে

4. বৃক্ষকে

Right Answer : 4


Q38. 'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর' - এই উক্তিটি কার রচনা?

1. রবীন্দ্রনাথ ঠাকুর

2. কাজী নজরুল ইসলাম

3. শেখ ফজলল করিম

4. শামসুর রাহমান

Right Answer : 3


Q39. বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?

1. বিহারীলাল চক্রবর্তী

2. প্যারীচাঁদ মিত্র

3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Right Answer : 1


Q40. হুতোমী গদ্যের লেখকের নাম -

1. টেকচাঁদ ঠাকুর

2. দীনবন্ধু মিত্র

3. কালীপ্রসন্ন সিংহ

4. ভানুসিংহ ঠাকুর

Right Answer : 3


Q41. Who is the author of 'Animal Farm'?

1. Thomas More

2. George Orwel

3. Boris Pasternak

4. Charles Dickens

Right Answer : 2


Q42. Who is the poet of the 'Victorian Age'?

1. Helen Keller

2. Robert Browning

3. Shakespeare

4. None

Right Answer : 2


Q43. Who is the greatest modern English dramatist?

1. Verginia Woolf

2. George Bernard Shaw

3. P. B. Shelley

4. S. T. Coleridge

Right Answer : 2


Q44. Who is the modern philosopher who was awarded the Nobel Prize for literature?

1. James Baker

2. Dr. Kissinger

3. Bertrand Russel

4. Lenin

Right Answer : 3


Q45. Who is the most famous satirist in English literature?

1. Alexander Pope

2. Jonathan Swift

3. William Wordsworth

4. Bulter

Right Answer : 2


Q46. "All changed, changed utterly: A terrible beauty is born" This extract is taken from W.B Yeats' poem titled _______

1. No Second troy

2. Easter 1916

3. The Second Coming

4. The Wild Swans at Coole

Right Answer : 2


Q47. Who wrote 'Beauty is truth, truth is beauty'?

1. Shakespeare

2. Wordsworth

3. Keats

4. Eliot

Right Answer : 3


Q48. Who is the author of the first scientific romance 'The Time Machine'?

1. H. G. Wells

2. Samuel Butler

3. George Moore

4. Henry James

Right Answer : 1


Q49. Which one does not relate to literature?

1. Epilogues

2. Monologue

3. Demagogue

4. Prologue

Right Answer : 3


Q50. Who wrote leaves of Grass?

1. T S Eliot

2. Robert Frost

3. Walt Whitman

4. Ezra Found

Right Answer : 3


Q51. Lord Tennyson is known as -

1. Epic poet

2. Lyric poet

3. Romantic poet

4. Poet of beauty

Right Answer : 2


Q52. 'A voyage to Lilliput' is known is-

1. R.L. Stevenson

2. Thomas Harday

3. William Wordsworth

4. Jonathan Swift

Right Answer : 4


Q53. Who wrote 'Utopia'?

1. William Caxton

2. William Lagland

3. Sir Thomas Wyatt

4. Sir Thomas More

Right Answer : 4


Q54. Which two cities are dealt in 'A Tale of Two Cities'?

1. London and New York

2. Paris and Birmingham

3. London and Paris

4. Moscow and Lisbon

Right Answer : 3


Q55. The Character 'Alfred Doolittle' is taken from Shaw's play titled -

1. Pygmalion

2. Man and Superman

3. The Doctor's Dilemma

4. Mrs. Warren's Profession

Right Answer : 1


Q56. Which of the following words is singular?

1. Buses

2. Boxes

3. Agenda

4. Billiards

Right Answer : 4


Q57. Which one is not noun?

1. Simulation

2. Defame

3. Indemnity

4. Articulation

Right Answer : 2


Q58. This is the house ---- I want to buy.

1. This

2. whom

3. which

4. those

Right Answer : 3


Q59. This is the man who is my brother. Here 'who' is-

1. Distributive pronoun

2. Personal pronoun

3. Relative pronoun

4. Reciprocal pronoun

Right Answer : 3


Q60. Our electricity was ----- for about ten hours today.

1. cut up

2. cut off

3. cut out

4. cut down

Right Answer : 2


Q61. During my study time, I came ___ this beautiful poem.

1. past

2. over

3. onto

4. upon

Right Answer : 2


Q62. Identify the subject of verb in the given sentence. What you said will not make me change the decision.

