সকল বিসিএস পরিক্ষায় আসা বাংলা ভাষা ও ব্যাকরণ বিষয়ক প্রশ্ন ও উত্তর।
বাংলা ভাষা ও ব্যাকরণ:
10th BCS:
Q1. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
A. পর্তুগিজ ভাষা হতে
B. আরবি ভাষা হতে
C. দেশী ভাষা হতে
D. ওলন্দাজ ভাষা হতে
Q2.শুদ্ধ বানান কোনটি?
A. মূমুর্ষু
B. মুমূর্ষু
C. মূমূর্ষ
D. মুমূর্ষ
Q3. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
A. শবপোড়া
B. মড়াদাহ
C. শবদাহ
D. শবমড়া
Q4. ‘উভয়কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
A. কারো পৌষ মাস, কারো সর্বনাস
B. চাল না চুলো, ঢেঁকী না কুলো
C. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
D. বোঝার উপর, শাকের আঁটি
Q5. শুদ্ধ বাক্য কোনটি?
A. দুর্বলবশত অনাথিনী বসে পড়া
B. দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
C. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
D.দুর্বলবশত অনাথা বসে পড়ল
Q6. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
A. বিভক্তি
B. ধাতু
C. প্রত্যয়
D. কৃৎ
Q7. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
A. রত্না + কর
B. রত্ন + কর
C. রত্না + আকার
D. রত্ন + আকর
Q8. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে?
A. পাকা পাকা আম
B. ছি ছি কি করছ
C. নরম নরম হাত
D. উড়ু উড়ু মন
Q9. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
A. যত গর্জে তত বৃষ্টি হয় না
B. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
C. নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
D. যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
Q10. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
A. তিনিই সমাজের মাথা
B. মাথা খাটিয়ে কাজ করবে
C. লজ্জায় আমার মাথা কাটা গেল
D. মাথা নেই তার মাথা ব্যথা
Q11. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
A. নিখুঁত
B. আনমনা
C. অবহেলা
D. নিমরাজী
Q12. কোনটি তদ্ভব শব্দ?
A. চাঁদ
B. সূর্য
C. নক্ষত্র
D. গগন
11st BCS:
Q1. সমাস ভাষাকে -
A. সংক্ষেপ করে
B. বিস্তৃত করে
C. ভাষারূপ ক্ষুণ্ন করে
D. অর্থবোধক করে
Q2. ‘সূর্য’-এর প্রতিশব্দ -
A. সুধাংশু
B. শশাঙ্ক
C. বিধু
D. আদিত্য
Q3. ‘অর্ধচন্দ্র’-এর অর্থ -
A. গলাধাক্কা দেয়া
B. অমাবস্যা
C. দ্বিতীয়ত
D. কাস্তে
Q4. কোনটি শুদ্ধ?
A. সৌজন্নতা
B. সৌজন্যতা
C. সৌজনতা
D. সৌজন্য
Q5. কোনটি শুদ্ধ বাক্য?
A. একটা গোপনীয় কথা বলি
B. একটি গোপন কথা বলি
C. একটি গোপন কথা বলি
D. একটি গুপ্ত কথা বলি
Q6. ‘শিষ্টাচার’-এর সমার্থক শব্দ কোনটি?
A. নিষ্ঠা
B. সদাচার
C. সততা
D. সংযম
Q7. ‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
A. নির্ভয়
B. বিস্ময়
C. প্রত্যয়
D. দ্বিধা
Q8. ‘ক্ষমার যোগ্য’-এর বাক্য সংকোচন-
A. ক্ষমার্হ
B. ক্ষমাপ্রার্থী
C. ক্ষমা
D. ক্ষমাপ্রদ
Q9. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে –
A. শব্দ
B. কারক
C. পদ
D. ক্রিয়াপদ
12nd BCS:
Q1. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়?
A. বিভক্তি
B. ধাতু
C. প্রত্যয়
D. কৃৎ
Q2. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
A. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
B. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
C. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
D. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
Q3. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
A. নিখুঁত
B. আনমনা
C. অবহেলা
D. নিমরাজী
Q4. কোন বানানটি শুদ্ধ?
