HSC ICT তৃতীয় অধ্যায়ের বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন
তৃতীয় অধ্যায়ের বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন:
যশাের বোর্ড ২০১৯
ঝুমি ও রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত মােট নম্বর যথাক্রমে (920)10 ও (920)8 । তাদের ক্লাস রােল যথাক্রমে (37)8 ও (3A)16।
ক. বিসিডি কোড কী?
খ. বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে—ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত রােল নম্বর দুটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর কর।
ঘ। ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যােগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কি-না? বিশ্লেষণ কর।
উত্তরসমুহ
ক) BCD এর পূর্ণরূপ Binary Coded Decimal. একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে চারটি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাটাই হচ্ছে বিসিডি কোড।
খ) পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড় হচ্ছে ইউনিকোড। ইউনিকোড কনসর্টিয়াম নামে একটি সংগঠন এটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2020 সালে ইউনিকোডের’ 13 সংস্করণে 154 টি ভাষা স্থান পেয়েছে। সর্বশেষ ইউনিকোডের Standard অনুযায়ী যেখানে প্রত্যেকটা বর্ণের জন্য (0000)16 থেকে শুরু করে (10FFFF)16 এর ভেতর একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে। ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য 65,536 টি স্থান সংরক্ষণ করা আছে। প্রাচীন মিশরীয় ভাষা থেকে শুরু করে বর্তমানের ইমােজিকেও ইউনিকোডের আওতায় আনা হয়েছে। তাই বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে।
গ) ঝুমির রােল নম্বর (37)8 এবং রুমির রােল নম্বর (3A)16 এ রােল নম্বর দুটিকে প্রচলিত সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করা হলাে-
(ঘ) ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যােগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব নয়। কেননা রুমির নম্বর অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি ভুল।
উদ্দীপকে দেওয়া আছে, ঝুমির টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর (920)10 এবং রুমির টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর (920)8 । যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10 এবং এ সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। সেহেতু এখানে দশমিক সংখ্যাটি ঠিক আছে। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ ৪ এবং এ সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। তা সত্বেও এখানে 9 অঙ্কটির ব্যবহার করা হয়েছে। আট বেজের কোনো সংখ্যার মধ্যে 9 থাকতে পারেনা। যদি 9 বা ৪ অঙ্ক ব্যবহার করা হয়, তবে সেটি ভুল হবে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে অবশ্যই 0,1,2,3,4,5,6 এবং 7 অঙ্কগুলোর মধ্য থেকে অঙ্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ (920)8 সংখ্যাটি সঠিক নয়। তাই ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যােগের মাধ্যমে অথবা পরিপূরকের মধ্যমে নিরূপণ করা সম্ভব নয়।