1. will not make

2. change the decision

3. What you said

4. make me change

Right Answer : 3


Q63. A gerund performs the function of a/an -

1. verb

2. noun

3. adjective

4. adverb

Right Answer : 2


Q64. What is the correct past participle form of draw?

1. drew

2. drewed

3. drawn

4. drawed

Right Answer : 3


Q65. ‘A barking dog seldom bites' Here barking' is a/an ______.

1. intransitive verb

2. present participle

3. verbal noun

4. gerund

Right Answer : 2


Q66. Change the narration : He said to me "Let us go home together."

1. He urged me to go home with him.

2. He proposed to me to go home together.

3. He proposed to me that we should go home together.

4. He asked me to go home together.

Right Answer : 3


Q67. Change the narration: I said, "Do it"

1. I said that it should be done

2. I said that let it be done

3. I said to do it

4. I ordered to do it

Right Answer : 4


Q68. What is passive form of the sentence “We teach him a good lesson”?

1. He is teaching a good lesson by us

2. He is being taught a good lesson by us

3. He has been taught a good lesson by us

4. He is taught a good lesson by us

Right Answer : 4


Q69. Which of the following word is misspelt?

1. Desire

2. Boycot

3. Allegiance

4. Clemency

Right Answer : 2


Q70. The correct spelling is -

1. Exaggarate

2. Exegeret

3. Exagerate

4. Exaggerate

Right Answer : 4


Q71. 'May Allah help you' - What kind of sentence is this?

1. Optative

2. Imperative

3. Assertive

4. Exclamatory

Right Answer : 1


Q72. Everybody likes as flower, _____?

1. does he

2. doesn't he

3. can he

4. don't they

Right Answer : 4


Q73. Masculine gender of 'abbot' is -

1. abess

2. abbes

3. abbess

4. abbotess

Right Answer : 3


Q74. 'Spouse' is a -

1. Masculine gender

2. Feminine gender

3. Common gender

4. Neuter gender

Right Answer : 3


Q75. The synonym for 'efface' -

1. Improve

2. Exhaust

3. Rub out

4. Cut out

Right Answer : 3


Q76. Select the antonym of the word “captivity”.

1. opposition

2. freedom

3. confined

4. oppress

Right Answer : 2


Q77. The antonym of ‘Sacred’ is —

1. Profane

2. Divine

3. Rural

4. Godly

Right Answer : 1


Q78. Choose the correct sentence.

1. I asked Javed had he passéd

2. I asked Javed if he had passed

3. I asked Javed if you had passed

4. I asked Javed that had he passed

Right Answer : 2


Q79. The phrase 'conservative outlook' refers to -

1. Openness

2. Restrictive

3. Easy flow

4. Blindness

Right Answer : 2


Q80. The correct meaning of the idiom 'An apple of discord'-

1. Sauce made of apple

2. a matter of ridicule

3. an object of quarrel

4. friendship

Right Answer : 3


Q81. ৯ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?

1. পাট

2. গম

3. আলু

4. তামাক

Right Answer : 1


Q82. বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?

1. সারাহ ইসলাম

2. মনিরা ইসলাম

3. হালিমা বেগম

4. মিস জেরিন

Right Answer : 1


Q83. ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটসের তথ্যমতে, ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার শতকরা কত ভাগ আবাদি জমি ধ্বংস করেছে?

1. 75%

2. 65%

3. 80%

4. 70%

Right Answer : 1


Q84. সম্প্রতি চীনের কোন মহাকাশযান প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী দিকের নমুনা সংগ্রহ করে সফলভাবে পৃথিবীতে ফিরে আসে?

1. চ্যাংই - ৬

2. পং - ৫

3. ইং - ৬

4. চ্যাংই - ৫

Right Answer : 1


Q85. বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস কবে পালিত হয়?

1. ২৬ জুন

2. ২২ জুন

3. ২১ জুন

4. ১৬ জুন

Right Answer : 1


Q86. সম্প্রতি 'ইউটিউব' ব্যবহারকারীদের জন্য কোন নতুন বিশেষ সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে?

1. নোটস

2. টেক্সট

3. কমিউনিটি

4. ফোরাম

Right Answer : 1


Q87. বাংলাদেশের ১৮তম সেনাপ্রধান কে?