A. পাষাণ
B. পাষান
C. পাসান
D. পাশান
Q5. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
A. ঘোড়াকে চাবুক মার
B. ডাক্তার ডাক
C. গাড়ি স্টেশন ছেড়েছে
D. মুষলধারে বৃষ্টি পড়ছে
Q6. এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’-
A. অউক্ত
B. অব্যক্ত
C. অনুক্ত
D. অব্যাক্ত
Q7. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যেয় যুক্ত হয়েছে?
A. ঠগী
B. পানাস
C. পাঠক
D. সেলামী
Q8. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
A. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B. বক ধার্মিক; বিড়াল তপস্বী
C. রুই-কাতলা; কেউ কেটা
D. বক ধার্মিক; ভিজে বেড়াল
Q9. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
A. চাকু, চাকর
B. খদ্দর, হরতাল
C. চা, চিনি
D. রিকশা, রেস্তোঁরা
13rd BCS:
Q1. ‘গোঁফ- খেজুরে’ – এই বাগধারাটির অর্থ কি?
A. আরামপ্রিয়া
B. উদাসীন
C. নিতান্ত অলস
D. পরমুখাপেক্ষী
Q2. কোন দুটি অঘোষ ধ্বনি?
A. চ ছ
B. ড ঢ
C. ব ভ
D. দ ধ
Q3. কোন বাক্যে ‘ঢাক্ ঢাক্ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
A. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
B. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
C. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
D. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
Q4. ‘যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কি হবে?
A. অপূর্ব
B. অদৃষ্টপূর্ব
C. অভূতপূর্ব
D. ভূতপূর্ব
Q5. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
A. ধন অপেক্ষা মান বড়
B. তোমাকে দিয়ে কিছু হবে না
C. ঢং ঢং ঘণ্টা বাজে
D. লেখাপড়া কর, নতুবা ফেল করবে
Q6. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
A. আমি ভাত খাচ্ছি
B. আমি ভাত খেয়ে স্কুলে যাব
C. আমি দুপুরে ভাত খাই
D. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
Q7. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
A. ওরা কি করে
B. আপনি আসবেন
C. আমরা যাচ্ছি
D. তোরা খাসনে
Q8. মধ্যপদলোপী কর্মধারয়-এর দৃষ্টান্ত-
A. ঘর থেকে ছাড়া - ঘড়ছাড়া
B. অরুণের মতো রাঙা- অরুণরাঙা
C. হাসি মাখা মুখ- হাসিমুখ
D. ক্ষণ ব্যাপিয়া স্থায়ী- ক্ষণস্থায়ী
Q9. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
A. হাতি/হাতী
B. নারি/নারী
C, জাতি/জাতী
D. দাদি/দাদী
14th BCS:
Q1. কোন বানানটি শুদ্ধ?
A. বিভিসীকা
B. বিভীষিকা
C. বীভিষিকা
D. বীভিষীকা
Q2. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
A. দশম থেকে চতুর্দশ শতাব্দী
B. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
C. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
D. এয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
[বাংলা ভাষার আদি স্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।]
Q3. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
A. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
B. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
C. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
D. দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
Q4. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?
A. অনিষ্টে ইষ্ট লাভ
B. চির অশান্তি
C. অরাজক দেশ
D. সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
Q5. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?
A. আট কপালে
B. উড়নচণ্ডী
C. ছা-পোষা
D. ভূশণ্ডির কাক
Q6. মৌলিক শব্দ কোনটি?
A. গোলাপ
B. শীতল
C. নেয়ে
D. গৌরব
Q7. যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
A. ডাকাবুকা
B. তুলশী বনের বাঘ
C. তামার বিষ
D. ঢাকের বাঁয়া
Q8. বাংলা লিপির উৎস কি?
A. সংস্কৃত লিপি
B. চীনা লিপি
C. আরবি লিপি
D. ব্রাহ্মী লিপি
Q9. কোনটি বিশেষণ বাচক শব্দ?
