প্রশ্ন এবং উত্তর Exam - 37 (Full Marks 50)
মেসেঞ্জার গ্রুপের প্রশ্ন, উত্তর এবং রেজাল্টঃ
রেজাল্টঃ
Q1. 'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো -
1. বি + আর্থ
2. ব্য + অর্থ
3. বি + অর্থ
4. ব্যা + অর্থ
Right Answer : 3
Q2. 'মৃন্ময়' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
1. মৃন + ময়
2. মৃং + ময়
3. মৃৎ + ময়
4. মৃঃ + ময়
Right Answer : 3
Q3. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
1. রূপতত্ত্ব
2. ধ্বনিতত্ত্ব
3. পদক্রম
4. বাক্য প্রকরণ
Right Answer : 2
Q4. 'দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
1. দুঃ+লোক
2. দিব+লোক
3. দ্বি+লোক
4. দ্বিঃ+লোক
Right Answer : 2
Q5. 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
1. কারো পৌষ মাস, কারো সর্বনাশ
2. চাল না চুলো, ঢেঁকী না কুলো
3. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
4. বোঝার উপর, শাকের আঁটি
Right Answer : 3
Q6. 'কপাল গুতোয় গোপাল ঠাকুর' প্রবাদটির অর্থ -
1. অসুন্দরকে বেমানান ভাবে সজ্জিত করা
2. অযোগ্যের ভাগ্য গুণে বড় হওয়া
3. ভাল কথার খারাপ ব্যাখ্যা
4. মূর্খ জ্ঞানীর কদর বোঝে না
Right Answer : 2
Q7. 'কুজ্ঝটিকা' শব্দের অর্থ হলো -
1. কুয়াশা
2. অনুকার
3. প্রভাকর
4. শৈল
Right Answer : 1
Q8. ‘পুষ্প’-এর সমার্থক শব্দ নয় -
1. ফুল
2. অবনী
3. কুসুম
4. প্রসুন
Right Answer : 2
Q9. ‘বাতাস’ এর সমার্থক শব্দ নয় -
1. অনিল
2. প্রসুন
3. পবন
4. বায়ু
Right Answer : 2
Q10. "দামিনী" শব্দের অর্থ কি?
1. মেঘ
2. বিদ্যুৎ
3. বৃষ্টি
4. ঢেউ
Right Answer : 2
Q11. "সুপ্ত" শব্দের অর্থ কি?
1. সুহৃদ
2. সুন্দর
3. গরমিল
4. নিদ্রিত
Right Answer : 4
Q12. শুদ্ধ বানান কোনটি?
1. শ্রদ্ধাঞ্জলি
2. শ্রদ্ধাঞ্জলী
3. শ্রদ্ধানজলী
4. শ্রদ্ধানজলি
Right Answer : 1
Q13. কোন বানানটি শুদ্ধ?
1. মুমুর্ষু
2. মুমূর্ষু
3. মূমুর্ষু
4. মূমূর্ষূ
Right Answer : 2
Q14. 'Executive' এর পরিভাষা -
1. ঊর্ধ্বতন কর্মকর্তা
2. নির্বাহী
3. সহযোগী
4. ব্যাবস্থাপক
Right Answer : 2
Q15. 'Chancellor'-এর পরিভাষা কোনটি?
1. আচার্য
2. উপাচার্য
3. অধ্যক্ষ
4. প্রাধ্যক্ষ
Right Answer : 1
Q16. He has gone to dogs- এর সঠিক অনুবাদ কোনটি?
1. সে কুকুরের কাছে গেছে
2. সে কুকুর খুব ভালোবাসে
3. সে গোল্লায় গেছে
4. সে কুকুর পোষে
Right Answer : 3
Q17. It resulted into failure- এ বাক্যটির বাংলা অনুবাদ হলো--
1. এটা ব্যর্থতা কাটিয়ে উঠল
2. এটা ব্যর্থতারই নামান্তর
3. এটা ব্যর্থতায় পর্যবসিত হলো
4. এটা ব্যর্থতাকে রুখে দিল
Right Answer : 3
Q18. Identify the word in the singular form -
1. Criteria
2. Stadia
3. Agenda
4. Index
Right Answer : 4
Q19. Which one is in plural number?
1. Mouse
2. Criterion
3. Agenda
4. Ox
Right Answer : 3
Q20. The plural of 'Basis' is -
1. Basises
2. Basies
3. Bases
4. Basiss
Right Answer : 3
Q21. The plural form of 'radius' is ____.
1. radii
2. radiuses
3. radises
4. radius
Right Answer : 1
Q22. A gerund performs the function of a/an -
1. verb
2. noun
3. adjective
4. adverb
Right Answer : 2
Q23. My favorite activity is reading. Here reading is?
1. gerund
2. object
3. verbal noun
4. complement
Right Answer : 1
Q24. A lost opportunity never returns. 'Here lost is a -
1. Gerund
2. Verbal noun
3. Infinitive
4. Participle
Right Answer : 4
Q25. I have no objection to walk. The "to walk" is an example of ___.