1. জেনারেল ওয়াকার-উজ-জামান

2. বেনজির আহমেদ

3. জেনারেল মোমেন-উজ-জামান

4. জেনারেল তারেক হোসেন

Right Answer : 1


Q88. কোন দেশে একই দিনে দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন?

1. পেরু

2. অস্ট্রিয়া

3. আফগানিস্তান

4. উগান্ডা

Right Answer : 3


Q89. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশের ডাক বিভাগ বঙ্গবন্ধুর ছবিসংবলিত একটি বিশেষ ডাকচিহ্ন প্রকাশ করেছে?

1. ভারত

2. যুক্তরাষ্ট্র

3. কানাডা

4. ভিয়েতনাম

Right Answer : 2


Q90. বিশ্বে পলিথিন ব্যবহারে শীর্ষস্থানীয় দেশ কোনটি?

1. ভারত

2. পাকিস্তান

3. যুক্তরাষ্ট্র

4. চীন

Right Answer : 4


Q91. প্রাচীন নগরী 'পালমিরা' কোন দেশে অবস্থিত?

1. মিশর

2. লিবিয়া

3. ইরাক

4. সিরিয়া

Right Answer : 4


Q92. নিচের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে কোনটি প্রাচীন তম?

1. আল-আযহার বিশ্ববিদ্যালয়

2. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

3. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

4. নালন্দা বিশ্ববিদ্যালয়

Right Answer : 4


Q93. বাংলার প্রাচীন নগর 'কর্ণসুবর্ণ' এর অবস্থান ছিল -

1. কুমিল্লায়

2. মুর্শিদাবাদে

3. বগুড়ায়

4. রাজশাহীতে

Right Answer : 2


Q94. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?

1. ত্রিপিটক

2. উপনিষদ

3. বেদ

4. ভগবদ গীত

Right Answer : 3


Q95. বাংলার স্বধীন নরপতি -

1. সম্রাট অশোক

2. সম্রাট হুমায়ুন

3. রাজা শশাঙ্ক

4. সম্রাট বাবর

Right Answer : 3


Q96. "রাসেলস ভাইপার" সাপকে কার নাম অনুসারে নামকরণ করা হয়?

1. প্যাট্রিক রাসেলের

2. জন রাসেলের

3. ফেড্রিক রাসেলের

4. এন্ড্রু রাসেলের

Right Answer : 1


Q97. মীর শওকাত আলী মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন?

1. ৫

2. ৩

3. ২

4. ৭

Right Answer : 1


Q98. রবার্ট রজার্স কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র কোনটি?

1. নাইন মানথ টু ফ্রিডম

2. লিবারেশন ফাইটার্স

3. এ স্টেট ইজ বর্ন

4. দ্য কান্ট্রি মেড ফর ডিজাস্টার

Right Answer : 4


Q99. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘রিফিউজি 71’ এর পরিচালক কে?

1. জহির রায়হান

2. বাবুল চৌধুরী

3. রবার্ট রজার্স

4. বিনয় রায়

Right Answer : 4


Q100. প্রথম কোন বাঙালি কূটনীতিক মুক্তিযুদ্ধের প্রতি প্রথম আনুগত্য প্রদর্শন করেন?

1. কে.এম শেহাবুদ্দিন

2. হোসেন আলী

3. এ.এইচ মাহমুদ আলী

4. এস.এ করিম

Right Answer : 2


Q101. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

1. নুরুল আমিন

2. লিয়াকত আলী খান

3. মোহাম্মদ আলী

4. খাজা নাজিমুদ্দীন

Right Answer : 4


Q102. শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কবে?

1. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৭

2. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৮

3. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

4. ২৩ ফেব্রুয়ারি ১৯৭০

Right Answer : 3


Q103. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?

1. বাবর

2. হুমায়ুন

3. আকবর

4. জাহাঙ্গীর

Right Answer : 2


Q104. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজী কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন?

1. ১২০৪ খ্রিঃ

2. ১২০৫ খ্রিঃ

3. ১২০৬ খ্রিঃ

4. ১২০৮ খ্রিঃ

Right Answer : 1


Q105. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন?