A. জীবন
B. জীবনী
C. জীবিকা
D. জীবাণু
Q10. বর্ণ হচ্ছে -
A. শব্দের ক্ষুদ্রতম অংশ
B. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
C. ধ্বনি নির্দেশক প্রতীক
D. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
Q11. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত–
A. সমাজ
B. পানি
C. মিছিল
D. নদী
15th BCS:
Q1. Wisdom শব্দের বাংলা অর্থ-
A. জ্ঞান
B. বুদ্ধি
C. মেধা
D. প্রজ্ঞা
Q2. যে ভূমিতে ফসল জন্মায় না -
A. পতিত
B. অনুর্বর
C. ঊষর
D. বন্ধ্যা
Q3. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
A. বিপরীত
B. নিকৃষ্ট
C. বিকৃত
D. অভাব
Q4. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য -
A. তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
B. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
C. শব্দের কথা ও লেখ্য রূপে
D. বাক্যের সরলতা ও জটিলতায়
Q5. শুদ্ধ বানানটি নির্দেশ করুন-
A. মুহুর্মুহু
B. মূহুর্মুহু
C. মুর্হমূহু
D. মুর্হুর্মূহু
Q6. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি –বিচ্ছেদ কোনটি?
A. দুঃ + লোক
B. দিব্ + লোক
C. দ্বি + লোক
D. দ্বিঃ + লোক
Q7. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-
A. শৈত্য
B. শীতল
C. উত্তাপ
D. হিম
Q8. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।
A. ইচ্ছাময়
B. ঐচ্ছিক
C. ইচ্ছুক
D. অনিচ্ছা
Q9. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
A. সে বই পড়ছে
B. সে গভীর চিন্তায় মগ্ন
C. সে ঘুমিয়ে আছে
D. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
16th BCS:
Q1. প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি?
A. উৎকর্ষতা
B. উৎকর্ষ
C. উৎকৃষ্ট
D. উৎকৃষ্টতা
Q2. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
A. নেতিবাচক
B. বিয়োগান্ত
C. নঞর্থক
D. অজানা
Q3. যা চিরস্থায়ী নয় –
A. অস্থায়ী
B. ক্ষণিক
C. ক্ষণস্থায়ী
D. নশ্বর
Q4. Intellectual শব্দের বাংলা অর্থ–
A. বুদ্ধিমান
B. মননশীল
C. বুদ্ধিজীবী
D. মেধাবী
Q5. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
A. শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
B. শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
C. দুটি শব্দে উপসর্গটির অর্থ দু রকম
D. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপতবিচারে ভিন্ন হলেও আসল এক
Q6. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
A. ১৯৫৫ খ্রিষ্টাব্দে
B. ১৩৫৫ বঙ্গাব্দে
C. ১৯৫২ খ্রিষ্টাব্দে
D. ১৩৫২ বঙ্গাব্দে
[বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ) ঢাকার বর্ধমান হাউজে প্রতিষ্ঠিত হয়।]
Q7. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য –
A. বাক্যের সরল ও জটিল রূপে
B. শব্দের রূপগত ভিন্নতায়
C. তৎসম ও অর্ধতৎসম শব্দের ব্যবহারে
D. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
17th BCS:
Q1. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -
A. অব্যয় ও শব্দাংশে
B. নতুন শব্দ গঠনে
C. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে
D. ভিন্ন অর্থ প্রকাশে
Q2. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় -
A. স্বরবৃত্ত
B. পয়ার
C. মাত্রাবৃত্ত
D. অক্ষরবৃত্ত
[বাংলা ছন্দ তিন প্রকার: ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত বা বর্ণবৃত্ত গ. স্বরবৃত্ত । অক্ষরবৃত্ত: মূল পর্ব ৮ বা ১০ মাত্রার হয়। মাত্রাবৃত্ত বা বর্ণবৃত্ত: মূল পর্ব সাধারণত ৬ মাত্রার হয়। স্বরবৃত্ত: মূল পর্বের মাত্রা সংখ্যা ৪।]
