প্রশ্ন এবং উত্তর Weekly & Model Exam - 42 (Full Marks 50)
মেসেঞ্জার গ্রুপের প্রশ্ন, উত্তর এবং ফলাফলঃ
ফলাফলঃ
Q1. 'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
1. বঙ্গীয় সাহিত্য পরিষদ
2. শ্রীরামপুর মিশন
3. এশিয়াটিক সোসাইটি
4. ফোর্ট উইলিয়াম কলেজ
Right Answer : 1
Q2. নিচের কোন শব্দে “ণ”-এর ভুল প্রয়োগ রয়েছে?
1. চাণক্য
2. মাণিক্য
3. গণ
4. ক্রন্দণ
Right Answer : 4
Q3. নিচের কোনটি প্রয়োগ বাহুল্য দোষে দুষ্ট নয়?
1. ইদানীংকালে
2. সকলশিক্ষকবৃন্দ
3. বাংলাভাষী
4. একত্রিত
Right Answer : 3
Q4. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
1. নির্ভরশীল
2. নির্ভরশীলতা
3. নির্ভরতা
4. নির্ভরযোগ্য
Right Answer : 2
Q5. 'চাল নেই ,চুলো নেই, মুখে বড় কথা।'- এখানে 'চাল' শব্দটি কোন অর্থে প্রয়োগ হয়েছে?
1. ফন্দি
2. আশ্রয়
3. ব্যবহার
4. গুণ
Right Answer : 2
Q6. কোনটি শুদ্ধ বানান?
1. অধগতি
2. অধঃগতি
3. অধোগতি
4. অধোঃগতি
Right Answer : 3
Q7. কোনটি শুদ্ধ বানান?
1. গৃহিণী
2. গৃহীণি
3. গৃহিনি
4. গৃহীণী
Right Answer : 1
Q8. কোনটি শুদ্ধ বানান?
1. একান্নবর্তী
2. একান্নবর্তি
3. একান্নবর্তি
4. একান্নবর্তী
Right Answer : 1
Q9. কোন বানানটি শুদ্ধ?
1. গরু
2. গোরু
3. গোরূ
4. কোনটিই নয়
Right Answer : 2
Q10. কোনটি শুদ্ধ বানান?
1. গননা
2. গনণা
3. গণণা
4. গণনা
Right Answer : 4
Q11. শুদ্ধ বাক্য কোনটি?
1. দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
2. দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
3. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
4. দুর্বলবশত অনাথা বসে পড়ল
Right Answer : 3
Q12. কোন বাক্যটি শুদ্ধ?
1. তাহার জীবন সংশয়পূর্ন
2. তাহার জীবন সংশয়ময়
3. তাহার জীবন সংশয়াপূর্ণ
4. তাহার জীবন সংশয়ভরা
Right Answer : 3
Q13. কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে?
1. অন্যায়ের ফল অনিবার্য
2. অন্যায়ের ফল দুর্নিবার্য
3. অন্যায়ের ফল ভয়াবহ
4. অন্যায়ের শাস্তি মৃত্যু
Right Answer : 1
Q14. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
1. ‘গীতাঞ্জলি’ পড়েছ কি ?
2. এ কথা প্রমান হয়েছে।
3. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হরেন।
4. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
Right Answer : 1
Q15. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
1. আপনি সপরিবার আমন্ত্রিত
2. আপনি সপরিবারে আমন্ত্রিত
3. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
4. আপনি স্বপরিবার আমন্ত্রিত
Right Answer : 2
Q16. Data is a plural form of which one?
1. Dative
2. Datu
3. Datum
4. Datas
Right Answer : 3
Q17. What is the plural of the word 'knife'?
1. knifis
2. knives
3. knifeess
4. kniveses
Right Answer : 2
Q18. Noun of the word 'sell' is -
1. sold
2. sale
3. sell
4. none of them
Right Answer : 2
Q19. Which of the following is the noun of maintain ?
1. maintainment
2. maintenance
3. maintainence
4. maintainness
Right Answer : 2
Q20. What is the opposite gender of 'Lad'?
1. Boy
2. Guy
3. Lady
4. Girl
Right Answer : 3
Q21. 'Spouse' is a -
1. Masculine gender
2. Feminine gender
3. Common gender
4. Neuter gender
Right Answer : 3
Q22. Which one is singular form?
1. Agenda
2. Data
3. Phenomena
4. Radius
Right Answer : 4
Q23. What is the noun of the word of 'beautiful'?