1. ড. কামাল হোসেন

2. আমিরুল ইসলাম

3. সুরঞ্জিত সেন গুপ্ত

4. সৈয়দ নজরুল ইসলাম

Right Answer : 1


Q106. Tiger Woods' নামটি কোন খেলার সাথে সম্পর্কিত?

1. Hockey

2. Rugby

3. Golf

4. Baseball

Right Answer : 3


Q107. টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত?

1. অটোয়া

2. সিউল

3. প্যারিস

4. লন্ডন

Right Answer : 4


Q108. সম্প্রতি (জুন-২০২৪) এশিয়ার কোন মুসলিম দেশ 'হিজাব' নিষিদ্ধ করেছে?

1. তুরস্ক

2. কাতার

3. তাজিকিস্তান

4. ইন্দোনেশিয়া

Right Answer : 3


Q109. নির্মানাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু এর দৈর্ঘ্য কত?

1. ৩.৫ কিলোমিটার

2. ৩.৮ কিলোমিটার

3. ৪.২ কিলোমিটার

4. ৪.৮ কিলোমিটার

Right Answer : 4


Q110. সম্প্রতি (জুন-২০২৪) বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের (পুরুষ) সেমিফাইনালে জায়গা পেয়েছে এশিয়ার কোন দেশ?

1. ভারত

2. আফগানিস্তান

3. পাকিস্তান

4. ইংল্যান্ড

Right Answer : 2


Q111. বর্তমানে (মে-২৪) গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত?

1. ৪ জন

2. ৫ জন

3. ৬ জন

4. ৭ জন

Right Answer : 2


Q112. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

1. ৯

2. ১০

3. ১৫

4. ১৮

Right Answer : 3


Q113. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?

1. ২ বার

2. ৩ বার

3. ১ বার

4. ৪ বার

Right Answer : 1


Q114. সুয়েজ খাল কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে?

1. এশিয়া ও অষ্ট্রেলিয়া

2. আমেরিকা ও আফ্রিকা

3. ইউরোপ ও আমেরিকা

4. এশিয়া ও আফ্রিকা

Right Answer : 4


Q115. দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

1. ব্রাজিল

2. আর্জেন্টিনা

3. চিলি

4. ভেনিজুয়েলা

Right Answer : 4


Q116. AU কোন মহাদেশের সংগঠন?

1. ইউরােপ

2. এশিয়া

3. আফ্রিকা

4. মধ্যপ্রাচ্য

Right Answer : 3


Q117. উপমহাদেশের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী -

1. সত্যজিত রায়

2. সুকুমার রায়

3. জহির রায়হান

4. কাজী নজরুল ইসলাস

Right Answer : 1


Q118. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

1. সুয়েজ খাল

2. মিসিসিপি

3. ভলগা

4. পানামা খাল

Right Answer : 4


Q119. লেবাননের মুদ্রার নাম কি?

1. দিনার

2. ডলার

3. পাউন্ড

4. রুপি

Right Answer : 3


Q120. পূর্ব তিমুরের রাজধানী কোথায়?

1. লাসা

2. পোর্টো নোভো

3. দিলি

4. তিয়েন আন মেন

Right Answer : 3


Q121. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

1. এলইডি

2. সিলিকন চিপ

3. এলসিডি

4. আইসি

Right Answer : 2


Q122. মডেম এর মধ্যে যা থাকে তা হলো -

1. একটি মডুলেটর

2. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

3. একটি কোডেক

4. একটি এনকোডার

Right Answer : 2


Q123. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?

1. Data Definition Language

2. Data Manipulation Language

3. Query Language

4. উপরের সবগুলোই

Right Answer : 4


Q124. নিচের কোন মেমোরীটি Non-volatile?

1. SRAM

2. DRAM

3. ROM

4. উপরের সবগুলো

Right Answer : 3


Q125. Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?

1. IEEE 802.11

2. IEEE 804.11

3. IEEE 803.11

4. IEEE 806.11

Right Answer : 1


Q126. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?

1. 8

2. 16

3. 32

4. উপরের কোনোটিই নয়

Right Answer : 2


Q127. Plotter কোন ধরনের ডিভাইস?

1. ইনপুট

2. আউটপুট

3. মেমোরি

4. উপরের কোনোটিই নয়

Right Answer : 2


Q128. কম্পিউটার সিপিইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?