Q3. পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে -
A. টেবিল
B. চেয়ার
C. বালতি
D. শরবত
Q4. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস -
A. দ্বন্দ্ব
B. বহুব্রীহি
C. কর্মধারায়
D. তৎপুরুষ
Q5. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে -
A. সংস্কৃত
B. পালি
C. প্রাকৃত
D. অপ্রভ্রংশ
Q6. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় -
A. দুই ভাগে
B. তিন ভাগে
C. চার ভাগে
D. পাঁচ ভাগে
Q7. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ -
A. ষড় + ঋতু
B. ষড় + ঋতু
C. ষট + ঋতু
D. ষট্ + ঋতু
Q8. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে -
A. আরবি ভাষা থেকে
B. ফরাসি ভাষা থেকে
C. হিন্দি ভাষা থেকে
D. উর্দু ভাষা থেকে
Q9. ‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো -
A. সমক্ষ
B. পরোক্ষ
C. প্রত্যক্ষ
D. নিরপেক্ষ
Q10. ‘হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির -
A. মিশ্র
B. জটিল
C. যৌগিক
D. সরল
18th BCS:
Q1. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কায়টি?
A. এগারটি
B. নয়টি
C. দশটি
D. আটটি
Q2. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’- এটা কোন ধরনের বাক্য?
A. যৌগিক বাক্য
B. সাধারণ বাক্য
C. মিশ্র বাক্য\
D. সরল বাক্য
Q3. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
A. আশার কথা
B. সৌভাগ্যের বিষয়
C. মজা পাওয়া
D. আনন্দের বিষয়
Q4. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
A. সাহেব
B. বেয়াই
C. সঙ্গী
D. কবিরাজ
Q5. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
A. কবিতার পংক্তিতে
B. গানের কলিতে
C. গল্পের কলিতে
D. নাটকের সংলাপে
Q6. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
A. ননদ
B. প্রিয়া
C. শিষ্যা
D. আয়া
Q7. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
A. নামপদ
B. উপপদ
C. প্রাতিপদিক
D. উপমিত
Q8. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
A. তুই বাড়ি যা
B. ক্ষমা করা মোর অপরাধ
C. কাল একবার এসো
D. দূর হও
Q9. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় ?
A. আন
B. আই
C. আল
D. আও
Q10. বচন অর্থ কি?
A. সংখ্যার ধারণা
B. গণনার ধারণা
C. ক্রমের ধারণা
D. পরিমাপের ধারণা
Q11. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’- বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয়?
A. সমন্বয়ী
B. অনন্বয়ী
C. পদান্বয়ী
D. অনুকার
Q12. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি
A. দুল্ + অনা
B. দোল্ + না
C. দোল্ + অনা
D. দোলনা + আ
Q13. ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ
A. গাছ তুলে মই কাড়া
B. এক ক্ষুরে মাথা মোড়ানো
C. ধরি মাছ না ছুঁই পানি
D. আকাশের চাঁদ হাতে পাওয়া
Q14. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
A. রূপতত্ত্ব
B. ধ্বনিতত্ত্ব
C. পদক্রম
D. বাক্য প্রকরণ
Q15. কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
A. বৃন্দ
B. কুল
C. বর্গ
C. গ্রাম
Q16. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
A. শব্দ
B. বর্ণ
C. ধ্বনি
D. চিহ্ন
Q17. সন্ধির প্রধান সুবিধা কি?
A. পড়ার সুবিধা
B. লেখার সুবিধা
C. উচ্চারণের সুবিধা
D. শোনার সুবিধা
Q18. কোন বানানটি শুদ্ধ?
A. সমীচীন
B. সমিচীন
C. সমীচিন
D. সমিচিন
19th BCS:
Question Not Found
20th BCS:
Q1. ‘পদ’ বলতে কি বোঝায়?
A. কবিতার চরণ
B. যে কোনো শব্দ
C. প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
D. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
Q2. কোন বানানটি শুদ্ধ?
