তাপমাত্রার তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক
তাপমাত্রার তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক:
আমাদের দৈনন্দিন জীবনে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল ব্যবহার করে থাকি। যেমন - আমরা বলে থাকি, আজকের দিনের তাপমাত্রা ৩৪° সেলসিয়াস। আবার কারো জ্বর হলে আমরা বলি ১০১° জ্বর, যেটি আসলে ফারেনহাইট স্কেলের ১০১°। এরকমই তাপমাত্রার প্রচলিত তিনটি স্কেল রয়েছে, আর সেগুলো হলো- সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন।
তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ হারাবে না গ্রহণ করবে। আর মৌলিক ব্যবধানকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার স্কেল তৈরি করা হয়েছে।
তাপমাত্রার প্রধান স্কেল সমূহ:
তাপমাত্রার প্রধান স্কেল মূলত তিনটি। যথা:
- সেলসিয়াস স্কেল (C)
- ফারেনহাইট স্কেল (F)
- কেলভিন স্কেল (K)
প্রতিটি স্কেলের (স্কেলের প্রতীক - নিম্ন স্থিরাঙ্ক)/(উচ্চ স্থিরাঙ্ক - নিম্ন স্থিরাঙ্ক) এর মানকে সমান ধরে নিয়ে সম্পর্ক স্থাপন করলেই তাপমাত্রার স্কেলসমূহের মধ্যে সম্পর্ক স্থাপিত হবে। উপরের এই নিয়ম অনুসরণ করে তাহলে সমীকরণ তৈরি করা যাক। আমরা জানি, সেলসিয়াস স্কেলের প্রতীক C, উচ্চ স্থিরাঙ্ক 100 এবং নিম্ন স্থিরাঙ্ক 0। ফারেনটাইট স্কেলের প্রতীক F, উচ্চ স্থিরাঙ্ক 212 এবং নিম্ন স্থিরাঙ্ক 32। আবার কেলভিন স্কেলের প্রতীক K, উচ্চ স্থিরাঙ্ক 373.15 এবং নিম্ন স্থিরাঙ্ক 273.15।
আজকের লেখাতে আমরা তাপমাত্রার এই তিনটি স্কেলের মধ্যে রূপান্তরের সুত্রটি দেখবো।
তাপমাত্রার তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে - C/5 = (F-32)/9 = (K-273)/5
এই একটি সমীকরণ দিয়েই তাপমাত্রার সবগুলো স্কেলের মধ্যে রূপান্তর করা যায়। যেমন- আমাদেরকে যদি একটি ফারেনহাইট স্কেলের মান দেওয়া থাকে এবং যদি সেটিকে সেলসিয়াসে রূপান্তর করতে বলা হয় সেক্ষেত্রে সূত্রটি হবে- C = {(F-32)*(5/9)} আবার আমাদেরকে যদি সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করতে বলা হয়, সেক্ষেত্রে সেলসিয়াস স্কেলের মানের সাথে শুধুমাত্র 273 যোগ করলেই কেলভিন স্কেলের মান পাওয়া যাবে। আশা করি আপনারা বাকি রূপান্তরগুলি নিজেরা চেষ্টা করে দেখবেন এবং আপনাদের প্রয়োজন হলে লেখাটি আরো আপডেট করবো।