1. ALU

2. Control Unit

3. Register Set

4. কোনোটিই নয়

Right Answer : 1


Q129. Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?

1. Queue

2. Stack

3. Union

4. Array

Right Answer : 2


Q130. 10101111 এর 2nd complement কোনটি?

1. 11111111

2. 00000000

3. 01010001

4. 11000011

Right Answer : 3


Q131. নিচের কোনটি Octal number নয়?

1. 19

2. 77

3. 15

4. 101

Right Answer : 1


Q132. 2 কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার?

1. 10

2. 11

3. 12

4. 14

Right Answer : 2


Q133. রেফ্রিজারেটরে কমপ্রেসারের কাজ কী?

1. ফ্রেয়নকে ঘনীভূত করা

2. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা

3. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো

4. ফ্রেয়নকে ঠান্ডা করা

রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন থাকে এবং এক একটি সংকোচন পাম্প বা কমপ্রেসর চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। ফ্রেয়ন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে। পরবর্তীকালে বাষ্পীভূত ফ্রেয়নকে গনীভূবন কুণ্ডলীর মধ্যে এনে কমপ্রেসরের সাহায্যে সঙ্কুচিত বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা এবং ফ্রেয়নকে ঘনীভূত করা এই উভয় কাজই কমপ্রেসর করে থাকে। তবে কমপ্রেসরের প্রধান কাজ হলো ফ্রেয়নকে ঘনীভূত করা।


Q134. মাইক্রোইলেকট্রনিক্স প্রযুক্তির সাহায্যে অতিক্ষুদ্র ইলেকট্রনিক্স বর্তনীকে কী বলে?

1. আইসি

2. পি-ট্রানজিস্টর

3. এন-ট্রানজিস্টর

4. কোনটিই নয়

Right Answer : 1


Q135. পরিবাহী পদার্থ কোনটি?

1. লোহা

2. সিলিকন

3. রাবার

4. কাঁচ

Right Answer : 1


Q136. একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনি (সার্কিট) থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনিতে ফ্রিকুয়েন্সিকে কোন প্রকার পরিবর্তন না করে স্থানান্তর করে-তাকে কি বলে?

1. ট্রান্সফরমার

2. ট্রানজিস্টর

3. অ্যাডাপ্টার

4. কোনোটিই নয়

Right Answer : 1


Q137. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-

1. কিডনীর পাথর গলাতে

2. পিত্ত পাথর গলাতে

3. গলগণ্ড রোগ নির্ণয়ে

4. নতুন পরমাণু তৈরিতে

Right Answer : 3


Q138. একটি হিটার 220 V লাইন হতে 3amp প্রবাহ গ্রহণ করে । হিটারটি 1hr ব্যবহার করা হলে কত kWh ব্যায় হবে?

1. 660 kWh

2. 6.6 kWh

3. 0.22 kWh

4. 0.66 kWh

Right Answer : 4


Q139. p-Type অর্ধপরিবাহী তে ভেজাল হিসেবে কী যুক্ত করা হয়?

1. দ্বিযোজী মৌল

2. ত্রিযোজী মৌল

3. চতুর্থযোজী মৌল

4. পঞ্চযোজী মৌল

Right Answer : 2


Q140. Bulbs in street lighting are all connected in?

1. parallel

2. end-to-end

3. series

4. series-parallel

Right Answer : 1


Q141. সংকর ধাতু পিতলের উপাদান হলো –

1. তামা ও টিন

2. তামা ও দস্তা

3. তামা ও নিকেল

4. তামা ও সীসা

Right Answer : 2


Q142. ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে –

1. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে

2. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

3. বিজাতীয় দ্রব্য রয়েছে

4. সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে

Right Answer : 2


Q143. সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো -

1. নাইট্রিক এসিড

2. সালফিউরিক এসিড

3. এমোনিয়াম ক্লোরাইড

4. হাইড্রোক্লোরিক এসিড

Right Answer : 2


Q144. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

1. ব্রোমিন

2. পারদ

3. আয়োডিন

4. জেনন

Right Answer : 1


Q145. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক –

1. আসলের সমান হবে

2. আসলের চেয়ে বেশি হবে

3. আসলের চেয়ে কম হবে

4. আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

Right Answer : 2


Q146. বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল –এর তাৎপর্য কি?

1. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়

2. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে

3. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

4. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে

Right Answer : 3


Q147. কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?

1. রবার

2. এলুমিনিয়াম

3. লৌহ

4. তামা

Right Answer : 3


Q148. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক –

1. কম হয়

2. বেশি হয়

3. ঠিক থাকে

4. কোনোটিই নয়

Right Answer : 2


Q149. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় -

1. টাংস্টেন তার

2. নাইক্রোম তার

3. এন্টিমনি তার

4. কপার তার

Right Answer : 2


Q150. জারণ বিক্রিয়ায় ঘটে –

1. ইলেকট্রন বর্জন

2. ইলেকট্রন গ্রহণ

3. ইলেকট্রন আদান-প্রদান

4. তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ

Right Answer : 1


Q151. উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -

1. স্টেপ - আপ ট্রান্সফরমারের সাহায্যে

2. স্টেপ - ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

3. অ্যাডাপটারের সাহায্যে

4. ট্রান্সমিটারের সাহায্যে

Right Answer : 2


Q152. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় -

1. ক্যাপাসিটর হিসেবে

2. ট্রান্সফরমার হিসেবে

3. রেজিস্টর হিসেবে

4. রেক্টিফায়ার হিসেবে

Right Answer : 4


Q153. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?

1. জিপসাম

2. সালফার

3. সোডিয়াম

4. খনিজ লবণ

Right Answer : 1


Q154. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?

1. ফিশন

2. মেসন

3. ফিউশন

4. ফিউশন ও মেসন

Right Answer : 1


Q155. বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?

1. টাইক্লোরোটাইফ্লুরো ইথেন

2. টেট্রাফ্লুরো ইথেন

3. ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন

4. আর্গন

Right Answer : 2


Q156. একটি বাল্বে ‘60 W-220 V’ লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?

1. 16.36

2. 160

3. 280

4. 806.67

Right Answer : 4


Q157. AC কে DC করার যন্ত্র -

1. রেকটিফায়ার

2. অ্যামপ্লিফায়ার

3. ট্রান্সজিস্টর

4. ডায়োড

Right Answer : 1


Q158. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?

1. ১০০ জুল

2. ৬০ জুল

3. ৬০০০ জুল

4. ৩৬০০০০ জুল

Right Answer : 4


Q159. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি -

1. বয়লিং

2. বেনজিন ওয়াশ

3. ফরমালিন ওয়াশ

4. কেমিক্যাল স্টেরিলাইজেশন

Right Answer : 4


Q160. পরম শূন্য তাপমাত্রা কোনটি?

1. ২৭৩° সেন্টিগ্রেড

2. -২৭৩° ফারেনহাইট

3. O° সেন্টিগ্রেড

4. -৪৬০° ফারেনহাইট

Right Answer : 4


Q161. মোল্ডিং এর পূর্বে প্যাটার্নের গায়ে — দেওয়া হয়।

1. Dry sand

2. Oil sand

3. Parting sand

4. Green sand

Right Answer : 3


Q162. ছোট এবং মাঝারি আকারে কাস্টিং এ ব্যবহার হয়-

1. গ্রীন স্যান্ড

2. ড্রাই স্যান্ড

3. Oil sand

4. loam sand

Right Answer : 1


Q163. থারমিট পদ্ধতিতে আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের মিশ্রন অনুপাত –

1. ২:৩

2. ৩:১

3. ১:৩

4. ২:১

Right Answer : 2


Q164. থারমিট পদ্ধতিতে কি জোড়া দেওয়া হয়?

1. রেললাইন

2. অলংকার

3. পাতলা শিট

4. পাইপ

Right Answer : 1


Q165. 0-10-6-6-10-12-1 টুল সিগনেচারে এন্ড রিলিফ এঙ্গেল কত?

1. ০ ডিগ্রি

2. ১০ ডিগ্রি

3. ৬ ডিগ্রি

4. ১২ ডিগ্রি

Right Answer : 3


Q166. লেদের কোন চাকটি ছোট ব্যাস ধরার কাজে ব্যবহার করা হয়?

1. কোলেট চাক

2. ফোর চাক

3. ম্যাগনেটিক চাক

4. ইউনিভার্সাল চাক

Right Answer : 1


Q167. হাই স্পিড স্টিলে ফোর্জিং করার সময় স্টিল কোন রং ধারন করে?