A. শুশ্রুষা
B. সুশ্রুষা
C. শুশ্রূষা
D. সুশ্রুসা
Q3. ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
A. অহংকার
B. স্পষ্টভাষী
C. মিথ্যাবাদী
D. পক্ষপাতদুষ্ট
Q4. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ -এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
A. অবস্থাবাচক শব্দ
B. বাক্যালঙ্কার শব্দ
C. ধ্বন্যাত্মক শব্দ
D. দ্বিরুক্ত শব্দ
Q5. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
A. সিংহাসন
B. ভাই-বোন
C. কানাকানি
D. গাছপাকা
Q6. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ -এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
A. অনতিক্রম্য
B. অলঙ্ঘ্য
C. দূরতিক্রম্য
D. দুর্গম
Q7. ‘ব্যাঙের সর্দি’ -অর্থ কি?
A. রোগ বিশেষ
B. সম্ভাব্য ঘটনা
C. অসম্ভব ঘটনা
D. প্রতারণা
Q8. কাক ভূষণ্ডির অর্থ কি?
A. ষড়যন্ত্রকারী
B. বাকসর্বস্ব
C. দীর্ঘ প্রতীক্ষমাণ
D. দীর্ঘায়ু ব্যক্তি
[কাক ভুষণ্ডি = সম্পূর্ণ ভেজা। কিন্তু ভূষণ্ডির কাক = দীর্ঘায়ু/দীর্ঘজীবী/অনেকদিনের অভিজ্ঞ ব্যক্তি]
Q9. নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
A. কষ্ট
B. উপনিষৎ
C. কল্যাণীয়েষু
D. আষাঢ়
21st BCS:
Q1. ‘চাঁদের হাট’- অর্থ কী?
A. বন্ধুদের সমাগম
B. আত্মীয় সমাগম
C. প্রিয়জন সমাগম
D. গণ্যমান্যদের সমাগম
Q2. কোন বানানটি শুদ্ধ?
A. সূচিষ্মিতা
B. সূচিস্মিতা
C. সুচীস্মিতা
D. শুচিস্মিতা
Q3. ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
A. ক্লান্তিহীন
B. অক্লান্ত
C. অক্লান্তকর্মী
D. অবিশ্রাম
Q4. ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
A. দেশী
B. বিদেশী
C. তৎসম
D. তদ্ভব
Q5. ক্রিয়াপদ –
A. সবসময়ে বাক্যে থাকবে
B. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
C. শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
D. আসলে বিশেষণ থেকে অভিন্ন
Q6. কোনটি অনুজ্ঞা?
A. তুমি গিয়েছিলে
B. তুমি যাও
C. তুমি যাচ্ছিলে
D. তুমি যাচ্ছ
Q7. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’- এখানে ‘মুখ’ বলতে কী বোঝাচ্ছে?
A. অনুভূতি
B. গালি
C. প্রত্যঙ্গ
D. শক্তি
Q8. কোন বানানটি শুদ্ধ?
A. মুমুর্ষু
B. মুমূর্ষু
C. মূমুর্ষু
D. মূমূর্ষূ
Q9. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
A. উদাসীন
B. প্রতিকূল
C. রাগহীন
D. বিশেষভাবে রুষ্ট
22nd BCS:
Q1. অপলাপ শব্দের অর্থ কি?
A. অস্বীকার
B. মিথ্যা
C. প্রলাপ
D. অসদালাপ
[‘অপলাপ’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত, যার শাব্দিক অর্থ সত্য অস্বীকার, গোপন বা মিথ্যা উক্তি।]
Q2. ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’- এই বাক্যের ‘কী’- এর অর্থ -
A. ভয়
B. রাগ
C. বিরক্তি
D. বিপদ
Q3. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ -
A. সাহায্যকারী
B. তোষামুদে
C. বাদক
D. স্বাস্থ্যহীন লোক
23rd BCS:
Q1. ‘হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ -
A. ক্ + ঘ
B. ক্ + ষ + ণ
C. ক্ + ষ + ম
D. হ্ + ম
Q2. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -
A. কল্যাণীয়াষু
B. সুচরিতেষু
C. শ্রদ্ধাস্পদাসু
D. প্রীতিভাজনেষু
Q3. ‘পেয়ারা’ কোনভাষা থেকে আগত শব্দ?