1. Beauty
2. Beautify
3. Beauteous
4. Beautifully
Right Answer : 1
Q24. The noun form of 'do' is -
1. deed
2. day
3. did
4. done
Right Answer : 1
Q25. Identify the determiner in the sentence ‘‘Bring me that book’’
1. bring
2. me
3. that
4. book
Right Answer : 3
Q26. Identify the determiner in the following sentence: 'I have no news for you'-
1. have
2. news
3. for
4. no
Right Answer : 4
Q27. What kind of noun is 'Cattle'?
1. Proper
2. Common
3. Collective
4. Material
Right Answer : 3
Q28. Noun form of the word 'Long' is _____
1. length
2. longer
3. longest
4. lengthen
Right Answer : 1
Q29. Which one is an abstract noun?
1. class
2. rice
3. intelligence
4. team
Right Answer : 3
Q30. Which one is uncountable noun?
1. Pen
2. Apple
3. Table
4. Rice
Right Answer : 4
Q31. √3 এবং 5 এর মাঝে কয়টি পূর্ণসংখ্যা আছে?
1. 1 টি
2. 2 টি
3. 3 টি
4. 4 টি
Right Answer : 3
Q32. নিচের কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক?
1. 12, 16
2. 15, 22
3. 8, 28
4. 10, 15
Right Answer : 2
Q33. সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় -
1. অমূলদ সংখ্যা
2. মূলদ সংখ্যা
3. স্বাভাবিক সংখ্যা
4. অঋণাত্মক সংখ্যা
Right Answer : 2
Q34. মূলদ সংখ্যা কোনটি?
1. √13
2. √14
3. √15
4. √16
Right Answer : 4
Q35. কোনটি অমূলদ সংখ্যা?
1. √9
2. √7
3. 0.5
4. 0.10
Right Answer : 2
Q36. দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
1. ৪
2. ৫
3. ৬
4. ৭
Right Answer : 2
Q37. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু ১৩। সংখ্যা দুটির ল. সা. গু. কত?
1. ২৬০
2. ৭৮০
3. ১৩০
4. ৪৯০
Right Answer : 1
Q38. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
1. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
2. ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
3. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
4. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
Right Answer : 1
Q39. দুইটি সংখ্যার গ.সা.গু 7 এবং ল.সা.গু 84। সংখ্যা দুইটির একটি 42 হলে অপরটি কত?
1. 7
2. 14
3. 21
4. 28
Right Answer : 2
Q40. দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ গ.সা.গু. ৪, সংখ্যা দুইটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?
1. ১০, ৬
2. ১২, ৮
3. ১৪, ১০
4. ১৬, ১২
Right Answer : 2
Q41. বাংলাদেশ সংবিধান প্রণয়নে গঠিত কর্তৃপক্ষ কোনটি?
1. মন্ত্রিপরিষদ
2. গণপরিষদ
3. মুজিবনগর সরকার
4. সুপ্রিম কোর্ট
Right Answer : 2
Q42. বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস হলো —
1. রাষ্ট্রপতি
2. প্রধানমন্ত্রী
3. জনগণ
4. রাষ্ট্র
Right Answer : 3
Q43. বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো -
1. রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা
2. যুক্তরাষ্ট্রীয় সরকার
3. এক কক্ষ বিশিষ্ট আইনসভা
4. সুপরিবর্তনীয়
Right Answer : 3
Q44. বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?
1. হাইকোর্ট
2. জর্জকোর্ট
3. জাতীয় সংসদ
4. সুপ্রিম কোর্ট
Right Answer : 4
Q45. মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে?
1. প্রথম
2. দ্বিতীয়
3. তৃতীয়
4. চতুর্থ
Right Answer : 3
Q46. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়?
1. ১৪
2. ১৫
3. ১৬
4. ১৭
Right Answer : 4
Q47. বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ তম আসন কোনটি?
1. নেত্রকোনা
2. ঝিনাইদহ
3. নীলফামারী
4. বান্দরবান
Right Answer : 4
Q48. সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত বছর?
1. ২৫
2. ৩০
3. ৩৫
4. ৪০
Right Answer : 1
Q49. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস —
1. ৮ মার্চ
2. ১৬ ডিসেম্বর
3. ৪ নভেম্বর
4. ২৩ অক্টোবর
Right Answer : 3
Q50. চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?
1. ২৭
2. ৩০
3. ৩৯
4. ৪০
Right Answer : 3