1. লাল

2. কালো

3. ধূসর

4. হলুদ

Right Answer : 4


Q168. ধাতুর মধ্যে কোনটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়?

1. লোহা

2. তামা

3. স্বর্ন

4. রুপা

Right Answer : 2


Q169. ক্যাম শ্যাফট ও ইঞ্জিন ব্লক তৈরিতে ব্যবহার করা হয় -

1. হোয়াইট কাস্ট আয়রন

2. গ্রে কাস্ট আয়রন

3. চিলড কাস্ট আয়রন

4. রট আয়রন

Right Answer : 2


Q170. A diagonal scale is used to read…… dimension.

1. One

2. Two

3. There

4. None of these

Right Answer : 3


Q171. ডেড ওয়েট প্রেসার গেজ কার সুত্র অনুসরন করে?

1. নিউটন

2. প্যাসকেল

3. হুক

4. গ্যালিলিও

Right Answer : 2


Q172. মেট্রোলজিতে আলোচনা করা হয় -

1. বস্তুর গঠন ও আকৃতি নিয়ে

2. বস্তুর ধর্ম ও গুনাগুণ নিয়ে

3. বস্তুর দৈর্ঘ্য ও কোন পরিমাপন পদ্ধতি নিয়ে

4. কোনটি নয়

Right Answer : 3


Q173. কোন পদ্ধতি দ্বারা process of production নির্দেশ করে?

1. Scheduling

2. loading

3. Dispatching

4. Routing

Right Answer : 3


Q174. প্রাথমিক অবস্হায় থার্বলিগ এ কতটি বেসিক মোশন ছিল?

1. ১২

2. ০৮

3. ১৮

4. ২০

Right Answer : 3


Q175. —- পরিমাপ নির্ণয়ে CPM ব্যবহ্নত হয়।

1. Single

2. Double

3. Triple

4. None of these

Right Answer : 1


Q176. দুটি সমান বলের মান F , এবং এদের লদ্ধি √2F হলে বল দুটি ক্রিয়া করে-

1. ৪৫° কোনে

2. ০° কোনে

3. ৯০° কোনে

4. ১২০° কোনে

Right Answer : 3


Q177. R হচ্ছে P ও Q বলের লব্ধি । যদি Q কে দ্বিগুণ করা হয় তবে নতুন লব্ধি P এর সাথে লম্ব হবে, যখন –

1. P = Q

2. Q = R

3. Q = 2R

4. None of these

Right Answer : 2


Q178. বলের সংযোজনকে বলা হয় -

1. Resolution

2. Composition

3. Decomposition

4. None of these

Right Answer : 2


Q179. একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে -

1. এটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে

2. এটির দৈর্ঘ্য অর্ধেক হলে

3. এটির দৈর্ঘ্য ৪ গুণ পর্যন্ত বৃদ্ধি পেলে

4. এটির দৈর্ঘ্য ৮ গুণ পর্যন্ত বৃদ্ধি পেলে

Right Answer : 3


Q180. গিয়ারের সবচেয়ে ভিতরের বৃত্তকে বলে -

1. অ্যাডেনডাম

2. ডিডেনডাম

3. পিচ

4. পিচ সার্কেল

Right Answer : 2


Q181. নির্দিষ্ট মানের বল দীর্ঘদিন প্রয়োগের ফলে স্থায়ী বিকৃতি হওয়াকে বলা হয়-

1. Plasticity

2. Fatigue

3. Resilience

4. Creep

Right Answer : 4


Q182. 3ft লম্বা ও 4in ব্যাস বিশিষ্ট একটি স্টিল শ্যাফটে 5kip-ft/ft টর্ক প্রয়োগ করা হলে, সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কত?

1. 12.32ksi

2. 14.32ksi

3. 12.32Psi

4. 14.32Psi

Right Answer : 2


Q183. ফিক্সড-ফ্রী এন্ড কলামের জন্য কোনটি সঠিক?

1. L

2. 2L

3. L/2

4. L/√2

Right Answer : 2


Q184. রিভেট জয়েন্টের ক্ষেত্রে যদি প্লেট সংখ্যা চারটি হয়,তাহলে ক্ষেত্রফল হবে -

1. একগুণ

2. দ্বিগুণ

3. তিনগুণ

4. চারগুণ

Right Answer : 3


Q185. বিমে মোমেন্ট থাকলে কোনটিতে আসবে না?