A. হিন্দি
B. উর্দু
C. পর্তুগীজ
D. গ্রিক
Q4. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন -
A. দীর্ঘিকা, নদী, প্রণালী
B. শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
C. গাঙ, তটিনী, অর্ণব
D. স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
Q5. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন -
A. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
B. যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
C. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
D. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
Q6. ‘প্রাতরাশ’- এর সন্ধি-
A. প্রাত + রাশ
B. প্রাতঃ + রাশ
C. প্রাতঃ + আশ
D. প্রাত + আশ
Q7. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় -
A. ক্রিয়াবাচক বিশেষ্য
B. ক্রিয়াবিশেষণ
C. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
D. ক্রিয়াবিভক্তি
Q8. ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ -
A. কাল্পনিক জন্তু
B. গোমড়ামুখো লোক
C. মুরগি
D. পুরাণোক্ত পাখি
Q9. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
A. ডিসেম্বর ১৬, ১৯৭১
B. ২৬ মার্চ, ১৯৭১
C. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
D. পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত
Q10. ‘বামেতর’ শব্দটির অর্থ -
A. বামচোখ
B. ডান
C. ইতর
D. বাম দিক
Q11. প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন -
A. অশোক মুখোপাধ্যায়
B. জগন্নাথ চক্রবর্তী
C. মুহাম্মদ হাবিবুর রহমান
D. মুহম্মদ শহীদুল্লাহ
Q12. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ -
A. তীরে পৌঁছার ঝক্কি
B. সঞ্চয়ের প্রবৃত্তি
C. মুমূর্ষু অবস্থা
D. আসন্ন বিপদ
Q13. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় -
A. দ্বন্দ্ব সমাস
B. অব্যয়ীভাব সমাস
C. কর্মধারয় সমাস
D. নিত্য সমাস
24th BCS:
Q1. জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
A. অরণ্য
B. পর্বত
C. স্থাবর
D. সমুদ্র
Q2. ‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ?
A. সন্ধিজনিত
B. প্রত্যয়জনিত
C. উপসর্গজনিত
D. বিভক্তিজনিত
Q3. তুমি না বলেছিলে আগামীকাল আসবে? -এখানে ‘না’-এর ব্যবহার কি অর্থে?
A. না-বাচক
B. হ্যাঁ-বাচক
C. প্রশ্নবোধক
D. বিস্ময়সূচক
Q4. ‘কার মাথায় হাত বুলিয়েছ’ এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
A. স্বভাব নষ্ট করা
B. স্পর্ধা বাড়া
C. ফাঁকি দেওয়া
D. কোনো উপায়ে
Q5. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
A. কষ্ট
B. উপনিষৎ
C. কল্যাণীয়েষু
D. আষাঢ়
Q6. ‘অক্ষির সমীপে’ -এর সংক্ষেপণ হলো -
A. সমক্ষ
B. পরোক্ষ
C. প্রত্যক্ষ
D. নিরপেক্ষ
Q7. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য –
A. অব্যয় ও শব্দাংশ
B. নতুন শব্দ গঠনে
C. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
D. ভিন্ন অর্থ প্রকাশে
Q8. ‘তুমি এতক্ষণ কী করেছ’? - এই বাক্যে ‘কী’ কোন পদের?
A. বিশেষণ
B. অব্যয়
C. সর্বনাম
D. ক্রিয়া
Q9. ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।’ - এই বাক্য ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
A. কর্তৃকারকের সপ্তমী
B. কর্মকারকে সপ্তমী
C. অপাদান কারকে তৃতীয়া
D. অধিকরণ কারকে সপ্তমী
25th BCS:
Q1. ‘ক্ষীয়মান’-এর বিপরীত শব্দ কি?