1. an infinitive
2. a gerund
3. a participle
4. a morpheme
Right Answer : 1
Q26. We want to take legal action against the hoodlum. In this sentence 'to' is a/an-
1. adverb
2. preposition
3. conjunction
4. infinitive marker
Right Answer : 4
Q27. জাকারিয়া ২৫০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?
1. ২৭২৫ টাকা
2. ৩০০০ টাকা
3. ৩১২৫ টাকা
4. ৩২০০ টাকা
Right Answer : 3
Q28. একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো । চেয়ারটির ক্রয়মূল্য কত ?
1. ১৫০ টাকা
2. ১২০ টাকা
3. ১৬০ টাকা
4. ১০০ টাকা
Right Answer : 1
Q29. ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে?
1. ৬০ টাকা
2. ৭২ টাকা
3. ৬২ টাকা
4. ৭৫ টাকা
Right Answer : 2
Q30. ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?
1. ৬০%
2. ৫০%
3. ৪০%
4. ৩৫%
Right Answer : 2
Q31. ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
1. ৭%
2. ৯%
3. ৮%
4. ৬%
Right Answer : 3
Q32. একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে
30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গে ছিল?
1. 14 মিটার
2. 16 মিটার
3. 18 মিটার
4. 20 মিটার
Right Answer : 2
Q33. ১৮ মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে ৩০ ডিগ্রী কোণে উন্নিত করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?
1. ৯ মিটার
2. ১০ মিটার
3. ১২ মিটার
4. ১৩ মিটার
Right Answer : 1
Q34. ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?
1. ৯৬ ফুট
2. ৭২ ফুট
3. ১৯২ ফুট
4. ৪৪ ফুট
Right Answer : 1
Q35. 10 মিটার প্রস্থবিশিষ্ট নদীর থীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবণতি কোণ কত ডিগ্রী?
1. 90°
2. 60°
3. 45°
4. 30°
Right Answer : 2
Q36. বাংলাদেশ সংবিধান প্রণয়নে গঠিত কর্তৃপক্ষ কোনটি?
1. মন্ত্রিপরিষদ
2. গণপরিষদ
3. মুজিবনগর সরকার
4. সুপ্রিম কোর্ট
Right Answer : 2
Q37. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন?
1. ড. কামাল হোসেন
2. আমিরুল ইসলাম
3. সুরঞ্জিত সেন গুপ্ত
4. সৈয়দ নজরুল ইসলাম
Right Answer : 1
Q38. বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন?
1. সৈয়দ নজরুল ইসলাম
2. সুরঞ্জিত সেন গুপ্ত
3. রাজিয়া বানু
4. আমিরুল ইসলাম
Right Answer : 2
Q39. রাষ্ট্র পরিচালনার মূল দলিল কোনটি?
1. আইন
2. অধ্যাদেশ
3. সংবিধান
4. লোক প্রথা
Right Answer : 3
Q40. বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস হলো —
1. রাষ্ট্রপতি
2. প্রধানমন্ত্রী
3. জনগণ
4. রাষ্ট্র
Right Answer : 3
Q41. বাংলাদেশে কোন ধরনের সরকার চালু আছে?
1. রাষ্ট্রশাসিত
2. মন্ত্রিপরিষদ শাসিত
3. একনায়কতান্ত্রিক
4. যুক্তরাষ্ট্রীয়
Right Answer : 2
Q42. মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে?
1. প্রথম
2. দ্বিতীয়
3. তৃতীয়
4. চতুর্থ
Right Answer : 3
Q43. বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
1. ১৫০
2. ১৫১
3. ১৫২
4. ১৫৩
Right Answer : 4
Q44. জাতীয় সংসদের কাজ হচ্ছে —
1. আইন বাস্তবায়ন
2. দুষ্টের দমন ও শিষ্টের পালন
3. সংবিধান সংশোধন
4. প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ
Right Answer : 3
Q45. গণতন্ত্র কী ধরনের শাসনব্যবস্থা?
1. প্রাচীন
2. স্বৈরাচারী
3. প্রহসনমূলক
4. প্রতিনিধিত্বমূলক
Right Answer : 4
Q46. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়?
1. ১৪
2. ১৫
3. ১৬
4. ১৭
Right Answer : 4
Q47. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
1. ২৯ টি
2. ২২ টি
3. ২১ টি
4. ২৬ টি
Right Answer : 4
Q48. বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
1. জেলা
2. উপজেলা
3. থানা
4. ইউনিয়ন
Right Answer : 4
Q49. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
1. ১৯০৬ সালে
2. ১৮৬৪ সালে
3. ১৯১৯ সালে
4. ১৮৪০ সালে
Right Answer : 2
Q50. মন্ত্রীপরিষদ প্রধান কে?
1. রাষ্ট্রপতি
2. প্রধানমন্ত্রী
3. মন্ত্রীপরিষদ সচিব
4. মুখ্য সচিব
Right Answer : 2