1. SFD

2. BMD

3. SFD & BMD

4. None of these

Right Answer : 1


Q186. Flexural rigidity = ?

1. EI

2. EI/4

3. MC

4. MC/4

Right Answer : 1


Q187. এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতের মান -

1. ১

2. ১.৪

3. ১.৩৩

4. ১.৬৬

Right Answer : 4


Q188. ডিজেল ইঞ্জিনের দক্ষতা নির্ভর করে __

1. Pressure ratio

2. Temperature ratio

3. Cut-off ratio and compression ratio

4. Compression ratio

Right Answer : 3


Q189. রেফ্রিজারেটরের ঠান্ডা এলাকাকে কী বলে?

1. কম্প্রেসর

2. কনডেনসার

3. এক্সপাশন

4. ইভাপোরেটর

Right Answer : 4


Q190. একটি ঘরের বাতাসকে যদি তাতে অবস্থিত জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তন না করে তাপ দেয়া হয় তা হলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-

1. কমবে

2. বাড়বে

3. একই থাকবে

4. কোনটিই নয়

Right Answer : 1


Q191. ফায়ার টিউব বয়লার, ওয়াটার টিউব বয়লার অপেক্ষা স্টিম উৎপাদন ক্ষমতা-

1. বেশি

2. সহজ

3. কম

4. কোনটিই নয়

Right Answer : 3


Q192. পারমাণবিক চুল্লি কত প্রকার?

1. ছয়

2. পাঁচ

3. চার

4. তিন

Right Answer : 4


Q193. Thevenin's voltage হল-

1. সার্কিটের কার্যকরী ভোল্টেজ

2. সার্কিটের সর্বোচ্চ ভোল্টেজ

3. লোড প্রান্তদ্বয়ের শর্টকাট ভোল্টেজ

4. লোড প্রান্তদ্বয়ের ওপেন কাট ভোল্টেজ

Right Answer : 4


Q194. ইলেকট্রিক চাপকে কী বলা হয়?

1. Resistance

2. Power

3. Voltage

4. Energy

Right Answer : 3


Q195. আবাসিক ফ্যান,বাতি ইত্যাদিতে কত ভোল্ট ব্যবহার করা হয়?

1. ৪১৫ ভোল্ট

2. ৪০০ ভোল্ট

3. ২৩০ ভোল্ট

4. ১১০ ভোল্ট

Right Answer : 3


Q196. সুপ্ততাপ কীসের পরিবর্তন ঘটায়?

1. তাপমাত্রার

2. অবস্থার

3. গলনাঙ্কের

4. স্ফুটনাঙ্কের

Right Answer : 2


Q197. কন্টুর জরিপে প্রত্যক্ষ পদ্ধতি কোনটি?

1. প্রচ্ছছেন পদ্ধতি

2. টেকোমেট্রিক পদ্ধতি

3. বিকিরণ রেখা

4. গ্রিড পদ্ধতি

Right Answer : 3


Q198. একটি উচ্চ চাপের জল জেট ব্যবহার করে সমুদ্রতল বা মন্ডলে একটি পানির আধোবাহিনী বা গ্রুভ তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

1. ওয়াটার ইনজেকশন ড্রেজিং

2. সাকশন ড্রেজিং

3. আন্ডার ওয়াটার রাস্টিং

4. ওয়াটার জেটিং

Right Answer : 1


Q199. সড়কের কেন্দ্রীয় রেখার কতদূর পরপর আড়াআড়ি প্রোফাইল দেখানো হয়?

1. ৩০ মিটার

2. ৪০ মিটার

3. ৫০ মিটার

4. ৬০ মিটার

Right Answer : 3


Q200. সার্ভেয়িং এর বেঞ্চমার্কে R.L বলতে কি বুঝায়?

1. Reduced Level

2. Reduction Level

3. Regular Level

4. Regulatory level

Right Answer: 1

Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous July 1, 2024 at 2:12 PM

    প্রশ্নের মান অনেক ভালো ছিলো,,ধন্যবাদ

    • Anonymous
      Anonymous July 1, 2024 at 2:27 PM

      You're most welcome.

Add Comment
comment url