A. বৃহৎ
B. বর্ধিষ্ণু
C. বর্ধমান
D. বৃদ্ধিপ্রাপ্ত
Q2. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে -
A. নিদাঘ
B. নশ্বর
C. নষ্টমান
D. বিনশ্বর
Q3. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
A. দ্বন্দ্ব সমাস
B. রূপক সমাস
C. বহুব্রীহি সমাস
D. দ্বিগু সমাস
Q4. কোন বাক্যটি শুদ্ধ?
A. তাহার জীবন সংশয়পূর্ন
B. তাহার জীবন সংশয়ময়
C. তাহার জীবন সংশয়াপূর্ণ
D. তাহার জীবন সংশয়ভরা
Q5. ‘চাঁদমুখ’-এর ব্যাসবাক্য হলো–
A. চাঁদ মুখের ন্যায়
B. চাঁদের মত মুখ
C. চাঁদ মুখ যার
D. চাঁদরূপ মুখ
Q6. ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’-এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
A. কর্ম কারকে শূন্য
B. সম্প্রদানে সপ্তমী
C. অধিকরণে শূন্য
D. কর্তৃকারকে শূন্য
Q7. ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
A. সরল
B. জটিল
C. যৌগিক
D. অনুজ্ঞামূলক
Q8. বাংলা ছন্দ কত রকমের?
A. এক রকমের
B. দু রকমের
C. তিন রকমের
D. চার রকমের
Q9. কোনটি শুদ্ধ বানান?
A. দন্দ
B. দ্বন্দ
C. দ্বন্দ্ব
D. দন্ব
Q10. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো –
A. অন্ত্যমিল আছে
B. অন্ত্যমিল নেই
C. চরণের প্রথমে মিল থাকে
D. বিশ মাত্রার পর্ব থাকে
26th BCS:
Q1. Ballad কি?
A. লোকগীতি
B. লোকগাঁথা
C. গীতিকা
D. গাথা
Q2. ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
A. বাংলা + ফারসি
B. সংস্কৃত + ফারসি
C. ফারসি + আরবি
D. সংস্কৃত + আরবি
Q3. ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’-এখানে ‘হারায়’ কোন ধাতু?
A. প্রযোজ্য ধাতু
B. ভাববাচ্যের ধাতু
C. সংযোগমূলক ধাতু
D. নাম ধাতু
(সঠিক হবে প্রযোজক ধাতু। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকেই প্রযোজক বা ণিজন্ত ধাতু বা কখনও কখনও কর্মবাচ্যের ধাতু বলা হয়।)
Q4. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
A. স্যার উইলিয়াম জোনস্
B. স্যার উইলিয়াম কেরি
C. রাজীব লোচন মুখোপাধ্যায়
D. ব্রাসি হ্যালহেড
Q5. কোন শব্দটি ফারসি?
A. মুসাফির
B. তকদির
C. পেরেশান
D. মজলুম
Q6. উপসর্গ কোনটি?
A. অতি
B. থেকে
C. চেয়ে
D. দ্বারা
Q7. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
A. আইন
B. দাখিল
C. এজেন্ট
D. মুচলেকা
Q8. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
A. সমাস
B. সন্ধি
C. প্রত্যয়
D. উপসর্গ
Q9. কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
A. পাকা বাড়ি
B. পাকা রং
C. পাকা কাজ
D. পাকা আম
Q10. ‘যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম।’-এটি কোন জাতীয় বাক্য?
A. সরল বাক্য
B. যৌগিক বাক্য
C. মৌলিক বাক্য
D. মিশ্র বাক্য
Q11. ‘লাঠালাঠি’- এটি কোন সমাস?
A. প্রাদি সমাস
B. ব্যতিহার বহুব্রীহি সমাস
C. তৎপুরুষ সমাস
D. কর্মধারয় সমাস
Q12. প্র, পরা, অপ-
A. বাংলা উপসর্গ
B. সংস্কৃত উপসর্গ
C. বিদেশী উপসর্গ
D. উপসর্গ স্থানীয় অব্যয়
Q13. টা, টি, খানা ইত্যাদি -
A. পদাশ্রিত নির্দেশক
B. প্রকৃতি
C. বিভক্তি
D. উপসর্গ
27th BCS:
Q1. গ্রিক শব্দ কোনটি?
A. তুফান
B. লুঙ্গী
C. কুশন
D. দাম
Q2. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
A. উনিশ
B. কুড়ি
C. একুশ
D. বাইশ
Q3. ‘মেছো’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কি?
A. মাছ + ও
B. মেছ + ও
C. মাছি + উয়া > ও
D. মাছ + উয়া > ও
Q4. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
A. বাক্ + দান = বাগদান
B. উৎ + ছেদ = উচ্ছেদ
C. পর + পর = পরস্পর
D. সম + সার = সংসার
Q5. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় -
A. উপমিত
B. উপমান
C. উপমেয়
D. রূপক
Q6. ‘এ মাটি সোনার বাড়া’-এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
A. বিশেষণের অতিশায়ন
B. রূপবাচক বিশেষণ
C. উপাদান বাচক বিশেষণ
D. বিধেয় বিশেষণ
28th BCS:
Q1. ‘উপরোধ’ শব্দের অর্থ কি?
A. প্রতিরোধ
B. উপস্থাপন
C. অনুরোধ
D. উপযোগী
29th BCS:
Q1. বাংলা বর্ণমালার স্বরবর্ণ কয়টি?
A. ১৩টি
B. ১০টি
C. ১২টি
D. ১১টি
Q2. ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
A. চলিত রীতি
B. সাধু রীতি
C. মিশ্র রীতি
D. আঞ্চলিক রীতি
Q3. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
A. অক্ষয় দত্ত
B. মার্শম্যান
C. ব্রাশি হ্যালহেড
D. রাজা রামমোহন
Q4. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
A. প্রভু যিশুর বাণী
B. কৃপার শাস্ত্রের অর্থভেদ
C. ফুলমণি ও করুণার বিবরণ
D. মিশনারি জীবন
Q5. ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ -
A. জন + ইক
B. জন + এক
C. জনৈ + এক
D. জন + ঈক
Q6. বাক্যের তিনটি গুণ কি কি?
A. আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
B. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
C. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
D. কোনোটিই নয়
Q7. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
A. ১৯৫৫ খ্রি.
B. ১৩৫৫ বঙ্গাব্দ
C. ১৯৫২ খ্রি.
D. ১৩৫২ বঙ্গাব্দ
Q8. সমাস ভাষাকে কি করে?
A. সংক্ষেপ করে
B. বিস্তৃত করে
C. অর্থপূর্ণ করে
D. অর্থের রূপান্তর ঘটায়
30th BCS:
Q1. ‘অনীক’ শব্দের অর্থ –
A. সূর্য
B. সমুদ্র
C. যুদ্ধক্ষেত্র
D. সৈনিক
Q2. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
A. মধ্যপদলোপী কর্মধারয়
B. ষষ্ঠী তৎপুরুষ
C. পঞ্চমী তৎপুরুষ
D. উপমান কর্মধারয়
Q3. Anatomy শব্দের অর্থ -
A. সাদৃশ্য
B. স্নায়ুতন্ত্র
C. শারীরবিদ্যা
D. অঙ্গ-সঞ্চালন
Q4. ‘আফতাব’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
A. অর্ণব
B. রাতুল
C. অর্ক
D. জলধি
Q5. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ–
A. বাগ + অম্বর
B. বাগ + আড়ম্বর
C. বাক্ + অম্বর
D. বাক্ + আড়ম্বর
Q6. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
A. ভ
B. ঠ
C. ফ
D. চ
Q7. ‘অপ’ কী ধরনের উপসর্গ?
A. সংস্কৃত
B. বাংলা
C. বিদেশি
D. মিশ্র
Q8. ‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?
A. সহ + চর + র্য
B. সহচর + ৎ ফলা
C. সহচর + য
D. কোনটিই নয়
31st BCS:
Q1.